জীববিজ্ঞান ভর্তি পরীক্ষার প্রশ্ন (BIOLOGY Admission Test Questions)


মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন (২০১৪)



১। আস্ত সিলোমযুক্ত প্রাণীর পর্ব কোনটি?
(ক) Nematoda
(খ) Cnidaria
(গ) Platyhelminthes
(ঘ) Arthropoda
সঠিক উত্তর: (ক)Nematoda


২। হাইড্রার মুকুল কি কাজে ব্যবহৃত হয়?
(ক) অযৌন প্রজনন
(খ) পুনুরুৎপত্তি
(গ) চলন
(ঘ) যৌন প্রজনন
সঠিক উত্তর: (ক) অযৌন প্রজনন


৩। স্থুলতার সহিত সম্পর্কযুক্ত রোগ কোনটি?
(ক) রক্ত শূন্যতা
(খ) হাঁপানী
(গ) করোনারি হার্ট ডিজিজ
(ঘ) রেনাল ফেইলিউর
সঠিক উত্তর: (গ) করোনারি হার্ট ডিজিজ


৪। ডায়েনসেফালনের মধ্যস্থ গহ্বরটিকে কী বলে?
(ক) দ্বিতীয় ভেন্ট্রিকল
(খ) চতুর্থ ভেন্ট্রিকল
(গ) প্রথম ভেন্ট্রিকল
(ঘ) তৃতীয় ভেন্ট্রিকল
সঠিক উত্তর: (ঘ) তৃতীয় ভেন্ট্রিকল


৫। মোটর প্রকৃতির স্নায়ু কোনটি?
(ক) ফেসিয়াল
(খ) অপথ্যালমিক
(গ) হাইপোগ্লোসাল
(ঘ) ভেগাস
সঠিক উত্তর: (গ) হাইপোগ্লোসাল


৬। নিচের কোনটি ভ্রূণীয় এক্টোডার্ম স্তর থেকে তৈরি হয়?
(ক) লোহিত কণিকা
(খ) থাইমাস
(গ) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র
(ঘ) অস্থি সন্ধি
সঠিক উত্তর: (গ) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র


৭। চলনের সময় হাঁটুকে ভাজ করে কোন মাংশপেশি?
(ক) ট্রাইসেপস
(খ) রেকটাস ফিমোরিস
(গ) বাইসেপস ফিমোরিস
(ঘ) ডেল্টয়েড
সঠিক উত্তর: (গ) বাইসেপস ফিমোরিস


৮। মস্তিষেকর কোন অংশে ক্ষুধা নিয়ন্ত্রণ কেন্দ্র অবস্থিত?
(ক) থ্যালামাস
(খ) সেরেবেলাম
(গ) সেরেব্রাম
(ঘ) হাইপোথ্যালামাস
সঠিক উত্তর: (ঘ) হাইপোথ্যালামাস


৯। পিউপিলের অবস্থান কোথায়?
(ক) রেটিনার পশ্চাতে
(খ) আইরিসের পশ্চাতে
(গ) আইরিসের মধ্যবর্তী স্থানে
(ঘ) কোরয়েডের নিচে
সঠিক উত্তর: (গ) আইরিসের মধ্যবর্তী স্থানে


১০। অগ্নাশয়ের আলফা কোষ থেকে নি:সৃত হয়-
(ক) পেনক্রিয়াটিক পলিপেপটাইড
(খ) লাইপেজ
(গ) ইনসুলিন
(ঘ) গ্লুকাগন
সঠিক উত্তর: (ঘ) গ্লুকাগন


১১। রক্তস্রোতে থাকা অতিরিক্ত গ্লুকোজ থেকে যকৃতে সঞ্চিত পলিস্যাকারাইড হলো-
(ক) সেলুলোজ
(খ) সুক্রোজ
(গ) স্টার্চ
(ঘ) গ্লাইকোজেন
সঠিক উত্তর: (ঘ) গ্লাইকোজেন


১২। স্বাভাবিক মূত্রের বর্ণ হালকা হলুদ হয় কিসের উপস্থিতিতে?
(ক) বিলিভার্ডিন
(খ) ইউরোক্রোম
(গ) বিলিরুবিন
(ঘ) অ্যামোনিয়া
সঠিক উত্তর: (খ) ইউরোক্রোম


