এইচএসসি জীববিজ্ঞান (বহুনির্বাচনি অভীক্ষা)

ঢাকা বোর্ড -২০১৯

সময়: ২৫ মিনিট

প্রথম পত্র (উদ্ভিদবিজ্ঞান) বিষয় কোড : ১৭৮

পূর্ণমান: ২৫

[দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক উত্তরের বৃত্তটি (⚫) বল পয়েন্ট কলম দ্বারা ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।]



১. কোন দেশটি ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভূ্ক্ত
ক. কানাডা
খ. ব্রাজিল
গ. অস্ট্রেলিয়া
ঘ. শ্রীলংকা
উত্তর : শ্রীলংকা


2. অক্সালো এসিটিক এসিডে কার্বন সংখ্যা কত ?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. ছয়
উত্তর : চার


3. ‘পরিবহন টিস্যু’ বহনকারী জীব কোনটি ?
ক. Ulothrix
খ. Pteris
গ. Agricus
ঘ. Riccia
উত্তর : Pteris
উদ্দীপকটির আলোকে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও।


4. A প্রক্রিয়া এবং B প্রক্রিয়া সংঘটিত হয় যথাক্রমে-
ক. রাইবোসোম ও নিউক্লিয়াসে
খ. নিউক্লিয়াসেও মাইটোকন্ডিয়ায়
গ. লাইসোসোম ও নিউক্লিয়াসে
ঘ. নিউক্লিয়াস ও রাইবোজোমে
উত্তর : নিউক্লিয়াস ও রাইবোজোমে


5. উদ্দীপকের প্রকিয়াসমূহের ক্ষেত্রে কোনটি সঠিক ?
ক. A প্রকিয়ায় প্রাইমার তৈরি হয়
খ. B প্রক্রিয়ায় সাথে tRNA সংশ্লিষ্ট
গ. A প্রক্রিয়া ইন্টারফেজে সম্পন্ন হয়
ঘ. B প্রক্রিয়ায় স্প্লাইসিং ঘটে
উত্তর : B প্রক্রিয়ায় সাথে tRNA সংশ্লিষ্ট


6. গোল আলুর অঙ্গজ প্রজনন অঙ্গ কোনটি ?
ক. কান্ড
খ. মূল
গ. পাতা
ঘ. মুকুর
উত্তর : কান্ড


7. কোন ধাপে হিমোজয়েন তৈরি হয় ?
ক. সাইজন্ট
খ. ক্রিপ্ট্রোজয়েন্ট
গ. অ্যামিবয়েড ট্রফোজয়েন্ট
ঘ. ট্রফোজয়েন্ট
উত্তর : সাইজন্ট


8. কোনটি পাতা সদৃশ শৈবাল ?
ক. Ulothrix
খ. Chlorella
গ. Chare
ঘ. Ulva
উত্তর : Ulva


9. লুকায়িত পত্ররন্ধ পাওয়া যায় কোন উদ্ভিদে ?
ক. করবী
খ. হাইড্রিলা
গ. শাপলা
ঘ. কচুরিপানা
উত্তর : করবী


10. গ্রাউন্ড টিসুতন্ত্রের অংশ কোনটি ?
ক. মূলরোম
খ. মজ্জা
গ. ত্বক
ঘ. ফ্লোয়েম
উত্তর : মজ্জা

পাতা এবং উদ্ভিদের সবুজ অংশে অর্ধচন্দ্রাকৃতির দুটি কোষ দ্বারা বেষ্টিত সূক্ষ্ম ছিদ্রপথ দেখা যায়। এদের শরীরতাত্ত্বিক প্রক্রিয়া সংঘটিত হয়।

11. উদ্দীপকের কোষ দুটির স্ফীত অবস্থার জন্য প্রয়োজন-
(i) আলোক বর্ণালীর নীল অংশ
(ii) পটাশিয়াম আয়নের কোষে প্রবেশ
(iii) হাইড্রোজেন আয়ন কোষ থেকে বের হওয়া
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : i,ii ও iii


12. উদ্দীপকের শরীরতাত্ত্বিক প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক ?
ক. মরুজ উদ্ভিদে বেশি হয়
খ. উদ্ভিদকে শীতল রাখে
গ. তাপ বাড়লে প্রক্রিয়াটি হ্রাস পায়
ঘ. কম আদ্র্রাতায় প্রক্রিয়াটি কমে যায়
উত্তর : উদ্ভিদকে শীতল রাখে


13. ছত্রাকে কোষপ্রাচীরের প্রধান উপাদান কোনটি ?
ক. কাইটিন
খ. সেলুলোজ
গ. স্টার্চ
ঘ. গ্লাইকোজেন
উত্তর : কাইটিন


14. কোনটি DNA বহনকারী অঙ্গাণু ?
ক. গলজিবস্তু
খ. লাইসোসোম
গ. রাইবোসোম
ঘ. মাইটোকন্ডিয়া
উত্তর : মাইটোকন্ডিয়া


15. কোন উদ্ভিদে দুই ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় ?
ক. আম
খ. পাট
গ. আখ
ঘ. কলা
উত্তর : আখ
উদ্দীপকটির আলোকে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও।


16. উদ্দীপকের A প্রক্রিয়াটির ক্ষেত্রে প্রযোজ্য-
(i) পিতা ও মাতা থেকে প্রাপ্ত ক্রোমজোমের মধ্যে ঘটে
(ii) সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে
(iii) বংশগতীয় বৈশিষ্ট্যের মধ্যে ঘটে
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর : i ও iii


17. উদ্দীপক সংশ্লিষ্ট বিভাজনদ্বয়ের সাদৃশ্য হলো-
ক. বৈচিত্র্য তৈরি করে
খ. সিন্যাপসিস ঘটে
গ. বংশরক্ষায় ভূমিকা রাখে
ঘ. কোষচক্র ঘটে
উত্তর : বংশরক্ষায় ভূমিকা রাখে


18. কোনটি মনোস্যাকারাইড ?
ক. রাইবোজ
খ. মল্টোজ
গ. সেলোবায়োজ
ঘ. সুক্রোজ
উত্তর : রাইবোজ


