এইচ এস সি || জীববিজ্ঞান প্রথম পত্র বহুনির্বাচনি প্রশ্ন (HSC Biology 1st Paper MCQ)
প্রথম অধ্যায়: কোষ ও এর গঠন
(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :
১। মাকুতন্ত্র গঠন করে নিচের কোনটি? [MSB '2025]
(ক) রাইবোসোম
(খ) লাইসোসোম
(গ) সেন্ট্রিওল
(ঘ) গলজিবডি
সঠিক উত্তর:
(গ) সেন্ট্রিওল
২। কোনটি ভিন্নধর্মী কোডন? [MSB '2025]
(ক) UAG
(খ) UGA
(গ) UAA
(ঘ) AUG
সঠিক উত্তর:
(ঘ) AUG
৩। পিয়াজের ক্রোমোসোম সংখ্যা কত? [MSB '2025]
(ক) ১২
(খ) 58
(গ) ১৬
(ঘ) ১৮
সঠিক উত্তর:
(গ) ১৬
৪। নিম্নের কোনটি ক্রিস্টি ধারণ করে? [DiB '2025]
(ক) নিউক্লিয়াস
(খ) গলজিবডি
(গ) লাইসোসোম
(ঘ) মাইটোকন্ড্রিয়া৷
সঠিক উত্তর:
(ঘ) মাইটোকন্ড্রিয়া৷
৫। Stop কোডন কোনটি? [BB '2025]
(ক) AUG
(খ) AGU
(গ) UGC
(ঘ) UAA
সঠিক উত্তর:
(ঘ) UAA
৬। নিচের কোনটি সঠিক [JB '2025]
(ক) প্লাজমামেমব্রেনের ফসফোলিপিড মস্তকটি পানি বিদ্বেষী
(খ) প্লাজমামেমব্রেন-এ কোনো কার্বোহাইড্রেট থাকে না।
(গ) পেরিফেরাল প্রোটিন ঝিল্লির সার্ফেসে থাকে
(ঘ) ফসফোলিপিডের স্তর দুইটি একই দিকে মুখ করে থাকে
সঠিক উত্তর:
(গ) পেরিফেরাল প্রোটিন ঝিল্লির সার্ফেসে থাকে
৭। স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে কী বলা হয়? [JB '2025]
i. লাইসোসোম
ii. গলজি বড়ি
iii. নিউক্লিয়াস
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
(ঘ) i, ii ও iii
২। কোষ গহ্বরের কাজ- [RB '2025]
i. কোষরস ধারণ করে
ii. কোষের রসস্ফীতি চাপ নিয়ন্ত্রণ করে
iii. কোষের অভ্যন্তরে PH নিয়ন্ত্রণ করে
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
(ঘ) i, ii ও iii
৩। DNA ফিঙ্গার প্রিন্ট এর মাধ্যমে শনাক্ত করা যায়- [DB '2025]
i. অপরাধী
ii. বিতর্কিত শিশুর প্রকৃত পিতামাতা
iii. নিকট আত্মীয়দের মধ্যে সম্পর্ক
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii
(খ) i ও ii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
(ঘ) i, ii ও iii
৪। লাইপোকন্ড্রিয়ার কাজ- [DB '2025]
i. কোষ বিভাজন কালে কোষপ্লেট তৈরি
ii. শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন
iii. এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রস্তুতকৃত দ্রব্যাদি ঝিল্লিবদ্ধ করা
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
(ঘ) i, ii ও iii
৫। ফন্টানা কর্তৃক আবিষ্কৃত কোষ মস্তিষ্কোর অঙ্গাণুটি [DB '2025]
i. কোষে প্রোটিন সংশ্লেষণ কম হলে একাধিক থাকে
ii. প্রোটিন সংশ্লেষণ না হলে অনুপস্থিত থাকে
iii. মেটাফেজ এ অদৃশ্য, টেলোফেজ এ দৃশ্যমান হয়
নিচের কোনটি সঠিক? (ক) iওii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
(গ) ii ও iii
৬। ক্লোরোপ্লাস্টের বৈশিষ্ট্য হলো-
(i) এরা সবুজ এবং খাদ্য তৈরি করতে পারে
(ii) লিউকোপ্লাস্ট হতে সৃষ্টি হয়
(iii) ফুলের পরাগায়নে সাহায্য করে
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
(ক) i ও ii
(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :
নিচের উদ্দীপকটি পর্যবেক্ষণ কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও। [MSB '2025]
১। উদ্দীপকের P চিহ্নিত অংশের নাম কী?
(ক) টিউবিউল
(খ) সিস্টার্নি
(গ) ভ্যাসিকল
(ঘ) ভ্যাকুওল
সঠিক উত্তর:
(খ) সিস্টার্নি
২। উদ্দীপকের কোষীয় অঙ্গাণুর কাজ [MSB 12025]
i. কোষপ্লেট তৈরি করা
ii. ভিটামিন-সি সঞ্চয় করা
iii. প্রোটিন তৈরি করা
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
(ঘ) i, ii ও iii
৩। উদ্দীপকের 'X' চিহ্নিত অংশটির নাম কী? [DiB '2025]
(ক) D ফাঁস
(খ) T ফাঁস
(গ) Anticodon ফাঁস
(ঘ) Extra ফাঁস
সঠিক উত্তর:
(গ) Anticodon ফাঁস
নিচের উদ্দীপকটি পর্যবেক্ষণ কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও। [DiB '2025]
৪। নিচের কোনটি উদ্দীপকের 'C' নির্দেশিত অংশে ক্রিয়াশীল থাকে?
