[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। শিক্ষক ব্যবহারিক ক্লাসে দুটি উদ্ভিদ দেখালেন। প্রথমটি উভচর উদ্ভিদ ও দ্বিতীয়টিকে সানফার্ন বলা হয়।
(ক) সিন্যাপসিস কাকে বলে? ১
(খ) Exsitu ও Insitu কী? ২
(গ) উদ্দীপকের ১ম উদ্ভিদটির থ্যালাসের প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র অংকন কর। ৩
(ঘ) উদ্দীপকে ২য় উদ্ভিদটি জনুক্রম সম্পন্ন করে -বিশ্লেষণ কর। ৪
২। পলাশ বেড়াতে গিয়ে দেখল জমির উঁচু অংশে আম ও নিচু অংশে ধান লাগানো হয়েছে। দুটো উদ্ভিদের CO2 বিজারণের পথ (চক্র) আলাদা।
(ক) ইমাস্কুলেশন কী? ১
(খ) ভাইরাসকে অকোষীয় বলা হয় কেন? ২
(গ) উদ্দীপকে উল্লিখিত ১ম উদ্ভিদে যে চক্র সম্পন্ন হয় তা রেখাচিত্রের সাহায্যে দেখাও। ৩
(ঘ) উদ্দীপকের উদ্ভিদদ্বয়ে সম্পন্ন চক্র দুটির তুলনা কর। ৪
৩। P ও P অণুজীব। P দেখতে ব্যাঙাচি আকৃতির এবং DNA বিদ্যমান। P অণুজীব এককোষী ও আদিকেন্দ্রিক।
(ক) কো-এনজাইম কী? ১
(খ) ম্যালেরিয়া জীবাণুর দুটি পোষকের প্রয়োজনীয়তা কেন? ২
(গ) উদ্দীপকের আলোকে P এর চিত্রসহ গঠন লিখ। ৩
(ঘ) উদ্দীপকের আলোকে কৃষিক্ষেত্রে P এর ভূমিকা বিশ্লেষণ কর। ৪
৪। রবিন, কোষের বিভিনড়ব অঙ্গাণু পড়ার সময় দেখল দ্বিস্তরবিশিষ্ট দুটি কোষীয় অঙ্গাণু একটি শক্তিঘর নামে ও অপরটি কোষের ট্রাফিক পুলিশ।
(ক) অটোফ্যাগী কী? ১
(খ) রাইবোসোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয় কেন? ২
(গ) উদ্দীপকের ২য় অঙ্গাণুটির গঠন চিত্রসহ লিখ। ৩
(ঘ) উদ্দীপকের ১ম অঙ্গাণুটির গুরুত্ব বিশ্লেষণ কর। ৪
৫।
(ক) হরমোগোনিয়া কী? ১
(খ) লাইকেনকে মিথোজীবী বলা হয় কেন? ২
(গ) উদ্দীপকের ধাপ ‘খ’ এর যেকোনো তিনটি দশার চিহ্নিত চিত্র অংকন কর। ৩
(ঘ) উদ্দীপকের বিভাজন প্রক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ কর। ৪
৬।
(ক) ইন্টারফেরন কী? ১
(খ) অ্যাপোগ্যামী কী? ২
(গ) উদ্দীপকের A অংশ থেকে B অংশটি তৈরির প্রক্রিয়া বর্ণনা কর। ৩
(ঘ) উদ্দীপকের B ছাড়াও উদ্ভিদের প্রজনন সম্ভব -বিশ্লেষণ কর। ৪
৭। রাশেদ কচু গাছের পাতার কিনারায় পানির উপস্থিতি দেখে শিক্ষককে প্রশ্ন করল। তিনি বললেন ইহা এক ধরনের রন্ধ্রের কাজ। এরকম আরও এক ধরনের রন্ধ্র আছে যা পাতার ঊর্ধ্ব ও নিম্নত্বকে থাকে।
(ক) নিউক্লিওসাইড কী? ১
(খ) ক্যাসপেরিয়ান স্ট্রিপ কী? ২
(গ) উদ্দীপকে শেষ অংশে নির্দেশিত রন্ধ্রটির গঠন চিত্রসহ বর্ণনা কর। ৩
(ঘ) উদ্ভিদের জৈবনিক কাজে রন্ধ্র দুটির গুরুত্ব বিশ্লেষণ কর। ৪
৮। বাংলাদেশে সংক্রামক রোগের তুলনায় ডায়াবেটিসের প্রকোপ বেশি। তবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ প্রাপ্ত ইনসুলিন ডায়াবেটিসে সৃষ্ট জটিলতা অনেকটা কমায়।
(ক) মেরিস্টেম কী? ১
(খ) ট্রান্সলেশন কী? ২
(গ) উদ্দীপকে উল্লিখিত ঔষুধের উৎপাদন প্রক্রিয়া লিখ? ৩
(ঘ) উদ্দীপকের পদ্ধতি কৃষিক্ষেত্রে কিভাবে সফলতা আনতে পারে? বিশ্লেষণ কর। ৪