19. গ্লকোজ-৬ ফসফেট —- ফ্রক্টোজ-৬ ফসফেট এই বিক্রিয়া কোন এনজাইম দ্বারা প্রভাবিত হয় ?
ক. হাইড্রোলেজ
খ. আসোমারজ
গ. ট্রান্সফারেজ
ঘ. লাইয়েজ
উত্তর : আসোমারজ
উদ্দীপকটির আলোকে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও।


20. উদ্দীপকের চিত্রটি প্রকাশ করে
(i) লিগিউলের সংখ্যা দুটি
(ii) লেডিকিউলের সংখ্যা দুটি
(iii) অমরাবিন্যাস মূলীয়
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর : ii ও iii


21. উদ্দীপক সংশ্লিষ্ট উদ্ভিদ কান্ডের ভাস্কুলার বান্ডলের প্রকৃতি হবে-
ক. কেন্দ্রিক
খ. সমপাশ্বীয় বদ্ধ
গ. সমপাশ্বীয় মুক্ত সমদ্বিপাশ্বীয়
ঘ. সমদ্বিশ্বীয়
উত্তর :সমপাশ্বীয় বদ্ধ


22. কোনটিতে মিয়োসিস ঘটে ?
ক. জননকোষে
খ. দেহকোষে
গ. পরাগরেণুতে
ঘ. জনন মাতৃকোষে
উত্তর :জনন মাতৃকোষে


23. Cycas- এর বৈশিষ্ট্য হলো-
(i) ট্রান্সফিউশন টিস্যুর উপস্থিতি
(ii) হ্যাপ্লয়েড সস্যের সৃষ্টি
(iii) সমরেণু প্রসূতা
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : i ও ii


24. কোনটি ভাইরাস গঠিত রোগ ?
ক. যক্ষ্মা
খ. কলেরা
গ. জলাতঙ্ক
ঘ. ধনুষ্টংকার
উত্তর : জলাতঙ্ক


25. কোন ক্ষেত্রে জিনোম সিকোয়েন্সিং প্রয়োগ করা হয় ?
ক. অপরাধী
খ. পরিবেশ ব্যবস্থাপনায়
গ. ক্যালাস সৃষ্টিতে
ঘ. হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরিতে
উত্তর : অপরাধী সনাক্তকরণে






এইচএসসি জীববিজ্ঞান (বহুনির্বাচনি অভীক্ষা)

কুমিল্লা বোর্ড -২০১৯

সময়: ২৫ মিনিট

প্রথম পত্র (উদ্ভিদবিজ্ঞান) বিষয় কোড : ১৭৮

পূর্ণমান: ২৫

[দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক উত্তরের বৃত্তটি (⚫) বল পয়েন্ট কলম দ্বারা ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।]



1. নিচের কোনটি Ex-situ সংরক্ষণ ?

ক. জাতীয় উৎপাদন
খ. বোটানিক্যাল গার্ডেন
গ. সাফারী পার্ক
ঘ. ইকো পার্ক
উত্তর : বোটানিক্যাল গার্ডেন



2. নিচের কোন উদ্ভিদে লুকায়িত পত্ররন্ধ্র বিদ্যমান ?

ক. আম
খ. শাপলা
গ. করবী
ঘ. সেগুন
উত্তর : করবী

উদ্দীপকটির আলোকে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।


3. উদ্দীপকে প্রদর্শিত উদ্ভিদটি নিচের কোন গোষ্ঠীতে দেখা যায় ?

ক. ব্রায়োফাইটা
খ. টেরিডোফাইটা
গ. শৈবাল
ঘ. ছত্রাক
উত্তর : টেরিডোফাইটা



4. উদ্দীপকে প্রদর্শিত উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য-

(i) সহবাসী
(ii) যৌন প্রজনন ঘটে
(iii) স্পোর অঙ্করিত হয়ে সৃষ্ট

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : i,ii ও iii



5. শতকরা প্রায় কতটি উদ্ভিদে মনোস্পোরিক প্রক্রিয়ায় ভ্রণথলি গঠিত হয় ?

ক. 25
খ. 50
গ. 75
ঘ. 95
উত্তর : 75



6. টিস্যু কালচারের মাধ্যমে পাওয়া যায়-

(i) রোগমুক্ত চারা
(ii) হুবহু মাতৃ গুণসম্পন্ন চারা
(iii) অল্প সময় ও স্থানে অধিক চারা

নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : i,ii ও iii

উদ্দীপকটির আলোকে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও।


7. উদ্দীপকে প্রদর্শিত বিক্রিয়ায় এর ক্ষেত্রে প্রযোজ্য-

(i) আলোক নিরপেক্ষ অধ্যায়ে উৎপন্ন

(ii) উপজাত হিসেবে নির্গত

(iii) উৎস হলো পানি


নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : ii ও iii



8. উদ্দীপকের বিক্রিযার নির্দেশিত x হলো-

ক. মনোস্যাকারাইড
খ. ডাইস্যারাইড
গ. অলিগোস্যাকারাইড
ঘ. পলিস্যাকারাইড
উত্তর : মনোস্যাকারাইড



9. ম্যালেরিয়া জীবাণুর কোন দশা মানবদেহে সংক্রমণ ঘটায় ?
ক. মেরোজয়েট
খ. স্পোরোজয়েট
গ. ক্রিপ্টোজয়েট
ঘ. সাইজন্ট
উত্তর : স্পোরোজয়েট



10. কোনটি গ্লকোজের সাথে সমপরিমাণে যুক্ত হয়ে সুক্রোজ গঠিত হয় ?
ক. ইরিথ্রোজ
খ. র‌্যাফিনোজ
গ. রাইবোজ
ঘ. ফুক্টোজ
উত্তর : ফুক্টোজ



11. কোন উপাদানটি মাইক্রোমৌল ?
ক. নাইট্রোজেন
খ. অক্সিজেন
গ. কপার
ঘ. কার্বন
উত্তর : কপার



12. কোনো কোডটির অ্যামিনো এসিডবাহ tRNA  নাই ?
ক. CCA
খ. UAA
গ. AUG
ঘ. UCU
উত্তর : UAA



