ভর্তি পরীক্ষার প্রশ্ন (Admission Test )


মেডিকেল ভর্তি পরীক্ষা (২০১৬-২০১৭)



১। দ্রুত চলাচলের জন্য Hydra কোন চলন পদ্ধতি ব্যবহার করে?
(ক) Somersaulting
(খ) Looping
(গ) Crawling
(ঘ) Gliding
সঠিক উত্তর: (ক) Somersaulting


২। কোনটি ঘাসফড়িং এর মস্তকের বহিকঙ্কালের অংশ নয়?
(ক) জেনা
(খ) এপিক্রেনিয়াম
(গ) ওসেলি
(ঘ) ভার্টেক্স
সঠিক উত্তর: (গ) ওসেলি


৩। রুই মাছের আশেঁর বৃদ্ধি কোন সময়ে বেশি হয়?
(ক) বর্ষাকালে
(খ)শরৎকালে
(গ) শীতকালে
(ঘ) বসন্তকালে
সঠিক উত্তর: (ঘ) বসন্তকালে


৪। একজন ৬ বছরের বালিকার দাতেঁর সংকেত (ICPM) কোনটি?
(ক) I2C1P2M3
(খ) I2C1P0M2
(গ) I2C2P2M0
(ঘ) I2C0P1M2
সঠিক উত্তর: (খ) I2C1P0M2


৫। নিচের কোন BMI (Body Mass Index) এর অতিরিক্ত ওজন নির্দেশ করে?
(ক) 18.5-24.9 kg/m2
(খ) 18.5-24.9 kg/m2
(গ) 18.5-24.9 kg/m2
(ঘ) 18.5-24.9 kg/m2
সঠিক উত্তর: (খ) 18.5-24.9 kg/m2


৬। নিচের কোনটি মিশ্র গ্রন্থি নয়?
(ক) অগ্নাশয়
(খ)শুক্রাশয়
(গ)ডিম্বাশয়
(ঘ) এড্রেনাল গ্রন্থি
সঠিক উত্তর: (ঘ) এড্রেনাল গ্রন্থি


৭। একই সাথে শরীরের রক্তে অক্সিজেনের ঘনত্ব ও হৃদস্পন্দনের পরিমাপক যন্ত্রের নাম কী?
(ক) থার্মোমিটার
(খ) স্ফিগমোম্যানোমিটার
(গ) পালসঅক্সিমিটার
(ঘ) ব্যারোমিটার
সঠিক উত্তর: (গ) পালসঅক্সিমিটার


৮। নিউক্লিয়াস বিহীন কোষ হলো-
(ক) লোহিত রক্তকণিকা
(খ) শ্বেত রক্তকণিকা
(গ) স্নায়ুকোষ
(ঘ) হৃদকোষ
সঠিক উত্তর: (ক) লোহিত রক্তকণিকা


৯। হৃদযন্ত্রের রোগ নির্ণয়ে প্রাথমিক পরীক্ষা কোনটি?
(ক) এনজিওগ্রাম
(খ) লিপিড প্রোফাইল
(গ) ইসিজি
(ঘ) ইটিটি
সঠিক উত্তর: (গ) ইসিজি


১০। শ্বসন কেন্দ্র অবস্থিত কোথায়?
(ক) পন্স
(খ) মধ্যমস্তিষ্ক
(গ) সেরিবেলাম
(ঘ) স্নায়ুরজ্জু
সঠিক উত্তর: (ক) পন্স


১১। কোনটি প্যারানাসাল সাইনাস না?
(ক) ফ্রন্টাল সাইনাস
(খ) ম্যাক্সিলারি সাইনাস
(গ) স্ফেনয়ডাল সাইনাস
(ঘ) অক্সিপিটাল সাইনাস
সঠিক উত্তর: (ঘ) অক্সিপিটাল সাইনাস


১২। কোন রোগীর রক্তের pH 6.90; অবস্থাকে কী বলে?
(ক) অ্যালকালোসিস
(খ) এসিডোসিস
(গ) হাইড্রোসিস
(ঘ) অ্যালকালিমিয়া
সঠিক উত্তর: (খ) এসিডোসিস


