▣ বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন (JSC Science CQ)
▣ চতুর্থ অধ্যায়: উদ্ভিদের বংশ বৃদ্ধি
(ক) জ্ঞানমূলক প্রশ্ন :
১। পরাগায়ান কাকে বলে?
২। বুলবিল কী?
৩। বৃত্যাংশ কী?
৪। নিষিক্তকরণ কাকে বলে?
৫। মাইক্রোপাইল কাকে বলে?
৬। ছত্রাক উদ্ভিদে কিসের মাধ্যমে প্রজনন ঘটে?
৭। ফল কাকে বলে?
৮। গুচ্ছ ফল কাকে বলে?
৯। এপিকটাইল কী?
১০। ডিম্বকে কী সৃষ্টি হয়?
১১। অনুবীজ থলি কাকে বলে?
১২। অঙ্গজ প্রজনন কাকে বলে?
১৩। কন্দের কোন অংশ নতুন উদ্ভিদের জন্ম দেয়?
১৪। বৃতি কাকে বলে?
১৫। পুংকেশর কাকে বলে?
১৬। পুষ্পমঞ্জুরী কী?
১৭। স্ব-পরাগায়ন কী?
১৮। পর-পরাগায়ন কী?
১৯। দ্বি-নিষেক কী?
২০। যৌগিক ফল কাকে বলে?
২১। অঙ্কুরোদগম কাকেবলে?
২২। প্রজনন কাকে বলে?
২৩। অযৌন প্রজনন কাকে বলে?
২৪। Penicillium কীভাবে বংশ বৃদ্ধি করে?
২৫। ডিম্বকে কী সৃষ্টি হয়?
(খ) অনুধাবনমূলক প্রশ্ন :
১। পরাগায়নে মাধ্যম জরুরি কেন?
২। ফুলের পুং স্তবক ও স্ত্রীস্তবককে অত্যাবশ্যকীয় স্তবক বলা হয় কেন?
৩। পতঙ্গপরাগী ও বায়ুপরাগী ফুলের দুটি পার্থক্য উল্লেখ কর?
৪। সেকেন্ডারি নিউক্লিয়াস কীভাবে উৎপন্ন হয়?
৫। আনারসকে যৌগিক ফল বলা হয় কেন?
৬। ভ্রুণথলি বলতে কী বুঝ?
৭। উদ্ভিদের কলম তৈরিতে হরমোন ব্যবহারের সুবিধা কী?
৮। পুংস্তবকের কাজ কী?
৯। পরাগায়ন কেন গুরুত্বপূর্ণ?
১০। বৃতি ও দলের কাজ উল্লেখ কর?
(গ) ও (ঘ) প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন :
১। নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [পাঠ্য পুস্তক]