৩০। টেন্ডনের ক্ষেত্রে কোনটি সঠিক? (ঢাকা বোর্ড-২০১৬) (ক) দুটি হাড়কে যুক্ত করে
(খ) পেশিকে অস্থির সাথে যুক্ত করে
(গ) পেশি ও টেন্ডনের প্রকৃতি ভিন্ন
(ঘ) অঙ্গ সঞ্চালনে এর কোনো ভূমিকা নেই
৪১। মায়োফাইব্রিল কোন প্রোটিন দ্বারা তৈরি? (সিলেট বোর্ড-২০১৬) (ক) অ্যাকটিন ও জিলেটিন
(খ) মায়োসিন ও ইলাস্টিন
(গ) কোলাজেন ও মায়োসিন
(ঘ) মায়োসিন ও অ্যাকটিন
৪৮। দুই চোখের মধ্যবর্তী স্থানে অবস্থিত সাইনাসের নাম কী? (ঢাকা বোর্ড-২০১৫) (ক) ম্যাক্সিলারি সাইনাস
(খ) ফ্রন্টাল সাইনাস
(গ) এথময়ডাল সাইনাস
(ঘ) স্ফেনয়ডাল সাইনাস
সঠিক উত্তর: (গ) এথময়ডাল সাইনাস
৪৯। শ্বাসনালিতে কোন ধরনের তরুণাস্থি দেখা যায়? (ঢাকা বোর্ড-২০১৫) (ক) পীততন্তুময়
(খ) হায়ালিন
(গ) শ্বেততন্তুময়
(ঘ) ক্যালসিফাইড
সঠিক উত্তর: (খ) হায়ালিন
৫০। মানব কঙ্কালতন্ত্রে তৃতীয় শ্রেণির লিভার কোন অঙ্গে কার্যকরী? (চট্টগ্রাম বোর্ড-২০১৫) (ক) হাতের কনুই সঞ্চালনে
(খ) পায়ের গোড়ালি সঞ্চালনে
(গ) মানুষের মাথা সঞ্চালনে
(ঘ) মানুষের কোমর সঞ্চালনে
৬৭। স্কাপুলা কোন অংশের অস্থি? (ক) বক্ষ অস্থিচক্র
(খ) করোটি
(গ) শ্রোণিচক্র
(ঘ) বক্ষপিঞ্জর
সঠিক উত্তর: (ক) বক্ষ অস্থিচক্র
৬৮। মানুষের দেহে মোট অস্থির সংখ্যা কত? (ক) ৩০৬
(খ) ২০৬
(গ) ২৬০
(ঘ) ৩৬০
সঠিক উত্তর: (খ) ২০৬
৬৯। মানুষের দুই পায়ে মোট কয়টি অস্থি থাকে? (ক) ৬০
(খ) ৪০
(গ) ৪৫
(ঘ) ৩৬
সঠিক উত্তর: (ক) ৬০
৭০। মানুষের দুই হাতে মোট কয়টি অস্থি থাকে? (ক) ৩৬
(খ) ৪০
(গ) ৪৫
(ঘ) ৬০
সঠিক উত্তর: (ঘ) ৬০
৭১। মানুষের বক্ষঅস্থিচক্রে মোট কয়টি অস্থি থাকে? (ক) ৭
(খ) ৬
(গ) ৪
(ঘ) ৮
সঠিক উত্তর: (গ) ৪
৭২। একটি চিহ্নিত পেশিতে নিউক্লিয়াস থাকে- [ মেডিকেল: ০২-০৩] (ক) একটি
(খ) দুইটি
(গ) পাঁচটি
(ঘ) শতাধিক
সঠিক উত্তর: (ঘ) শতাধিক
৭৩। বিভিন্ন পেশিকলার গঠন প্রকৃতিতে যেটি সত্য নয়-[ মেডিকেল : ০২-০৩] (ক) রৈখিক বা ঐচ্ছিক পেশিতন্ত্র সারকোলেমা নামক স্পষ্ট এক আবরণে আবৃত থাকে
(খ) মসৃণ বা অনৈচ্ছিক পেশিতে কোষের আবরণী বা সারকোলেমা অস্পষ্ট
(গ) হৃৎপেশি বা কার্ডিয়াক পেশিতে সারকোলেমা বেশ সূক্ষ্ম
(ঘ) মসৃন বা অনৈচ্ছিক পেশির কোষের নিউক্লিয়াসটি কোষের সারু অংশে অবস্থান করে
সঠিক উত্তর: (ঘ) মসৃন বা অনৈচ্ছিক পেশির কোষের নিউক্লিয়াসটি কোষের সারু অংশে অবস্থান করে
৭৪। সাধারণ হাড়ভাঙ্গার অপর নাম কী? [ মেডিকেল : ১৭-১৮] (ক) যৌগিক হাড়ভাঙ্গা
(খ) উন্মুক্ত হাড়ভাঙ্গা
(গ) জটিল হাড়ভাঙ্গা
(ঘ) বদ্ধ হারভাঙ্গা
সঠিক উত্তর: (ঘ) বদ্ধ হারভাঙ্গা
৭৫। উন্মুক্ত হাড়ভাঙ্গার অপর নাম- অপর নাম- [ডেন্টাল : ১৬-১৭] (ক) সাধারণ হাড়ভাঙ্গা
(খ) যৌগিক হাড়ভাঙ্গা
(গ) জটিল হাড়ভাঙ্গা
(ঘ) কয়েক টুকরা বিশিষ্ট হাড়ভাঙ্গা