13. কোনটি Preris এর স্পোরোফাইটের প্রথম কোষ ?
ক. স্পোর
খ. সোরাস
গ. উস্পোর
ঘ. স্পোর মাতৃকোষ
উত্তর : উস্পোর



14. নিচের কোন উদ্ভিদে হাইডাথোড বিদ্যমান ?
ক. শসা
খ. কচু
গ. বেগুন
ঘ. মরিচ
উত্তর : কচু



15. ফ্লাজেলাবাহী স্পোরকে কী বলে ?
ক. অ্যাপ্লানোস্পোর
খ. হিপনোস্পোর
গ. অ্যাকাইনিটি
ঘ. জুস্পোর
উত্তর : জুস্পোর



16. Ricca-র পুংজননাঙ্গের নাম কী ?
ক. অ্যান্থেরিডিয়াম
খ. আর্কিগোনিয়াম
গ. জুস্পোরািঞ্জিয়াম
ঘ. স্পোরাঞ্জিয়াম
উত্তর : অ্যান্থেরিডিয়াম



17. নিচের কোনটি malvaceae গোত্রের বৈশিষ্ট্য ?
ক. পরাগধানী সর্বমুখ
খ. পরাগধানী বৃক্ককার
গ. মঞ্জরি স্পাইকলেট
ঘ. ফল ক্যারিওপসিস
উত্তর : পরাগধানী বৃক্ককার



18. যুগ্ন প্রোটিনের অপ্রোটিন অংশ জৈবরাসায়নিক পদার্থ হলে তাকে বলা হয়-
ক. অ্যাক্টিভেটর
খ. কো- ফ্যাক্টর
গ. কো- এনজাইম
ঘ. অ্যাপো- এনজাইম
উত্তর : কো- এনজাইম



19. কোন উপাদানটি উদ্ভিদ ক্যাটায়ন হিসেবে শোষণ ?
ক. N
খ. CL
গ. B
ঘ. K
উত্তর : K

উদ্দীপকটির আলোকে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও।


20. উদ্দীপকে A চিহ্নিত সংঘটিত প্রক্রিয়ার ফলে বা ঘটে-
(i) সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশ বিনিময়
(ii) ক্রোমোজোমে জিনগত পরিবর্তন
(iii) নতুন প্রকরণ সৃষ্টি
নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : ii ও iii



21. উদ্দীপকে প্রদর্শিত প্রক্রিয়াটি সংঘটনের পূর্বে যা ঘটে-
(i) সিন্যাপসিস
(ii) বাইভ্যালেন্ট
(iii) টেট্রাড অবস্থা
নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : ii ও iii



22. কোনটি মাস্টার মলিকিউল নামে পরিচিত ?
ক. DNA
খ. RNA
গ. প্রোটিন
ঘ. কার্বোহাইড্রেট
উত্তর : DNA



23. কোনটি দ্বারা ব্যাকটেরিয়া পোষক কোষের সাথে আবদ্ধ হয় ?
ক. পিলি
খ. ফ্ল্যাজেলা
গ. ক্যাপসিড
ঘ. মেসোসোম
উত্তর : পিলি

উদ্দীপকটির আলোকে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও।


২৪। উদ্দীপকে প্রদর্শিত কোষ বিভাজনের ক্ষেত্রে প্রযোজ্য-
(i) এককোষী সুক্রেন্দ্রিক জীবে বংশবৃদ্ধি ঘটে
(ii) দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন ঘটে
(iii) মাতৃ বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকে
নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : i,ii ও iii



২৫। উদ্দীপকের কোষ বিভাজনটি সংঘটিত হয়-
(i) দেহকোষ
(ii) জননকোষ
(iii) জননাঙ্গে
নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : i, ii ও iii



এইচএসসি জীববিজ্ঞান (বহুনির্বাচনি অভীক্ষা)

রাজশাহী বোর্ড -২০১৯

সময়: ২৫ মিনিট

প্রথম পত্র (উদ্ভিদবিজ্ঞান) বিষয় কোড : ১৭৮

পূর্ণমান: ২৫

[দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক উত্তরের বৃত্তটি (⚫) বল পয়েন্ট কলম দ্বারা ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।]



1. কোন উপধাপে ক্রসিং ওভার ঘটে ?
ক. লেপ্টেটিন
খ. জাইগোটিন
গ. প্যাকাইটিন
ঘ. ডিপ্লোটিন
উত্তর: প্যাকাইটিন

উদ্দীপকটির আলোকে ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও।


2. B- চিহ্নিত অংশটির নাম কি ?
ক. জাইলেম
খ. ফ্লোয়েম
গ. ক্যাম্বিয়াম
ঘ. এন্ডোডার্মি
উত্তর: ক্যাম্বিয়াম



3. A- চিহ্নিত অংশটির কাজ হলো-
(i) খাদ্য সঞ্চয় ও দৃঢ়তা প্রদান
(ii) পানি ও খনিজ লবন সরবরাহ
(iii) উদ্ভিদ দেহে তৈরিকৃত খাদ্য পরিহন
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i,ii ও iii
উত্তর: i ও iii



4. পাতা কোন ভাজক টিস্যুর উদাহরণ?
ক. মাস
খ. রিব
গ. প্লেট
ঘ. প্রোটোডার্ম
উত্তর. প্লেট



5. সালোকসংশ্লেষণের আলোক পর্যায় সংঘটিত হয় কোনটিতে ?
ক. স্ট্রোমা
খ. অক্সিসোম
গ. স্ট্রোমা ল্যামেলাম
ঘ. থাইলাকয়েড
উত্তর. স্ট্রোমা



6. কোন আলোতে সবচেয়ে বেশি সালোকসংশ্লেণ সংঘটিত হয় ?
ক. কমলা
খ. বেগুনী
গ. লাল
ঘ. হলুদ
উত্তর. লাল



7. Pteris এর ভাস্কুলার বান্ডল কোন ধরনের ?
ক. হ্যাড্রোসেন্ট্রিক
খ. লেপ্টাসেন্ট্রিক
গ. সংযুক্ত
ঘ. অরীয়
উত্তর. হ্যাড্রোসেন্ট্রিক



