৪। মানুষের অটোসোম সংখ্যা কত? (ক) ২২টি (খ) ২৩টি (গ) ৪৪টি (ঘ) ৪৬টি
সঠিক উত্তর: (গ) ৪৪টি
৫। পাতার কোন অংশে ক্লোরোপ্লাস্ট বেশি থাকে? (ক) প্যালিসেড প্যারেনকাইমা (খ) স্পঞ্জি প্যারেনকাইমা
(গ) জাইলেম টিস্যু (ঘ) নিম্নত্বক
সঠিক উত্তর: (ক) প্যালিসেড প্যারেনকাইমা
(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন
১। ক্লোরোপ্লাস্টের বৈশিষ্ট্য হলো- (i) এরা সবুজ এবং খাদ্য তৈরি করতে পারে
(ii) লিউকোপ্লাস্ট হতে সৃষ্টি হয়
(iii) ফুলের পরাগায়নে সাহায্য করে
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :
নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও। রহিমের দেহের সকল কোষে এমন একটি উপাদান আছে যা বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে এবং জীবের বৈশিষ্ট্যসমূহ বংশপরম্পরায় অধঃস্তন প্রজন্মে স্থানান্তর করে।
১। উদ্দীপকের উপাদানটির বৈশিষ্ট্য হলো- (i) দ্বিসূত্রক
(ii) নাইট্রোজেন বেসে ইউরাসিল থাকে
(iii) অনুলিপির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি হয়
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২। উদ্দীপকের উপাদানটিতে নাইট্রোজিনাস বেসগুলো কীভাবে সজ্জিত থাকে? (ক) A = T, G ≡ C (খ) A = T, C – G (গ) A = G, C – T (ঘ) C = T, A = G
সঠিক উত্তর: (ক)
নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং পরবর্তী ৩টি প্রশ্নের উত্তর দাও:
৩। উদ্দীপকে A অংশের নাম কী? (ক) সেন্ট্রোসোম (খ) সেন্ট্রোস্ফেয়ার (গ) সেন্ট্রোমেয়ার (ঘ) সেন্ট্রিওল
সঠিক উত্তর: (ক) সেন্ট্রোসোম
৪। উদ্দীপকটি- i. কোষবিভাজনে মাকুতন্ত্র গঠন করে
ii. শুক্রাণুর লেজ সৃষ্টিতে ভূমিকা রাখে
iii. ক্রোমোসোমের প্রান্তীয় চলনে বাধা দেয়
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
৫। উদ্দীপকে B এর প্রস্থচ্ছেদ কোনটির সাথে তুলনীয়? (ক) গাছের গুড়ি (খ) সিলিংফ্যান
(খ) সাইকেলের চাকা (ঘ) লোহার দণ্ড