৮৫। উপরের চোয়াল যে ধরনের অস্থি-[ডেন্টাল: ০০-০১] (ক) খাটো বা ক্ষুদ্র অস্থি
(খ) অনিয়ত অস্থি
(গ) চাপা অস্থি
(ঘ) বায়ুপূৰ্ণ অস্থি
সঠিক উত্তর: (ঘ) বায়ুপূৰ্ণ অস্থি
৮৬। মানুষের গ্রীবাদেশীয় কোন কশেরুকাটির নাম অ্যাক্সিস? [মেডিকেল : ০৯-১০] (ক) ষষ্ঠ
(খ) সপ্তম
(গ) প্রথম
(ঘ) দ্বিতীয়
সঠিক উত্তর: (ঘ) দ্বিতীয়
৮৭। কোনটি মানবদেহের সারভাইকাল কশেরুকার সঠিক বৈশিষ্ট্য নয়? [ডেন্টাল : ০৬-০৭] (ক) ভার্টিব্রাল ফোরামেন ছোট ও গোলাকার
(খ) অ্যাটলাসের ট্রান্সভার্স প্রসেস বড় আকৃতির এবং ট্রান্সভার্স ফোরামেন যুক্ত
(গ) অ্যাক্সিসের পেডিকল চওড়া ও দৃঢ়
(ঘ) ডার্টিব্রাল প্রোমিনেন্স এর ট্রান্সভার্স ফোরামেন বড়
সঠিক উত্তর: (ক) ভার্টিব্রাল ফোরামেন ছোট ও গোলাকার
৮৮। মানুষের কব্জিতে (Carpal region) হাড়ের সংখ্যা কত? মেডিকেল: ১৬-১৭] (ক) ৫টি
(খ) ৮টি
(গ) ৭টি
(ঘ) ১০টি
৯১। নিচের কোনটি ক্লাভিকলের বৈশিষ্ট্য? [মেডিকেল ১৪-১৫] (ক) এটি একটি খাঁটো অস্থি
(খ) এটি একটি বাঁকানো অস্থি
(গ) এই অস্থির মজ্জা গহ্বর আছে
(ঘ) একপ্রান্ত হিউমেরাসের সাথে যুক্ত থাকে
১০১। বাম দিকের কোনটি ডান দিকের সাথে সঙ্গতিপূর্ণ নয়? [ডেন্টাল : ০৮-০৯] (ক) ফাইব্রোব্লাস্ট- তৈরি করে
(খ) মাস্ট কোষ- হেপারিন নিঃসৃত করে
(গ) প্লাজমা কোষ- অ্যান্টিবডি তৈরি করে
(ঘ) হিস্টিওসাইট- ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সাহায্য করে
সঠিক উত্তর: (ক) ফাইব্রোব্লাস্ট- তৈরি করে
১০২। নিম্নের কোন তথ্যটি সঠিক নয়? [মেডিকেল : ০৭-০৮] (ক) তরুনাস্থি ম্যাট্রিক্সে কনড্রিন থাকে
(খ) যোজক কলা মেসোডার্ম নামক ভ্রূণস্তর থেকে উৎপন্ন করে
(গ) ফাইটোব্লাস্ট শেততন্ত্র উৎপাদনে সহায়তা করে
(ঘ) হৃৎপেশি ঐচ্ছিক পেশি
সঠিক উত্তর: (ঘ) হৃৎপেশি ঐচ্ছিক পেশি
১০৩। ম্যাট্রিক্সের গঠনের উপর ভিত্তি করে যেটি তরুণাস্থি প্রকারভেদে পড়বে না [মেডিকেল: ০৬-০৭] (ক) ক্যালসিফাইড
(খ) স্পঞ্জি
(গ) স্বচ্ছ
(ঘ) স্থিতিস্থাপক
১১২। নিম্নের কোন তথ্যটি সঠিক? [ডেন্টাল ০৯-১০] (ক) HCI নিষ্ক্রিয় আন্ত্রিক পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে
(খ) মানুষের ক্ষেত্রে মেলাটোনিন সক্রিয় থাকে
(গ) দশম পর্শুকাকে ভাসমান পর্শুকা বলে
(ঘ) টেন্ডন পেশিকে অস্থির সাথে সংযুক্ত রাখে
সঠিক উত্তর: (ঘ) টেন্ডন পেশিকে অস্থির সাথে সংযুক্ত রাখে
১১৩। চলনের সময় পায়ের কোন পেশি সংকোচন এর ফলে গোড়ালির অস্থিটিতে টান পড়ে ফলে গোড়ালি মাটি,
থেকে উত্থিত হয়? [ডেন্টাল ০৯-১০] (ক) ট্রাপিজিয়াম
(খ) সোলিয়াস
(গ) রেকটাস
(ঘ) গুগ্লুটিয়াস
সঠিক উত্তর: (খ) সোলিয়াস
১১৪। নিম্নের কোনটিতে ঐচ্ছিক পেশি থাকে না? [মেডিকেল : ০৮-০৯ ] (ক) চোখ