8. নিচের কোনটি গোলআলুর বিলম্বিত ধ্বসা রোগের প্যাথোজেন ?
ক. Trichopyton
খ. Microsporium
গ. Phytophthora
ঘ. Xanthomonus
উত্তর. Phytophthora

উদ্দীপকটির আলোকে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও।


9. উদ্দীপকের যৌগটির নাম কি ?
ক. সেলুলোজ
খ. সুক্রোজ
গ. মল্টোজ
ঘ. সেলোবায়োজ
উত্তর. মল্টোজ



10. উদ্দীপকের যৌগ-
(i) a- D glucose দ্বারা গঠিত
(ii) আংশিক বিজারণক্ষম
(iii) B-1,4 গ্লাইকোসাইডিক বন্ধনযুক্ত
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i,ii ও iii
উত্তর. ii ও iii



11. মানবদেহে ম্যালেরিয়া জীবাণুর আক্রমণকারী দশা কোনটি ?
ক. ট্রফোজয়েট
খ. মেরোজয়েট
গ. স্পোরোজয়েট
ঘ. ক্রিপ্টোজয়েট
উত্তর: স্পোরোজয়েট



12. ক্যারিঅপসিস এর উদাহরণ কোনটি ?
ক. ধান
খ. আম
গ. কলা
ঘ. আতা
উত্তর: ধান



13. ক্রোমোসোমাল নৃত্য দেখা যায় কোন দশায় ?
ক. প্রোফেজ
খ. প্রো- মেটাফেজ
গ. মেটাফেজ
ঘ. এনাফেজ
উত্তর: প্রো- মেটাফেজ

উদ্দীপকটির আলোকে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও।


14. উদ্দীপকের যৌগটিতে নিচের কোনটি বর্তমান ?
ক. রাইবুলোজ
খ. রাইবোজ
গ. গ্লকোজ
ঘ. ডি-অক্সিরাইবোজ
উত্তর: রাইবোজ



15. উদ্দীপকের জৈব অণুটি-
(i) DNA থেকে উৎপন্ন হয়
(ii) জীবের বংশগত চরিত্র বহন করে
(iii) প্রোটিন উৎপাদনে অংশগ্রহণ করে
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও iii




16. বাংলাদেশ কোন প্রাণিভৌগলিক অঞ্চলে অবস্থিত ?
ক. অস্ট্রেলিয়ান
খ. ওরিয়েন্টাল
গ. ইথিওপিয়ান
ঘ. নিআর্কটিক
উত্তর : ওরিয়েন্টাল



17. Stop কোডন কোনটি ?
ক. AUG
খ. UAA
গ. UGC
ঘ. AGU
উত্তর : UAA



18. PRSV কোনটি দ্বারা বাহিত হয় ?
ক. বায়ু
খ. পানি
গ. এফিড
ঘ. মশকী
উত্তর : এফিড

উদ্দীপকটির আলোকে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও।


19. A- চিহ্নিত অংশটি কী ?
ক. ইন্টাইন
খ. এক্সাইন
গ. জার্মপোর
ঘ. ট্যাপেটাম
উত্তর : এক্সাইন



20. উদ্দীপরেক ‘B’ অংশটি-
(i) শুকাণু ধারণ করে
(ii) পরাগরেণু থেকে উৎপন্ন হয়
(iii) ভ্রণ থলিতে প্রবেশ করে
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর : i, ii ও iii



21. আংটি আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় নিচের কোনটিতে ?
ক. Spirogyra
খ. Oedogonium
গ. volvax
ঘ. Ulothrix
উত্তর : Ulothrix



22. নিচের কোনটি এক্স-সিটু সংরক্ষণ ?
ক. গেম রিজার্ভ
খ. সাফারী পার্ক
গ. ইকোপার্ক
ঘ. চিড়িয়াখানা
উত্তর : চিড়িয়াখানা



23. নিচের কোনটি হতে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন সম্ভব ?
ক. কাণ্ড
খ. ভ্রণ
গ. পারগধানী
ঘ. মূল
উত্তর : পারগধানী


উদ্দীপক : সুমাইয়া জীববিজ্ঞান ব্যবহারিক ক্লাসশ একটি ফুল পর্যবেক্ষণ করে দেখল এর পরাগধানী বৃক্কাকার এবং কচি অংশ মিউসিলেজ রসযুক্ত।


24. উদ্দীপকে পর্যবেক্ষণকৃত ফুলটির অমরাবিন্যাস-
ক. প্রান্তীয়
খ. মূলীয়
গ. বহুপ্রান্তীয়
ঘ. অক্ষীয়
উত্তর : অক্ষীয়



25. উদ্দীপকের ফুলটির গোত্রের বৈশিষ্ট্য হলো-
(i) উপপত্র বিদ্যমান
(ii) পরাগরেণু বৃহৎ কণ্টকিত
(iii) পুষ্পবিন্যাস স্পাইকলেট
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর : i ও ii




এইচএসসি জীববিজ্ঞান (বহুনির্বাচনি অভীক্ষা)

যশোর বোর্ড -২০১৯

সময়: ২৫ মিনিট

প্রথম পত্র (উদ্ভিদবিজ্ঞান) বিষয় কোড : ১৭৮

পূর্ণমান: ২৫

[দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক উত্তরের বৃত্তটি (⚫) বল পয়েন্ট কলম দ্বারা ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।]



1. কোনটি এক্সসিটু কনজারভেশন ?
ক. ন্যাশনাল পার্ক
খ. ইকোপার্ক
গ. সাফারী পার্ক
ঘ. সিড ব্যাংক
উত্তর : সিড ব্যাংক



2. কোনটিকে কেলাসিত করা যায় ?
ক. আর্কিব্যাকটেরিয়া
খ. ম্যালেরিয়া পরজীবী
গ. ভাইরাস
ঘ. সায়ানো ব্যাকটেরিয়া
উত্তর : ভাইরাস



3. পরাগথলির প্রাচীরের সবচেয়ে ভেতরের স্তরকে কী বলে ?
ক. প্রাথমিক স্পোরোজেনাস
খ. এপিডার্মিস
গ. যোজক
ঘ. ট্যাপেটাম
উত্তর : ট্যাপেটাম
br>

