এইচ এস সি || জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বহুনির্বাচনি প্রশ্ন (HSC Biology 2nd Paper MCQ)


নবম অধ্যায়: মানব জীবনের ধারাবাহিকতা


(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :



১। IVF পদ্ধতির শুরুতে স্ত্রীর পরিণত ডিম্বাণু কোন পদ্ধতিতে বের করে আনা হয়? [ঢা. বো. ১৯]
(ক) আল্ট্রাসনিক লিথট্রিপসি
(খ) সার্জারি
(গ) ল্যাপারোস্কোপিক
(ঘ) ইনজেকশন
সঠিক উত্তর: (গ) ল্যাপারোস্কোপিক


২। অমরা গঠনে অংশগ্রহণকারী বহিঃভ্রূণীয় পর্দা হলো- [চ. বো. ১৯]
(ক) অ্যামনিয়ন ও কুসুম থলি
(খ) অ্যালানটয়েস ও কোরিওন
(গ) কোরিওন ও কুসুম থলি
(ঘ) অ্যামনিয়ন ও কোরিওন
সঠিক উত্তর: (খ) অ্যালানটয়েস ও কোরিওন


৩। নিম্নের কোনটি সিফিলিস রোগের লক্ষণ নয়? [কু. বো. ১৯]
(ক) অনিয়মিত রজঃচক্র
(খ) ব্যথাহীন ক্ষত
(গ) লালচে বাদামি দাগ
(ঘ) ক্ষুদ্র ক্ষুদ্র ফুসফুড়ি
সঠিক উত্তর: (ক) অনিয়মিত রজঃচক্র


৪। রজঃচক্রের শেষদিকে কী ঘটে? [কু. বো. ১৯]
(ক) FSH ও প্রোজেস্টরন ক্ষরণ কমে
(খ) FSH ও LH ক্ষরণ বাড়ে
(গ) LH ও এস্ট্রোজেন ক্ষরণ বাড়ে
(ঘ) এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন ক্ষরণ বাড়ে
সঠিক উত্তর: (ক) FSH ও প্রোজেস্টরন ক্ষরণ কমে


৫। কত সপ্তাহ বয়সের মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয়? [কু. বো. ১৯]
(ক) ২২
(খ) ২৩
(গ) ২৪
(ঘ) ২৫
সঠিক উত্তর: (গ) ২৪


৬। মানবদেহের স্ত্রী প্রজননতন্ত্রে বিদ্যমান গ্রন্থি কোনটি? [ব. বো. ১৯]
(ক) প্রোস্টেট
(খ) বার্থোলিন
(গ) কাওপার
(ঘ) মাশরুম
সঠিক উত্তর: (খ) বার্থোলিন


৭। কোনটি মহিলাদের স্থায়ী জন্ম নিরোধক পদ্ধতি? [দি. বো. ১৯]
(ক) ডায়াফ্রাম
(খ) ইমপ্লান্ট
(গ) ভ্যাসেকটমি
(ঘ) টিউবেকটমি
সঠিক উত্তর: (ঘ) টিউবেকটমি


৮। গর্ভাবস্থায় জরায়ু আকারে কত গুণ বৃদ্ধি পায়? [দি. বো. ১৯]
(ক) ১০
(খ) ১৫
(গ) ২০
(ঘ) ২৫
সঠিক উত্তর: (গ) ২০


৯। অঙ্গকুঁড়ির গঠনের প্রক্রিয়ার নাম- [দি. বো. ১৯]
(ক) ব্লাস্টোলেশন
(খ) গ্যাস্ট্রুলেশন
(গ) অর্গানোজেনেসিস
(ঘ) গ্যামেটোজেনেসিস
সঠিক উত্তর: (গ) অর্গানোজেনেসিস


১০। অমরা অতিক্রম করতে সক্ষম কোন এন্টিবডি? [দি. বো. ১৯]
(ক) IgG
(খ) IgM
(গ) IgD
(ঘ) IgE
সঠিক উত্তর: (ক) IgG


