এইচএসসি বহুনির্বাচনি অভীক্ষা

ঢাকা বোর্ড - ২০১৫

জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয় কোড: ১৭৯

সময়-৩৫ মিনিট

পূর্ণমান: ৩৫

[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।


১। হাইড্রার নিডোসাইট সবচেয়ে বেশি থাকে কোথায়?
(ক) দেহকাণ্ডে (খ) কর্ষিকায় (গ) হাইপোস্টোমে (ঘ) পাদচাকতিতে
সঠিক উত্তর: (খ) কর্ষিকায়


২। দুধ দাঁতে অনুপস্থিত থাকে কোনটি?
(ক) ইনসিসর (খ) ক্যানাইন (গ) প্রিমোলার (ঘ) মোলার
সঠিক উত্তর: (ঘ) মোলার


৩। লিথাল জীনের কারণে কোন রোগ হয়?
(ক) হিমোফিলিয়া ও থ্যালাসেমিয়া
(খ) থ্যালাসেমিয়া ও বর্ণান্ধতা
(গ) বর্ণান্ধতা ও রাতকানা
(ঘ) রাতকানা ও হিমোফিলিয়া
সঠিক উত্তর: (ক) হিমোফিলিয়া ও থ্যালাসেমিয়া


৪। রজঃচক্রের ৭-১৪ তম দিনে কোন হরমোন ক্ষরিত হয়?
(ক) ইস্ট্রোজেন (খ) FSH (গ) LH (ঘ) GTH
সঠিক উত্তর: (ক) ইস্ট্রোজেন

নিচের উদ্দীপকটি থেকে দুইটি নং প্রশ্নের উত্তর দাও :



৫। 'Q' চিহ্নিত অংশটি ভ্রূণীয় স্তরের কোন অংশ হতে সৃষ্টি হয়?
(ক) এপিমিয়ার (খ) মেসোমিয়ার (গ) হাইপোমিয়ার (ঘ) এন্ডোমিয়ার
সঠিক উত্তর: (ক) এপিমিয়ার


৬। 'Q' চিহ্নিত অংশটি থেকে vertebrata উপ-পর্বের পূর্ণাঙ্গ প্রাণীতে পরিবর্তিত হয়-
i. মেরুদণ্ড ii. মস্তিষ্ক iii. সুষুাকাণ্ড
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) ii ও iii


৭। ক্ষুদ্রান্ত্রের অংশ নয় কোনটি?
(ক) ডিওডেনাম (খ) সিকাম (গ) জেজুনাম (ঘ) ইলিয়াম
সঠিক উত্তর: (খ) সিকাম


৮। ককলিয়ার রেসনার ঝিল্লি ও বেসিলার ঝিল্লি দ্বারা আবৃত প্রকোষ্ঠটির নাম কী?
(ক) স্ক্যালামিডিয়া (খ) স্ক্যালাভেস্টিবুলি (গ) স্ক্যালাটিম্পেনি (ঘ) হেলিকোট্রিমা
সঠিক উত্তর: (ক) স্ক্যালামিডিয়া


৯। জাইগোটের বিভাজনকে কী বলে?
(ক) ব্লাস্টুলেশন (খ) গ্যাস্ট্রুলেশন (গ) ক্লিভেজ (ঘ) মরুলেশন
সঠিক উত্তর: (গ) ক্লিভেজ


১০। রুই মাছের চলন অঙ্গ কোনটি?
(ক) বক্ষপাখনা (খ) শ্রোণীপাখনা (গ) পৃষ্ঠপাখনা (ঘ) পুচ্ছপাখনা
সঠিক উত্তর: (ঘ) পুচ্ছপাখনা


১১। ঘাসফড়িং এর পুংজননতন্ত্রের অংশ নয় কোনটি?
(ক) শুক্রাশয় (খ) শুক্রাধার (গ) শুক্রধানী (ঘ) কংগ্লোবেটগ্রন্থি
সঠিক উত্তর: (গ) শুক্রধানী


১২। রুই মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে কোনটি সঠিক?
(ক) O2 যুক্ত রক্ত পাম্প করে
(খ) CO2 যুক্ত রক্ত পাম্প করে
(গ) O2 ও CO2 যুক্ত রক্ত পাম্প করে
(ঘ) মিশ্রিত রক্ত পাম্প করে
সঠিক উত্তর: (খ) CO2 যুক্ত রক্ত পাম্প করে

উদ্দীপকটি থেকে নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও :



১৩। উল্লিখিত প্রক্রিয়াটি কোথায় সংঘটিত হয়?
(ক) যকৃতে (খ) গ্লোমেরুলাসে (গ) হেনলির লুপে (ঘ) প্যাঁচানো নালিকায়
সঠিক উত্তর: (ক) যকৃতে


১৪। 'x' চিহ্নিত পদার্থটি-
i. এসিড ii. এটি চর্বিতে রূপান্তরিত হয় iii. মূত্র সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


১৫। কোন মহাকালকে সরীসৃপের যুগ বলে?
(ক) আর্কিওজয়িক (খ) প্রোটেরোজয়িক (গ) প্যালিওজয়িক (ঘ) মেসোজয়িক
সঠিক উত্তর: (ঘ) মেসোজয়িক


১৬। হাইড্রার পরিস্ফুটনের সঠিক ধাপ কোনটি?

(ক) জাইগোট → ব্লাস্টুলা → মরুলা → গ্যাস্ট্রুলা → হাড্রুলা → পূর্ণাঙ্গ
(খ) জাইগোট → গ্যাস্ট্রুলা → মরুলা → হাড্রুলা → ব্লাস্টুলা → পূর্ণাঙ্গ
(গ) জাইগোট → মরুলা → ব্লাস্টুলা → গ্যাস্ট্রুলা → হাড্রুলা → পূর্ণাঙ্গ
(ঘ) জাইগোট → গ্যাস্ট্রুলা → মরুলা → হাড্রুলা → ব্লাস্টুলা → পূর্ণাঙ্গ
সঠিক উত্তর: (গ) জাইগোট → মরুলা → ব্লাস্টুলা → গ্যাস্ট্রুলা → হাড্রুলা → পূর্ণাঙ্গ


১৭। ‘ব্যক্তিজনি জাতিজনির পুনরাবৃত্তি ঘটায়’ তত্ত্বটির প্রবক্তা কে?
(ক) ল্যামার্ক (খ) ডারউইন (গ) হেকেল (ঘ) ভাইসম্যান
সঠিক উত্তর: (গ) হেকেল


১৮। কত নম্বর করোটিক স্নায়ুর কার্যকারিতায় মুখের অভিব্যক্তি প্রকাশিত হয়?
(ক) VI (খ) VII (গ) VIII (ঘ) IX
সঠিক উত্তর: (খ) VII


১৯। ঘাসফড়িং এর ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
(ক) যৌনদ্বিরূপতা বিদ্যমান (খ) ডিম সেন্ট্রোল্যাসিয়্যাল (গ) রূপান্তর সম্পূর্ণ (ঘ) শরৎকালে ডিম দেয়
সঠিক উত্তর: (গ) রূপান্তর সম্পূর্ণ


২০। বক্ষপিঞ্জর গঠনকারী অস্থির সংখ্যা কয়টি?
(ক) ২১টি (খ) ২৫টি (গ) ৩১টি (ঘ) ৩৫টি
সঠিক উত্তর: (খ) ২৫টি

উদ্দীপকটি থেকে নিচের দুইটি প্র্রশ্নের উত্তর দাও :


২১। ' X ' চিহ্নিত অংশটির নাম কী?
(ক) সাসপেনশরী লিগামেন্ট (খ) সিলিয়ারী পেশি (গ) আইরিশ (ঘ) পিউপিল
সঠিক উত্তর: (ক) সাসপেনশরী লিগামেন্ট


২২। 'Q' চিহ্নিত বস্তুটিকে সুস্পষ্টভাবে দেখার জন্য পরিবর্তিত হয় কোনটি?
(ক) কর্ণিয়া (খ) আইরিশ (গ) পিউপিল (ঘ) লেন্স
সঠিক উত্তর: (গ) পিউপিল


২৩। অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে কোনটি সঠিক নয়?

(ক) হরমোন নিঃসৃত করে
(খ) নিঃসৃত পদার্থটি প্রোটিন
(গ) কার্যাবলি দ্রুত ও দীর্ঘস্থায়ী
(ঘ) কার্যাবলি ধীর ও দীর্ঘস্থায়ী
সঠিক উত্তর: (গ) কার্যাবলি দ্রুত ও দীর্ঘস্থায়ী


উদ্দীপকটির সাহায্যে নিচের প্রশ্নটির উত্তর দাও :



২৪। 'Q' অংশে সংঘটিত হয়-
i. অন্তঃপ্রজাতিক সংগ্রাম ii. আন্তঃপ্রজাতিক সংগ্রাম iii. পরিবেশগত সংগ্রাম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


নিচের উদ্দীপকটির সাহায্যে নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও :


২৫। 'X' চিহ্নিত অংশের বৈশিষ্ট্য কোনটি?

(ক) মাকু আকৃতির
(খ) নিউক্লিয়াস একাধিক
(গ) নলাকার ও শাখান্বিত
(ঘ) ঐচ্ছিক
সঠিক উত্তর: (গ) নলাকার ও শাখান্বিত


২৬। অঙ্গটিতে বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহের সঠিক অনুঃক্রম কোনটি?

(ক) Q → R → S → P
(খ) R → S → Q → P
(গ) S → P→ Q → R
(ঘ) P → S → R → Q
সঠিক উত্তর: (ঘ) P → S → R → Q


২৭। দুই চোখের মধ্যবর্তী স্থানে অবস্থিত সাইনাসের নাম কী?
(ক) ম্যাক্সিলারি সাইনাস (খ) ফ্রন্টাল সাইনাস (গ) এথময়ডাল সাইনাস (ঘ) স্ফেনয়ডাল সাইনাস
সঠিক উত্তর: (গ) এথময়ডাল সাইনাস


২৮। প্রজনন ঋতুতে কার্প মাছের হালদায় আগমন কোন ধরনের আচরণ?
(ক) হাইড্রোট্যাক্সিস (খ) জিওট্যাক্সিস (গ) রিওট্যাক্সিস (ঘ) কেমোট্যাক্সিস
সঠিক উত্তর: (গ) রিওট্যাক্সিস


২৯। সিনাপটিক নবে কোন আয়ন প্রবেশ করলে অ্যাসিটাইল কোলিনযুক্ত হয়ে সিনাপটিক ক্লেফট এ বেরিয়ে আসে?
(ক) Ca2+ (খ) Na+ (গ) K+ (ঘ) Cl–
সঠিক উত্তর: (ক) Ca2+


উদ্দীপকটি থেকে নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও :


৩০। ' P ' চিহ্নিত অংশটি কি?
(ক) এন্ডোমেট্রিয়াম (খ) করোনা রেডিয়াটা (গ) জোনা পেলুসিডা (ঘ) প্লাজমা মেমব্রেন
সঠিক উত্তর: (খ) করোনা রেডিয়াটা


৩১। উদ্দীপকের কোন অংশ দ্বারা ইমপ্ল্যান্টেশন ঘটে?
(ক) P (খ) Q (গ) R (ঘ) S
সঠিক উত্তর: (ঘ) S


উদ্দীপকটি থেকে নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও :



৩২। উদ্দীপকের ' P ' চিহ্নিত পদার্থটির অবস্থান কোথায়?
(ক) প্লাজমামেমব্রেনে (খ) লসিকায় (গ) সিরামে (ঘ) প্লাজমায়
সঠিক উত্তর: (ক) প্লাজমামেমব্রেনে


৩৩। 'Q' চিহ্নিত পদার্থটি-

i. প্লাজমা কোষ হতে সৃষ্টি হয়
ii. প্রতিরক্ষায় অংশগ্রহণ করে
iii. পলিমার
নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৩৪। শ্বাসনালিতে কোন ধরনের তরুণাস্থি দেখা যায়?
(ক) পীততন্তুময় (খ) হায়ালিন (গ) শ্বেততন্তুময় (ঘ) ক্যালসিফাইড
সঠিক উত্তর: (খ) হায়ালিন