(খ) জিহ্বা
(গ) জরায়ু
(ঘ) হাত
সঠিক উত্তর: (গ) জরায়ু
১১৫। নিম্নের কোন তথ্যটি সঠিক নয়? [ডেন্টাল : ০৮-০৯] (ক) ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস হয়
(খ) হৃৎপেশি এক ধরনের অনৈচ্ছিক পেশি
(গ) অ্যাকটিন ও মায়োসিস নামক প্রোটিন দ্বারা মায়োফাইব্রিল গঠিত
(ঘ) মায়োলিনযুক্ত নিউরনের এক্সনে র্যানভিয়ার পর্ব থাকে না
সঠিক উত্তর: (ঘ) মায়োলিনযুক্ত নিউরনের এক্সনে র্যানভিয়ার পর্ব থাকে না
১১৬। হৃৎপেশির বৈশিষ্ট্য নয় কোনটি? [ডেন্টাল : ০৪-০৫] (ক) শাখান্বিত পেশিতন্ত
(খ) দৈর্ঘ্য 100 মাইক্রন
(গ) নিউক্লিয়াস একাধিক এবং একপাশে
(ঘ) প্রকৃতি অনৈচ্ছিক
১। সাইনুসাইটিসে আক্রান্ত সাইনাসগুলো- [ঢা. বো. ১৯] i. ম্যাক্সিলারি
ii. এথময়েড
iii. স্ফেনয়েড
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
২। শ্রেণিচক্রের অংশ- (সকল বোর্ড - ২০১৮) i. Ileum ii. Pubis iii. Ischium
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii
৩। থোরাসিক কশেরুকার বৈশিষ্ট্য হল- (যশোর বোর্ড-২০১৫) i. সেন্ট্রাম মাঝারী ও হৃৎপিণ্ড আকৃতির
ii. ভার্টিব্রাল ফোরামেন বড় ও ত্রিকোণা
iii. স্পাইনাস প্রসেস লম্বা ও সরু
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii
৪। মানুষের সবচেয়ে বড় ও ছোট অস্থি হলো- i. ফিমার
ii. স্টেপস
iii. হিউমেরাস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :
নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (রাজশাহী বোর্ড-২০১৬) সড়ক দুর্ঘটনায় রহিমের পায়ের হাঁটু হতে গোড়ালীর মাঝে দুটি হাড়ের সরুটি ভেঙে গেছে।
১ । উদ্দীপক অনুসারে রহিমের ভেঙে যাওয়া হাড়টির নাম কী? (রাজশাহী বোর্ড-২০১৬) (ক) ফিবুলা
(খ) টিবিয়া
(গ) টারসাল
(ঘ) ফিমার
সঠিক উত্তর: (ক) ফিবুলা
২ । রহিমের ভেঙে যাওয়া হাড়টির মাতৃকার কোষ- (রাজশাহী বোর্ড-২০১৬) i. কন্ট্রোসাইট
ii. অস্টিওসাইট
iii. অস্টিওব্লাস্ট
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (দিনাজপুর বোর্ড-২০১৬) রিফাত লক্ষ করল- ব্যায়ামের সময় তার হাতের পেশিগুলো ফুলে উঠে। একদিন এ সময় অসাবধানতাবশত তার হাত মচকে গেল।
৩ । ব্যায়ামের সময় রিফাতের উক্ত অঙ্গের পরিবর্তনের কারণ হলো- (দিনাজপুর বোর্ড-২০১৬) i. এরা সংকোচনশীল
ii. এটি বাইসেপ ও ট্রাইসেপ পেশিসমৃদ্ধ
iii. এটি শাখা-প্রশাখাবিশিষ্ট
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
৪ । রিফাতের হাতে সমস্যাটির কারণ কী হতে পারে? (দিনাজপুর বোর্ড-২০১৬) (ক) স্নায়ুসমূহের ক্ষতি
(খ) অস্থিসমূহের স্বাভাবিক সজ্জায় ব্যাঘাত
(গ) অস্থিসন্ধির লিগামেন্টে অতিরিক্ত চাপ
(ঘ) লিগামেন্টে আমিষের উপস্থিতির তারতম্য
