অষ্টম শ্রেণির বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন (JSC Science CQ)
ষষ্ঠ অধ্যায়: পরমাণুর গঠন
(ক) জ্ঞানমূলক প্রশ্ন :
১। এটম শব্দের অর্থ কী?
২। নিওক্লিয়াস কাকে বলে?
৩। পারমাণবিক সংখ্যা কাকে বলে?
৪। ভর সংখ্যা কাকে বলে?
৫। অ্যানায়ন কাকে বলে?
৬। তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে?
৭। পরমাণুর মৌলিক কণিকাসমূহ কী কী?
৮। ভর সংখ্যা কী?
৯। কোন কণিকা আধান নিরপেক্ষ?
১০। শক্তিস্তর কী?
১১। কার্বনের আইসোটোপ কয়টি?
১২। ক্যাটায়ন কাকে বলে?
(খ) অনুধাবনমূলক প্রশ্ন :
১। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ৮ কী বুঝায়?
২। পরমাণুর ২য় শক্তিস্তরে ৮টি ইলেকট্রন থাকে কেন?
৩। পরমাণুর স্থায়ী কণিকাসমূহের চার্জ ও প্রকৃতি উল্লেখ কর।
৪। পরমাণু কেন আধানগ্রস্ত হয়?
৫। পারমানবিক সংখ্যা থেকে কী কী তথ্য পাওয়া যায়?
৬। কৃষিক্ষেত্রে আইসোটোপের ব্যবহার উল্লেখ কর।
৭। পরমাণু কীভাবে স্থিতিশীলতা অর্জন করতে পারে?
৮। পারমাণবিক ভর ও ভরসংখ্যা মধ্যে পার্থক্য দেখাও।
৯। বোর পরমাণু মডেলটি উল্লেখ কর।
১০। আইসোটোপ বলতে কী বোঝায়?
১১। রাদারফোর্ডের মডেলটি ত্রুটিপূর্ণ কেন?
১২। ক্যাটায়ন বলতে কী বুঝায় ?
১৩। পরমাণু চার্জ নিরপেক্ষ কেন?
১৪। পরমাণু ও আয়নের প্রধান পার্থক্যসমূহ লেখ।
(গ) ও (ঘ) প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন :
১। নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।