৩৫। মানুষের জৈব ঘড়ি নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ?
(ক) সেরেব্রাম
(খ) সেরেবেলাম
(গ) থ্যালামাস
(ঘ) হাইপোথ্যালামাস
সঠিক উত্তর: (ঘ) হাইপোথ্যালামাস





এইচএসসি বহুনির্বাচনি অভীক্ষা

চট্টগ্রাম বোর্ড - ২০১৫

জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয় কোড: ১৭৯

সময়-৩৫ মিনিট

পূর্ণমান: ৩৫

[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।


১। মানব চোখের অংশ কোনটি?
(ক) ভিত্তিপর্দা
(খ) র‌্যাবডোম
(গ) পীতবিন্দু
(ঘ) কর্ণিয়াজেন কোষ
সঠিক উত্তর: (গ) পীতবিন্দু


২। রুই মাছের বায়ুথলির কাজ হলো-
(ক) পানির গভীরতা নির্ধারণ
(খ) দেহে শ্বসন পরিচালনা
(গ) রক্তে হিমোগ্লোবিন সঞ্চালন
(ঘ) খাদ্য গ্রহণে সহায়তা দান
সঠিক উত্তর: (খ) দেহে শ্বসন পরিচালনা


৩। পরিপাকে সাহায্যকারী উৎসেচক কোনটি?
(ক) গ্লুকাগন
(খ) এড্রিন্যালিন
(গ) ইনসুলিন
(ঘ) সিক্রেটিন
সঠিক উত্তর: (ঘ) সিক্রেটিন


৪। ল্যাকটিয়েল হলো এক ধরনের-
(ক) প্লাজমা
(খ) মনোসাইট
(গ) লসিকা
(ঘ) বেসোফিল
সঠিক উত্তর: (গ) লসিকা


৫। মিট্রাল ভাল্ব এর অবস্থান কোথায়?
(ক) বাম নিলয় ও মহাধমনি
(খ) বাম অলিন্দ ও বাম নিলয়
(গ) ডান অলিন্দ ও সুপিরিয়র ভেনাকাভা
(ঘ) ডান অলিন্দ ও ডান নিলয়
সঠিক উত্তর: (খ) বাম অলিন্দ ও বাম নিলয়


৬। মানব কঙ্কালতন্ত্রে তৃতীয় শ্রেণির লিভার কোন অঙ্গে কার্যকরী?
(ক) হাতের কনুই সঞ্চালনে
(খ) পায়ের গোড়ালি সঞ্চালনে
(গ) মানুষের মাথা সঞ্চালনে
(ঘ) মানুষের কোমর সঞ্চালনে
সঠিক উত্তর: (ক) হাতের কনুই সঞ্চালনে


৭। প্রাণিজগতের ভিন্নতার কারণ কি?
(ক) প্রজাতিগত বৈচিত্র্য
(খ) আচরণগত বৈচিত্র্য
(গ) খাদ্যাভ্যাসগত বৈচিত্র্য
(ঘ) চলাচলগত বৈচিত্র্য
সঠিক উত্তর: (ক) প্রজাতিগত বৈচিত্র্য


৮। অপ্রতিসম বলতে কী বুঝায়?
(ক) যে কোনো তলে সমানভাবে ভাগ করা যায়
(খ) কোন তলেই সমানভাবে ভাগ করা যায় না
(গ) একবার মাত্র দু’টি সমানভাবে ভাগ করা যায়
(ঘ) উলম্বভাবে যে কোনো তলে দুটি সমানভাবে ভাগ করা যায়
সঠিক উত্তর: (খ) কোন তলেই সমানভাবে ভাগ করা যায় না


৯। হাইড্রার বহিঃকোষীয় পরিপাক কোথায় সংঘটিত হয়?
(ক) হাইপোস্টোমে
(খ) কর্ষিকায়
(গ) সিলেন্টেরনে
(ঘ) গ্যাস্ট্রোডার্মিসে
সঠিক উত্তর: (গ) সিলেন্টেরনে


১০। ঘাসফড়িং এর পরিপাকনালির ত্রিকোণাকার গঠনটির নাম কি?
(ক) কোলন
(খ) গিজার্ড
(গ) মলাশয়
(ঘ) পাকস্থলি
সঠিক উত্তর: (খ) গিজার্ড


১১। ঘাস ফড়িং এর ওভিপজিটর কী কাজে ব্যবহৃত হয়?
(ক) লালা নিঃসরণে
(খ) বর্জ্য নিষ্কাশনে
(গ) শ্বসনকার্যে
(ঘ) ডিম্ব ত্যাগে
সঠিক উত্তর: (ঘ) ডিম্ব ত্যাগে


১২। রুই মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হিসেবে কোন নদী অন্যতম?
(ক) যমুনা
(খ) কর্ণফুলী
(গ) হালদা
(ঘ) পদ্মা
সঠিক উত্তর: (গ) হালদা


১৩। কোনটি রুই মাছের ক্ষেত্রে প্রযোজ্য?
(ক) সারকুলাস
(খ) হেটারোসার্কল
(গ) ডেন্টাইন
(ঘ) বার্বেল
সঠিক উত্তর: (ঘ) বার্বেল

উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও :
রাজিবের ওজন ৫০ কেজি ও উচ্চতা ১.২ মিটার। স্থূলতার কারণে সে শুধুমাত্র সব্জি দিয়ে ভাত খায়। কথাটি শুনে ডাক্তার বললেন মাঝে মধ্যে মাছ-মাংসও খেতে হবে, তাতে আমিষের চাহিদা পূরণ হবে।

১৪। উদ্দীপকে উল্লিখিত ডাক্তারের নির্দেশিত খাবারসমূহ কিভাবে রাজিবের শরীর গঠনে সাহায্য করে?
(ক) অ্যামাইনো এসিড সৃষ্টির মাধ্যমে
(খ) বেশি রক্ত উৎপাদনের মাধ্যমে
(গ) প্রচুর স্নেহযুক্ত খাবারের কারণে
(ঘ) প্রচুর শর্করাযুক্ত খাবারের কারণে
সঠিক উত্তর: (ক) অ্যামাইনো এসিড সৃষ্টির মাধ্যমে


১৫। রাজিবের দেহভর সূচক (Body Mass Index) কোনটি?
(ক) ৩১
(খ) ৩২
(গ) ৩৩
(ঘ) ৩৪
সঠিক উত্তর: (ঘ) ৩৪


১৬। ল্যাকটিয়েল এর অবস্থান কোথায়?
(ক) যকৃতে
(খ) অগ্ন্যাশয়ে
(গ) ক্ষুদ্রান্ত্রে
(ঘ) পাকস্থলীতে
সঠিক উত্তর: (গ) ক্ষুদ্রান্ত্রে


১৭। পেসমেকার ব্যবহারের কারণ হলো-
i. হৃৎপিণ্ডের বৈদ্যুতিক সংকেত প্রবাহে বাধাগ্রস্ত হলে
ii. রক্তবাহিকায় প্লাক জমার কারণে
iii. সাইনো অ্যাট্রিয়াল নোড ক্ষতিগ্রস্ত হলে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


১৮। ফুসফুসের প্রদাহকে কী বলা হয়?
(ক) ওটিটিস মিডিয়া
(খ) সাইনুসাইটিস
(গ) এলার্জি
(ঘ) এমফাইসেমা
সঠিক উত্তর: (ঘ) এমফাইসেমা


১৯। গ্লোমেরুলাস এর অবস্থান বৃক্কের কোথায়?
(ক) পেলভিসে
(খ) হাইলামে
(গ) বোম্যানস ক্যাপসুলে
(ঘ) হেনলির লুপে
সঠিক উত্তর: (গ) বোম্যানস ক্যাপসুলে

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও :
মানব দেহে বর্জ্য নিষ্কাশনে সাধারণত দু’টি বৃক্ক থাকে। বৃক্কের গাঠনিক ও কার্যিক একক তথা নেফ্রনসমূহ মূত্র তৈরিতে সাহায্য করে থাকে।

২০। উদ্দীপকের গাঠনিক ও কার্যিক এককের কোন অংশে মূত্র তৈরির প্রথম ধাপটি সম্পন্ন হয়?
(ক) হেনলির লুপে
(খ) দূরবর্তী প্যাঁচানো নালিকায়
(গ) সংগ্রাহক নালিকায়
(ঘ) গ্লোমেরুলাসে
সঠিক উত্তর: (ঘ) গ্লোমেরুলাসে


২১। উদ্দীপকের অঙ্গ দু’টি থেকে নিঃসৃত হরমোন কি কি ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে?
i. মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণে
ii. রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে
iii. রক্তের pH নিয়ন্ত্রণে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


২২। করোটিকার অংশ কোনটি?
(ক) ম্যাক্সিলা
(খ) জাইগোথেটিক (প্রসেস)
(গ ন্যাসাল
(ঘ) এথময়েড
সঠিক উত্তর: (ঘ) এথময়েড


২৩। হৃৎপেশীর সংকোচনে কোন উপাদানটি কাজ করে?
(ক) পেরিমাইসিয়াম
(খ) মায়োফাইব্রিল
(গ) ইন্টারক্যালেটেড ডিস্ক
(ঘ) সারকোলেমা
সঠিক উত্তর: (গ) ইন্টারক্যালেটেড ডিস্ক


২৪।

উদ্দীপকের স্মৃতি ও ভারসাম্য রক্ষায় কোনটি ব্যবহৃত হয়?
i. A
ii. C
iii. E
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


২৫। মস্তিষ্কের কোন অংশ পিটুইটারী গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে?
(ক) হাইপোথ্যালামাস
(খ) পিনিয়াল বডি
(গ) সেরিব্রাল হেমিস্ফিয়ার
(ঘ) কর্পাস ক্যালোসাম
সঠিক উত্তর: (ক) হাইপোথ্যালামাস


২৬। ভ্রূণের পুষ্টি ও বর্জ্য নিষ্কাশনে কোনটি সাহায্য করে?
(ক) অ্যামনিওন
(খ) কর্পাস লুটিয়াম
(গ) জার্মলেয়ার
(ঘ) অমরা
সঠিক উত্তর: (ঘ) অমরা


২৭। সিফিলিসের পরবর্তী লক্ষণ কোনটি?
(ক) পায়ু অঞ্চলে ঘা সৃষ্টি
(খ) লসিকা গ্রন্থি ফুলে যায়
(গ) চোখের আইরিশে
(ঘ) মুখের চারপাশে ঘা হওয়া
সঠিক উত্তর: (খ) লসিকা গ্রন্থি ফুলে যায়


২৮। কোন অঙ্গটি মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত?
(ক) ত্বক
(খ) পরিপাকগ্রন্থি
(গ) রক্ত
(ঘ) এন্টিবডি
সঠিক উত্তর: (ক) ত্বক


২৯। WHO যে ছয়টি রোগের টিকা দেয় তা হলো-
(ক) যক্ষ্মা, টিটেনাস, ডিপথেরিয়া, হুপিংকাশি, পোলিও, হাম
(খ) কলেরা, যক্ষ্মা, টিটেনাস, ডিপথেরিয়া, পোলিও, হাম
(গ) টিটেনাস, টাইফয়েড, ডিপথেরিয়া, কলেরা, পোলিও, হাম
(ঘ) হেপাটাইটিস-বি, কলেরা, যক্ষ্মা, টিটেনাস, পোলিও, হাম
সঠিক উত্তর: (ক) যক্ষ্মা, টিটেনাস, ডিপথেরিয়া, হুপিংকাশি, পোলিও, হাম


৩০। কোন প্রক্রিয়ায় চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় ঘটে?
(ক) ব্যাকক্রস
(খ) অসম্পূর্ণ প্রকটতা
(গ) হোমোজাইগাস
(ঘ) ক্রসিং ওভার
সঠিক উত্তর: (ঘ) ক্রসিং ওভার


৩১। কোনটি ডারউইনবাদের অন্তর্গত?
(ক) পরিবেশ জীবের গঠনকে প্রভাবিত করে
(খ) ক্রমাগত প্রয়োজনে নতুন অঙ্গের উদ্ভব ঘটে
(গ) যোগ্যতমের জয় ও প্রাকৃতিক নির্বাচন
(ঘ) অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার
সঠিক উত্তর: (গ) যোগ্যতমের জয় ও প্রাকৃতিক নির্বাচন