১৩। দাতার দেহ থেকে বৃক্ক সংগ্রহের কতক্ষণের মধ্যে গ্রহীতার দেহে স্থাপন করতে হয়?
(ক) ৭২ ঘন্টার মধ্যে
(খ) ৪৮ ঘন্টার মধ্যে
(গ) ১০০ ঘন্টার মধ্যে
(ঘ) ২ ঘন্টার মধ্যে
সঠিক উত্তর: (খ) ৪৮ ঘন্টার মধ্যে


১৪।মানুষের কব্জিতে হাড়ের সংখ্যা কত?
(ক) ৫টি
(খ) ৮টি
(গ) ৭টি
(ঘ) ১০টি
সঠিক উত্তর: (খ) ৮টি


১৫। প্রাপ্ত বয়স্ক মানুষের মস্তিষ্কে নিউরনের সংখ্যা কত?
(ক) ১০ বিলিয়ন
(খ) ১০ কোটি
(গ) ১০ মিলিয়ন
(ঘ) ১০ লক্ষ
সঠিক উত্তর: (গ) ১০ মিলিয়ন


১৬। বুকের দুধে কোন ধরণের ইমিউনোগ্লোবিউলিন থাকে (Ig)?
(ক) IgE
(খ) IgM
(গ) IgG
(ঘ) IgA
সঠিক উত্তর: (ঘ) IgA


১৭। কনে হিমোফিলিয়া বাহক, বর সুস্থ, এদের সন্তানদের ক্ষেত্রে কোনটি মিথ্যা?
(ক) পুত্রদের অর্ধেক সুস্থ হবে
(খ) পুত্রদের সবাই সুস্থ হবে
(গ) পুত্রদের অর্ধেক হিমোফিলিয়া আক্রান্ত হবে
(ঘ) কন্যাদের অর্ধেক বাহক হবে
সঠিক উত্তর: (খ) পুত্রদের সবাই সুস্থ হবে


১৮। ‘ফিলোসফিক’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) ডারউইন
(খ) ল্যামার্ক
(গ) দ্যা ভ্রিস
(ঘ) ভাইজম্যান
সঠিক উত্তর: (খ) ল্যামার্ক


১৯। জুরাসিক সময়কাল বলা হয় কত আগের সময়কে?
(ক) ১৫ কোটি বছর
(খ) সাড়ে ১৬ কোটি বছর
(গ) সাড়ে ১৩ কোটি বছর
(ঘ) ২৫ কোটি বছর
সঠিক উত্তর: (খ) সাড়ে ১৬ কোটি বছর


২০। মানুষের যকৃতের সবচেয়ে বড় খণ্ডাংশটি-
(ক) বামখণ্ড
(খ) ডানখণ্ড
(গ) কডেটখণ্ড
(ঘ) কোয়াড্রেই খণ্ড
সঠিক উত্তর: (খ) ডানখণ্ড


২১। কোনটি ক্ষুদ্রান্ত্রের অংশ নয়?
(ক) ডিওডেনাম
(খ) ইলিয়াম
(গ) এপেনডিক্স
(ঘ)জেজুনাম
সঠিক উত্তর: (গ) এপেনডিক্স


২২। মানুষের স্বাভাবিক রক্তক্ষরণ কাল-
(ক) ৫-৭ মিনিট
(খ) ১২-১৪ মিনিট
(গ) ১-৪ মিনিট
(ঘ) ৪০-৫৫ সেকেন্ড
সঠিক উত্তর: (গ) ১-৪ মিনিট


২৩। কৃত্রিম পেসমেকার যন্ত্রে কোন ব্যাটারি ব্যবহার করা হয়?
(ক) Ni-Cd ব্যাটারি
(খ) Li ব্যাটারি
(গ) Li আয়ন ব্যাটারি
(ঘ) শুষ্ক (Dry cell) ব্যাটারি
সঠিক উত্তর: (খ) Li ব্যাটারি