উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ভিডিও ক্লিপ
(HSC Biology 2nd Paper Video Clip)
দ্বাদশ অধ্যায়: প্রাণীর আচরণ
১২.১। আচরণের প্রকৃতি (The Nature of Behavior)
সিলেবাসের বিষয়বস্তু : ১২.১.১ উদ্দীপনায় আচরণগত পরিবর্তন (Behavioral Change in Response to Stimuli)
শিখনফল : আচরণের প্রকৃতি বিশ্লেষণ করতে পারবে।
সিলেবাসের বিষয়বস্তু : ১২.১.২ আচরণ ও বংশগতির মধ্যে সম্পর্ক (Relation Between Behavior and Heredity)
শিখনফল : আচরণের প্রকৃতি বিশ্লেষণ করতে পারবে।
১২.২। সহজাত আচরণ (Innate Behavior)
সিলেবাসের বিষয়বস্তু : ১২.২.১ চলন (Taxes)
শিখনফল : সহজাত আচরণ ব্যাখ্যা করতে পারবে।
সিলেবাসের বিষয়বস্তু : ১২.২.২ প্রতিবর্তী ক্রিয়া (Reflexes)
শিখনফল : সহজাত আচরণ ব্যাখ্যা করতে পারবে।
সিলেবাসের বিষয়বস্তু : ১২.২.৩ সহজাত আবেগ (Instincts)
শিখনফল : সহজাত আচরণ ব্যাখ্যা করতে পারবে।
১২.৩। সহজাত আচরণ যাচাই (Justification of Innate Behavior)
সিলেবাসের বিষয়বস্তু : ১২.৩.১ শীতের পাখির মাইগ্রেশন (Winter migration of birds)
শিখনফল : প্রত্যেক প্রাণীর সহজাত আচরণ যাচাই করতে পারবে।
সিলেবাসের বিষয়বস্তু : ১২.৩.২ মাকড়শার জাল (Spider webs)
শিখনফল : প্রত্যেক প্রাণীর সহজাত আচরণ যাচাই করতে পারবে।
সিলেবাসের বিষয়বস্তু : ১২.৩.৩ অপত্যের প্রতি যত্ন- মাছ, ব্যাঙ, পাখি (Parental care of fish, frog and bird)
শিখনফল : প্রত্যেক প্রাণীর সহজাত আচরণ যাচাই করতে পারবে।
১২.৪। শিখন (Learning)
সিলেবাসের বিষয়বস্তু : ১২.৪.১ অভ্যাসগত (Habituation)
শিখনফল : শিখন ব্যাখ্যা করতে পারবে।
সিলেবাসের বিষয়বস্তু :১২.৪.২ অনুকরণ (Imprinting)
শিখনফল : শিখন ব্যাখ্যা করতে পারবে।
১২.৫। Pavlov এর তত্ত্ব (Theory of Pavlov)
সিলেবাসের বিষয়বস্তু : ১২.৫.১ কুকুরের লালার প্রতিবর্তী ক্রিয়া (Reflex of saliva of dog)
শিখনফল : কুকুরের লালার প্রতিবর্তী ক্রিয়ার (Reflexes) উপর Pavlov এর তত্ত্ব বর্ণনা করতে পারবে।
১২.৬। সামাজিক আচরণ (Social behavior)
সিলেবাসের বিষয়বস্তু : ১২.৬.১ পরষ্পরের প্রতি সহযোগিতা (Altruism)
শিখনফল : পরষ্পরের প্রতি সহযোগিতা (Altruism) ব্যাখ্যা করতে পারবে।
সিলেবাসের বিষয়বস্তু : ১২.৬.২ মৌমাছির সামাজিক সংগঠন (Social behavior of honeybee)
শিখনফল : মৌমাছির সামাজিক সংগঠন এর আলোকে পরস্পরের প্রতি সহযোগিতা (Altruism) ব্যাখ্যা করতে পারবে।