৩২। প্রাণীর আচরণ সম্বন্ধে জ্ঞানলাভ করাকে কী বলা হয়?
(ক) Ethology
(খ) Taxonomy
(গ) Ecology
(ঘ) Embryology
সঠিক উত্তর: (ক) Ethology


৩৩। সামাজিক আচরণ প্রদর্শনকারী প্রাণী কোনটি?
(ক) কুকুর
(খ) মৌমাছি
(গ) বাবুই পাখি
(ঘ) ব্যাঙ
সঠিক উত্তর: (খ) মৌমাছি


৩৪। কোন পর্বে পানি সংবহনতন্ত্র দেখা যায়?
(ক) Cnidaria
(খ) Nematoda
(গ) Mollusca
(ঘ) Echinodermata
সঠিক উত্তর: (ঘ) Echinodermata


৩৫। কোন প্রাণী অযৌন ও যৌন দু’ভাবেই প্রজনন সম্পন্ন করে?
(ক) হাইড্রা
(খ) রুইমাছ
(গ) ঘাসফড়িং
(ঘ) মৌমাছি
সঠিক উত্তর: (ক) হাইড্রা




এইচএসসি বহুনির্বাচনি অভীক্ষা

রাজশাহী বোর্ড - ২০১৫

জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয় কোড: ১৭৯

সময়-৩৫ মিনিট

পূর্ণমান: ৩৫

[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।


১। নিচের কোনটি হরমোন?
(ক) পেপসিন (খ) ট্রিপসিন (গ) ইনসুলিন (ঘ) টায়ালিন
সঠিক উত্তর: (গ) ইনসুলিন


২। রক্তে পরিবাহিত CO2 যৌগ-
i. NaHCO3 ii. H2CO3 iii. KHCO3
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি থেকে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :


৩। উদ্দীপকে ট্রাইকাসপিড কপাটিকা পৃথক করে-
(ক) P ও Q (খ) P ও R (গ) R ও S (ঘ) Q ও S
সঠিক উত্তর: (খ) P ও R


৪। উদ্দীপকের কোন অংশ থেকে O2 যুক্ত রক্ত দেহে প্রবাহিত হয়?
(ক) P (খ) Q (গ) R (ঘ) S
সঠিক উত্তর: (ঘ) S


৫। সহজাত আচরণের বৈশিষ্ট্য হলো-
i. বংশগত ও জীন দ্বারা নিয়ন্ত্রিত ii. পর্যায়ক্রমে আÍপ্রকাশ করে iii. শিক্ষা দ্বারা অর্জিত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৬। সিলোমহীন পর্ব কোনটি?
(ক) Nematoda (খ) Annelida (গ) Platyhelminthes (ঘ) Chordata
সঠিক উত্তর: (গ) Platyhelminthes


৭। দেহ বৃদ্ধিকারক হরমোন কোনটি?
(ক) সোমাটোট্রপিক (খ) থাইরক্সিন (গ) প্রোল্যাকটিন (ঘ) অ্যাড্রিনালিন
সঠিক উত্তর: (ক) সোমাটোট্রপিক


৮। বার্ব এবং বার্বিউল যুক্ত নেমাটোসিস্ট কোনটি?
(ক) পেনিট্র্যান্ট (খ) ভলভেন্ট (গ) স্ট্রেপটোলাইন গ্লুটিন্যান্ট (ঘ) স্টেরিওলাইন গ্লুটিন্যান্ট
সঠিক উত্তর: (ক) পেনিট্র্যান্ট


৯। কোনটি জীবিত?
(ক) মেরিকহিপ্পাস (খ) মেসোহিপ্পাস
(গ) ইকুয়াস (ঘ) ইয়োহিপ্পাস
সঠিক উত্তর: (গ) ইকুয়াস


১০। আগুনে কারো হাত পড়লে সংগে সংগে সে তার হাত সরিয়ে নিবে। এটা কোন ধরনের আচরণ?
(ক) স্বভাবজাত (খ) প্রতিবর্ত ক্রিয়া
(গ) শিখন (ঘ) ট্যাক্সিস
সঠিক উত্তর: (খ) প্রতিবর্ত ক্রিয়া


১১। রক্ত দানে Blood Group- 'B' এর ক্ষেত্রে প্রযোজ্য-
(ক) B → A, B (খ) B → AB, O (গ) B → A, O (ঘ) B → AB, B
সঠিক উত্তর: (ঘ) B → AB, B

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও :
খেলার মাঠে সোহেল চাকতি নিক্ষেপের সময় বাহুর গোড়ায় তীব্র ব্যথা অনুভব করলো। ডাক্তারি পরীক্ষায় জানা গেল বাহুর অস্থিটি সংশ্লিষ্ট গহ্বর থেকে স্থানচ্যুত হয়েছে।

১২। উদ্দীপকে উল্লিখিত অস্থিটির নাম হলো-
(ক) রেডিও আলনা (খ) হিউমেরাস (গ) ফিমার (ঘ) টিবিও ফিবুলা
সঠিক উত্তর:(খ) হিউমেরাস


১৩। উদ্দীপকে উল্লিখিত গহ্বর সংশ্লিষ্ট অস্থিগুলো হচ্ছে-
i. স্ক্যাপুলা
ii. ক্লাভিকল
iii. স্টারনাম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


১৪। দেহের ভারসাম্য রক্ষার অনুভূতি গ্রহণ করে কত নম্বর স্নায়ুর মাধ্যমে?
(ক) VII (খ) VIII
(গ) IX (ঘ) X
সঠিক উত্তর: (খ) VIII


১৫। কোনটি মিথোজীবি প্রজাতি?
(ক) Hydra vulgaris
(খ) Hydra oligactis
(গ) Hydra gangetica
(ঘ) Chlorohydra viridissima
সঠিক উত্তর: (ঘ) Chlorohydra viridissima


১৬। অ্যাপেন্ডিক্স অঙ্গটি যুক্ত থাকে-
i. সিকাম
ii. রেকটাম
iii. বৃহদান্ত্র
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


১৭। কার্ডো কোন উপাঙ্গের অংশ?
(ক) ল্যাব্রাম (খ) ম্যান্ডিবল
(গ) ল্যাবিয়াম (ঘ) ম্যাক্সিলা
সঠিক উত্তর: (ঘ) ম্যাক্সিলা


১৮। কোনটি ভার্টিব্রেট?
(ক) চিংড়ি মাছ (খ) তারা মাছ
(গ) জেলী ফিস (ঘ) কাতলা মাছ
সঠিক উত্তর: (ঘ) কাতলা মাছ


১৯। “তিনটি ভ্রূণীয় স্তর” গঠিত হয় কোন ধাপে?
(ক) নিষেক (খ) ক্লিভেজ
(গ) গ্যাস্ট্রুলেশন (ঘ) অর্গানোজেনেসিস
সঠিক উত্তর: (গ) গ্যাস্ট্রুলেশন


২০। কোনটিকে মানুষের হৃৎপিন্ডের পেসমেকার বলা হয়?
(ক) সাইনো অ্যাট্রিকুলার নোড (SAN)
(খ) অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড (AVN)
(গ) পার্কিনজি তন্তু
(ঘ) বান্ডল অব হিজ
সঠিক উত্তর: (ক) সাইনো অ্যাট্রিকুলার নোড (SAN)


২১। কোন কারণে ১৩ : ৩ অনুপাত হয়?
(ক) লিথাল জিন (খ) পরিপূরক জিন
(গ) সেক্স-লিংকড জিন (ঘ) এপিস্ট্যাটিক জিন
সঠিক উত্তর: (ঘ) এপিস্ট্যাটিক জিন


২২। কোনটি ভ্যাক্সিন প্রয়োগে প্রতিরোধ করা যায়?
i. এইডস
ii. সিফিলিস
iii. গনোরিয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও: সাদবিন একাদশ শ্রেণির ছাত্র। প্রাণিবিজ্ঞান ক্লাসে সে রুই মাছের গঠন সম্পর্কে জ্ঞান লাভ করেছে।

২৩। উদ্দীপকের মাছটির বৈশিষ্ট্য হলো-
i. পুচ্ছ পাখনা সমান
ii. ফুলকা ৬ জোড়া
iii. মুখছিদ্র সম্মুখে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


২৪। উদ্দীপকের মাছটির রক্ত প্রবাহের দিক →
(ক) অ্যাট্রিয়াম → ভেন্ট্রিকল → সাইনাস ভেনোসাস → বাল্বাস আর্টেরিওসাস
(খ) সাইনাস ভেনোসাস → অ্যাট্রিয়াম → ভেন্ট্রিকল → বাল্বাস আর্টেরিওসাস
(গ) ভেন্ট্রিকল → সাইনাস ভেনোসাস → বাল্বাস আর্টেরিওসাস → অ্যাট্রিয়াম
(ঘ) বাল্বাস আর্টেরিওসাস → অ্যাট্রিয়াম → ভেন্ট্রিকল → সাইনাস ভেনোসাস
সঠিক উত্তর: (খ) সাইনাস ভেনোসাস → অ্যাট্রিয়াম → ভেন্ট্রিকল → বাল্বাস আর্টেরিওসাস


২৫। কোন স্তরে গবলেট কোষ থাকে?
(ক) সেরোসা (খ) মিউকোসা
(গ) সাব মিউকোসা (ঘ) মাসকিউলারিস মিউকোসা
সঠিক উত্তর: (খ) মিউকোসা


২৬। অধিক ধুমপানের ফলে সৃষ্ট রোগ কোনটি?
(ক) ব্রঙ্কাইটিস (খ) প্ল্যুরোসি
(গ) এমফাইসেমা (ঘ) ওটিসিস মিডিয়া
সঠিক উত্তর: (ক) ব্রঙ্কাইটিস


২৭।

চিত্রে 'P' চিহ্নিত অংশটির নাম কি?

(ক) পিউপিল (খ) আইরিস (গ) অন্ধবিন্দু (ঘ) ফোবিয়া সেন্ট্রালিস
সঠিক উত্তর: (ক) পিউপিল

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও :
জীববিজ্ঞান শিক্ষক ক্লাসে ‘দেহের প্রতিরক্ষায় রক্তের ভূমিকা’ বোঝালেন।

২৮। নিচের কোনটি উদ্দীপক সংশ্লিষ্ট?
(ক) প্লাজমা (খ) R.B.C
(গ) W.B.C (ঘ) অণুচক্রিকা
সঠিক উত্তর: (গ) W.B.C


২৯। উদ্দীপকের আলোকে প্রতিরক্ষার উপায়গুলো হচ্ছে-
i. জীবাণুকে সক্রিয় করে
ii. জীবাণুকে নিষ্ক্রিয় করে
iii. এন্টিবডি তৈরি করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


৩০। সন্ধিপদী প্রাণীদের ক্ষেত্রে কোনটি সঠিক?
(ক) মালপিজিয়ান নালিকা (খ) মালপিজিয়ান বডি
(গ) নেফ্রিডিয়া (ঘ) পানি সংবহনতন্ত্র
সঠিক উত্তর: (ক) মালপিজিয়ান নালিকা


৩১। ‘কেসিন’ কোন ধরনের উপাদান?
(ক) শর্করা (খ) প্রোটিন
(গ) ফ্যাট (ঘ) ভিটামিন
সঠিক উত্তর: (খ) প্রোটিন

নিচের উদ্দীপকটি থেকে ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও :


৩২। চিত্রে উল্লিখিত 'P' চিহ্নিত অংশটি কি?
(ক) মাইক্রোভিলাই (খ) বোম্যানস ক্যাপসুল
(গ) গ্লোমেরুলাস (ঘ) পোডোসাইট
সঠিক উত্তর: (খ) বোম্যানস ক্যাপসুল


৩৩। চিত্রে উল্লিখিত 'Q' চিহ্নিত অংশের কাজ হলো-
i. আলট্রাফিলট্রেশন
ii. পুনঃশোষণ
iii. N2-ঘটিত বর্জ্য প্ররিস্রুতকরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