১১। শুক্রাণুর কোন অংশে অ্যাক্রোজোম অবস্থিত? [য. বো. ১৯]
(ক) মাথা
(খ) গ্রীবা
(গ) মধ্যখ-
(ঘ) লেজ
সঠিক উত্তর: (ক) মাথা


১২। স্ত্রীজনন তন্ত্রের অংশ কোনটি? [রা. বো. ১৯]
(ক) স্ক্রোটাম
(খ) প্রোস্টেট গ্রন্থি
(গ) সারভিক্স
(ঘ) সেমিনাল ভেসিকল
সঠিক উত্তর: (গ) সারভিক্স


১৩। স্ত্রীজননতন্ত্রের অংশ কোনটি? [সি. বো. ১৯]
(ক) স্ক্রোটাম
(খ) প্রোস্টেট গ্রন্থি
(গ) সারভিক্স
(ঘ) সেমিনাল ভেসিক্ল
সঠিক উত্তর: (গ) সারভিক্স


১৪। মেসোডার্ম থেকে কোনটি সৃষ্টি হয়? [মা. বো. ১৯]
(ক) দাঁতের ডেন্টিন
(খ) নখ ও পালক
(গ) শিং ও আঁইশ
(ঘ) পায়ুর আবরণ
সঠিক উত্তর: (ক) দাঁতের ডেন্টিন


১৫। টিমপেনিক পর্দার কাজ কোনটি? (আলীম পরীক্ষা ২০১৮)
(ক) শ্রবণ অনুভূমি সৃষ্টি করা
(খ) দেহের ভারসাম্য রক্ষা করা
(গ) শব্দ তরঙ্গকে মধ্যকর্ণে নেওয়া
(ঘ) বায়ুর চাপ সমান রাখা
সঠিক উত্তর: (গ) শব্দ তরঙ্গকে মধ্যকর্ণে নেওয়া


১৬। প্রভুগ্রন্থি কোনটি? (আলীম পরীক্ষা ২০১৮)
(ক) থাইরয়েড
(খ) প্যারাথাইরয়েড
(গ) পিটুইটারি
(ঘ) অ্যাড্রেনাল
সঠিক উত্তর: (গ) পিটুইটারি


১৭। দর্শন অনুভূতির সাথে সম্পর্কিত স্নায়ু কোনটি? (আলীম পরীক্ষা ২০১৮)
(ক) অপটিক
(খ) অকুলোমোটর
(গ) অলফ্যাক্টরি
(ঘ) অডিটরি
সঠিক উত্তর: (ক) অপটিক


১৮। মস্তিস্কের কোন অংশ ব্যক্তিত্ব ও সামাজিক আচরণের প্রকাশ ঘটায়? (আলীম পরীক্ষা ২০১৮)
(ক) সেরেব্রাম
(খ) সেরেবেলাম
(গ) থ্যালামাস
(ঘ) হাইপোথ্যালামাস
সঠিক উত্তর: (গ) থ্যালামাস


১৯। একটি প্রাইমারি উওসাইট থেকে কয়টি পোলার বডি সৃষ্টি হয়? (সকল বোর্ড - ২০১৮)
(ক) ১
(খ) ২
(গ) ৩
(ঘ) ৪
সঠিক উত্তর: (গ) ৩


২০। কোনটি পুরুষের জন্ম নিরোধ পদ্ধতি? (সকল বোর্ড - ২০১৮)
(ক) ডায়াফ্রাম
(খ) ইমপ্লান্ট
(গ) টিউবেকটমি
(ঘ) ভ্যাসেকটমি
সঠিক উত্তর: (ঘ) ভ্যাসেকটমি


২১। পুংজননতন্ত্রের অংশ কোনটি? (ঢাকা বোর্ড-২০১৭)
(ক) ইপিডিডাইমিস
(খ) ফেলোপিয়ান টিউব
(গ) ডিম্বাশয়
(ঘ) জরায়ু
সঠিক উত্তর: (ক) ইপিডিডাইমিস


