১। লাইম ওয়াটার বলতে কী বুঝায়?
২। রাসায়নিক বিক্রিয়া কেন সংঘটিত হয়?
৩। উদাহরণের সাহায্যে দেখাও, রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রুপান্তর ঘটে।
৪। তুঁতের নীল দ্রবণে লোহার গুড়া যোগ করলে তা হালকা সবুজ বর্ণে পরিণত হয় কেন?
৫। শুষ্ক কোষ কিছুদিন ব্যবহারের পর অকেজো হয়ে যায় কেন?
৬। দহন চামচে সালফার নিয়ে তাপ দিলে কী ঘটবে?
৭। লেবুর রসে বেকিং সোডা যোগ করলে কী ঘটে সমীকরণসহ লেখ।
৮। সংযোজন বিক্রিয়া বলতে কী বুঝ?
৯। রাসায়নিক বিক্রিয়ার চারটি উল্লেখ্যযোগ্য বৈশিষ্ট্য লেখ।
১০। KCl একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ- ব্যাখ্যা কর।
১১। প্রশমন বিক্রিয়ায় শুধু পানি উৎপন্ন হয় কেন?
১২। অ্যানোড ও ক্যাথোডের মধ্যে পার্থক্য উল্লেখ কর।