৪। ট্রাইকার্বোক্সিলিক চক্র নিচের কোনটি ?
ক.গ্লাইকোলাইসিস
খ. ক্রেবস চক্র
গ. C3 চক্র
ঘ. C4 চক্র
উত্তর : ক্রেবস চক্র



5. সাইব্রিড এর ক্ষেত্রে মিলন হবে-
ক. নিউক্লিয়াসের
খ. সাইটোপ্লাজমের
গ. রাইবোসোমের
ঘ. কোষ প্রাচীরের
উত্তর : সাইটোপ্লাজমের



6. কোনটি শক্তি রূপান্তরের অঙ্গাণু ?
ক. মাইটোকন্ডিয়া
খ. ক্লোরোপ্লাস্ট
গ. লাইসোসোম
ঘ. রাইবোসোম
উত্তর : ক্লোরোপ্লাস্ট



7. গোল আলুর বিলম্বিত ধসা রোগ সৃষ্টি হয়-
ক. Alternaria SP
খ. Phytophthora SP
গ. Trichophyton SP
ঘ. Parimelia SP
উত্তর : Phytophthora SP



8. গ্লাইকোলাইসিস এর সময় NADH + H+ থেকে কয়টি ATP পাওয়া যায় ?
ক. 1টি
খ. 2টি
গ. 3টি
ঘ. 4টি
উত্তর : 4টি
উদ্দীপক ঃ তিতলি ও বিতলির মারত্মক জ্বর হলো। তাদের রক্ত পরীক্ষা করে দেখা গেল যে, তিতলির জ্বরের জীবাণুটিতে কোনো কোষীয় অঙ্গাণু নেই এবং বিতলির জ্বরের জীবানুটি কোষীয় তবে কোষ প্রাচীরবিহীন।


9. তিতলির জ্বরের জীবাণুটি হলো-
ক. Virus
খ. Bacteria
গ. Fungus
ঘ. Plasmodium
উত্তর :



10. বিতলির জ্বরের জীবাণুটির বৈশিষ্ট্য হলো –
(i) এদের দুইটি পোষক প্রয়োজন
(ii) ইহা এককোষী
(iii) ইহা পরজীবী
নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর : i,ii ও iii



11. ক্রোমোসোমাল নৃত্য দেখা কোন দশায় ?
ক. প্রোফেজ
খ. প্রো- মেটাফেজ
গ. মেটাফেজ
ঘ. অ্যানাফেজ
উত্তর : প্রো- মেটাফেজ



12. পারথেনোজেনেসিস ঘটে কোন উদ্ভিদে ?
ক. শিম
খ. পপি
গ. লেবু
ঘ. সরিষা
উত্তর : লেবু



13. সুপার রাইসে থাকে কোন ভিটামিন ?
ক. ভিটামিন-D
খ. ভিটামিন-C
গ. ভিটামিন- A
ঘ. ভিটামিন-B
উত্তর : ভিটামিন- A



14. কোন ছত্রাকটি জলজ ?
ক. Saprolegnia
খ. Ehizopus
গ. Aspergillus
ঘ. Cercospora
উত্তর : Saprolegnia



15. মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য নিচের কোনটি ?
ক. জরায়ুজ অঙ্করোদগম
খ. পাতা কণ্টকে পরিণত হয়
গ. ত্বকে কিউটিকল থাকে না
ঘ. বড় বড় বায়ুকুঠরী থাকে
উত্তর : পাতা কণ্টকে পরিণত হয়

উদ্দীপক ঃ পাম গাছের ও ফার্ণের পাতা মিল সম্পন্ন এমন একটি উদ্ভিদ জীববিজ্ঞানে তোমরা পড়েছ। তারা পরিবেশের সাথে খাপ খাইয়ে টিকে আছে।


16. উদ্দীপকের উদ্ভিদটির বৈশিষ্ট্য হলো-
(i) পাতা যৌগিক
(ii) দ্বিনিষেক ঘটে
(iii) শুক্রাণু বৃহৎ
নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i,ii ও iii

উত্তর : i ও iii



17. উদ্দীপকের উদ্ভিদটি হলো-
ক. Cycas
খ. Riccia
গ. Ephedr
ঘ. Pteris
উত্তর : Cycas



18. Ulothrix- এর যৌন জননের জুস্পোরে কতটি ফ্লাজেলা থাকে ?
ক. 1টি
খ. 2টি
গ. 3টি
ঘ. 4টি
উত্তর : 4টি




19. A চিত্রে ভাস্কুলার বাণ্ডল কোন ধরনের ?
ক. অরীয়
খ. জাইলেম কেন্দ্রিক
গ.ফ্লোয়েম কেন্দ্রিক
ঘ.সংযুক্ত
উত্তর : অরীয়



20. চিত্রের বৈশিষ্ট্য হলো-
(i) ক্যাম্বিয়াম বলয় ঘটে
(ii) সমান ব্যাসার্ধে জাইলেম ও ফ্লোয়েম থাকে
(iii) জাইলেম ও ফ্লোয়েম সংযুক্ত
নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : i,ii ও iii



21. কার্বোহাইড্রেট থেকে ল্যাকটিক এসিড উৎপন্ন হয় কোন প্রকিয়ায় ?
ক. সালোকসংশ্লেষণ
খ. অবাত শ্বসন
গ. প্রস্রবণ
ঘ. অভিস্রবণ
উত্তর : অবাত শ্বসন



22. গ্লকোজের a  লিংকে  OH  যুক্ত থাকে-
ক. 1নং কার্বনের উপরে
খ. 2নং কার্বনের উপরে
গ. 1নং কার্বনের নিচে
ঘ. 1নং কার্বনের নিচে
উত্তর : 1নং কার্বনের নিচে



23. এক্সফ্লাজেলেশন কোথায় ঘটে ?
ক. যকৃতে
খ. লোহিত কণিকায়
গ. লালারসে
ঘ. মশকীর ক্রোপে
উত্তর : মশকীর ক্রোপে



