উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্র সিলেবাস (HSC Biology 1st Paper Syllabus)
প্রথম অধ্যায়: কোষ ও এর গঠন ( ২৫ পিরিয়ড )
বিষয়বস্তু
১। কোষ প্রাচীর, প্লাজমামেমব্রেন
২। সাইটোপ্লাজম ও অঙ্গাণু (কোষ অঙ্গাণু সমূহের অবস্থান, গঠন ও কাজ)
২.১ রাইবোজোম,গলজিবস্তু, লাইসোজোম
২.২ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
২.৩ মাইটোকন্ড্রিয়ন
২.৪ ক্লোরোপ্লাস্ট
২.৫ সেন্ট্রিওল
২.৬ নিউক্লিয়াস
৩। ক্রোমোজোম
৩.১ গঠন
৩.১ কোষ বিভাজনে এর ভূমিকা
৪। বংশগতীয় বস্তু
৪.১ DNA, RNA গঠন
৪.২ DNA রেপ্লিকেশন (প্রতিলিপি)
৪.৩ ট্রান্সক্রিপশন
৪.৪ ট্রান্সলেশন
৪.৫ জিন ও জেনেটিক কোড
শিখনফল
১. কোষ প্রাচীর ও প্লাজমামেমব্রেন এর অবস্থান, রাসায়নিক গঠন ও কাজ বর্ণনা করতে পারবে
২. সাইটোপ্লাজমের রাসায়নিক প্রকৃতি এবং বিপাকীয় ভূমিকা বর্ণনা করতে পারবে।
৩. রাইবোজোম, গলজিবস্তু, লাইসোজোম, সেন্ট্রিওলের এর অবস্থান, গঠন ও কাজ বর্ণনা করতে পারবে।
৪. গঠন ও কাজের ভিত্তিতে মসৃণ ও অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর মধ্যে পার্থক্য করতে পারবে।
৫. মাইটোকন্ড্রিয়নের বহিঃগঠন ও অন্তঃগঠনের সাথে এর কাজের আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করতে পারবে।
৬. ক্লোরোপ্লাস্টের বহিঃগঠন ও অন্তঃগঠনের সাথে এর কাজের আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করতে পারবে।
৭. নিউক্লিয়াসের গঠন ও কাজ ব্যাখ্যা করতে পারবে।
৮. নিউক্লিওপ্লাজম ও সাইটোপ্লাজমের রাসায়নিক গঠনের মধ্যে তুলনা করতে পারবে।
৯. কোষের বিভিনড়ব অঙ্গাণুর চিত্র অঙ্কন করে চিহ্নিত করতে পারবে।
১০. জীবের বিভিনড়ব কার্যক্রমে কোষের অবদান উপলব্ধি করতে পারবে।
১১. ক্রোমোজোমের গঠন ও এর রাসায়নিক উপাদান বর্ণনা করতে পারবে।
১২. কোষ বিভাজনে ক্রোমোজোমের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে।
১৩. ডিএনএ ও আরএনএ গঠন ও কাজ ব্যাখ্যা করতে পারবে।
১৪. আরএনএ এর প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে।
১৫. ডিএনএ রেপ্লিকেশনের প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে।
১৬. ট্রান্সক্রিপশনের কৌশল ব্যাখ্যা করতে পারবে।
১৭. ট্রান্সলেশন ব্যাখ্যা করতে পারবে।
১৮. জিন ও জেনেটিক কোড বর্ণনা করতে পারবে।
১৯. বংশগতীয় বস্তু হিসেবে ডিএনএ এর অবদান উপলব্ধি করতে পারবে।
English version
Chapter 1. Cell and its structure (25 periods)
1.1 Cell wall, Plasma membrane.
1.2 Cytoplasm and Organelles (location, structure and functions of cell organelles): Ribosome,
Golgi complex, Endoplasmic reticulum, Mitochondria, Chloroplast, Centrioles.
1.3 Chromosome: Structure, Role in cell division'
1.4 Hereditary materials: Structure of DNA, RNA; DNA replication; Transcription,
Translation, Gene and genetic code.