(ক) প্রাইমেজ
(খ) হেলিকেজ
(গ) লাইগেজ
(ঘ) DNA পলিমারেজ
সঠিক উত্তর:
(খ) হেলিকেজ
৫। উক্ত প্রক্রিয়াটির ক্ষেত্রে নিম্নের কোনটি প্রযোজ্য?
i. নতুন সূত্রক সবসময় ৫' - ৩' অভিমুখী হয়
ii. মাইটোসিস কোষ বিভাজনের ইন্টারফেজ দশায় হয়
iii. লিডিং সূত্রক রেপ্লিকেশন ফর্কের বিপরীত দিকে অগ্রসর হয়
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
(ক) i ও ii
৬। উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও [DiB '2025]
উদ্দীপকের Y এবং Z উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য- i. দ্বিস্তরী আবরণযুক্ত
ii. ফটোসিন্থেটিক ইউনিটযুক্ত
iii. ATP সিন্থেসেস বিদ্যমান
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
(খ) i ও iii
৭। উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও [BB '2025]
চিত্ৰ 'A' তে পাওয়া যায়-
i. সিস্টারনি
ii. টিউবিউলস
iii. ভ্যাকুওস
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
(খ) i ও iii
৮। উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও [BB '2025]
উদ্দীপকের 'M' চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য-
i. খাদ্য তৈরির কারখানা
ii. DNA এর ধারক
iii. এনজাইম ও কো-এনজাইমের ধারক
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
(ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পর্যবেক্ষণ কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও। [JB '2025]
১০। প্রদর্শিত অণুটির সাথে DNA নিউক্লিওটাইডের মধ্যে মৌলিক পার্থক্য-
i. নাইট্রোজেন ক্ষারকে
ii. ফসফেটে
iii. সুগারে
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) ii ও iii
সঠিক উত্তর:
(গ) ii ও iii
উদ্দীপকটি দেখো প্রশ্নের উত্তর দাও [CB '2025]
১১। চিত্রের প্রক্রিয়ায় ব্যবহৃত ছাঁচের সিকোয়েন্স কোনটি হবে?
(ক) S' AUGGGU 3
(খ). 5' ATGGGT 3'
(গ) 3 TACCCA S
(ঘ) 3" UACCCU S
সঠিক উত্তর:
(গ) 3 TACCCA S
নিচের উদ্দীপকটি পর্যবেক্ষণ কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও। [ChB '2025]
১২। উদ্দীপকের A প্রক্রিয়া কী?
(ক) রেপ্লিকেশন
(খ) ট্রান্সক্রিপশন
(গ) ট্রান্সলেশন
(ঘ) ট্রান্সফরমেশন
সঠিক উত্তর:
(খ) ট্রান্সক্রিপশন
১৩। প্রক্রিয়া B এর ক্ষেত্রে প্রযোজ্য
i. রাইবোসোম প্রয়োজন
ii. tRNA প্রয়োজন
iii. নিউক্লিয়াসে সংগঠিত হয়
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
(ক) i ও ii
১৪। চিত্রটি দেখ এবং প্রশ্নের উত্তর দাও [SB '2025]
উপরের চিত্রের 'P' এর বৈশিষ্ট্য হলো-
(ক) এক সূত্রক
(খ) অনুলিপনক্ষম
(গ) ট্রান্সফরমেশনে সক্ষম
(ঘ) চার ধরনের হতে পারে
সঠিক উত্তর:
(খ) অনুলিপনক্ষম
নিচের উদ্দীপকটি পর্যবেক্ষণ কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও। [SB '2025]
১৫। উপরের যৌগটির নাম হলো-
(ক) dATP
(খ) dADP
(গ) ATP
(ঘ) AMP
সঠিক উত্তর:
(ঘ) AMP
১৬। যৌগটির দ্বারা সৃষ্ট জৈব এসিডটি-
i. ইউরাসিলের সাথে সম্পৃক্ত
ii. পলিপেপটাইড তৈরি করে
iii. কোষীয় সাইটোপ্লাজমে থাকে
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
(ঘ) i, ii ও iii
১৭। উদ্দীপকের প্রক্রিয়াটি- [DB '2025]
i. স্পাইসিং
ii. এটি কোষের সাইটোপ্লাজমে ঘটে
iii. 5' প্রান্তে সাতটি গুয়ানোসিন নিউক্লিওটাইড সংযুক্ত হয়
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i ii ও iii
সঠিক উত্তর:
(খ) i ও iii
নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও। রহিমের দেহের সকল কোষে এমন একটি উপাদান আছে যা বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে এবং জীবের বৈশিষ্ট্যসমূহ বংশপরম্পরায় অধঃস্তন প্রজন্মে স্থানান্তর করে।
১৮। উদ্দীপকের উপাদানটির বৈশিষ্ট্য হলো-
(i) দ্বিসূত্রক
(ii) নাইট্রোজেন বেসে ইউরাসিল থাকে
(iii) অনুলিপির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি হয়
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
(ক) A = T, G ≡ C
(খ) A = T, C – G
(গ) A = G, C – T
(ঘ) C = T, A = G
সঠিক উত্তর:
(ক) A = T, G ≡ C
নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং পরবর্তী ৩টি প্রশ্নের উত্তর দাও:
২০। উদ্দীপকে A অংশের নাম কী?
(ক) সেন্ট্রোসোম
(খ) সেন্ট্রোস্ফেয়ার
(গ) সেন্ট্রোমেয়ার
(ঘ) সেন্ট্রিওল
সঠিক উত্তর:
(ক) সেন্ট্রোসোম
২১। উদ্দীপকটি-
i. কোষবিভাজনে মাকুতন্ত্র গঠন করে
ii. শুক্রাণুর লেজ সৃষ্টিতে ভূমিকা রাখে
iii. ক্রোমোসোমের প্রান্তীয় চলনে বাধা দেয়
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: