মাধ্যমিক জীববিজ্ঞান বোর্ড প্রশ্ন (SSC Biology Board Question)

ঢাকা বোর্ড - ২০২১

সময়-২ ঘণ্টা ৩৫ মিনিট

বিষয় কোড: ১৩৮

পূর্ণমান: ৫০

[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]



১।

(ক) কোষ কী? ১
(খ) থাইরয়েডকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয় কেন? ২
(গ) চিত্র B এর গঠন বর্ণনা কর। ৩
(ঘ) শক্তি উৎপাদন চিত্র A এবং চিত্র B এর মধ্যে কোনটির ভূমিকা অধিক? মতামত দাও। ৪

২।

(ক) ঐচ্ছিক পেশি কী? ১
(খ) জাইলেমকে পরিবহন টিস্যু বলা হয় কেন? ২
(গ) উদ্দীপকের চিত্র Z এর গঠন বর্ণনা কর। ৩
(ঘ) মানবদেহ সুরক্ষায় চিত্র X এবং চিত্র Y এর মধ্যে কোনটির ভূমিকা অধিক? যুক্তিসহ আলোচনা কর।

৩।

(ক) সালোকসংশ্লেষণ কী? ১
(খ) ATP কে জৈব মুদ্রা বলা হয় কেন? ২
(গ) উদ্দীপকের প্রক্রিয়াটির আলোক-নির্ভর পর্যায়টি বর্ণনা কর। ৩
(ঘ) উদ্দীপকের Q এর অনুপস্থিতি এবং P এর ঘাটতি উক্ত প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি করতে পারে বিশ্লেষণ কর। ৪

৪। জীবকোষে অবস্থিত একটি অঙ্গাণু দেহ পরিচালনায় বিশেষ ভূমিকা পালন করে। উক্ত অঙ্গাণুতে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন তাপ ও শক্তিকে কাজে লাগিয়ে জীবের সকল শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন হয়। উক্ত প্রক্রিয়াটি যথাযথভাবে সংঘটিত না হলে জীবকুল ধ্বংসের সম্মুখীন হতো।
(ক) শ্বসনিক বস্তু কী? ১
(খ) ব্যাকটেরিয়াতে সবাত শ্বসন হয় না কেন? ২
(গ) উদ্দীপকে উল্লিখিত অঙ্গাণুটিতে সংঘটিত বিক্রিয়ার ধাপগুলো বর্ণনা কর। ৩
(ঘ) উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি যথাযথভাবে সংঘটিত না হলে জীবকুল ধ্বংসের সম্মুখীন হতো।” —উক্তিটি বিশ্লেষণ কর। ৪

৫।

(ক) নিষেক কী? ১
(খ) ধানকে বায়ুপরাগী ফুল বলা হয় কেন? ২
(গ) উদ্দীপকের A, B, C ও D অংশগুলো ব্যবহার করে একটি চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত কর। ৩
(ঘ) উদ্ভিদের বংশবৃদ্ধিতে C ও D অংশের ভূমিকা বিশ্লেষণ কর। ৪

৬। এক ধরনের জীবাণুর কারণে মানবদেহের শ্বেতকণিকা নষ্ট হয়ে যায়। ফলে মানুষের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। জীবাণুটি মানবদেহে অনেক দিন পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে।
(ক) সিন্যাপস্ কী?
(খ) অমরাকে মানব ভ্রূণের রেচন অঙ্গ বলা হয় কেন? ২
(গ) উদ্দীপকে উল্লিখিত রোগের কারণসমূহ বর্ণনা কর। ৩
(ঘ) উদ্দীপকে উল্লিখিত রোগটি প্রতিরোধে করণীয় সম্পর্কে তোমার মতামত দাও। ৪

৭। নিচের চিত্র দুটি লক্ষ্য কর-

(ক) জিন কী? ১
(খ) DNA কে বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয় কেন? ২
(গ) মানুষের লিঙ্গ নির্ধারণে M এর ভূমিকা বর্ণনা কর। ৩
(ঘ) অপরাধী শনাক্তকরণে চিত্র: N কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? বিশ্লেষণ কর। ৪

৮। রহিম সাহেবের ছেলে সুমন বিভিন্ন রং আলাদাভাবে শনাক্ত করতে পারে না। তার মেয়ে সুজানা লোহিত কণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগে ভুগছে। ফলে তার দেহে রক্তশূন্যতা দেখা দিয়েছে। এ সমস্যা নিয়ে ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার পরীক্ষা করে জানালেন সুজানার এ রোগটি তার বাবা-মায়ের কাছ থেকে বংশানুক্রমে এসেছে।
(ক) লোকাস কী? ১
(খ) প্রাকৃতিক নির্বাচন কীভাবে পরিবেশে জীবকুলের টিকে থাকা নিয়ন্ত্রণ করে? ২
(গ) উদ্দীপকে সুমনের সমস্যার কারণসমূহ ব্যাখ্যা কর। ৩
(ঘ) সুজানার রোগটি তার মা-বাবার কাছ থেকে কীভাবে তার। দেহে সঞ্চায়িত হয়েছে? বিশ্লেষণ কর। ৪