24. নিচের কোনটিকে বায়োলজিক্যাল কয়েন  বলে ?
ক. DNA
খ. RNA
গ. ADP
ঘ. ATP
উত্তর : ATP



25. ইন্টারফেজ দশায় কোনটি ঘটে ?
(i) DNA প্রতিলিপন
(ii) মাইক্রোটিবিউলস সৃষ্টি
(iii) ADP তৈরি হয়
নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : i ও iii




এইচএসসি জীববিজ্ঞান (বহুনির্বাচনি অভীক্ষা)

চট্টগ্রাম বোর্ড -২০১৯

সময়: ২৫ মিনিট

প্রথম পত্র (উদ্ভিদবিজ্ঞান) বিষয় কোড : ১৭৮

পূর্ণমান: ২৫

[দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক উত্তরের বৃত্তটি (⚫) বল পয়েন্ট কলম দ্বারা ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।]



১। কোন ভাইরাসে DNA থাকে?
(ক) HIV
(খ) TMV
(গ) T2
(ঘ) PRSV
উত্তর : (গ) T2


২। Pteris এর রাইজোমের শল্কপত্রকে কী বলে?
(ক) র‌্যাকিস
(খ) ক্রোজিয়ার
(গ) ফ্রন্ড
(ঘ) র‌্যামেন্টা
উত্তর : (ঘ) র‌্যামেন্টা
উদ্দীপকটির আলোকে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও:


৩। উদ্দীপকে ‘A’ তে কোনটি সংঘটিত হয়? (ক) N2 চক্র
(খ) TCA চক্র
(গ) C3 চক্র
(ঘ) C4 চক্র
উত্তর : (খ) TCA চক্র


৪। চিত্র B তে-
i. শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়
ii. আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়
iii. সাইটোপ্লাজমীয় বংশগতিতে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : (ঘ) i, ii ও iii


৫। কোষ চক্রের কোন পর্যায়ে DNA অনুলিপন হয়? (ক) M
(খ) S
(গ) G1
(ঘ) G2
উত্তর : (খ) S


৬। মশকীর লালাগ্রন্থিতে ম্যালেরিয়া জীবাণুর কোন দশা পাওয়া যায়?
(ক) স্পোরোজোয়েট
(খ) ট্রফোজয়েট
(গ) ক্রিপ্টোজয়েট
(ঘ) মেরোজয়েন্ট
উত্তর : (ক) স্পোরোজোয়েট


৭। সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন কোনটি?
(ক) প্রোলামিন
(খ) হিস্টোন
(গ) প্রোটামিন
(ঘ)গ্লুটেলিন
উত্তর : (গ) প্রোটামিন


৮। কোনটিতে হ্যাড্রোসেন্ট্রিক ভাস্কুলারবান্ডল থাকে?
(ক) Riccia
(খ) Pteris
(গ) Cycas
(ঘ) Orya
উত্তর : (খ) Pteris


৯। কোনটি ম্যানগ্রোভ উদ্ভিদ?
(ক) শাল
(খ) সেগুন
(গ) গরান
(ঘ) মেহগনি
উত্তর : (গ) গরান
উদ্দীপকটির আলোকে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও:

১০। উদ্দীপকের ক্ষেত্রে প্রযোজ্য-
i. পেন্টামেরাস
ii. বহুপ্রতিসম
iii. মুক্ত উপবৃতি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : (ঘ) i, ii ও iii


১১। উদ্দীপকের পুষ্পটি কোন উদ্ভিদে পাওয়া যায়?
(ক) ধান
(খ) গম
(গ) ঢেঁড়স
(ঘ) ভুট্টা
উত্তর : (গ) ঢেঁড়স


১২। একটি পরাগ থলিতে ২৫টি রেণু মাতৃকোষ থাকলে থিরোসিস বিভাজনের পর কতটি পরাগরেণু তৈরি হবে?
(ক) ২৫
(খ) ৫০
(গ) ৭৫
(ঘ) ১০০
উত্তর : (ঘ) ১০০


১৩। কোন আয়নটির শোষণ হার সবচেয়ে মন্থর?
(ক) Na+
(খ) K+
(গ) Mg++
(ঘ) Ca++
উত্তর : (ঘ) Ca++


১৪। সাইকাসে কী ধরনের সস্য দেখা যায়?
(ক) হ্যাপ্লয়েড
(খ) ডিপ্লয়েড
(গ) ট্রিপ্লয়েড
(ঘ) টেট্রাপ্লয়েড
উত্তর : (ক) হ্যাপ্লয়েড



১৫। টিস্যু কালচার প্রযুক্তির কালচার মিডিয়ামের প্রধান উপাদান হলো-
(ক) আটা
(খ) চালের গুড়া
(গ) অ্যাগার
(ঘ) কর্নফ্লেকস
উত্তর : (গ) অ্যাগার

উদ্দীপকটির আলোকে ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও:



১৬। উদ্দীপকে ‘A’ ধাপে নীট কয়টি ATP উৎপন্ন হয়? (ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
উত্তর : (ক) ২


১৭। উদ্দীপকে ‘P’ চক্রে- i. ১ম উৎপন্ন হয় সাইট্রিক এসিড
ii. শেষে উৎপন্ন হয় ম্যালিক এসিড
iii. চক্রটি মাইটোকন্ড্রিয়াতে ঘটে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : (গ) i ও iii


১৮। কোনটি অমধৎরপঁং এর ফ্রুট বডির অংশ?
(ক) ইন্ডোসিয়াম
(খ) অ্যানুলাস
(গ স্টোমিয়াম
(ঘ) রাইজোমর্ফ
উত্তর : (খ) অ্যানুলাস


১৯। মরুজ উদ্ভিদের অভিযোজন-
i. আকারে ছোট
ii. কাÐ ও পাতা রসালো
iii. ত্বকে কিউটিকল অনুপস্থিত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : (ক) i ও ii


২০। নিচের কোনটি জরপপরধ থ্যালাসে থাকে? (ক) রাইজয়েড
(খ) রাইজোম
(গ) রাইজাইন
(ঘ) রাইজোমর্ফ
উত্তর : (ক) রাইজয়েড