৩৪। কোন প্রাণীর রক্ত সংবহনতন্ত্র মুক্ত?
(ক) ঘাস ফড়িং (খ) রুই মাছ
(গ) পাখি (ঘ) মানুষ
সঠিক উত্তর: (ক) ঘাস ফড়িং


৩৫। “অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার” মতবাদটি প্রবর্তন করেন কোন বিজ্ঞানী?
(ক) হুগো দ্য ভ্রিস
(খ) চার্লস ডারউইন
(গ) ল্যামার্ক
(ঘ) আর্নস্ট হেকেল
সঠিক উত্তর: (গ) ল্যামার্ক




এইচএসসি বহুনির্বাচনি অভীক্ষা

দিনাজপুর বোর্ড - ২০১৫

জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয় কোড: ১৭৯

সময়-৩৫ মিনিট

পূর্ণমান: ৩৫

[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।


১। শুক্রাণুর নিউক্লিয়াসে কয়টি ক্রোমোজোম থাকে?
(ক) ২টি (খ) ২২টি
(গ) ২৩টি (ঘ) ৪৬টি
সঠিক উত্তর: (গ) ২৩টি
নিচের উদ্দীপকটি থেকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও :


২। উদ্দীপকে উল্লেখিত কোন পথটি CO2 যুক্ত রক্ত বহন করে?
(ক) দেহ → A (খ) D → দেহ
(গ) ফুসফুস → B (ঘ) B → D
সঠিক উত্তর: (ক) দেহ → A


৩। উদ্দীপকের 'D' প্রকোষ্ঠের ক্ষেত্রে প্রযোজ্য-
i. এটি অ্যাওর্টার সাথে যুক্ত
ii. এটির প্রাচীর খুব পুরু
iii. ট্রাইকাসপিড কপাটিকা উপস্থিত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৪। হিপনোটক্সিনের রাসায়নিক উপাদানগুলো কী কী?
(ক) প্রোটিন ও লিপিড (খ) ফেনল ও প্রোটিন
(গ) ফেনল ও লিপিড (ঘ) লিপিড ও এসিড
সঠিক উত্তর: (খ) ফেনল ও প্রোটিন


৫। প্রকৃত চোয়াল ও জোড় উপাঙ্গবিহীন এবং তরুণাস্থিময় মৎস্যগোষ্ঠী কোন শ্রেণির অন্তর্গত?
(ক) Cephalaspidomorphi
(খ) Chondrichthyes
(গ) Actinopterygii (ঘ) Sarcopterygii
সঠিক উত্তর: (খ) Chondrichthyes

নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও :


৬। উল্লেখিত চিত্রটির 'A' অঙ্গের অন্তঃক্ষরা অংশ থেকে নিঃসৃত পদার্থ কোনটি?
(ক) থাইরক্সিন (খ) প্রোল্যাকটিন
(গ) অ্যাড্রেনালিন (ঘ) ইনসুলিন
সঠিক উত্তর: (ঘ) ইনসুলিন


৭। প্রদর্শিত গ্রন্থিটির অন্তঃক্ষরা অংশ থেকে নিঃসৃত পদার্থের কাজ কি?
(ক) রক্তে গ্লুকোজের পরিমাণ হ্রাস করে
(খ) রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে
(গ) রক্তে ক্যালসিয়ামের পরিমাণ হ্রাস করে
(ঘ) রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধি করে
সঠিক উত্তর: (ক) রক্তে গ্লুকোজের পরিমাণ হ্রাস করে


৮। শব্দ উৎসের প্রেক্ষিতে সম্পন্ন ওরিয়েন্টেশনকে কি বলা হয়?
(ক) কেমোট্যাক্সিস (খ) ফটোট্যাক্সিস
(গ) ফোনোট্যাক্সিস (ঘ) জিওট্যাক্সিস
সঠিক উত্তর: (গ) ফোনোট্যাক্সিস


৯। মানবদেহে গ্লিনয়েড গহ্বর কোথায় থাকে?
(ক) অগ্রপদে (খ) পশ্চাৎপদে
(গ) বক্ষাস্থি চক্রে (ঘ) শ্রোণীচক্রে
সঠিক উত্তর: (গ) বক্ষাস্থি চক্রে


১০। মানুষের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি?
(ক) কক্কিক্স (খ) নখ (গ) ডায়াফ্রাম (ঘ) কর্ণাস্থি
সঠিক উত্তর: (ক) কক্কিক্স


১১। অ্যালভিওলাসের প্রাচীরের জন্য প্রযোজ্য হল-
i. স্কোয়ামাস এপিথেলিয় কোষে গঠিত
ii. সারফেকট্যান্ট ক্ষরণ করে
iii. কোলাজেন ও ইলাস্টিন তন্তু সমৃদ্ধ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


১২। মানুষের সুষুম্নাস্নয়ুর সংখ্যা কত জোড়া?
(ক) ৩০ (খ) ৩১ (গ) ৩২ (ঘ) ৩৩
সঠিক উত্তর: (খ) ৩১


১৩। নিচের কোনটি রুইমাছে স্পর্শ ইন্দ্রিয়ের কাজ করে?
(ক) সাইক্লয়েড আঁইশ (খ) কানকো
(গ) পার্শ্বীয় রেখা (ঘ) বায়ুথলি
সঠিক উত্তর: (গ) পার্শ্বীয় রেখা

নিচের উদ্দীপকটি দেখে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও:


১৪। উদ্দীপকের 'A' চিহ্নিত কোষের কাজ কি?
(ক) পরিপাক (খ) শ্বসন
(গ) রেচন (ঘ) চলন
সঠিক উত্তর: (ক) পরিপাক


১৫। উদ্দীপকের 'B' চিহ্নিত কোষের ক্ষেত্রে প্রযোজ্য-
i. পিচ্ছিল মিউকাস ক্ষরণ করে
ii. এটি এক্টোডার্ম ও এন্ডোডার্মে বিদ্যমান
iii. অন্য কোষে রূপান্তরিত হতে পারে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


১৬। ভারী চেইনের পার্থক্যের ভিত্তিতে অ্যান্টিবডি কত প্রকার?
(ক) ৩ (খ) ৪ (গ) ৫ (ঘ) ৬
সঠিক উত্তর: (ঘ) ৬


১৭। অ্যাড্রিনাল গ্রন্থি কোন অঙ্গের সাথে নিবিড়ভাবে যুক্ত?
(ক) মস্তিষ্ক (খ) ট্রাকিয়া (গ) যকৃত (ঘ) বৃক্ক
সঠিক উত্তর: (ঘ) বৃক্ক


১৮। নিচের কোনটি সহজাত আচরণ?
(ক) অভ্যাসগত (খ) সাপেক্ষীকরণ
(গ) অনুকরণ (ঘ) অপত্য লালন
সঠিক উত্তর: (ঘ) অপত্য লালন


১৯। ঘাসফড়িং এর মস্তকে ওসেলাস কয়টি?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
সঠিক উত্তর: (খ) ৩


২০। হিউমেরাস ও ফিমারের মস্তকে কোন ধরনের তরুণাস্থি থাকে?
(ক) হায়ালিন (খ) পীত তন্তুময়
(গ) শ্বেত তন্তুময় (ঘ) ক্যালসিফাইড
সঠিক উত্তর: (ঘ) ক্যালসিফাইড


২১। কোন পর্বের প্রাণীতে শিখাকোষ পাওয়া যায়?
(ক) Porifera (খ) Cnidaria
(গ) Platyhelminthes (ঘ) Nematoda
সঠিক উত্তর: (গ) Platyhelminthes


২২। হিমোফিলিয়া বাহক মা (XHXh) এবং স্বাভাবিক বাবা (XHY)- এর কোন সন্তানটি হবে হিমোফিলিয়া আক্রান্ত?
(ক) XhY (খ) XHY (গ) XHXh (ঘ) XHXH
সঠিক উত্তর: (ক) XhY


২৩। ঘাসফড়িং এর পায়ের গঠনে সঠিক ক্রম কোনটি?
(ক) ট্রোক্যান্টার → ফিমার → টিবিয়া → কক্সা → টার্সাস
(খ) কক্সা → ট্রোক্যান্টার → ফিমার → টিবিয়া → টার্সাস
(গ) কক্সা → ফিমার → ট্রোক্যান্টার → টিবিয়া → টার্সাস
(ঘ) কক্সা → টিবিয়া → ফিমার → ট্রোক্যান্টার → টার্সাস
সঠিক উত্তর: (খ) কক্সা → ট্রোক্যান্টার → ফিমার → টিবিয়া → টার্সাস

নিচের উদ্দীপকটি আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও :
ফরিদ বর্জ্য ও বর্জ্য নিষ্কাশন অধ্যায় পড়ে জানতে পারলো যে, মূত্রের উপাদানগুলোর মধ্যে প্রধান নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ হলো ইউরিয়া।

২৪। উদ্দীপকে উল্লেখিত পদার্থটি তৈরি হয় কোন অঙ্গে?
i. বৃক্ক
ii. মস্তিষ্ক
iii. যকৃত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


২৫। উল্লেখিত পদার্থ যে চক্রের মাধ্যমে উৎপন্ন হয় তার নাম কি?
(ক) অরনিথিন চক্র (খ) ফ্যাটিএসিড চক্র
(গ) নাইট্রোজেন চক্র (ঘ) ক্রেবস চক্র
সঠিক উত্তর: (ক) অরনিথিন চক্র


২৬। মানুষের অ্যাপেনডিক্স পরিপাক নালীর কোন অংশের সাথে যুক্ত?
(ক) জেজুনাম (খ) ইলিয়াম (গ) সিকাম (ঘ) কোলন
সঠিক উত্তর: (গ) সিকাম


২৭। স্ক্লেরার স্বচ্ছ অংশের নাম কি?
(ক) লেন্স (খ) কর্ণিয়া (গ) আইরিস (ঘ) পিউপিল
সঠিক উত্তর: (খ) কর্ণিয়া


২৮। নিচের কোনটি পুরুষের জন্ম নিরোধক পদ্ধতি?
(ক) ডায়াফ্রাম (খ) ভ্যাসেকটমী
(গ) কপার T (ঘ) টিউবেকটমী
সঠিক উত্তর: (খ) ভ্যাসেকটমী


২৯। রক্ত তঞ্চনের জন্য নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: (খ)


৩০। নিচের কোনটি ফিটাস থেকে মায়ের রক্তে পরিবাহিত হয়?
(ক) অ্যামাইনো এসিড (খ) অক্সিজেন
(গ) গ্লুকোজ (ঘ) ইউরিয়া
সঠিক উত্তর: (ঘ) ইউরিয়া


৩১। মানুষের হৃৎপিণ্ডে ভেন্ট্রিকলের সিস্টোল হলে নিচের কি ঘটবে?
(ক) সেমিলুনার কপাটিকা খুলে যাবে
(খ) বাইকাসপিড কপাটিকা খুলে যাবে
(গ) সেমিলুনার কপাটিকা বন্ধ হবে
(ঘ) ট্রাইকাসপিড কপাটিকা খুলে যাবে
সঠিক উত্তর: (ক) সেমিলুনার কপাটিকা খুলে যাবে


৩২। সিমেন তৈরির জন্য পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে কোন অঙ্গ?
(ক) ভাস ডিফারেন্স
(খ) শুক্রাশয়
(গ) সেমিনাল ভেসিকল
(ঘ) এপিডিডাইমিস
সঠিক উত্তর: (গ) সেমিনাল ভেসিকল


নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও :
একটি বিশুদ্ধ কালো গিনিপিগ (BB) ♂ এবং একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের (bb) ♀ মধ্যে ক্রস করলে F1 জনুতে সকল সন্তান কালো হয়। আবার F2 জনুতে ৩টি কালো ও ১টি সাদা সন্তান জন্ম নেয়।

৩৩। উদ্দীপক অনুযায়ী F2 জনুতে কয়টি গিনিপিগের জিনোটাইপ হোমোজাইগাস?
(ক) ১
(খ) ২
(গ) ৩
(ঘ) ৪
সঠিক উত্তর: (খ) ২


