মাধ্যমিক জীববিজ্ঞান মানবণ্টন
(SSC Biology Marks Distribution)
তত্ত্বীয় অংশে ৭৫ নম্বর ব্যবহারিক অংশে ২৫ নম্বর বরাদ্ধ আছে।
তত্ত্বীয় অংশ= ৭৫ নম্বর
তত্ত্বীয় অংশে সৃজনশীল প্রশ্নের জন্য ৫০ নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য ২৫ নম্বর বরাদ্ধ আছে।
৮টি সৃজনশীল প্রশ্ন থাকবে; ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে।
প্রতিটি প্রশ্নের মান ১০ নম্বর। ৫ x ১০ = ৫০ নম্বর
২৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে; সকল প্রশ্নের উত্তর দিতে হবে।
প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। ২৫ x ১ = ২৫ নম্বর ।
ব্যবহারিক অংশ= ২৫ নম্বর
১। যে কোন একটি পরীক্ষণ সম্পন্ন করণ:- ১৫ নম্বর
২। উপস্থাপনকৃত পরীক্ষণটির ফলাফল ব্যাখ্যা করণ:- ৪ নম্বর
৩। মৌখিক অভীক্ষা। ৪ নম্বর
৪। ব্যবহারিক খাতা। ২ নম্বর
[ বি: দ্র: প্রতিটি পরীক্ষণ দৈবচয়নের মাধ্যমে নির্বাচন করতে হবে। ]