১। লাইম ওয়াটার বলতে কী বুঝায়?
২। রাসায়নিক বিক্রিয়া কেন সংঘটিত হয়?
৩। উদাহরণের সাহায্যে দেখাও, রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রুপান্তর ঘটে।
৪। তুঁতের নীল দ্রবণে লোহার গুড়া যোগ করলে তা হালকা সবুজ বর্ণে পরিণত হয় কেন?
৫। শুষ্ক কোষ কিছুদিন ব্যবহারের পর অকেজো হয়ে যায় কেন?
৬। দহন চামচে সালফার নিয়ে তাপ দিলে কী ঘটবে?
৭। লেবুর রসে বেকিং সোডা যোগ করলে কী ঘটে সমীকরণসহ লেখ।
৮। সংযোজন বিক্রিয়া বলতে কী বুঝ?
৯। রাসায়নিক বিক্রিয়ার চারটি উল্লেখ্যযোগ্য বৈশিষ্ট্য লেখ।
১০। KCl একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ- ব্যাখ্যা কর।
১১। প্রশমন বিক্রিয়ায় শুধু পানি উৎপন্ন হয় কেন?
১২। অ্যানোড ও ক্যাথোডের মধ্যে পার্থক্য উল্লেখ কর।
১৩। যৌগমূলক বলতে কী বোঝায়?
১৪। সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষ্য পদার্থ_ ব্যাখ্যাকর।
১৫। চুনে পানি যোগ করলে কী ঘটে? ব্যাখ্যা করো।
১৬। মিল্ক অফ লাইম বলতে কী বুঝায়?
১৭। SO2 এবং SO3 এর মধ্যে পার্থক্য কী?
(গ) ও (ঘ) প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন :
১। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
সিফাতের নতুন বাড়িতে চুনকাম করার জন্য এক নির্মাণ শ্রমিক একটি পাত্রে বেশ কিছু চুন ভিজিয়ে রাখলে সিফাত দেখল পাত্রের পানিতে বুদবুদ আকারে একটি গ্যাস বের হচ্ছে এবং পাত্রটাও বেশ গরম হয়ে গেল।
(গ) উদ্দীপকের বিক্রিয়ায় পাত্রটি গরম হওয়ার কারণ সমীকরণসহ বর্ণনা কর।
(ঘ) পাত্রে বুদবুদ আকারে বের হওয়া গ্যাসটি পরিষ্কার চুনের পানির সাথে যে বিক্রিয়া ঘটায় তা সমীকরণসহ বিশ্লেষণ কর।
২। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
পরীক্ষাগারে দুই বন্ধু রূপম ও রিদম দুইটি বিক্রিয়া ঘটালো। রূপম লোহার গুড়ার সাথে তুঁতের দ্ববণের মিশ্রণকে তাপ দিল। অপরদিকে রিদম চুনাপাথরকে উত্তপ্ত করলো।
(গ) রুপমের সংঘটিত বিক্রিয়াটি সমীকরণসহ লিখ ।
(ঘ) উদ্দীপকের বিক্রিয়া দুইটি কি একই ধরনের? যুক্তিসহ লিখ ।
৩। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
অর্ক বাবার সাথে বেড়াতে গেলেই খেলনা গাড়ি কেনে। এগুলো ব্যাটারি ছাড়া চলেইনা। কয়েকদিন ব্যবহার না করলে ব্যাটারি নষ্ট হয়ে দামী খেলনাটাই অকেজো হয়ে যায়।
(গ) উদ্দীপকের খেলনা গাড়ী চালাতে সজিব গঠনপ্রণালী বর্ণনা করো।
(ঘ) খেলনা গাড়ীর মতো টর্চ লাইট জ্বালানোর সময় বস্তুটিতে কী ধরনের শত্তির রূপান্তর ঘটে? বিশ্লেষণ করো।
৪। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
একটি যৌগ যা আইপিএস-এর ব্যাটারীতে ব্যবহৃত হয় এবং সার কারখানার অতি প্রয়োজনীয় উপাদান। যৌগটি নীল লিটমাসকে লাল করে।
(গ) উদ্দীপকের যৌগটির বৈশিষ্ট্য লিখো।
(ঘ) উদ্দীপকের যৌগটিকে চুনের পানির সাথে মিশালে কী ঘটবে? সমীকরণসহ লিখো।
৫। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
রফিক পরীক্ষাগারে একটি টেস্টটিউবে চুনা পাথর নিয়ে তাপ দিতে থাকল। এতে টেস্টটিউব থেকে এক ধরনের গ্যাস নির্গত হতে লাগল। এরপর তাপ দেয়া বন্ধ করে ঠাণ্ডা হওয়ার পর তার মধ্যে এসিটিক এসিড যুক্ত করল। সে টেস্টটিউবের নীচে স্পর্শ করে দেখলে টেস্টটিউবটি আবার গরম হয়ে উঠেছে।
(গ) রফিকের ১ম পরীক্ষায় যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়েছে তা কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া সমীকরণসহ ব্যাখ্যা করো।
(ঘ) ১ম পরীক্ষায় তাপ দেওয়ার প্রয়োজন হলেও ২য় পরীক্ষায় কেন টেস্টটিউব গরম হয়ে উঠেছে_ সমীকরণ সহ যৌক্তিক বিশ্লেষণ করো।