১। রক্তচাপ বলতে কি বুঝ? ২ [রাজশাহী বোর্ড-২০১৭]
২। রেসাস ফ্যাক্টর বলতে কি বুঝ? ২ [রাজশাহী বোর্ড-২০১৭]
৩। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলতে কী বুঝ? ২ [যশোর বোর্ড-২০১৭]
৪। করোনারি সংবহন বলতে কি বুঝায়? ২ [চট্টগ্রাম বোর্ড-২০১৭]
৫। মায়োজেনিক (myogenic) নিয়ন্ত্রণ বলতে কি বুঝ? ২ [দিনাজপুর বোর্ড-২০১৭]
৬। ABO ব্লাড গ্রুপ বলতে কী বোঝায়? ২ [ঢাকা বোর্ড-২০১৬]
৭। সর্বজনীন দাতা বলতে কী বোঝ? ২ [রাজশাহী বোর্ড-২০১৬]
৮। স্ট্রোক ও হার্ট অ্যাটাক বলতে কী বোঝায়? ২ [যশোর বোর্ড-২০১৬]
৯। পেসমেকার কেন ব্যবহার করা হয়? [কুমিল্লা বোর্ড-২০১৬]
১০। লোহিত রক্তকণিকার ২টি কাজ লিখ।
১১। রক্তে বিদ্যমান উপাদানগুলোর নাম উল্লেখ কর ।
১২। সিস্টোল ও ডায়াস্টোল বলতে কী বোঝ?
১৩। রক্তচাপ প্রতিরোধে উপায়গুলো বল।
১৪। ব্যারোরিসেপ্টর ও আয়তন রিসেপ্টরের মধ্যে কার্যগত পার্থক্য বল।
১৫। হার্ট অ্যাটার্ক হওয়ার কারণগুলো লিখ।
১৬। আমাদের দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাধে না কেন?
১৭। লোহিত রক্তকণিকার ২টি কাজ লিখ।
♦ (গ) প্রয়োগ ও (ঘ) উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন :
১। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[ঢাকা বোর্ড-২০১৭]
রক্তের মধ্যে এক বিশেষ ধরনের রঞ্জক পদার্থ থাকে যা অক্সিজেন পরিবহনে ভূমিকা পালন করে। এছাড়া আমাদের প্রশ্বাস-নিঃশ্বাস কার্যক্রমটি মস্তিষ্কের মেডুলা অবলংগ্যাটার দ্বারা নিয়ন্ত্রিত হয়।
(গ) রঞ্জক পদার্থটির কাজ উদ্দীপকের সাপেক্ষে ব্যাখ্যা কর। ৩
(ঘ) উদ্দীপকের বর্ণিত ২য় কার্যক্রমটি বিশ্লেষণ কর। ৪
২। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[রাজশাহী বোর্ড-২০১৭]
আমাদের হৃদযন্ত্রটি কিছু কপাটিকা ও নোড এর সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়।
(গ) উদ্দীপকে উল্লিখিত কপাটিকাসমূহের বিবরণ দাও। ৩
(ঘ) উদ্দীপকে বর্ণিত স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণকারী নোডসমূহ এর কার্যাবলি ব্যাখ্যা কর। ৪
৩। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[কুমিল্লা বোর্ড-২০১৭]
"M" ও "N"-এর রক্তের গ্রুপ যথাক্রমে A+ ও B– । দুর্ঘটনাজনিত আঘাতের কারণে "M"-এর দেহ থেকে প্রচুর রক্তক্ষরণ হয় কিন্তু "N"-এর তেমনটি নয়। তার হাত সামান্য কেঁটে রক্তক্ষরণের এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। এদিকে "M" শল্য চিকিৎসার জন্য রক্তের প্রয়োজনে "N" এর রক্ত দেওয়ার ইচ্ছা পোষণ করলে ডাক্তার তার রক্ত নিতে অপারগতা প্রকাশ করলেন।
(গ) উদ্দীপকে "N" এর হাতে সংঘটিত প্রক্রিয়াটির শারীরতত্ত্ব ব্যাখ্যা কর। ৩
(ঘ) উদ্দীপকের ডাক্তার "N"-এর রক্ত নিতে অপারগতার কারণ বিশ্লেষণ কর। ৪
৪। নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও : [চট্টগ্রাম বোর্ড-২০১৭]
(গ) উদ্দীপকে 'P' চিহ্নিত অংশটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র আঁক। ৩
(ঘ) উদ্দীপকের আলোকে P Q গতিপথ ব্যাখ্যা কর। ৪
৫। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[দিনাজপুর বোর্ড-২০১৭]