২২। কোন ভ্রূণীয় স্তর হতে Spleen সৃষ্টি হয়? (বরিশাল বোর্ড-২০১৭)
(ক) এপিমিয়ার
(খ) মেসোমিয়ার
(গ) হাইপোমিয়ার
(ঘ) এক্টোডার্ম
সঠিক উত্তর: (খ) মেসোমিয়ার


২৩। Test tube baby করা হয় কখন? (বরিশাল বোর্ড-২০১৭)
(ক) ডিম্বাশয় নষ্ট হয়ে গেলে
(খ) স্বামীর কার্যকর শুক্রাণু না থাকলে
(গ) নারীতে অপরিণত ডিম্বপাত হলে
(ঘ) ডিম্বনালি পর্যন্ত শুক্রাণু যেতে অসমর্থ হলে
সঠিক উত্তর:


২৪। পরিস্ফুটনের সময় কোন হরমোন ফিটাসের ফুসফুস গঠনে সাহায্য করে? (কুমিল্লা বোর্ড-২০১৭)
(ক) প্যারাথরমোন থাইমোসিন
(গ) গ্লুকোকটিকয়েড
(ঘ) এড্রেনালিন
সঠিক উত্তর: (গ) গ্লুকোকটিকয়েড


২৫। মানুষের রেচনতন্ত্র ও প্রজনন তন্ত্রের সাধারণ নালিটির নাম কী? (ঢাকা বোর্ড-২০১৬)
(ক) শুক্রনালি
(খ) ক্ষেপণনালি
(গ) ইউরেথ্রা
(ঘ) সেমিনাল ভেসিকল
সঠিক উত্তর: (গ) ইউরেথ্রা


২৬ । ইমপ্লান্টেশন কোথায় হয়? (রাজশাহী বোর্ড-২০১৬)
(ক) অমরায়
(খ) ডিম্বনালীতে
(গ) জরায়ুতে
(ঘ) ডিম্বাশয়ে
সঠিক উত্তর: (গ) জরায়ুতে


২৭ । নিচের কোনটি বহিঃভ্রূণীয় আবরণ? (রাজশাহী বোর্ড-২০১৬)
(ক) করোনা রেডিয়েটা
(খ) জোনা পেলুসিডা
(গ) ভাইটেলাইন মেমব্রেন
(ঘ) অ্যালানটয়েস
সঠিক উত্তর: (ঘ) অ্যালানটয়েস


২৮ । ভ্রূণ বিকাশের সঠিক স্থান কোনটি? (দিনাজপুর বোর্ড-২০১৬)
(ক) ডিম্বাশয়
(খ) অমরা
(গ) ডিম্বনালি
(ঘ) জরায়ু
সঠিক উত্তর: (ঘ) জরায়ু


২৯ । আর্কেন্টেরণ কোথায় দেখা যায়? (দিনাজপুর বোর্ড-২০১৬)
(ক) ব্লাস্টুলায়
(খ) জাইগোটে
(গ) মরুলায়
(ঘ) গ্যাস্ট্রুলায়
সঠিক উত্তর: (ঘ) গ্যাস্ট্রুলায়


৩০। ভ্রূণে আর্কেন্টেরন সৃষ্টির প্রক্রিয়াকে কী বলা হয়? (কুমিল্লা বোর্ড-২০১৬)
(ক) গ্যাস্ট্রুলেশন
(খ) অর্গানোজেনেসিস
(গ) ব্লাস্টুলেশন
(ঘ) ক্লিভেজ
সঠিক উত্তর: (ক) গ্যাস্ট্রুলেশন


৩১। মানুষে নিষেক সংঘটিত হয় কোন অঙ্গে? (কুমিল্লা বোর্ড-২০১৬)
(ক) ফেলোপিয়ান নালি
(খ) ডিম্বাশয়
(গ) যোনি
(ঘ) জরায়ু
সঠিক উত্তর: (ক) ফেলোপিয়ান নালি