৩৪। উদ্দীপক অনুযায়ী কোন সংকরায়নকে টেস্ট ক্রস বলা যায়?
(ক) BB X BB (খ) BB X Bb
(গ) Bb X Bb (ঘ) bb X Bb
সঠিক উত্তর: (ঘ) bb X Bb


৩৫। গবলেট কোষ পাওয়া যায় কোন অঙ্গে?
(ক) ফুসফুস (খ) অন্ত্র (গ) অগ্ন্যাশয় (ঘ) যকৃত
সঠিক উত্তর: (খ) অন্ত্র




এইচএসসি বহুনির্বাচনি অভীক্ষা

কুমিল্লা বোর্ড - ২০১৫

জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয় কোড: ১৭৯

সময়-৩৫ মিনিট

পূর্ণমান: ৩৫

[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।


১। হৃৎপিণ্ডের কোন প্রাচীর সংকোচন প্রসারণে সক্রিয় ভূমিকা পালন করে?
(ক) পেরিকার্ডিয়াম (খ) এপিকার্ডিয়াম (গ) এন্ডোকার্ডিয়াম (ঘ) মায়োকার্ডিয়াম
সঠিক উত্তর: (ঘ) মায়োকার্ডিয়াম


২। স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন (বাহক নয়) স্ত্রী এবং বর্ণান্ধ পুরুষের মধ্যে বিয়ে হলে তাদের কন্যা সন্তানদের স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হওয়ার সম্ভাবনার হার কত?
(ক) ১০০%
(খ) ৫০%
(গ) ২৫%
(ঘ) ০০%
সঠিক উত্তর: (ক) ১০০%


৩। Azoospermia কী?
(ক) সিমেনে অপরিপক্ক শুক্রাণুর উপস্থিতি
(খ) সিমেনে শুক্রাণুর অনুপস্থিতি
(গ) সিমেনে কম সংখ্যক শুক্রাণুর উপস্থিতি
(ঘ) সিমেনে স্বাভাবিক সংখ্যার শুক্রাণুর উপস্থিতি
সঠিক উত্তর: (খ) সিমেনে শুক্রাণুর অনুপস্থিতি


৪। ব্যাকটেরিয়াজনিত যৌনবাহিত রোগ হলো-
i. এইডস
ii. সিফিলিস
iii. গনোরিয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও :
শিক্ষক বললেন যে, পরিপাকতন্ত্রে এমন একটি অঙ্গ আছে যা HCl ক্ষরণ করে খাদ্য পরিপাকে সাহায্য করলেও নিজে কখনও পরিপাক হয় না।

৫। উদ্দীপকের অংগটি কোন স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়?
(ক) অকুলোমোটর (খ) অপথ্যালমিক
(গ) গ্লসোফ্যারিঞ্জিয়াল (ঘ) ভেগাস
সঠিক উত্তর: (ঘ) ভেগাস


৬। উদ্দীপক অঙ্গের কোন কোষ থেকে HCl ক্ষরিত হয়?
(ক) অক্সিনটিক কোষ (খ) মিউকাস কোষ
(গ) আর্জেন্টাফিন কোষ (ঘ) জাইমোজেনিক কোষ
সঠিক উত্তর: (ক) অক্সিনটিক কোষ


৭। ঘাসফড়িং এর বক্ষ অঞ্চলের ক্ষেত্রে-
i. একজোড়া শুঙ্গ থাকে
ii. তিন জোড়া পা থাকে
iii. দুই জোড়া শ্বাসছিদ্র থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


৮। উদ্দীপকের গ্রাহক প্রতিক্রিয়ার ক্ষেত্রে সঠিক গতিপথ কোনটি?
(ক) কর্ণিয়া → লেন্স → ভিট্রিয়াস হিউমার → অ্যাকুয়াস হিউমার → রেটিনা
(খ) কর্ণিয়া → লেন্স → অ্যাকুয়াস হিউমার → ভিট্রিয়াস হিউমার → রেটিনা
(গ) কর্ণিয়া → অ্যাকুয়াস হিউমার → লেন্স → ভিট্রিয়াস হিউমার → রেটিনা
(ঘ) কর্ণিয়া → ভিট্রিয়াস হিউমার → লেন্স → অ্যাকুয়াস হিউমার → রেটিনা
সঠিক উত্তর: (গ) কর্ণিয়া → অ্যাকুয়াস হিউমার → লেন্স → ভিট্রিয়াস হিউমার → রেটিনা


৯। কোন নেমাটোসিস্টে হিপনোটক্সিন থাকে?
(ক) পেনিট্র্যান্ট (খ) ভলভেন্ট
(গ) স্টেরিওলিন গ্লুটিন্যান্ট (ঘ) স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট
সঠিক উত্তর: (ক) পেনিট্র্যান্ট


১০। রেসাস বানরের বৈজ্ঞানিক নাম কী?
(ক) Nycticebus coucang
(খ) Rhinoceros unicornis
(গ) Panthera leo (ঘ) Macaca mulata
সঠিক উত্তর: (ঘ) Macaca mulata


১১। মহিলাদের অস্থায়ী দীর্ঘমেয়াদি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিসমূহ-
i. IUD
ii. ডায়াফ্রাম
iii. ইমপ্লান্ট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


১২। পেশি কোষের আবরণীকে কী বলা হয়?
(ক) সারকোলেমা
(খ) মায়োব্লাস্ট
(গ) মায়োফাইব্রিল
(ঘ) পেশি তন্ত্র
সঠিক উত্তর: (ক) সারকোলেমা

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও :


১৩। চিত্রে উল্লিখিত P চিহ্নিত অংশটি কী?
(ক) মাইক্রোভিলাই (খ) বোম্যানস ক্যাপসুল
(গ) গ্লোমেরুলাস (ঘ) পোডোসাইট
সঠিক উত্তর: (খ) বোম্যানস ক্যাপসুল


১৪। চিত্রে উল্লিখিত Q চিহ্নিত অংশের কাজ-
i. আলট্রাফিলট্রেশন ii. পুনঃশোষণ
iii. N2 ঘটিত বর্জ্য পরিশ্রুতকরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও :


১৫। উদ্দীপকের 'A' চিহ্নিত অংশটি হলো-
(ক) স্পাইনাস প্রসেস (খ) ট্রান্সভার্স প্রসেস
(গ) ক্যাপিচুলার প্রসেস (ঘ) আর্টিকুলার প্রসেস
সঠিক উত্তর: (ক) স্পাইনাস প্রসেস


১৬। উদ্দীপকের ক্ষেত্রে প্রযোজ্য-
i. পাঁজরের ক্যাপিচুলামের সাথে যুক্ত
ii. মেরুদণ্ড গঠন করে
iii. ভার্টিব্রাল ফোরামেন বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


১৭। অক্সিজেন পরিবহণে সহায়তাকারী রক্ত কণিকার নাম কী?
(ক) লিম্ফোসাইট (খ) মনোসাইট
(গ) এরাইথ্রোসাইট (ঘ) থ্রোম্বোসাইট
সঠিক উত্তর: (গ) এরাইথ্রোসাইট


১৮। কোন পর্বের প্রাণীতে শিখা কোষ দেখা যায়?
(ক) Platyhelminthes (খ) Cnidaria
(গ) Nematoda (ঘ) Mollusca
সঠিক উত্তর: (ক) Platyhelminthes


১৯। প্রাণিদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সৃষ্টি হয় কোথা থেকে?
(ক) সিলোম (খ) ভ্রূণস্তর
(গ) খন্ডক ঘ) নটোকর্ড
সঠিক উত্তর: (খ) ভ্রূণস্তর


২০। সম্পূর্ণ চার প্রকোষ্ঠবিশিষ্ট হৃৎপিন্ড কোন সরীসৃপে দেখতে পাওয়া যায়?
(ক) কুমীর খ) টিকটিকি
(গ) কচ্ছপ ঘ) সাপ
সঠিক উত্তর: (ক) কুমীর


২১। প্রবাহমান পানি দ্বারা প্রভাবিত হয়ে সচল প্রাণীতে যে ট্যাক্সিস ঘটে, তার নাম কী?
(ক) জিওট্যাক্সিস (খ) থিগমোট্যাক্সিস
(গ) অ্যারোট্যাক্সিস (ঘ) রিওট্যাক্সিস
সঠিক উত্তর: (ঘ) রিওট্যাক্সিস


২২। মানুষের কত জোড়া লালাগ্রন্থি থাকে?
(ক) এক জোড়া (খ) দুই জোড়া
(গ) তিন জোড়া (ঘ) চার জোড়া
সঠিক উত্তর: (গ) তিন জোড়া

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:
শীতকালে সাইবেরিয়া থেকে অনেক পাখি অভিপ্রায়ন ঘটিয়ে আমাদের দেশের বিভিন্ন জলাভূমিতে আসে। আবার মাকড়সাও নির্দিষ্ট রীতিতে সুন্দর করে জাল বুনে।

২৩। উদ্দীপকে প্রাণী দুটি কিরূপ আচরণ প্রদর্শন করে?
(ক) সামাজিক আচরণ (খ) সহজাত আচরণ
(গ) শিক্ষণ আচরণ (ঘ) রিফ্লেক্স
সঠিক উত্তর: (খ) সহজাত আচরণ


২৪। উদ্দীপকের ২য় প্রাণীর ক্ষেত্রে-
i. স্কে¬রোপ্রোটিন দ্বারা জালের সুতা গঠিত
ii. একই ব্যাসের ইস্পাতের সুতার চেয়েও শক্ত
iii. ছেঁড়ার আগে দৈর্ঘ্যরে ১৫ অংশ পর্যন্ত প্রসারিত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


২৫। 'Theory of Natural Selection' - মতবাদটি কোন পুস্তকে প্রকাশিত হয়?
(ক) Origin of Life
(খ) Origin of Species
(গ) Origin of Organic Evolution
(ঘ) Philosophic Zoologique
সঠিক উত্তর: (খ) Origin of Species


২৬। রুই মাছের ফুলকা সংখ্যা কত জোড়া?
(ক) চার জোড়া (খ) পাঁচ জোড়া
(গ) ছয় জোড়া (ঘ) সাত জোড়া
সঠিক উত্তর: (ক) চার জোড়া


২৭। ডাই-হাইব্রিড ক্রস এর মেন্ডেলীয় অনুপাত কোনটি?
(ক) ১ : ২ : ১ (খ) ১৩ : ৩
(গ) ৯ : ৩ : ৩ : ১ (ঘ) ৩ : ১
সঠিক উত্তর: (গ) ৯ : ৩ : ৩ : ১


২৮। Labeo rohita র আঁইশের কেন্দ্রকে কী বলে?
(ক) সারকুলী (খ) অ্যানুলী
(গ) ফোকাস (ঘ) ক্রোমাটোফোর
সঠিক উত্তর: (গ) ফোকাস


২৯। মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম কী?
(ক) সেরিব্রাম (খ) সেরিবেলাম
(গ) মেডুলা অবলংগাটা ঘ) মধ্যমস্তিষ্ক
সঠিক উত্তর: (ক) সেরিব্রাম


৩০। কোন হরমোন কম ক্ষরণ হলে গলগণ্ড রোগ হয়?
(ক) ট্রাইআয়োডোথাইরোনিন (খ) ক্যালসিটোনিন
(গ) অক্সিটোসিন (ঘ) থাইরক্সিন
সঠিক উত্তর: (ঘ) থাইরক্সিন

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩১ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও :


৩১। উদ্দীপকের 'A' চিহ্নিত অংশটির আবরণের নাম কি?
(ক) পেরিকার্ডিয়াম (খ) ট্রাবেকিউলি
(গ) প্লুরা (ঘ) ডায়াফ্রাম
সঠিক উত্তর: (খ) ট্রাবেকিউলি


৩২। উদ্দীপকের 'A' চিহ্নিত অংশের জন্য প্রযোজ্য-
i. O2 ও CO2 এর বিনিময় ঘটে
ii. সারফেকট্যান্ট ক্ষরণ করে
iii. কোলাজেন তন্তু অনুপস্থিত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৩৩। যে জিন নন-অ্যালিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তাকে কী বলে?
(ক) মারণ জিন (খ) পরিপূরক জিন (গ) এপিস্ট্যাটিক জিন (ঘ) হাইপোস্ট্যাটিক জিন
সঠিক উত্তর: (গ) এপিস্ট্যাটিক জিন