মানুষের বক্ষদেশের অভ্যন্তরে এমন একটি যন্ত্র আছে যার স্পন্দনে রক্ত দেহের বিভিন্ন অঞ্চলে যেতে পারে এবং দেহের বিভিন্ন অঞ্চল থেকে পুনরায় ফিরে আসতে পারে। সুস্থ দেহের জন্য প্রয়োজন যন্ত্রপাতি স্বাভাবিক স্পন্দন।
(গ) যন্ত্রটির মধ্যে যে সমস্ত কপাটিকা আছে তাদের গুরুত্ব উল্লেখ কর। ৩
(ঘ) উদ্দীপকে উল্লেখিত যন্ত্রটির স্বাভাবিক স্পন্দন চাক্রিক গতিতে সম্পন্ন হয়-বিশ্লেষণ কর। ৪
৬। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[বরিশাল বোর্ড-২০১৭]
মানুষের বক্ষগহ্বরে দুই ফুসফুসের মাঝে মোচাকৃতির একটি অঙ্গ আছে-যা রক্ত সংবহনের কেন্দ্রবিন্দু। এই অঙ্গটি স্নায়ু উদ্দীপনা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে কার্যসম্পাদনে সক্ষম।
(গ) উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন কর। ৩
(ঘ) উদ্দীপকে উল্লিখিত বিশেষ অঙ্গটি সম্পর্কিত শেষ উদ্ধৃতিটি যুক্তিসহকারে ব্যাখা কর। ৪
৭। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[রাজশাহী বোর্ড-২০১৬]
জামিল সাহেব একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তিনি একটু পরিশ্রম করলেই তাঁর বুকে ব্যথাসহ অস্বস্তি অনুভব করেন। তিনি রাতে ভালো ঘুমাতে পারেন না এবং তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়।
(গ) জামিল সাহেব কী ধরনের অসুস্থতায় ভুগছেন? এবং এর ফলে তার আরও কী ধরনের জটিলতা দেখা দিতে পারে? ৩
(ঘ) জামিল সাহেবের সুস্থতার জন্য করণীয় সম্পর্কে তোমার মতামত দাও। ৪
৮। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[যশোর বোর্ড-২০১৬]
জনাব ডাবলু রায় বুকে ব্যাথা, বুকে ভারী বারী লাগা, বুকের চারদিকে চাপ, জ্বালাপোড়া, অস্বস্তি লাগা প্রভৃতি উপসর্গ নিয়ে চিকিৎসকের নিকট গেলেন। চিকিৎসক বললেন, জনাব রায় হার্ট ফেইলিউর নয়, তিনি অ্যানজাইনা পেকটোরিস রোগে আক্রান্ত।
(গ) উদ্দীপকে উল্লিখিত ডাক্তার সাহেবের প্রথম উক্তিটির সপক্ষে যুক্তি উল্লেখ কর। ৩
(ঘ) উদ্দীপকে উল্লিখিত ডাক্তার সাহেবের শেষের উক্তিটির যৌক্তিকতাসহ তা থেকে নিরাময়ে তোমার মতামত দাও। ৪
৯। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[চট্টগ্রাম বোর্ড-২০১৬]
দুর্ঘটনায় পড়ে মঈনের দেহ থেকে প্রচুর পরিমাণে তরল যোজক কলা বের হল। বিশেষ গ্রুপের ঐ তরলের একটি ব্যাগ দেখিয়ে ডাক্তার বললেন তার জন্য এই বিশেষ তরলের ধনাত্মক টাইপ প্রয়োজন।
(গ) উদ্দীপকের তরলের গ্র“পের প্রকারভেদ বর্ণনা কর। ৩
(ঘ) উদ্দীপকের বিষয়টি বিবাহ সম্পর্ক স্থাপনে বিশেষ ভূমিকা রাখে- আলোচনা কর। ৪
১০। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ- [বরিশাল বোর্ড-২০১৬]
রফিক সাহেব বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলে ডাক্তার বিভিন্ন পরীক্ষার পর দেখলেন যে, বিশেষ একটি অঙ্গের দুইটি রক্তনালি বদ্ধ অবস্থায় আছে। ডাক্তার বললেন, বড় রকমের অপারেশন ছাড়াই বিশেষ একটি পদ্ধতিতে চিকিৎসা সম্ভব।
(গ) উদ্দীপকে উল্লিখিত সমস্যাটির সাথে জড়িত অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন কর। ৩
