উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্র (HSC Biology 2nd Paper)
পঞ্চম অধ্যায় : মানব শারীরতত্ত্ব : শ্বসন ও শ্বাসক্রিয়া
(Chapter 5. Human Physiology: Breathing and Respiration)
▣ প্রধান শব্দভিত্তিক সারসংক্ষেপ
♦ শ্বসনতন্ত্র : দেহের যে অঙ্গগুলো শ্বসন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, তাদের সমষ্টিকে শ্বসনতন্ত্র বলে।
♦ সাইনুসাইটিস: নাকের চারপাশের অস্থিসমূহে বায়ুপূর্ণ কুঠুরী থাকে। এ কুঠুরীগুলোকে বলা হয় সাইনাস। আর এ সাইনাসের প্রদাহকে বলা হয় সাইনুসাইটিস।
♦ হিমোগ্লোবিন: হিমোগ্লোবিন লাল বর্ণের লৌহঘটিত শ্বাসরঞ্জক (Respiratory Pigment)। হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে যথাক্রমে অক্সি-হিমোগ্লোবিন এবং কার্বামাইনো হিমোগ্লোবিন নামে দু ধরনের অস্থায়ী যৌগ গঠন করে।
♦ ওটিটিস মিডিয়া: ইউস্টেসিয়ান নালির মাধ্যমে আমাদের মধ্যকর্ণ সংক্রমিত হতে পারে। এ সংক্রমণকে ওটিটিস মিডিয়া বলে।
♦ অ্যালভিওলাস: ফুসফুসের শেষপ্রান্তে ছোট বেলুনের মতো বায়ুথলিকে অ্যালভিওলাস বলে।
♦ সারফ্যাকট্যান্ট: সারফ্যাকট্যান্ট একটি রাসায়নিক পদার্থ যা ফুসফুসের টিস্যুকে লেগে থাকার হাত থেকে রক্ষা করে।
♦ ডায়াফ্রাম: বক্ষ ও উদরের মাঝখানে অবস্থিত একটি পর্দাকে ডায়াফ্রাম বলে। এটি শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগে সাহায্য করে।
♦ সাইনাস: নাকের চারপাশের অস্থিসমূহে বায়ুপূর্ণ কুঠুরী থাকে। এ কুঠুরীগুলোকে বলা হয় সাইনাস।
♦ এপিগ্লোটিস: স্বরযন্ত্রের উপরিভাগে অবস্থিত জিহ্বাকৃতির ঢাকনাকে উপজিহ্ববা বলে। উপজিহ্বাকে এপিগ্লোটিসও (Epiglottis) বলা হয়। এটা তরুণাস্থি দ্বারা গঠিত।
♦ শ্বাসরঞ্জক: হিমোগ্লোবিনকে শ্বাসরঞ্জক (Respiratory Pigment) বলে। এটি রক্তের মাধ্যমে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহণ করে।
♦ প্লুরা : প্লুরা হল ফুসফুসের আবরণ। যা থলের ন্যায়। এবং ইহা পালমোনারি লিগামেন্ট এবং হাইলাম ব্যতীত সম্পুর্ণ ফুসফুস কে আবরণ করে।
♦ প্লুরা গহ্বর : মানবদেহে প্লুরা গহ্বর বলতে দুটি প্লুরার (প্যারাইটাল ও ভিসেরাল) মধ্যবর্তী স্থানকে বুঝানো হয়।প্লুরা দ্বি-স্তর বিশিষ্ট সেরাস পর্দা যা ফুসফুস কে আবৃত করে রাখে।
♦ সেরাস ফ্লুইড : প্লুরা গহ্বরে স্বল্প পরিমাণে ফ্লুইড থাকে। এই ফ্লুইডকে সেরাস ফ্লুইড বলা হয়।
♦ ফুসফুসের লোব ও লোবিউল:
ডান দিকের ফুসফুস তিনটি লোব (lobe) বা খণ্ডে বিভক্ত। কিন্তু বাম ফুসফুসে দুটি। আবার লোবিউল (lobules) নামক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত। ডান ফুসফুসে ১০টি এবং বাম ফুসফুসে ৮টি লোবিউল থাকে।