৩৪। মূত্রের রং খড় বর্ণ হওয়ার জন্য দায়ী বস্তু হলো-
(ক) অ্যামোনিয়া
(খ) বিলিরুবিন
(গ) ইউরোক্রোম
(ঘ) কিটোন বডিস
সঠিক উত্তর: (গ) ইউরোক্রোম


৩৫। হিপনোটক্সিনে উপস্থিত থাকে?
i. ফেনল ii. লিপিড
iii. প্রোটিন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii




এইচএসসি বহুনির্বাচনি অভীক্ষা

সিলেট বোর্ড - ২০১৫

জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয় কোড: ১৭৯

সময়-৩৫ মিনিট

পূর্ণমান: ৩৫

[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।


১। Arthropoda পর্বের বৈশিষ্ট্য কোনটি?
(ক) অস্টিয়া (খ) শিখা কোষ
(গ) হিমোসিল (ঘ) নালিকা পদ
সঠিক উত্তর: (গ) হিমোসিল


২। হাইড্রার ধীর গতির চলন কোনটি?
(ক) লুপিং (খ) গ্লাইডিং
(গ) সমারসল্টিং (ঘ) সাঁতার
সঠিক উত্তর: (খ) গ্লাইডিং


৩। শ্বেত রক্তকণিকার কাজ হলো-
(ক) বিলিরুবিন উৎপন্ন (খ) রক্ত তঞ্চন
(গ) রক্তের সান্দ্রতা রক্ষা (ঘ) হেপারিন উৎপন্ন
সঠিক উত্তর: (ঘ) হেপারিন উৎপন্ন


৪। হার্ট অ্যাটাক এর লক্ষণসমূহ হলো-
i. দ্রুত ও অনিয়মিত হৃদ স্পন্দন
ii. অতিরিক্ত ঘাম নির্গত হওয়া
iii. পায়ে পানি জমা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৫। পেরিট্রিম আবরণ কিসের অংশ?
(ক) স্পাইরাকল (খ) ট্রাকিয়া (গ) ট্রাকিওল কোষ (ঘ) ট্রাকিওল
সঠিক উত্তর: (ক) স্পাইরাকল


৬। আলোর প্রতি সাড়া দেওয়ার প্রক্রিয়া হলো-
(ক) Chemotaxis (খ) Thigmotaxis
(গ) Rheotaxis (ঘ) Phototaxis
সঠিক উত্তর: (ঘ) Phototaxis

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :


৭। উদ্দীপকের "B" অংশে উৎপন্ন হয়-
(ক) ট্রিপসিন এনজাইম (খ) মল্টেজ এনজাইম
(গ) টায়ালিন এনজাইম (ঘ) রেনিন এনজাইম
সঠিক উত্তর: (ঘ) রেনিন এনজাইম


৮। উদ্দীপকের "A" অংশের কাজ হলো-
i. ভিটামিন A ও D তৈরি
ii. ফাইব্রিনোজেন তৈরি
iii. প্রোথম্বিন তৈরি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


৯। পরিপূরক জীন এর ফিনোটাইপিক অনুপাত কত?
(ক) ১ : ২ : ১ (খ) ৯ : ৭
(গ) ১৩ : ৩ (ঘ) ৯ : ৩ : ৩ : ১
সঠিক উত্তর: (খ) ৯ : ৭


১০। টেস্টোস্টেরন হরমোনের কাজ হলো-
(ক) ডিম্বাণু সৃষ্টি (খ) এন্টিবডি সৃষ্টি
(গ) শুক্রাণু সৃষ্টি (ঘ) অমরা সৃষ্টি
সঠিক উত্তর: (গ) শুক্রাণু সৃষ্টি

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও :
মানুষের হৃদপিণ্ড একটি পাম্প অঙ্গ। এটি স্বয়ংক্রিয়ভাবে হৃদস্পন্দন তৈরি করে এবং বিশেষ বাহিকার মাধ্যমে সারা দেহে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে।

১১। উদ্দীপকে উল্লিখিত অঙ্গে কোনটি বিদ্যমান থাকে?
i. SAN
ii. পার্কিনজি তন্তু
iii. ঐচ্ছিক পেশী
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


১২। উদ্দীপকের উল্লিখিত রক্ত বাহিকার বৈশিষ্ট্য হলো-
i. প্রাচীর পুরু
ii. কপাটিকা থাকে না
iii. লুমেন বড়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


১৩। সুক্রেজ হলো-
(ক) অগ্ন্যাশয় রস (খ) আন্ত্রিক রস
(গ) পিত্ত রস (ঘ) গ্যাস্ট্রিক রস
সঠিক উত্তর: (খ) আন্ত্রিক রস


১৪। হাইড্রায় মুকুল তৈরি করে কোন কোষটি?
(ক) পুষ্টি কোষ (খ) নিডোসাইট কোষ
(গ) জনন কোষ (ঘ) ইন্টারস্টিশিয়াল কোষ
সঠিক উত্তর: (ঘ) ইন্টারস্টিশিয়াল কোষ


১৫। ঘাসফড়িং এর ডিম্বাণু কি ধরনের?
(ক) মেসোলেসিথাল (খ) টেলোলেসিথাল
(গ) সেন্ট্রোলেসিথাল (ঘ) মাইক্রো-লেসিথাল
সঠিক উত্তর: (গ) সেন্ট্রোলেসিথাল


১৬। স্বাভাবিক পুরুষের সাথে হিমোফিলিক বাহক মহিলার বিয়ে হলে তাদের পুত্র সন্তানের হিমোফিলিক হওয়ার সম্ভাবনার হার কত?
(ক) ২৫% (খ) ০%
(গ) ৫০% (ঘ) ১০০%
সঠিক উত্তর: (গ) ৫০%


১৭। ইথোলজির জনক কে?
(ক) টিনবারজেন (খ) লরেঞ্জ
(গ) পেভলো (ঘ) এরিস্টটল
সঠিক উত্তর: (খ) লরেঞ্জ


১৮। AIDS রোগের লক্ষণসমূহ হলো-
i. দ্রুত ওজন কমে যাওয়া
ii. দীর্ঘমেয়াদি জ্বর হওয়া
iii. প্রস্রাবে জ্বালা করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


১৯। কোনটি পুংজননতন্ত্রের অংশ?
(ক) ফেলোপিয়ান নালি (খ) ইনফান্ডিবুলাম
(গ) সারভিক্স (ঘ) স্ক্রোটাম
সঠিক উত্তর: (ঘ) স্ক্রোটাম


২০। অষ্টম করোটিক স্নায়ু কোনটি?
(ক) অলফ্যাক্টরি (খ) অডিটরি
(গ) ফেসিয়াল (ঘ) ট্রাইজেমিনাল
সঠিক উত্তর: (খ) অডিটরি

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও :
ডাক্তার একজন রোগীর রক্ত পরীক্ষা করে বললেন তার রক্তের গ্রুপ 'A'.

২১। উদ্দীপকের উল্লিখিত রক্ত গ্রুপের উপাদান হলো-
i. এন্টিজেন- A
ii. এন্টিবডি- b
iii. এন্টিজেন- B
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


২২। উদ্দীপকে উল্লিখিত রোগী কোন কোন রক্ত গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে?
i. "AB" গ্রুপ
ii. " O" গ্রুপ
iii. " A" গ্রুপ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


২৩। জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয় যে শাখায়-
(ক) Ecology
(খ) Evolution
(গ) Limnology
(ঘ) Paleontology
সঠিক উত্তর: (ঘ) Paleontology


২৪। প্রাণীর সহজাত আচরণ হলো-
i. মাকড়শার জাল তৈরি
ii. মৌমাছির মৌচাক তৈরি
iii. কুকুরের মুখে লালা ক্ষরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


২৫। মানুষের বক্ষপিঞ্জরে অস্থির সংখ্যা কয়টি?
(ক) ২৪ (খ) ২৫
(গ) ৩৩ (ঘ) ৬০
সঠিক উত্তর: (খ) ২৫


২৬। হাইপোথ্যালামাসের কাজ কোনটি?
(ক) ভারসাম্য নিয়ন্ত্রণ (খ) লালা ক্ষরণ নিয়ন্ত্রণ
(গ) হৃদস্পন্দন নিয়ন্ত্রণ (ঘ) দেহতাপ নিয়ন্ত্রণ
সঠিক উত্তর: (ঘ) দেহতাপ নিয়ন্ত্রণ


২৭। ডান ফুসফুস কয়টি লোবিউলে বিভক্ত?
(ক) ২ (খ) ৩
(গ) ১০ (ঘ) ৮
সঠিক উত্তর: (গ) ১০


২৮। পিউপিলের কাজ হলো-
(ক) অ্যাকুয়াস হিউমার উৎপন্ন করা
(খ) ধুলিবালি থেকে চোখকে রক্ষা করা
(গ) চক্ষুগোলকের ভিতর আলো প্রবেশ নিয়ন্ত্রণ করা
(ঘ) লাইসোজাইম এনজাইম ক্ষরণ
সঠিক উত্তর: (গ) চক্ষুগোলকের ভিতর আলো প্রবেশ নিয়ন্ত্রণ করা

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও :


২৯। উদ্দীপকে উল্লিখিত অঙ্গে ফিল্টার হয়-
i. ইউরিয়া
ii. প্রোটিন
iii. শর্করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৩০। উদ্দীপকে উল্লিখিত অঙ্গের কাজ হলো-
i. রক্ত চাপ নিয়ন্ত্রণ
ii. নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ অপসারণ
iii. রেনিন এনজাইম ক্ষরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


৩১। হেটারোসার্কাল লেজ পাওয়া যায় কোন শ্রেণিতে?
(ক) Chondrichthyes (খ) Amphibia
(গ) Osteichthyes (ঘ) Reptilia
সঠিক উত্তর: (ক) Chondrichthyes


৩২। মানবদেহের প্রতিরক্ষা স্তর কয়টি?
(ক) ২ (খ) ৩
(গ) ৪ (ঘ) ৫
সঠিক উত্তর: (খ) ৩


৩৩। রুই মাছের আঁইশ হলো-
(ক) প্লাকয়েড (খ) টিনয়েড
(গ) গ্যানয়েড (ঘ) সাইক্লয়েড
সঠিক উত্তর: (ঘ) সাইক্লয়েড


৩৪। ঐচ্ছিক পেশী পাওয়া যায় কোথায়?
(ক) জিহ্বায় (খ) হৃৎপিণ্ডে
(গ) পাকস্থলীতে (ঘ) জরায়ুতে
সঠিক উত্তর: (ক) জিহ্বায়


৩৫। ওটিটিস মিডিয়া কোথায় দেখা যায়?
(ক) নাকে (খ) ফুসফুসে
(গ) চোখে (ঘ) কানে
সঠিক উত্তর: (ঘ) কানে




এইচএসসি বহুনির্বাচনি অভীক্ষা

যশোর বোর্ড - ২০১৫

জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয় কোড: ১৭৯

সময়-৩৫ মিনিট

পূর্ণমান: ৩৫

[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।


১। ডায়াফ্রামে রক্ত সরবরাহ করে কোন ধমনি?
(ক) বৃক্কীয় (খ) ফ্রেনিক
(গ) সাবক্ল্যাভিয়ান (ঘ) ক্যারোটিড
সঠিক উত্তর: (খ) ফ্রেনিক


২। পেশিকলার আবরণ কোনটি?
(ক) নিউরোলেমা (খ) সারকোলেমা
(গ) প্লাজমালেমা (ঘ) পেরিটোনিয়াম
সঠিক উত্তর: (খ) সারকোলেমা


৩। ভ্রূণের পরিস্ফুটনের জন্য কোনটি সঠিক পর্যায়ক্রম?
(ক) ক্লিভেজ→ গ্যাস্ট্রুলেশন → ব্লাস্টুলেশন
(খ) গ্যাস্ট্রুলেশন → ব্লাস্টুলেশন→ক্লিভেজ
(গ) ক্লিভেজ → ব্লাস্টুলেশন → গ্যাস্ট্রুলেশন
(ঘ) ব্লাস্ট্রুলেশন→ ক্লিভেজ→ গ্যাস্টুলেশন
সঠিক উত্তর: (গ) ক্লিভেজ → ব্লাস্টুলেশন → গ্যাস্ট্রুলেশন