(ঘ) উদ্দীপকে উল্লিখিত বিশেষ পদ্ধতিটি রফিক সাহেবের রোগ নিরাময়ে কতটুকু সহায়ক হবে- বিশ্লেষণ কর। ৪
১১। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[দিনাজপুর বোর্ড-২০১৬]
প্রাণিবিজ্ঞান ক্লাসে শিক্ষক বললেন, “মুষ্টিবদ্ধ হাতের আকৃতিবিশিষ্ট পাম্প যন্ত্রটি দুটি ফুসফুসের মাঝখানে অবস্থান করে। জীবনের প্রারম্ভ থেকে শেষ পর্যন্ত রক্তকে সঞ্চালন ও সংবহন করে যার গতিপথ অনেকগুলো কপাটিকা দ্বারা নিয়ন্ত্রিত হয়।”
(গ) উদ্দীপকে উল্লিখিত যন্ত্রটির চিহ্নিত চিত্র আঁক। ৩
(ঘ) উদ্দীপকে উল্লিখিত অঙ্গে রক্তসঞ্চালন গতিপথ কপাটিকা দ্বারা নিয়ন্ত্রিত হয়- ব্যাখ্যা কর। ৪
১২। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[ঢাকা বোর্ড-২০১৫]
মিঃ মমতাজ স্ফিগমোম্যানোমিটার দ্বারা নিয়মিত রক্তচাপ পরিমাপ করেন। আজ দুপুরে তার রক্তচাপ ছিল ১৭৫/১১০।
(গ) মিঃ মমতাজের দেহে কী ধরনের রক্তচাপ বিদ্যমান - ব্যাখ্যা কর। ৩
(ঘ) মিঃ মমতাজের দেহে হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকলেও রক্তশূন্যতা সৃষ্টির সম্ভাবনা নেই -বিশ্লেষণ কর। ৪
১৩। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ- [দিনাজপুর বোর্ড-২০১৫]
নাদিম আম কাটতে গিয়ে হাত কেটে গেল। এর ফলে সেখান থেকে কিছু লাল তরল পদার্থ বের হলো। একটু পরে সেই পদার্থ বের হওয়া বন্ধ হয়ে গেল।
(গ) নাদিমের হাতের ক্ষতস্থান থেকে গড়িয়ে পড়া লাল তরল পদার্থের কাজ লিখ। ৩
(ঘ) বিশেষ তরল পদার্থ বের হওয়া বন্ধ হলো কিভাবে তা ব্যাখ্যা কর। ৪
১৪। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ- [কুমিল্লা বোর্ড-২০১৫]
মিতুলের বাবা বুকে ব্যথাসহ আরও কিছু উপসর্গ নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে ই.সি.জি করার পরামর্শ দেন।
(গ) উদ্দীপকে উল্লেখিত আক্রান্ত অংগটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অংকন কর। ৩
(ঘ) মিতুলের বাবার সম্ভাব্য রোগসমূহ প্রতিরোধে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায়? - যুক্তিসহ ব্যাখ্যা কর। ৪
১৫। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ- [চট্টগ্রাম বোর্ড-২০১৫]
লিমা কদিন থেকে বেশ অসুস্থ। ডাক্তারের পরামর্শে সে রক্ত পরীক্ষা ও মুখমণ্ডলের X-রে করে। ডাক্তার রক্তের এবং X-রে রিপোর্ট দেখে বললেন, লিমার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম এবং তার নাকের গহ্বরের দুপাশ জীবাণু দ্বারা সংক্রমিত হয়েছে।
(গ) মানুষের অন্তঃশ্বসনে উদ্দীপকে উল্লেখিত রক্তের উপাদানটির ভূমিকা ব্যাখ্যা কর। ৩
(ঘ) উদ্দীপকে X-রে রিপোর্টে পাওয়া রোগের জটিলতাসমূহ ব্যাখ্যা কর। ৪
১৬। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
রফিক হাটা চলা ও শারীরিক পরিশ্রম না করার কারনে দিন দিন মোটা হয়ে যাচ্ছে। প্রায় তার মাথা ব্যাথা, বুকের বা দিকে ব্যাথা হয়। ডাক্তার বললেন একটি বিশেষ তন্ত্রের অস্বাভাবিকতায় এই রোগে তিনি আক্রান্ত হয়েছেন। তিনি আরও বললেন ওষুধ নয় বরং সুনিয়ন্ত্রিত কর্মক্ষম জীবন ব্যবস্থাই এই রোগের চিকিৎসা ।
(গ) বিশেষতন্ত্রটির বিভিন্ন অংশের কাজ সংক্ষেপে বর্ণনা কর।