৩২। রজঃচক্রের কততম দিনে ওভ্যুলেশন বা ডিম্বপাত ঘটে? (চট্টগ্রাম বোর্ড-২০১৬)
(ক) ১২
(খ) ১৪
(গ) ২৮
(ঘ) ০৭
সঠিক উত্তর: (খ) ১৪


৩৩। কত সপ্তাহ বয়স হতে মানব ভ্রূণে সারফেকট্যান্ট ক্ষরণ শুরু হয়? (চট্টগ্রাম বোর্ড-২০১৬)
(ক) ২২
(খ) ২৩
(গ) ২৪
(ঘ) ২৫
সঠিক উত্তর: (খ) ২৩


৩৪। ১০টি প্রাইমারি উসাইট ও ১০টি প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে কতটি ডিম্বাণু ও শুক্রাণু তৈরি হবে? (চট্টগ্রাম বোর্ড-২০১৬)
(ক) ১০ ও ১০
(খ) ১০ ও ২০
(গ) ১০ ও ৪০
(ঘ) ৪০ ও ৪০
সঠিক উত্তর: (গ) ১০ ও ৪০


৩৫। কোনটি মেসোডার্ম স্তর হতে উৎপন্ন হয়? (সিলেট বোর্ড-২০১৬)
(ক) পাকস্থলি ও রক্তনালি
(খ) হৃৎপিণ্ড ও বৃক্ক
(গ) জনন অঙ্গ ও যোজক কলা
(ঘ) চুল ও ফুসফুস
সঠিক উত্তর: (খ) হৃৎপিণ্ড ও বৃক্ক


২২। জরায়ুর সংকোচন ঘটায় কোন হরমোন? (যশোর বোর্ড-২০১৬)
(ক) ইস্ট্রোজেন
(খ) রিলাক্সিন
(গ) প্রজেস্টেরোন
(ঘ) প্রোটিয়েজ
সঠিক উত্তর: (ক) ইস্ট্রোজেন


২৩ । আর্কেন্টেরন কোথায় দেখা যায়? (বরিশাল বোর্ড-২০১৬)
(ক) মরুলা
(খ) জাইগোট
(গ) ব্লাস্টুলা
(ঘ) গ্যাস্ট্রুলা
সঠিক উত্তর: (ঘ) গ্যাস্ট্রুলা


২৪ । ভ্রূণ বিকাশের সঠিক স্থান কোনটি? (বরিশাল বোর্ড-২০১৬)
(ক) ডিম্বাশয়
(খ) অমরা
(গ) ডিম্বনালি
(ঘ) জরায়ু
সঠিক উত্তর: (ঘ) জরায়ু


২৫ । নিচের কোনটি শুক্রাণু নির্গমনের সঠিক পথ? (বরিশাল বোর্ড-২০১৬)
(ক) সেমিনিফেরাস নালিকা → রেটিটেসটিস → ভাসা ইফারেন্সিয়া → ইপিডিডাইমিস
(খ) ইপিডিডাইমিস → সেমিনিফেরাস নালিকা → রেটিটেসটিস → ভাসা ইফারেন্সিয়া
(গ) ভাসা ইফারেন্সিয়া → ইপিডিডাইমিস → সেমিনিফেরাস নালিকা → রেটিটেসটিস
(ঘ) রেটিটেসটিস → ভাসা ইফারেন্সিয়া → ইপিডিডাইমিস → সেমিনিফেরাস নালিকা
সঠিক উত্তর: (ক) সেমিনিফেরাস নালিকা → রেটিটেসটিস → ভাসা ইফারেন্সিয়া → ইপিডিডাইমিস


২৬। রজঃচক্রের ৭-১৪ তম দিনে কোন হরমোন ক্ষরিত হয়? (ঢাকা বোর্ড-২০১৫)
(ক) ইস্ট্রোজেন
(খ) FSH
(গ) LH
(ঘ) GTH
সঠিক উত্তর: (ক) ইস্ট্রোজেন