২১। কোনটি কোষের প্রোটিন ফ্যাক্টরী? (ক) গলজিবস্তু
(খ) মাইটোকন্ড্রিয়া
(গ) রাইবোসোম
(ঘ) লাইসোসোম
উত্তর : (গ) রাইবোসোম


২২। কোনটি ফসফোলিপিডের উদাহরণ? (ক) লেসিথিন
(খ) সুবেরিন
(গ) কিউটিন
(ঘ) টারপিন
উত্তর : (ক) লেসিথিন


২৩। কোন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন ঘটে? (ক) ইন্টারফেজ
(খ) ক্যারিওকাইনেসিস
(গ) সাইটোকাইনেসিস
(ঘ) ইন্টার কাইনেসিস
উত্তর : (খ) ক্যারিওকাইনেসিস

উদ্দীপকটির আলোকে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :
থ্যালোফাইটা বিভাগের একটি স্বভোজী জীব ও একটি পরভোজী জীব একত্রে অবস্থান করে অন্য একটি জীবদেহ সৃষ্টি হয়।


২৪। উদীপকের জীবদেহটি হলো- (ক) পরজীবী
(খ) মিথোজীবী
(গ) মৃতজীবী
(ঘ) পরাশ্রয়ী
উত্তর : (খ) মিথোজীবী


২৫। উদ্দীপকের জীবদেহটি হলো- i. স্বভোজী জীব পরভোজী জীবে আশ্রয় গ্রহণ করে
ii. পরভোজী জীবের রাইজয়েড থাকে
iii. পরভোজী জীবের বর্জ্য স্বভোজী জীব গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : (গ) i ও iii




এইচএসসি জীববিজ্ঞান (বহুনির্বাচনি অভীক্ষা)

বরিশাল বোর্ড -২০১৯

সময়: ২৫ মিনিট

প্রথম পত্র (উদ্ভিদবিজ্ঞান) বিষয় কোড : ১৭৮

পূর্ণমান: ২৫

[দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক উত্তরের বৃত্তটি (⚫) বল পয়েন্ট কলম দ্বারা ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।]



১। বায়োমাসের পিরামিডের বৈশিষ্ট্য—
i. শুষ্ক ওজনের উপর নির্ভর
ii. জীব ভর নিচ থেকে উপরের দিকে কমতে থাকে
iii. সর্বোচ্চ খাদক পর্যায়ে ভরের পরিমাণ কম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii

■ উদ্দীপকটির আলোকে ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও :
উদ্ভিদের সালোকসংশ্লেষণ একটি অপরিহার্য প্রক্রিয়া। কিন্তু ক্লোরোপ্লাস্টে প্রথমে যা তৈরি হয় উদ্ভিদ তা সরাসরি গ্রহণ করতে পারে এখানে তৈরিকৃত ১ম উপাদানটি পরবর্তীতে দুটি পৃথক খাদ্যোপাদানে পরিণত হয়।


২। উদ্দীপকে উল্লিখিত ক্লোরোপ্লাস্টে প্রথম কোন উপাদানটি তৈরি হয়?
(ক) Starch
(খ) Glucose
(গ) Fructose
(ঘ) Sucrose
সঠিক উত্তর: (গ) Fructose



৩। প্রথম উপাদানটি পরিবর্তিত হয়ে পর পর যে দুটো উপাদানে পরিণত হয় তাদের বৈশিষ্ট্য হলো-
i. একটি রিডিউসিং শ্যুগার
ii. একটি নন-রিডিউসিং শ্যুগার
iii. নন-রিডিউসিং এর এক অংশ চর্বি ও আমিষে পরিণত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii



৪। সালোকসংশ্লেষণের সময় বর্ণালীর কোন আলোগুলো বেশি ব্যবহৃত হয়?
(ক) বেগুনী-নীল ও আসমানী-সবুজ
(খ) বেগুনী লাল ও নীল-সবুজ
(গ) বেগুনী-নীল ও কমলা-লাল
(ঘ) বেগুনী-হলুদ ও নীল-কমলা
সঠিক উত্তর: (গ) বেগুনী-নীল ও কমলা-লাল



৫। বীজ শুকিয়ে -20°C তাপমাত্রায় ফ্রিজিং করলে প্রায় অধিকাংশ বীজই শতাব্দী ধরে সংরক্ষণ করা যায়। উদ্ভিদে এ ধরনের বীজ প্রায় ৭০ ভাগ। বাকি ৩০ ভাগ বীজকে বলে-
(ক) Diploid
(খ) Haploid
(গ) Orthodex
(ঘ) Recalcitrant
সঠিক উত্তর: (ঘ) Recalcitrant

■ উদ্দীপকটির আলোকে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও :
জীবদেহ গঠনে প্রোটিনের ভূমিকা অপরিহার্য। বিভিন্ন ক্রিয়া-বিক্রিয়া আবার দেহের এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত


৬। উদ্দীপকের অপরিহার্য গঠনটির বিশেষ উপাদান ব্লাড ক্যান্সারের নিরাময়ে ব্যবহার হয় নিচের কোনটি?
(ক) মায়োসিন
(খ) ইন্টারফেরন
(গ) সিডারোফিলিন
(ঘ) সেলোপ্লাজমিন
সঠিক উত্তর: (খ) ইন্টারফেরন



৭। উদ্দীপকের দ্বিতীয় উপাদানটির বৈশিষ্ট্য হলো-
i. পানি, গ্লিসারল ও লঘু অ্যালকোহলে দ্রবণীয়
ii. ট্যানারির কাঁচা চামড়া থেকে লোম ছাড়ায়
iii. এটি কম তাপে নষ্ট হয়ে থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii



৮। রোগ প্রতিরোধী জাত উদ্ভাবনে নিচের কোন জিনটি ব্যবহৃত হয়?
(ক) CP
(খ) CRT-I
(গ) Nif
(ঘ) PG
সঠিক উত্তর: (ক) CP



৯। Ulothrix-এর অযৌন জুম্পোর কত ফ্লাজেলাবিশিষ্ট্য?
(ক) ২ - ৪
(খ) ৩ - ৬
(গ) ৪ – ৮
(ঘ) ৮ - ১০
সঠিক উত্তর: (ক) ২ - ৪

