♦ আচরণ: উদ্দীপকের প্রভাবে প্রাণিদেহে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় তার বহিঃপ্রকাশ কে আচরণ বলে।
♦ সহজাত আচরণ: শিক্ষালব্ধ জ্ঞান বা পূর্ব অভিজ্ঞতা ছাড়া কোনো একটি প্রজাতির প্রাণী বংশ পরস্পপরায় যে একই আচরণ করে তাকে সহজাত আচরণ বলে।
♦ প্রতিবর্তী ক্রিয়া: প্রাণীদেহের কিছু কিছু আচরণ তার ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত হয় না। এ সকল আচরণ দেহের মস্তিষ্কের দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাÐ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এ ধরনের ক্রিয়াগুলোকে প্রতিবর্তী ক্রিয়া বলে।
♦ মাইগ্রেশন: খাদ্য, প্রজনন ও অনুকূল পরিবেশ প্রাপ্তির লক্ষ্যে প্রাণীদের এক স্থান থেকে অন্য স্থানে গমন এবং পরবর্তীতে পুনরায় সেখানে ফিরে আসাকে মাইগ্রেশন বলে।
♦ পাভলভ: পাভলভ একজন রাশিয়ান শারীরবিদ। তিনি সাপেক্ষ প্রতিবর্তী মতবাদের জন্য প্রসিদ্ধ।
♦ ট্যাক্সিস: পারিপার্শ্বিক উদ্দীপনার প্রতি উপযুক্ত সাড়া প্রদর্শন করে অবিরত এবং সুনির্দিষ্টভাবে সমর্থন পরিবর্তন করাই হলো ট্যাক্সিস।
♦ রিওট্যাক্সিস: পানির স্রোতের প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করে চলনকে রিওট্যাক্সিস বলে।
♦ অ্যাল্ট্রুইজম: একই প্রজাতির কিছু প্রাণী যে প্রক্রিয়ায় অপর সদস্যদের কল্যাণে নিজের স্বার্থ ত্যাগ করে একত্রে বসবাস করে তাকে অ্যাল্ট্রুইজম বলে।
♦ নপসিয়াল উড্ডয়ন: রাণী মৌমাছির পুরুষ মৌমাছির সাথে উড্ডয়নের মাধ্যমে শুক্রাণু সংগ্রহ করাকে নপসিয়াল উড্ডয়ন বলে।
♦ অপত্য যত্ন: শিশু সন্তানের জন্মদানের পর তার স্বনির্ভর হওয়া পর্যন্ত পিতামাতার লালন পালন করাকে অপত্য যতœ বলে।
♦ FAP: Fixed Action Pattern. এটি প্রাণীদের সহজাত আচরণ।