সঠিক উত্তর: (গ) অস্থিসন্ধির লিগামেন্টে অতিরিক্ত চাপ
নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (কুমিল্লা বোর্ড-২০১৬)
৫। উদ্দীপকটি কোন ধরনের কশেরুকা? (কুমিল্লা বোর্ড-২০১৬) (ক) সারভাইকাল
(খ) থোরাসিক
(গ) লাম্বার
(ঘ) স্যাক্রাল
সঠিক উত্তর: (ক) সারভাইকাল
৬। উদ্দীপকের A চিহ্নিত অংশের নাম কি? (কুমিল্লা বোর্ড-২০১৬) (ক) অবটুরেটর ফোরামেন
(খ) ভার্টিব্রাল ফোরামেন
(গ) ট্রান্সভার্স ফোরামেন
(ঘ) কোস্টাল ফ্যাসেট
সঠিক উত্তর: (গ) ট্রান্সভার্স ফোরামেন
নিচের চিত্রটি থেকে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: (সিলেট বোর্ড-২০১৬)
৭। উদ্দীপকটি কোন ধরনের তরুণাস্থির? (সিলেট বোর্ড-২০১৬) (ক) হায়ালিন
(খ) স্থিতিস্থাপক
(গ) শ্বেততন্তুময়
(ঘ) ক্যালসিফাইড
নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : কঙ্কালতন্ত্র পড়াতে গিয়ে শিক্ষক বললেন, “উপাঙ্গিক কঙ্কাল দুটি অস্থিচক্র - সম্মুখ বক্ষ অস্থিচক্র ও পশ্চাৎ শ্রেণিচক্র নিয়ে গঠিত। অগ্রপদ ও পশ্চাৎপদ এই অস্থিচক্রের মাধ্যমে অক্ষীয় কঙ্কালের সাথে সংযুক্ত।”
নিচের উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: (বরিশাল বোর্ড-২০১৬) রুমীর হাতের পেশিগুলো ব্যায়ামের সময় ফুলে উঠে। একদিন এ সময় অসাবধানতাবশত তার হাত মচকে গেল।
১০ । ব্যায়ামের সময় রুমীর উক্ত অঙ্গের পরিবর্তনের কারণ হলো- (বরিশাল বোর্ড-২০১৬) i. এরা সংকোচনশীল
ii. এটি বাইসেপ ও ট্রাইসেপ পেশিসমৃদ্ধ
iii. এটি শাখা-প্রশাখা বিশিষ্ট
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
১১ । রুমীর হাতের সমস্যাটির কারণ কী হতে পারে? (বরিশাল বোর্ড-২০১৬) (ক) স্নায়ুসমূহের ক্ষতি
(খ) অস্থিসমূহের স্বাভাবিক সজ্জায় ব্যাঘাত
(গ) অস্থিসন্ধির লিগামেন্টে অতিরিক্ত চাপ
(ঘ) লিগামেন্টে আমিষের উপস্থিতির তারতম্য
সঠিক উত্তর: (গ) অস্থিসন্ধির লিগামেন্টে অতিরিক্ত চাপ
নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (রাজশাহী বোর্ড-২০১৫) খেলার মাঠে সোহেল চাকতি নিক্ষেপের সময় বাহুর গোড়ায় তীব্র ব্যথা অনুভব করলো। ডাক্তারি পরীক্ষায় জানা গেল বাহুর অস্থিটি সংশ্লিষ্ট গহ্বর থেকে স্থানচ্যুত হয়েছে।
১৫। উদ্দীপকের ক্ষেত্রে প্রযোজ্য- (কুমিল্লা বোর্ড-২০১৫) i. পাঁজরের ক্যাপিচুলামের সাথে যুক্ত
ii. মেরুদণ্ড গঠন করে
iii. ভার্টিব্রাল ফোরামেন বিদ্যমান
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (বরিশাল বোর্ড-২০১৫) পেশী ও অস্থি মানবদেহের দুটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এদের সম্মিলিত কার্যক্রমের ফলেই বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালিত হয় এবং মানুষ চলাচল করতে পারে।