১৩। কোনটি গ্লোবিউলার প্রোটিন নয়?
(ক) মায়োগ্লোবিন
(খ) এনজাইম সমূহ
(গ) হিমোগ্লোবিন
(ঘ) ইনসুলিন
সঠিক উত্তর: (খ) এনজাইম সমূহ


১৪। নিচের কোনটি ক্লাভিকলের বৈশিষ্ট্য?
(ক) এটি একটি বাঁকানো অস্থি
(খ) একপ্রান্ত হিউমেরাসের সাথে যুক্ত থাকে
(গ) এটি একটি খাটোঁ অস্থি
(ঘ) এই অস্থির মজ্জা গহ্বর আছে
সঠিক উত্তর: (ক) এটি একটি বাঁকানো অস্থি


১৫। নিচের কোনটি দ্বারা গনোরিয়া রোগ হয়?
(ক) ছত্রাক
(খ) ভাইরাস
(গ) ব্যাকটেরিয়া
(ঘ) প্রোটোজোয়া
সঠিক উত্তর: (গ) ব্যাকটেরিয়া


১৬। মানুষের দেহকোষে কতটি অটোসোম থাকে?
(ক) ৪৪টি
(খ) ২৩টি
(গ) ২২টি
(ঘ) ৪৬টি
সঠিক উত্তর: (ক) ৪৪টি

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন “ক” ইউনিট ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ (জীববিজ্ঞান)



1. নিচের কোনটি আদিকোষ- এর উদাহরণ?
(A) Saccharomyces (B) penicillum (C) agaricus (D) bacillus
সঠিক উত্তর: bacillus

2. Species Plantarum’ এর রচয়িতা হলেন?
(A) জর্জ বেনথাম (B) ক্যারোলাস লিনিয়াস (C) অ্যাডলফ এঙ্গলার (D) মাইকেল অ্যাডানসন
সঠিক উত্তর: ক্যারোলাস লিনিয়াস

3. ‘Species Plantarum’ এর রচয়িতা হলেন?
(A) spirogyra (B) navicula (C) polysiphonia (D) sagassum
সঠিক উত্তর: polysiphonia

4. কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?
(A) CH4 (B) SO2 (C) CO2 (D) N2O
সঠিক উত্তর: SO2

5. টিস্যু কালচার পদ্ধতির জনক কে?
(A) মেন্ডেল (B) হ্যাচিনসন (C) ল্যামার্ক (D) হ্যাবারল্যান্ডট
সঠিক উত্তর: হ্যাবারল্যান্ডট

6. সংক্রমনক্ষম ভাইরাস কাকে বলা হয়?
(A) Nuclwocapsid (B) Virion (C) Capsid (D) capsomere
সঠিক উত্তর: Virion

7. pteris- এর গ্যামেটোফাইট কে বলা হয়-
(A) গ্যামেটোফোর (B) স্টোমিয়াম (C) প্রোথ্যালাস (D) প্রোটোনেমা
সঠিক উত্তর: প্রোথ্যালাস

8. Malvaceae- গোত্রের পুংস্তবকের গঠন কি?
(A) টেট্রাডিনেমাস (B) দ্বিগুচ্ছক (C) একগুচ্ছক (D) দললগ্ন
সঠিক উত্তর: একগুচ্ছক

9. অসম্পূর্ণ প্রকটতা হলে মনোহাইব্রিড ক্রসের F2 জনুতে ফিনোটাইপের অনুপাত হয়-
(A) 3:1 (B) 9:3:3:1 (C) 12:3:1 (D) 1:2:1
সঠিক উত্তর: 1:2:1

10. নিচের কোনটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়?
(A) Ficus (B) Fucus (C) Cycas (D) Hibiscus
সঠিক উত্তর: Cycas

11. নিচের কোন ক্ষুদ্রান্তটি গ্রানাম ধারণ করে?
(A) ক্লোরোপ্লাস্ট (B) রাইবোসোম (C) লাইসোসোম (D) মাইপোকন্ড্রিয়া
সঠিক উত্তর: ক্লোরোপ্লাস্ট

12. কোষ বিভাজনের কোন পর্যায়ে সিন্যাপসিস ঘটে?
(A) লেপ্পোটিন (B) জাইগোটিন (C) প্যাকাইটিন (D) ডিপ্লোটিন
সঠিক উত্তর: জাইগোটিন

13. পরিপক্ক পর্যায়ে নিচের কোন কোষে নিউক্লিয়াস থাকে না?
(A) সিভনল (B) স্টোমাটাল সেল (C) জাইলেম ফাইবার (D) ফ্লোয়েম ফাইবার
সঠিক উত্তর: সিভনল

14. চক্রীয় ফটোফসফরাইলেশনের এক চক্রে কতটি ATP তৈরি হয়?
(A) 1 (B) 2 (C) 3 (D) 4
সঠিক উত্তর: 1

15. নিচের কোনটি কালমেঘের বৈজ্ঞানিক নাম?
(A) Andrographis paniculata (B) Bacopa moniera (C) Centella asitica (D) Ocimum sanctum
সঠিক উত্তর: Andrographis paniculata

16. Amoeba এর চলন অঙ্গের নাম কি?
(A) মাইক্রোভিল্লি (B) সিওডোপোডিয়া (C) সিলিয়া (D) ফ্লাজেলা
সঠিক উত্তর: সিওডোপোডিয়া

17. মানুষের দশস করোটিকা স্নায়ুর নাম কি?
(A) অপটিক (B) ভেগাস (C) অডিটরি (D) হাইপোগ্লোসাল
সঠিক উত্তর: ভেগাস

18. কোনটি নেফ্রনের অংশ নয়?
(A) Renal pelvis (B) Glomerulus (C) Loop lf Henle (D) collecting duct
সঠিক উত্তর: Renal pelvis

19. কোন হরমোনটির উত্স পিটুইটারি গ্রন্থি নয়?
(A) Progesteron (B) FSH (C) LH (D) Oxytocin
সঠিক উত্তর: Progesteron

20. কোন প্রাণীটি খ্যাদ্য শিকলের তৃতীয় স্তরে?
(A) cow (B) Tiger (C) Caterpillar (D) Elephant
সঠিক উত্তর: Tiger

21. কোন প্রাণী আমাশয় সৃষ্টি করে?
(A) Wuchereria bancrofti (B) Aedes (C) Entamoeba (D) Ascaris
সঠিক উত্তর: Entamoeba

22. Platypus কোথায় পাওয়া যায়?
(A) Australia (B) Oriental Region (C) Africa (D) Bangladesh
সঠিক উত্তর: Australia

23. .মানুষের অটোসম কতো জোড়া?
(A) 44 (B) 33 (C) 22 (D) 24
সঠিক উত্তর: 22

24. কোলাজেন এক ধরনের-
(A) শর্করা (B) আমিষ (C) খনিজ পদার্থ (D) চর্বি
সঠিক উত্তর: আমিষ

25. Jellyfish কোন পর্বের প্রাণী?
(A) Annelida (B) Cnidaria (C) Parifera (D) Arthropoda
সঠিক উত্তর: Cnidaria

26. বৃক্কের কোথায় Filtration হয়?
(A) হেনলির লুপ (B) গ্লোমেরূলাস (C) গোড়াদেশীয় প্যাঁচালো নালিকা (D) মূত্রথলি
সঠিক উত্তর: গ্লোমেরূলাস

27. কে কন্টিনেন্টাল ড্রিফট সম্পর্কে আধুনিক ধারণা দেন?
(A) ওয়েজেনার (B) ডারউইন (C) স্ক্লেটার (D) বেকন
সঠিক উত্তর: ওয়েজেনার

28. মিয়োসিস কোষ বিভাজন কোথায় হয়?
(A) ফুসফুস (B) জননমাতৃ কোষ (C) যকৃত (D) অস্থি
সঠিক উত্তর: জনন মাতৃ কোষ

29. নিম্নের কোনটিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়?
(A) Pituitary Gland (B) Thyroid Gland (C) Parotid Gland (D) Lymph Gland
সঠিক উত্তর: Pituitary Gland

30. কোন রক্তের গ্রুপ কে “Unuversal Doner” বলা হয়?
(A) AB (B) B (C) O (D) A
সঠিক উত্তর: O



ঢাকা বিশ্ববিদ্যালয় 'ক' ইউনিট প্রশ্ন (২০১২ - ২০১৩) সমাধান জীববিজ্ঞান



১. বাস্ট তন্ত্র কোনটি ?
ক. পাট তন্ত্র খ. কার্পাস তন্ত্র গ. শিমুল তুলা ঘ. কয়ের
উত্তর : (ক) পাট তন্ত্র

২. মানুষের বক্ষদেশীয় কশেরুকা কয়টি ?
ক. 7 খ. 12 গ. 10 ঘ. 15
উত্তর : খ. 12

৩. কোনটি ommatidium এর অংশ নয় ?
ক. rhabdosome খ. rentinal sheath গ. retinal cell ঘ. ocellus
উত্তর : ঘ. ocellus

৪. গোদরোগ সৃষ্টিকারী পরজীবির নাম-
ক. entamoeba histolytica খ. Wuchereria bancrofti গ. Ades fatigans ঘ. Culex quinquefasciatus
উত্তর : খ. Wuchereria bancrofti

৫. Liliopsida বলতে কি বুঝায়?
ক. একবীজপত্রী উদ্ভিদ খ. দ্বিবীজপত্রী উদ্ভিদ গ. লিলিয়েসী গোত্র ঘ. লিলিয়েলিস বর্গ
উত্তর : ক. একবীজপত্রী উদ্ভিদ

৬. আরশোলার পেরিট্রফিক পর্দা থাকে কোন স্থানে?
ক. ক্রপ খ. গিজার্ড গ. হেপাটিক সিকাম ঘ. মেসেনটিরন
উত্তর : ঘ. মেসেনটিরন

৭. F_1 -জনুর উদ্ভিদকে প্রচ্ছন্ন প্যারেন্টের সাথে ক্রস করাকে বলা হয়
ক. ব্যাক ক্রস খ. টেস্ট ক্রস গ. মনোহাইব্রিড ক্রস ঘ. ডাইহাইব্রিড ক্রস
উত্তর : খ. টেস্ট ক্রস

৮. মানুষের দেহে কোনটি টেস্টোস্টেরন তৈরি করে?
ক. স্ক্রোটাম খ. ইন্টারটিস্টিশিয়াল কোষ গ. ইপিডিডাইমিস ঘ. স্পারমেটোগোনিয়া
উত্তর : খ. ইন্টারটিস্টিশিয়াল কোষ

৯. ক্রেবস চক্রে কতটি NADH_2 তৈরি হয়?
ক. 1 খ. 2 গ. 3 ঘ. 4
উত্তর : গ. 3

১০. কোলারয়েড মূল কোথায় পাওয়া যায়?
ক. Cycas খ. Ficus গ. Hibiscus ঘ. Daucus
উত্তর : ক. Cycas

১১. ইনসুলিন নিঃসরণকারী গ্রন্থির নাম হল-
ক. যকৃত খ. অগ্ন্যাশয় গ. প্লীহা ঘ. আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স
উত্তর : ঘ. আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স

১২. কোনটি ক্লু মোল্ড?
ক. Penicillium খ. Saprolegnia গ. Agaricus ঘ. Helminthosporium
উত্তর : ক. Penicillium

১৩. অস্থি যে আবরণ দ্বারা আবৃত থাকে তাকে বলে-
ক. পেরিটোনিয়াম খ. পেরিঅস্টিয়াম গ. পেরিকার্ডিয়াম ঘ. পেরিকন্ড্রিয়াম
উত্তর : খ. পেরিঅস্টিয়াম

১৪. ঝিনুকের খোলকের সবচেয়ে ভিতরের স্তরের নাম হল-
ক. ন্যাকার স্তর খ. প্রিজম্যাটিক স্তর গ. পেরিওস্ট্রাকাম ঘ. ম্যান্টল
উত্তর : ক. ন্যাকার স্তর

১৫. নিউক্লিয়াসের প্রথম বর্ণনা করেন-
ক. রবার্ট ব্রাউন খ. অ্যারিস্টটল গ. লুই পাস্তুর ঘ. আলেকজান্ডার ফ্লেমিং
উত্তর : ক. রবার্ট ব্রাউন

১৬. ফুসফুসীয় ধমনী বহন করে-
ক. oxygenetaed blood খ. deoxygenated blood গ. pure blood ঘ. venous blood
উত্তর : খ. deoxygenated blood

১৭. ককলিয়া হল-
ক. দৃষ্টির সাথে সংশ্লিষ্ট অঙ্গ খ. শ্রবণের সাথে সংশ্লিষ্ট অঙ্গ গ. ঘ্রাণের সাথে সংশ্লিষ্ট অঙ্গ ঘ. খাদ্য চর্বণের সাথে সংশ্লিষ্ট অঙ্গ
উত্তর : খ. শ্রবণের সাথে সংশ্লিষ্ট অঙ্গ