(ঘ) ডাক্তারের শেষ উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।
১৭। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও ।
গবেষণাগারে এক বিজ্ঞানী এক ফোঁটা রক্ত নিয়ে অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে পর্যবেক্ষণ করে বিভিন্ন ধরণের রক্ত কণিকা দেখতে পেলেন। রক্ত কণিকা গুলো গঠন অনুযায়ী বিভিন্ন ধরণের কার্য সম্পন্ন করে।
(গ) বিভিন্ন ধরণের রক্ত কণিকাগুলোর মধ্যে পার্থক্য কর।
(ঘ) রক্ত কণিকাগুলোর মধ্যে কোনটি দেহে অক্সিজেন সরবরাহ করে- এর যথার্থতা নিরূপণ কর।
১৮। নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
(গ) শারীরবৃত্তীয় কাজের সুবিধার A চিত্রের অভিযোজন বর্ণনা কর। ৩
(ঘ) আমাদের দৈনন্দিন জীবন ধারণের ক্ষেত্রে A, B ও C এর ভূমিকা আলোচনা কর। ৪
১৯। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
মি. হাসান তীব্র বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জানা গেল যে পর্যাপ্ত O2-এর অভাবে তার দেহের নির্দিষ্ট একটা অঙ্গের কার্ডিয়াক পেশী ক্ষতিগ্রস্ত হয়েছে।
(গ) উদ্দীপকের অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অংকন করো। ৩
(ঘ) মি: হাসানের রোগের লক্ষণ ও প্রতিকারের উপায় বর্ণনা করো। ৪
২০। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
শীলার বাবা বুকে ব্যাথার কারণে ডাক্তারের কাছে গেলে ডাক্তার সঙ্গে সঙ্গে ইসিজি করিয়ে রিপোর্ট দেখে বললেন রক্ত সংবহনতন্ত্রের প্রধান অঙ্গে সমস্যা হয়েছে।
(গ) উদ্দীপকে আলোচিত অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো। ৩
(ঘ) শীলার বাবার সম্ভাব্য রোগটি প্রতিরোধে কী ব্যবস্থা গ্রহণ করা যায়? বিশ্লেষণ করো। ৪
২১। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
রাজীব সাহেবের বয়স ৪৫। এই বয়সে উনি মাঠে ফুটবল খেলতে গিয়ে পা কেটে ফেললেন এবং বুকে তীব্র ব্যাথা ও শ্বাসকষ্ট অনুভব করলো।
(গ) উদ্দীপকের বুকে ব্যাথায় আক্রান্ত হওয়া অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অংকন করো। ৩
(ঘ) রাজীব সাহেবের পা কেটে রক্ত পড়া বন্ধ হবার কৌশল এবং এর জন্য দায়ী উপাদানটি মানুষের বেঁচে থাকার জন্য জরুরী- আলোচনা করো। ৪
২২। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
আম কাটতে গিয়ে পায়েলের হাত কেটে গেল। এর ফলে সেখান থেকে কিছু লাল তরল পদার্থ বের হলো। একটু পরে সেই পদার্থ জমাট বেঁধে গেল।
(গ) উদ্দীপকে উল্লিখিত লাল তরল পদার্থটি যে অঙ্গের মাধ্যমে প্রবাহিত হয় সেই অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো। ৩
(ঘ) উদ্দীপকে লাল তরল পদার্থ জমাট বাঁধার প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। ৪
২৩। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
রবি ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলল। এর ফলে সেখান থেকে কিছু লাল বর্ণের তরল বের হলো। একটু পরে সেই তরল বের হওয়া বন্ধ হয়ে গেল।
(গ) উদ্দীপকে উল্লেখিত তরল পদার্থ বের হওয়া কিভাবে বন্ধ হল উল্লেখ করো। ৩
(ঘ) উক্ত লাল বর্ণের তরল দেহের যে পাম্পযন্ত্র সদৃশ অঙ্গের মাধ্যমে সংবহিত হয় তার গঠন বর্ণনা করো। ৪