উদ্দীপকটির আলোকে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও :



১০। উদ্দীপকে উল্লিখিত চিত্রটির নাম হলো-
(ক) Actinocytic
(খ) Anisocytic
(গ) Diacytic
(ঘ) Tetracytic
সঠিক উত্তর: (ঘ) Tetracytic



১১। উদ্দীপকে উল্লেখিত গঠনটির বৈশিষ্ট্য হলো—
1. CO2 ও O2 এর আদান-প্রদান ঘটায়
ii. মূলের পানি বাষ্পাকার নির্গত করে
iii. এর নিচে বায়ু কুঠুরী থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii



১২। Peris-এর পাতায় অবস্থিত স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে বলে-
(ক) অ্যানুলাস
(খ) এন্ডোসিয়াম
(গ) অমরা
(ঘ) সোরাস
সঠিক উত্তর: (ঘ) সোরাস



১৩। PCR এর সঠিক পূর্ণরূপ কী?
(ক) Peptide Chain Reaction
(খ) Polysaccharide Chain Reaction
(গ) Polyribosome Chain Reaction
(ঘ) Polymerase Chain Reaction
সঠিক উত্তর: (ঘ) Polymerase Chain Reaction

■ উদ্দীপকটির আলোকে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও
ইনসুলিন অগ্ন্যাশয় থেকে তৈরি হয়। এটি একটি হরমোন এবং ইন্টারফেরণ প্রোটিনের ক্ষুদ্র গ্রুপ।


১৪। প্রোটিনটি নিম্নের কোন জীবের আক্রমণ রোধে কাজ করে?
(ক) ব্যাকটেরিয়া
(গ) শৈবাল
(খ) ভাইরাস
(ঘ) ছত্রাক
সঠিক উত্তর: (গ) শৈবাল


১৫। উদ্দীপকের উল্লিখিত যৌগ দুটি কৃত্রিমভাবে তৈরি হয়—
i. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে
ii. জিন ক্লোনিং এর মাধ্যমে
iii. টিস্যু কালচারের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii

■ উদ্দীপকটির আলোকে ১৬ ও ১৭নং প্রশ্নের


১৬। চিত্রটি নিম্নের কোন কোন উদ্ভিদে দেখা যায়?
(ক) কলা
(খ) কচু
(গ) আলু
(ঘ) বেগুন
সঠিক উত্তর: (খ) কচু


১৭। চিত্রের গঠনটির বৈশিষ্ট্য হলো—
i. পানি নির্গমন ঘটে
ii. শীর্ষে রক্ষীকোষ থাকে
iii. নিচে পরবন্ধীয় গহ্বর থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii

■ উদ্দীপকটির আলোকে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :



১৮। 'ক' চিত্রের উপাদানটির নাম কী?
(ক) α-D glucose
(খ) β -Dglucose
(গ) L-glucose
(ঘ) Fructose
সঠিক উত্তর: (ক) α-D glucose


১৯। চিত্রের দুটি যোগ করলে কি উপাদান গঠিত হবে?
(ক) Starch
(খ) Glycogen
(গ) Sucrose
(ঘ) Cellulose
সঠিক উত্তর: (গ) Sucrose


২০। উপাদান গঠনের সময় যে বৈশিষ্ট্যের সৃষ্টি হয়—
i. এক অণু পানি
1. গ্লাইকোসাইডিক বস্তু
iii. মনোস্যাকারাইডদ্বয়ের কিটোন ও অ্যালডিহাইড বিনষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


২১। Energy currency শব্দটি কোন কোষ অঙ্গাণুর সাথে সম্পর্কিত?
(ক) গাজি বডি
(খ) মাইটোকন্ড্রিয়য়ন
(গ) নিউক্লিয়াস
(ঘ) রাইবোসোম
সঠিক উত্তর: (খ) মাইটোকন্ড্রিয়য়ন


২২। কোন ভাইরাস দিয়ে ক্যাপোসি সারকোমা রোগ হয়?
(ক) ইবোলা ভাইরাস
(খ) হার্পিস সিমপ্লেক্স
(গ) রিট্রো ভাইরাস
(ঘ) এনসেফালাইটিস ভাইরাস
সঠিক উত্তর: (ক) ইবোলা ভাইরাস


২৩। নিম্নের কোনটি সূচনা কোড?
(ক) AUA
(খ) AUC
(গ) AUG
(ঘ) ACG
সঠিক উত্তর: (গ) AUG


২৪। Stabilizer এবং অঙ্গাণুর বৈশিষ্ট্য?
(ক) Centrosome
(খ) Lysosome
(গ) Nucleosome
(ঘ) Ribosome
সঠিক উত্তর: (খ) Lysosome


২৫। মানব জিনোমে মাত্র দুইভাগ জিন বিভিন্ন বৈশিষ্ট্যে অংশ গ্রহণ করে এবং বাকী ৯৮ ভাগ জিনই নিস্ক্রিয় থাকে। এদের বলে-
(ক) DTTP
(খ) DCTP
(গ) Splicing DNA
(ঘ) Junk DNA
সঠিক উত্তর: (ঘ) Junk DNA




এইচএসসি জীববিজ্ঞান (বহুনির্বাচনি অভীক্ষা)

দিনাজপুর বোর্ড -২০১৯

সময়: ২৫ মিনিট

প্রথম পত্র (উদ্ভিদবিজ্ঞান) বিষয় কোড : ১৭৮

পূর্ণমান: ২৫

[দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক উত্তরের বৃত্তটি (⚫) বল পয়েন্ট কলম দ্বারা ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।]





এইচএসসি জীববিজ্ঞান (বহুনির্বাচনি অভীক্ষা)

সিলেট বোর্ড -২০১৯

সময়: ২৫ মিনিট

প্রথম পত্র (উদ্ভিদবিজ্ঞান) বিষয় কোড : ১৭৮

পূর্ণমান: ২৫

[দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক উত্তরের বৃত্তটি (⚫) বল পয়েন্ট কলম দ্বারা ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।]