উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্র (HSC Biology 2nd Paper)


দ্বাদশ অধ্যায় : প্রাণীর আচরণ
Chapter 12. Animal behavior:


প্রধান শব্দভিত্তিক সারসংক্ষেপ


♦ আচরণ: উদ্দীপকের প্রভাবে প্রাণিদেহে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় তার বহিঃপ্রকাশ কে আচরণ বলে।

♦ সহজাত আচরণ: শিক্ষালব্ধ জ্ঞান বা পূর্ব অভিজ্ঞতা ছাড়া কোনো একটি প্রজাতির প্রাণী বংশ পরস্পপরায় যে একই আচরণ করে তাকে সহজাত আচরণ বলে।

♦ প্রতিবর্তী ক্রিয়া: প্রাণীদেহের কিছু কিছু আচরণ তার ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত হয় না। এ সকল আচরণ দেহের মস্তিষ্কের দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাÐ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এ ধরনের ক্রিয়াগুলোকে প্রতিবর্তী ক্রিয়া বলে।

♦ মাইগ্রেশন: খাদ্য, প্রজনন ও অনুকূল পরিবেশ প্রাপ্তির লক্ষ্যে প্রাণীদের এক স্থান থেকে অন্য স্থানে গমন এবং পরবর্তীতে পুনরায় সেখানে ফিরে আসাকে মাইগ্রেশন বলে।

♦ পাভলভ: পাভলভ একজন রাশিয়ান শারীরবিদ। তিনি সাপেক্ষ প্রতিবর্তী মতবাদের জন্য প্রসিদ্ধ।

♦ ট্যাক্সিস: পারিপার্শ্বিক উদ্দীপনার প্রতি উপযুক্ত সাড়া প্রদর্শন করে অবিরত এবং সুনির্দিষ্টভাবে সমর্থন পরিবর্তন করাই হলো ট্যাক্সিস।

♦ রিওট্যাক্সিস: পানির স্রোতের প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করে চলনকে রিওট্যাক্সিস বলে।

♦ অ্যাল্ট্রুইজম: একই প্রজাতির কিছু প্রাণী যে প্রক্রিয়ায় অপর সদস্যদের কল্যাণে নিজের স্বার্থ ত্যাগ করে একত্রে বসবাস করে তাকে অ্যাল্ট্রুইজম বলে।

♦ নপসিয়াল উড্ডয়ন: রাণী মৌমাছির পুরুষ মৌমাছির সাথে উড্ডয়নের মাধ্যমে শুক্রাণু সংগ্রহ করাকে নপসিয়াল উড্ডয়ন বলে।

♦ অপত্য যত্ন: শিশু সন্তানের জন্মদানের পর তার স্বনির্ভর হওয়া পর্যন্ত পিতামাতার লালন পালন করাকে অপত্য যতœ বলে।

♦ FAP: Fixed Action Pattern. এটি প্রাণীদের সহজাত আচরণ।

Fixed Action Pattern (FAP) বা স্থির কর্ম পদ্ধতি হলো প্রাণী আচরণের ক্ষেত্রে ব্যবহৃত একটি ধারণা। এটি মূলত একটি সহজাত, উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত আচরণগত ক্রম, যা অত্যন্ত সুনির্দিষ্ট এবং অপরিবর্তনীয়।
সাধারণভাবে FAP-এর বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো:

১. সংজ্ঞা ও প্রকৃতি

সহজাত (Innate): FAP জন্মগত বা বংশগতভাবে নির্ধারিত হয়, শেখার প্রয়োজন হয় না। প্রজাতির সব সদস্যই এটি একই রকমভাবে প্রদর্শন করে।
অপরিবর্তনীয় ক্রম (Stereotyped Sequence): এটি একটি নির্দিষ্ট ক্রমানুসারে এবং একই পদ্ধতিতে সম্পন্ন হয়। অর্থাৎ, এটি একটি রুটিন বা "প্যাটার্ন"-এর মতো কাজ করে।

সম্পূর্ণতা লাভ (Run to Completion): একবার এই আচরণ শুরু হলে তা শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকে, এমনকি যদি উদ্দীপক (stimulus) সরিয়েও নেওয়া হয়।

২. উদ্দীপক (Sign/Key Stimulus বা Releaser)

Fixed Action Pattern শুরু করার জন্য একটি নির্দিষ্ট উদ্দীপকের প্রয়োজন হয়, যা সাইন স্টিমুলাস (Sign Stimulus) বা রিলিজার (Releaser) নামে পরিচিত। এই উদ্দীপকটি হতে পারে একটি নির্দিষ্ট রং, আকার, শব্দ বা গন্ধ।
প্রাণীটি উদ্দীপকটির শুধুমাত্র একটি ছোট অংশ বা বৈশিষ্ট্য দ্বারা প্রভাবিত হয়, পুরো বস্তু বা পরিস্থিতি দ্বারা নয়।

৩. উদাহরণ

বিভিন্ন প্রাণীর মধ্যে FAP-এর বেশ কিছু বহুল পরিচিত উদাহরণ রয়েছে: গ্রেলাগ গিজের ডিম গড়িয়ে আনা (Greylag Goose Egg-Rolling):
উদ্দীপক: বাসা থেকে ডিম বা ডিমের মতো গোলাকার কোনো বস্তু গড়িয়ে বাইরে চলে যাওয়া।
FAP: মা হাঁসটি তার ঠোঁট ব্যবহার করে সেই বস্তুটিকে লম্বা ঘাড়ের সাহায্যে বাসের মধ্যে গড়িয়ে নিয়ে আসে।
সম্পূর্ণতা: যদি ডিমটি মাঝপথে সরিয়ে নেওয়া হয়, তবুও হাঁসটি সেই গড়িয়ে আনার কাজটি শেষ না হওয়া পর্যন্ত তার ঘাড়ের নাড়াচাড়া চালিয়ে যাবে।


থ্রি-স্পাইনড স্টিকলব্যাক মাছের আক্রমণাত্মক আচরণ (Three-spined Stickleback Fish Aggression):
উদ্দীপক: প্রজনন ঋতুতে অন্য একটি পুরুষ স্টিকলব্যাক মাছের পেটের লাল রং দেখা।
FAP: এই লাল রং দেখলেই পুরুষ মাছটি আক্রমণাত্মক আচরণ প্রদর্শন করতে শুরু করে।
প্রমাণ: গবেষকরা যদি মাছের মতো দেখতে না হওয়া সত্ত্বেও শুধু নিচে লাল রং করা মডেলকে দেখান, তবুও মাছটি সেটিকে আক্রমণ করে। এর থেকে বোঝা যায় যে লাল রং হলো মূল উদ্দীপক।


সংক্ষেপে, Fixed Action Pattern হলো এমন এক ধরনের স্বয়ংক্রিয় বা প্রোগ্রাম করা আচরণ, যা একটি নির্দিষ্ট বাহ্যিক উদ্দীপকের প্রতিক্রিয়ায় শুরু হয় এবং শুরু হওয়ার পর থামানো যায় না বা পরিবর্তন করা যায় না।

সূত্র: জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি

ড. মোহাম্মদ আবুল হাসান

গাজী সালাহউদ্দিন সিদ্দিকী