৪। হৃৎপিণ্ডের এন্ডোকার্ডিয়ামের কাজ হল-
i. অন্তঃপ্রাচীর গঠন করা
ii. হৃদকপাটিকাসমূহ খুলতে সাহায্য করা
iii. রক্তবাহিকার সাথে হৃৎপিণ্ডের অবিচ্ছিন্ন সংযোগ ঘটানো
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


৫। আকারে সর্বাপেক্ষা ক্ষুদ্র নেমাটোসিস্ট-
(ক) পেনিট্র্যান্ট (খ) ভলভেন্ট
(গ) স্টেরিওলিন গুটিন্যান্ট
(ঘ) স্ট্রেপটোলাইন গুটিন্যান্ট
সঠিক উত্তর: (গ) স্টেরিওলিন গুটিন্যান্ট


৬। মানুষের শ্বসনে শতকরা কতভাগ অক্সিজেন প্লাজমায় ভৌত দ্রবণরূপে পরিবাহিত হয়?
(ক) ০.১% (খ) ০.২% (গ) ২.০% (ঘ) ১০.০%
সঠিক উত্তর: (খ) ০.২%


৭। থোরাসিক কশেরুকার বৈশিষ্ট্য হল-
i. সেন্ট্রাম মাঝারী ও হৃৎপিণ্ড আকৃতির
ii. ভার্টিব্রাল ফোরামেন বড় ও ত্রিকোণা
iii. স্পাইনাস প্রসেস লম্বা ও সরু
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


৮। নেফ্রনের কোন অংশে সোডিয়াম এর পুনঃশোষণ ঘটে?
(ক) দূরবর্তী প্যাঁচানো নালিকা
(খ) হেনলির লুপ
(গ) নিকটবর্তী প্যাঁচানো নালিকা
(ঘ) সংগ্রাহক নালিকা
সঠিক উত্তর: (খ) হেনলির লুপ


৯। প্রাণীদের ক্ষেত্রে অ্যালট্র–ইজম হল-
(ক) পরার্থপরতা (খ) স্বার্থপরতা
(গ) অস্বাভাবিকতা (ঘ) অর্জিত গুণ
সঠিক উত্তর: (ক) পরার্থপরতা


১০। ক্ষুদ্রান্ত্রের কোন স্তরে গবলেট কোষ থাকে?
(ক) সেরোসা (খ) মিউকোসা
(গ) সাবমিউকোসা
(ঘ) মাসকিউলারিস মিউকোসা
সঠিক উত্তর: (খ) মিউকোসা


১১। রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা ও অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে কোন ধরনের রক্তকণিকা?
(ক) নিউট্রোফিল (খ) মনোসাইট
(গ) ইওসিনোফিল (ঘ) লিউকোসাইট
সঠিক উত্তর: (গ) ইওসিনোফিল


১২। নিচের কোনটি সঠিক নয়?
(ক) কেঁচো- নেফ্রিডিয়া
(খ) তারা মাছ-পানি সংবহনতন্ত্র
(গ) চিংড়ি-হিমোসিল
(ঘ) গোলকৃমি-ফ্রেমকোষ
সঠিক উত্তর: (ঘ) গোলকৃমি-ফ্রেমকোষ


১৩। PPQq জিনোটাইপ বিশিষ্ট দুটি জীবের মধ্যে সংকরায়নের ফলে জেনেটিক্যালি পৃথক অপত্যের সংখ্যা হবে-
(ক) ১ (খ) ২
(গ) ৩ (ঘ) ৪
সঠিক উত্তর: (গ) ৩


১৪। ক্ষুধার্ত প্রাণী অন্যকে খাবার খেতে দেখলে তার লালা ক্ষরণ হয়, এটি-
(ক) সহজাত আচরণ
(খ) সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া
(গ) অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া
(ঘ) শিক্ষণ আচরণ
সঠিক উত্তর: (গ) অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া

উদ্দীপকের আলোকে ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও:


১৫। উদ্দীপকে B চিহ্নিত অংশটি হল-
(ক) ইউস্টেসিয়ান নালি (খ) অ্যালভিওলার নালি
(গ) নিউম্যাটিক নালি (ঘ) সংগ্রাহী নালি
সঠিক উত্তর: (গ) নিউম্যাটিক নালি


১৬। উদ্দীপক A এর কাজ কোনটি?
i. আপেক্ষিক গুরুত্ব রক্ষা
ii. শব্দ তৈরি
iii. প্লবতা রক্ষা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


১৭। ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে উৎপন্ন হয় কোন হরমোন?
(ক) প্রোজেস্টেরন (খ) এস্ট্রোজেন
(গ) টেস্টোস্টেরন (ঘ) লুটিনাইজিং
সঠিক উত্তর: (ক) প্রোজেস্টেরন


১৮। একটি স্বাভাবিক দম্পতির সমস্ত সন্তান-সন্ততির অর্ধেক সংখ্যক পুত্র হিমোফিলিক এবং বাকি সংখ্যক কন্যা রোগটির বাহক। এই রোগটির জিন দম্পতির দেহে কোথায় অবস্থিত?
(ক) মায়ের উভয় X ক্রোমোজোমে
(খ) মায়ের একটি X ক্রোমোজোমে
(গ) পিতার Y ক্রোমোজোমে
(ঘ) পিতার X ও Y ক্রোমোজোমে
সঠিক উত্তর: (ক) মায়ের উভয় X ক্রোমোজোমে

সুমন নেল কাটার দিয়ে হাতের নখ কাটার সময় আঙ্গুলের কিছু অংশ কেটে গিয়ে কিছু লাল তরল বের হল এবং একসময় তা বন্ধ হয়ে গেল। উদ্দীপকটি পড় এবং ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও:

১৯। উদ্দীপকে উল্লিখিত তরলের বৈশিষ্ট্য হল-
i. একটি কোনো কণিকা বহন করে না
ii. এটি শ্বসনে বিশেষ ভূমিকা পালন করে
iii. এটি রেচনে বিশেষ ভূমিকা পালন করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


২০। উদ্দীপকের তরল পরা বন্ধ হওয়ার কারণ হল-
i. হেপারিনের কাজ বন্ধ হয়েছে
ii. থ্রম্বিনে কণিকা আটকা পড়েছে
iii. সিরাম নিঃসৃত হওয়ায় নালির সংকোচন ঘটেছে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


২১। স্মৃতিকোষ কোন ধরনের রক্তকণিকা?
(ক) লিম্ফোসাইট (খ) মনোসাইট
(গ) নিউট্রোফিল (ঘ) ম্যাক্রোফেজ
সঠিক উত্তর: (ক) লিম্ফোসাইট


২২। শ্বসনতন্ত্রের কোন অংশে এপিগ্লটিস অবস্থিত?
(ক) শ্বাসনালি (খ) স্বরযন্ত্র
(গ) গলবিল (ঘ) ভেস্টিবিউল
সঠিক উত্তর: (খ) স্বরযন্ত্র


২৩। চোখের একমাত্র আলোক সংবেদী অংশ কোনটি?
(ক) রেটিনা (খ) পিউপিল
(গ) আইরিশ (ঘ) অন্ধবিন্দু
সঠিক উত্তর: (ক) রেটিনা


২৪। ম্যাক্সিলারী পাল্পের কাজ হল-
i. পায়ের অগ্রভাগ পরিষ্কার করা
ii. খাদ্যোর স্বাদ গ্রহণ করা
iii. খাদ্য ধরা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


২৫। ডারউইনবাদের সব থেকে বড় দুর্বলতা হল-
(ক) অত্যাধিক হারে বংশবিস্তার
(খ) জীবন সংগ্রাম
(গ) যোগ্যতমের জয়
(ঘ) প্রকরণ (প্রাকৃতিক)
সঠিক উত্তর: (ঘ) প্রকরণ (প্রাকৃতিক)


২৬। ঘাস ফড়িং-এর বহিঃকংকালের অংশগুলো হল-
i. ভার্টেক্স
ii. স্টাইপস
iii. ক্লাইপিয়াস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


২৭। হিউমেরাসের মস্তকে পাওয়া যায় কোন ধরনের তরুণাস্থি?
(ক) শ্বেত-তন্তুময় (খ) ক্যালসিফাইড
(গ) হায়ালিন (ঘ) পীত-তন্তুময়
সঠিক উত্তর: (খ) ক্যালসিফাইড

উদ্দীপকের ভিত্তিতে ২৮ ও ২৯নং প্রশ্নের উত্তর দাও:


২৮। উদ্দীপকের M চিহ্নিত প্রাণীতে কোন বৈশিষ্ট্য দেখা যায়?
(ক) পোৗষ্টিকনালি সাধারণত প্যাঁচানো, কখনো U আকারের
(খ) শ্বসনতন্ত্র ও রক্ত সংবহনতন্ত্র উপস্থিত
(গ) এদের দেহ উভলিঙ্গিক
(ঘ) দেহ গহ্বরের ফাঁকে ফাঁকে বায়ুযুক্ত প্যারেনকাইমা কোষ বিদ্যমান
সঠিক উত্তর: (গ) এদের দেহ উভলিঙ্গিক


২৯। উদ্দীপকের 'N' কোন পর্বভূক্ত প্রাণী?
(ক) Cnidaria (খ) Nematoda
(গ) Platyhelminthes (ঘ) Annelida
সঠিক উত্তর: (ক) Cnidaria


৩০। মানবদেহে পানি ও লবণের মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন?
(ক) ভ্যাসোপ্রেসিন (খ) প্যারাথরমোন
(গ) অ্যালডোস্টেরন (ঘ) এপিনেফ্রিন
সঠিক উত্তর: (গ) অ্যালডোস্টেরন


৩১। নিডোসাইট কোষ অনুপস্থিত-
i. এপিডার্মিসে
ii. পদতলে
iii. এন্ডোডার্মিসে
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii

'G' সবুজ বর্ণের জন্য দায়ী জিন, 'g' হলুদ বর্ণের জন্য দায়ী জীন। P একটি এপিস্ট্যাটিক জিন, p প্রচ্ছন্ন অ্যালিল।

৩২। সবুজ বর্ণের জিনোটাইপ কোনটি?
i. GP
ii. Gg
iii. GG
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


৩৩। সাদা বর্ণের জিনোটাইপ কোনটি?
(ক) GGPp (খ) Ggpp
(গ) GGpp (ঘ) ggpp
সঠিক উত্তর: (ঘ) ggpp


৩৪। ট্যাক্সেসের বৈশিষ্ট্য হল-
i. জীব অপরিবর্তনীয় সাড়া দান করে
ii. স্থানিক দিকমুখিতা প্রদর্শন করে
iii. দিকমুখিতায় সম্পূর্ণ দেহ জড়িত থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৩৫। নিচের কোনটি করোটিকার অস্থি?
(ক) প্যালেটাইন (খ) ল্যাক্রিমাল
(গ) প্যারাইটাল (ঘ) ভোমার
সঠিক উত্তর: (গ) প্যারাইটাল




এইচএসসি বহুনির্বাচনি অভীক্ষা

বরিশাল বোর্ড - ২০১৫

জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয় কোড: ১৭৯

সময়-৩৫ মিনিট

পূর্ণমান: ৩৫

[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।


১। কোন পর্বের সকল প্রাণী সামুদ্রিক?
(ক) Porifera (খ) Cnidaria
(গ) Mollusca (ঘ) Echinodermata
সঠিক উত্তর: (ঘ) Echinodermata


২। কোন প্রক্রিয়ায় হাইড্রা দ্রুত চলে?
(ক) গ্লাইডিং (খ) সুইমিং
(গ) লুপিং (ঘ) সমারসল্টিং
সঠিক উত্তর: (ঘ) সমারসল্টিং


৩। Aves -এর বৈশিষ্ট্য হলো-
i. দেহ পালকযুক্ত
ii. শীতল রক্ত বিশিষ্ট
iii. অস্থি বায়ুপূর্ণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii

নিচের উদ্দীপকটি থেকে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :


৪। উদ্দীপকটি কোন ধরনের নিমাটোসিস্ট?
(ক) পেনিট্র্যান্ট (খ) ভলভেন্ট
(গ) স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট (ঘ) স্ট্যারিওলিন গ্লুটিন্যান্ট
সঠিক উত্তর: (ক) পেনিট্র্যান্ট


৫। উদ্দীপকটির কাজ হলো-
i. আত্মরক্ষা
ii. পরিপাক
iii. শিকার ধরা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


৬। ঘাসফড়িং এর প্রতিদেহ খন্ডকের শক্ত আবরণকে কি বলে?
(ক) সুচার (খ) স্টার্নাম
(গ) টার্গাম (ঘ) স্ক্লেরাইট
সঠিক উত্তর: (ঘ) স্ক্লেরাইট


৭। টিনিডিয়া ঘাসফড়িং এর কোন তন্ত্রে পাওয়া যায়?
(ক) পরিপাকতন্ত্র (খ) রেচনতন্ত্র
(গ) শ্বসনতন্ত্র (ঘ) প্রজননতন্ত্র
সঠিক উত্তর: (গ) শ্বসনতন্ত্র


৮। রুই মাছের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সঞ্চালনের সঠিক গতিপথ কোনটি?
(ক) বাল্বাস আর্টেরিওসাস → ভেন্ট্রিকল → অ্যাট্রিয়াম → সাইনাস ভেনোসাস
(খ) অ্যাট্রিয়াম → ভেন্ট্রিকল → বাল্বাস আর্টেরিওসাস → সাইনাস ভেনোসাস
(গ) সাইনাস ভেনোসাস → অ্যাট্রিয়াম → ভেন্ট্রিকল → বাল্বাস আর্টেরিওসাস
(ঘ) সাইনাস ভেনোসাস → ভেন্ট্রিকল → অ্যাট্রিয়াম → বাল্বাস আর্টেরিওসাস
সঠিক উত্তর: (গ) সাইনাস ভেনোসাস → অ্যাট্রিয়াম → ভেন্ট্রিকল → বাল্বাস আর্টেরিওসাস


৯। রুই মাছের প্রধান চলন অঙ্গ কোনটি?
(ক) পৃষ্ঠ পাখনা (খ) পুচ্ছ পাখনা
(গ) বক্ষ পাখনা (ঘ) শ্রোণী পাখনা
সঠিক উত্তর: (খ) পুচ্ছ পাখনা


১০। কোনটিকে মানবদেহের ল্যাবরেটরি বলা হয়?
(ক) যকৃত (খ) অগ্ন্যাশয়
(গ) হৃৎপিণ্ড (ঘ) ফুসফুস
সঠিক উত্তর: (ক) যকৃত


১১। কোনটি শর্করা পরিপাককারী এনজাইম?
(ক) রেনিন (খ) টায়ালিন
(গ) প্রোরেনিন (ঘ) পেপসিন
সঠিক উত্তর: (খ) টায়ালিন

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও :
মানুষের হৃৎপিণ্ড থেকে মহাধমনীর মাধ্যমে O2 যুক্ত রক্ত দেহের বিভিন্ন অঙ্গে যায় এবং CO2 যুক্ত রক্ত মহাশিরার মাধ্যমে হৃৎপিণ্ডে ফিরে আসে। এজন্য হৃৎপিণ্ডকে ‘সজীব পাম্প যন্ত্র’ বলা হয়।

১২। উদ্দীপকে বর্ণিত ধমনি হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে উৎপত্তি লাভ করে?
(ক) ডান অ্যাট্রিয়াম (খ) বাম অ্যাট্রিয়াম
(গ) ডান ভেন্ট্রিকল (ঘ) বাম ভেন্ট্রিকল
সঠিক উত্তর: (ঘ) বাম ভেন্ট্রিকল


১৩। উদ্দীপকে উল্লেখিত পাম্পযন্ত্রটির পেশীতে রক্ত সঞ্চালনকে কোন ধরনের রক্ত সংবহনতন্ত্র বলে?
(ক) সিস্টেমিক (খ) করোনারী
(গ) পোর্টাল (ঘ) পালমোনারি
সঠিক উত্তর: (ক) সিস্টেমিক


১৪। শ্বসনে সহায়তা করে-
i. ডায়াফ্রাম
ii. ট্রাকিয়া
iii. ইন্টারকস্টাল পেশি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


১৫। রহিম সাহেবের দুই পুত্র ও দুই কন্যার মধ্যে এক পুত্র ও এক কন্যা বর্ণান্ধ, তাদের বাবা-মা-
(ক) বাবা বর্ণান্ধ, মা স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন
(খ) মা বর্ণান্ধ, যারা স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন
(গ) বাবা বর্ণান্ধ, মা বর্ণান্ধের বাহক
(ঘ) বাবা-মা উভয়েই বর্ণান্ধ
সঠিক উত্তর: (গ) বাবা বর্ণান্ধ, মা বর্ণান্ধের বাহক

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও :
রফিক সাহেবের ১ম সন্তান জন্মের পর আর কোনো জীবিত সন্তান জন্ম গ্রহণ করেনি। পরীক্ষার মাধ্যমে জানা গেল তিনি Rh+ এবং তার স্ত্রী Rh - রক্ত বহন করছেন।

১৬। রফিক সাহেবের সন্তান মৃত হওয়ার জন্য দায়ী রোগটির নাম-
(ক) হিমোফিলিয়া (খ) মাসক্যুলার ডিসট্রফি
(গ) এরিথ্রোব্লাটোসিস (ঘ) রেটিনোব্লাস্টোমা
সঠিক উত্তর: (গ) এরিথ্রোব্লাটোসিস


১৭। রফিক সাহেবের ১ম সন্তান বেঁচে যাওয়ার কারণ কী?
(ক) মায়ের দেহে প্রয়োজনীয় Rh অ্যান্টিবডি তৈরি হওয়া
(খ) মায়ের দেহে প্রয়োজনীয় Rh অ্যান্টিবডি তৈরি না হওয়া
(গ) পিতার দেহে প্রয়োজনীয় Rh অ্যান্টিবডি না থাকা
(ঘ) গর্ভাবস্থায় মাকে টিকাদান করা
সঠিক উত্তর: (ক) মায়ের দেহে প্রয়োজনীয় Rh অ্যান্টিবডি তৈরি হওয়া


১৮। ডায়ালাইসিস কত প্রকার?
(ক) ২ (খ) ৩
(গ) ৪ (ঘ) ৫
সঠিক উত্তর: (ক) ২


১৯। ওটিটিস মিডিয়া মানুষের কোন অঙ্গে দেখা যায়?
(ক) কর্ণ (খ) নাক
(গ) মুখগহ্বর (ঘ) ফুসফুস
সঠিক উত্তর: (ক) কর্ণ


২০। নেফ্রনের কোন অংশে অধিকাংশ পুনঃশোষণ ঘটে?
(ক) প্রক্সিয়াল প্যাঁচানো নালিকায়
(খ) হেনলির লুপে
(গ) ডিস্টাল প্যাঁচানো নালিকায়
(ঘ) সংগ্রাহক নালিকায়
সঠিক উত্তর: (ক) প্রক্সিয়াল প্যাঁচানো নালিকায়


২১। মস্তিষ্কে ঘ্রাণ উদ্দীপনা সৃষ্টি করে কোন স্নায়ু?
(ক) অকুলোমোটর (খ) ট্রাইজেমিনাল
(গ) হাইপোগ্লোসাল (ঘ) অলফ্যাক্টরি
সঠিক উত্তর: (ঘ) অলফ্যাক্টরি


২২। AIDS আক্রান্ত ব্যক্তি থেকে সুস্থ মানুষে HIV সংক্রামিত হতে পারে-
i. সংক্রমিত ব্যক্তির ত্বকীয় সংস্পর্শে
ii. সংক্রমিত ব্যক্তির রক্ত গ্রহণ করলে
iii. সংক্রমিত মায়ের গর্ভে শিশু জন্মগ্রহণ করলে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


২৩। স্মৃতি কোষ কোন কোষ থেকে উৎপত্তি লাভ করে?
(ক) মনোসাইট (খ) বেসোফিল
(গ) ইউসিনোফিল (ঘ) লিম্ফোসাইট
সঠিক উত্তর: (ঘ) লিম্ফোসাইট


২৪। কোন শ্রেণি থেকে Archaeopteryx এর উৎপত্তি হয়েছে?
(ক) Amphibia (খ) Reptilia
(গ) Aves (ঘ) Mammalia
সঠিক উত্তর: (খ) Reptilia

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও :


২৫। উদ্দীপকের 'B' চিহ্নিত অংশের নাম কি?
(ক) আইরিশ (খ) কনজাংটিভা
(গ) স্ক্লেরা (ঘ) কর্ণিয়া
সঠিক উত্তর: (ক) আইরিশ


২৬। উদ্দীপকের 'A' চিহ্নিত অংশের জন্য প্রযোজ্য-
i. প্রতিবিম্ব তৈরি হয়
ii. কোণ কোষ উপস্থিত
iii. বড় কোষ উপস্থিত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


২৭। ভ্রূণীয় মেসোডার্ম থেকে সৃষ্টি হয় মানুষের কোন অঙ্গ?
(ক) স্নায়ুতন্ত্র (খ) হৃৎপিণ্ড
(গ) ফুসফুস (ঘ) চুল
সঠিক উত্তর: (খ) হৃৎপিণ্ড


২৮। নিচের কানটি অন্তঃক্ষরা গ্রন্থি?
(ক) স্তনগ্রন্থি (খ) যকৃত
(গ) শুক্রাশয় (ঘ) লালাগ্রন্থি
সঠিক উত্তর: (গ) শুক্রাশয়


২৯। দেহের প্রধান সৈনিক হিসেবে কাজ করে কোনটি?
(ক) অ্যান্টিজেন (খ) অ্যান্টিবডি
(গ) প্রোটিন (ঘ) গ্লোবিউলিন
সঠিক উত্তর: (খ) অ্যান্টিবডি


৩০। কোন যুগে মানুষের উদ্ভব হয়েছে?
(ক) ইওসিন (খ) অলিগোসিন
(গ) মায়োসিন (ঘ) প্লিওসিন
সঠিক উত্তর: (ঘ) প্লিওসিন

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাও :
পেশী ও অস্থি মানবদেহের দুটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এদের সম্মিলিত কার্যক্রমের ফলেই বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালিত হয় এবং মানুষ চলাচল করতে পারে।

৩১। উদ্দীপকে উল্লেখিত প্রথমোক্ত অঙ্গের কোষ ঝিল্লিকে কী বলে?
(ক) নিউরিলেমা (খ) প্লাজমালেমা
(গ) সারকোলেমা (ঘ) মায়োলেমা
সঠিক উত্তর: (গ) সারকোলেমা


৩২। অঙ্গ দুটি নিচের কোন অংশের মাধ্যমে যুক্ত থাকে?
(ক) লিগামেন্ট (খ) টেন্ডন
(গ) সাইনোভিয়াল (ঘ) মায়োফাইব্রিল
সঠিক উত্তর: (খ) টেন্ডন


৩৩। মানুষের বক্ষদেশীয় অঞ্চলে কশেরুকা কয়টি?
(ক) ৪ (খ) ৫
(গ) ৭ (ঘ) ১২
সঠিক উত্তর: (ঘ) ১২

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও :


৩৪। উদ্দীপকটি কোন ট্যাক্সিস নির্দেশ করে?
(ক) রিওট্যাক্সিস (খ) ট্রপোট্যাক্সিস
(গ) মেনোট্যাক্সিস (ঘ) ক্রিনোট্যাক্সিস
সঠিক উত্তর: (গ) মেনোট্যাক্সিস


৩৫। কোন বিষয়টি বিবেচনায় রেখে উদ্দীপকের প্রাণিটি চলে?
(ক) কৌণিক দূরত্ব
(খ) চলন পথের দূরত্ব
(গ) আলো
(ঘ) অন্ধকার
সঠিক উত্তর: (ক) কৌণিক দূরত্ব