১৮. নিচের কোনটি কেবলমাত্র বাংলাদেশে পাওয়া যায়?
ক. Knema bengalensis খ. Tactaria chattagramica গ. Artocarpus heterophyllus ঘ. Ficus benghalensis
উত্তর : ক. Knema bengalensis

১৯. 'Diversity and classification of flowering plants' বইটির লেখক কে?
ক. Carolus Linnaeus খ. George Bentham গ. Theophrastus ঘ. Armen Takhtajan
উত্তর : ঘ. Armen Takhtajan

২০. নিচের কোনটিতে প্লাসমিড নেই?
ক. E. coli খ. A. Tumefaciens গ. Yeast ঘ. Chlorella
উত্তর : গ. Yeast

২১. মানুষের RBC এর গড় আয়ুষ্কাল হচ্ছে-
ক. 96 days খ. 120 days গ. 28 days ঘ. 62 days
উত্তর : খ. 120 days

২২. কোনটি সায়ানোব্যাকটেরিয়া নয়?
ক. Nostoc খ. Anabaena গ. Aulosira ঘ. Clostridium
উত্তর : ঘ. Clostridium

২৩. সপ্তম করোটিকা স্নায়ুকে বলা হয়-
ক. ভেগাস খ. ট্রক্লিয়ার গ. ফ্যাসিয়াল ঘ. অপটিক
উত্তর : গ. ফ্যাসিয়াল

২৪. নিচের কোনটিকে হিল বিক্রিয়া বলা হয়?
ক. CO_2 থেকে O_2 নির্গমন খ. H_2 O থেকে O_2 নির্গমন গ. S_2 O থেকে O_2 নির্গমন ঘ. NO_2 থেকে O_2 নির্গমন
উত্তর : খ. H_2 O থেকে O_2 নির্গমন

২৫. ইলেটারের কাজ কী?
ক. খাদ্য তৈরী করা খ. খাদ্য সঞ্চয় করা গ. স্পোর নির্গমন সাহায্য করা ঘ. বংশ বিস্তারে অংশগ্রহণ করা
উত্তর : গ. স্পোর নির্গমন সাহায্য করা

২৬. নিচের কোনটি ফার্ণ পাতার নাম?
ক. Stomium খ. Fronds গ. Prothallus ঘ. Scale leave
উত্তর : খ. Fronds

২৭. মেসোগ্লিয়া পাওয়া যায় কোন প্রাণীতে?
ক. মানুষ খ. আরশোলা গ. হাইড্রা ঘ. মাছ
উত্তর : গ. হাইড্রা

২৮. T_2 ব্যাকটেরিওফায়ে কয়টি জীন থাকে?
ক. 150 খ. 145 গ. 155 ঘ. 160
উত্তর :

২৯. ওয়ালেসের লাইন হলো একটি কাল্পনিক সীমারেখা ............ এবং .......... অঞ্চলের মধ্যে অবস্থিত।
ক. ওরিয়েন্ট ও বাংলাদেশ খ. ইউরোপ ও এশিয়া গ. বাংলাদেশ ও ভারত ঘ. কোরিয়া ও জাপান
উত্তর : ক. ওরিয়েন্ট ও বাংলাদেশ

৩০. কোনটি জাইলেম টিস্যুর অংশ নয়?
ক. সিভ নল খ. ট্র্যাকিড গ. ট্র্যাকিয়া ঘ. উড ফাইবার
উত্তর : ক. সিভ নল




ঢাকা বিশ্ববিদ্যালয় “ক” ইউনিট ২০১০-২০১১ শিক্ষাবর্ষ


Subject: Biology



1. ব্যাকটোরিওফাজ কি?
A. ভাইরাস ধ্বংসকারী ব্যাকটেরিয়া B. মানবদেহে রোগ সৃষ্টিকারী C. ব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাস D. কোনটিই নয়

2. কোনটি ডায়াটম?
A. Spirogyra B. Polysiphonia C. Navicula D. Sargassum

3. কোনটি অন্তঃকোষীয় পরিপাক ঘটায়?
A. রাইবোজোম B. লাইসোজোম C. জিন D. ক্রোমোজোম

4. কোনটিতে এ্যাসকাস তৈরি হয়?
A. পেনিসিলিয়াম B. মিউকর C. ব্যাকটেরিয়া D. শৈবাল

5. সমদ্বিপার্শ্বীয় ভাসকুলার বান্ডল পাওয়া যায়?
A. দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে B. একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে C. একবীজপত্রী উদ্ভিদের মূলে D. দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে

6. Raphanus sativus কোন গোত্রের অনর্গত?
A. Cruciferae B. Leguminosae C. Solanaceae D. Liliaceae

7. কোনটি কাষ্ঠ উৎপাদনকারী উদ্ভিদ?
A. Cicer arienum B. Hibiscus cannabinus C. Corchorus capsulars D. Dipterocarpus turbinatus

8. বাতাসে CO2 এর পরিমাণ প্রায়
A. 0.025% B. 0.03% C. 0.036% D. 0.04%

9. চক্রীয় ফটোফসফোরাইলেশনে কোনটি ঘটে?
A. photolysis of water B. production of NADPH + C. production of glucose D. production of ATP

10. অবাত শ্বসনে এক অণু গ্লুকোজ থেকে কত অণু ATP তৈরি হয়?
A. 2 B. 8 C. 28 D. 38

11. অসম্পূর্ণ প্রকটতার কারণে ফিনোটিপিক অনুপাত কি হয়?
A. 2:1 B. 9:7 C. 1:2:1 D. 3:1

12. রেস্ট্রিকশন এনজাইমের কাজ কি?
A. multiplication of DNA B. cutting a specific portion of DNA C. breaking hydrogen bonds of DNA D. joining cut ends of DNA

13. কোনটি প্রাকৃতিক পারথেনোকার্পিক ফল?
A. apple B. banana C. mango D. none

14. পলিনিয়াম কোথায় পাওয়া যায়?
A. Orchidaceae B. Graminae C. Rubiaceae D. Solanaceae

15. কোনটি রিডিউসিং সুগার নয়?
A. glucose B. sucrose C. fructose D. none

16. প্রাণিজগতের শ্রেণীবিন্যাসের পরিকল্পনা প্রথম কে করেন?
A. Aristotle B. Linnaeus C. William Harvey D. Marclls Malpighi

17. কোনটি নিওক্লিওটাইডের উপাদান নয়?
A. phosphate B. lipid C. glucose D. nitrogen base

18. যে জীন বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় তাকে বলে-
A. epistatic gene B. lethal gene C. hypostatic gene D. complementary gene

19. মানুষের মধ্যে সেরিব্রাল ম্যালেরিয়া ঘটায় plasmodium এর কোন প্রজাতি?
A. plasmodium ovale B. plasmodium falciparum C. plasmodium vivax D. plasmodium malariae

20. ফাইলেরিয়া কৃমির লার্ভা দশার নাম হল-
A. magna B. trophozoite C. metacyst D. microfilaria

21. পূঞ্জাক্ষির দুপার্শ্বের সাদা দাগকে বলে-
A. ocellus B. fenstra C. ommatidium D. cornea

22. রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নাই?
A. platelets B. prothrombin C. fibrinogen D. hormone

23. সজ্জাক্রমানুযায়ী অন্তঃকর্ণের হাড়গুলো যথাক্রমে-
A. incus, stapes, maleus B. incus, maleus, stapes C. maleus, incus, stapes D. stapes, incus, maleus

24. অষ্টম করোটিক স্নায়ুকে বলে-
A. olfactory B. vagus C. auditory D. facial

25. কোন এনজাইম আমিষকে ভেঙ্গে পলিপেপটাইডে পরিণত করে?
A. pepsin B. lipase C. lactase D. trypsin

26. মানুষে রেনিন তৈরি হয় কোন অঙ্গে?
A. stomach B. intestine C. kidney D. liver

27. কোন দেশের আয়তনের কত অংশ বনভূমি থাকা উচিত?
A. 10% B. 25% C. 20% D. 35%

28. পরিবেশ বিপর্যয়ের জন্য কোনটি মানব সৃষ্ট কারণ নয়?
A. climate change B. sea level rise C. global warming D. earthquake

29. কোন মাছ অরিয়েন্টাল অঞ্চলে পাওয়া যায় না?
A. Ompok B. Channa C. Labeo D. Neoceratodus

30. এক খাদ্যস্তর থেকে অন্য খাদ্যস্তরে শক্তি প্রবাহের ধারণা দেয় যে পিরামিড তা হল-
A. বায়োমাসের পিরামিড B. সংখ্যার পিরামিড C. শক্তির পিরামিড D. শুষ্ক বায়োমাসের পিরামিড