২৪। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
আমাদের দেহে এক ধরনের তরল যোজক টিস্যু রয়েছে। এ টিস্যুর কোষগুলো রক্ত তঞ্চনসহ দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে।
(গ) রক্ত তঞ্চন প্রক্রিয়া বর্ণনা করো। ৩
(ঘ) উদ্দীপকের টিস্যুর কোষগুলো দেহের প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- ব্যাখ্যা করো। ৪
২৫। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
সুমনের বাবা ভোজনবিলাসী, স্থূলদেহী। অফিসে কাজ করার সময় বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন এবং ঘামতে থাকেন। তাকে ডাক্তারের কাছে নেয়া হলে ডাক্তার তাকে ই.সি.জি করার পরার্মশ দেন।
(গ) উদ্দীপকে উল্লেখিত আক্রান্ত অংগটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অংকন করো। ৩
(ঘ) সুমনের বাবার সম্ভাব্য রোগসমূহ প্রতিরোধে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায়- যুক্তিসহ ব্যাখ্যা করো। ৪
২৬। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
জামান সাহেবের কয়েকদিন যাবৎ প্রচন্ড বুকে ব্যথা। এ ব্যথা প্রায়শই কাঁধ, বাহু, ধড়, চোয়াল বা পিঠে ছড়িয়ে পড়ে। গ্রামের ডাক্তার ব্যথা নাশক ঔষধ দিয়েছিল। কিন্তু ব্যথা না কমায় ঢাকা নিয়ে এলে ডাক্তার একে হৃৎপিন্ডের সমস্যা বলে চিকিৎসা শুরু করেন।
(গ) উদ্দীপকে জামান সাহেবের বুকে ব্যথার প্রকৃত কারণ ব্যাখ্যা করো। ৩
(ঘ) উদ্দীপকে জামান সাহেবের রোগের আধুনিক চিকিৎসা পদ্ধতি বিশ্লেষণ করো। ৪
২৭। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
আসাদের ছেলের নাম আশফাক। স্বাভাবিকভাবে আসাদ তার বয়সি অন্য বাচ্চাদের মতো বড়দের প্রশ্ন করতে ভালবাসে। একদিন তার বুকে ধপধপ শব্দ শুনে খুব আশ্চার্যান্বিত হলো। সে তার বাবাকে বিষ্ময়কর ঘটনার কারণ সম্পর্কে জিজ্ঞেস করলো। তার বাবা কারণ ব্যাখ্যা করলো এবং তিনি আরো বলেন যে, “এই পাম্প ছাড়া কোন মানুষ বাঁচতে পারেনা”।
(গ) উল্লিখিত শব্দ সৃষ্টিকারী অঙ্গের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অংকন করো। ৩
(ঘ) উদ্দীপকে বাবার উল্লিখিত উক্তিটি বিশ্লেষণ করো। ৪
২৮। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
অরিত্রের বাবার হৃৎপিন্ডে ব্লক রয়েছে এবং তিনি কিডনির সমস্যাতেও ভুগছেন। ব্লক দূর করার জন্য ডাক্তার তাকে অ্যানর্জিওপ্লাস্টি করাতে পরামর্শ দিলেন। আর কিডনির সমস্যার জন্য তাকে খাদ্য গ্রহণ নিয়ন্ত্রণ করতে বলা হলো।
(গ) উদ্দীপকের শেষের লাইনটি ব্যাখ্যা কর। ৩
(ঘ) ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্লক দূর করার পদ্ধতিটি বিশ্লেষণ করো। ৪
২৯। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
জনাব হাসিব গরুর মাংস খেতে পছন্দ করেন। কিন্তু হৃদরোগ থাকায়, সে এখন এই ধরনের খাবার খেতে পারে না। এই অসুখ প্রতিরোধের জন্যে ডাক্তার তাকে কিছু পরামর্শ দিয়েছেন।
(গ) উদ্দীপকে উল্লিখিত খাদ্যাটির পরিপাক ক্রিয়া বর্ণনা করো। ৩
(ঘ) জনাব হাসিবকে ডাক্তার কী ধরনের পরামর্শ দিয়ে থাকতে পারেন তা মূল্যায়ন ও ব্যাখ্যা করো। ৪