২৭। জাইগোটের বিভাজনকে কী বলে? (ঢাকা বোর্ড-২০১৫)
(ক) ব্লাস্টুলেশন
(খ) গ্যাস্ট্রুলেশন
(গ) ক্লিভেজ
(ঘ) মরুলেশন
সঠিক উত্তর: (গ) ক্লিভেজ


২৮। ভ্রূণের পুষ্টি ও বর্জ্য নিষ্কাশনে কোনটি সাহায্য করে? (চট্টগ্রাম বোর্ড-২০১৫)
(ক) অ্যামনিওন
(খ) কর্পাস লুটিয়াম
(গ) জার্মলেয়ার
(ঘ) অমরা
সঠিক উত্তর: (ঘ) অমরা


২৯। সিফিলিসের পরবর্তী লক্ষণ কোনটি? (চট্টগ্রাম বোর্ড-২০১৫)
(ক) পায়ু অঞ্চলে ঘা সৃষ্টি
(খ) লসিকা গ্রন্থি ফুলে যায়
(গ) চোখের আইরিশে
(ঘ) মুখের চারপাশে ঘা হওয়া
সঠিক উত্তর: (খ) লসিকা গ্রন্থি ফুলে যায়


৩০। “তিনটি ভ্রূণীয় স্তর” গঠিত হয় কোন ধাপে? (রাজশাহী বোর্ড-২০১৫)
(ক) নিষেক
(খ) ক্লিভেজ
(গ) গ্যাস্ট্রুলেশন
(ঘ) অর্গানোজেনেসিস
সঠিক উত্তর: (গ) গ্যাস্ট্রুলেশন


৩১। শুক্রাণুর নিউক্লিয়াসে কয়টি ক্রোমোজোম থাকে? (দিনাজপুর বোর্ড-২০১৫)
(ক) ২টি
(খ) ২২টি
(গ) ২৩টি
(ঘ) ৪৬টি
সঠিক উত্তর: (গ) ২৩টি


৩২। নিচের কোনটি পুরুষের জন্ম নিরোধক পদ্ধতি? (দিনাজপুর বোর্ড-২০১৫)
(ক) ডায়াফ্রাম
(খ) ভ্যাসেকটমী
(গ) কপার T
(ঘ) টিউবেকটমী
সঠিক উত্তর: (খ) ভ্যাসেকটমী


৩৩। নিচের কোনটি ফিটাস থেকে মায়ের রক্তে পরিবাহিত হয়? (দিনাজপুর বোর্ড-২০১৫)
(ক) অ্যামাইনো এসিড
(খ) অক্সিজেন
(গ) গ্লুকোজ
(ঘ) ইউরিয়া
সঠিক উত্তর: (ঘ) ইউরিয়া


৩৪। সিমেন তৈরির জন্য পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে কোন অঙ্গ? (দিনাজপুর বোর্ড-২০১৫)
(ক) ভাস ডিফারেন্স
(খ) শুক্রাশয়
(গ) সেমিনাল ভেসিকল
(ঘ) এপিডিডাইমিস
সঠিক উত্তর: (গ) সেমিনাল ভেসিকল


৩৫। Azoospermia কী? (কুমিল্লা বোর্ড-২০১৫)
(ক) সিমেনে অপরিপক্ক শুক্রাণুর উপস্থিতি
(খ) সিমেনে শুক্রাণুর অনুপস্থিতি
(গ) সিমেনে কম সংখ্যক শুক্রাণুর উপস্থিতি
(ঘ) সিমেনে স্বাভাবিক সংখ্যার শুক্রাণুর উপস্থিতি
সঠিক উত্তর: (খ) সিমেনে শুক্রাণুর অনুপস্থিতি


৩৬। প্রাণিদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সৃষ্টি হয় কোথা থেকে? (কুমিল্লা বোর্ড-২০১৫)
(ক) সিলোম
(খ) ভ্রূণস্তর
(গ) খন্ডক
(ঘ) নটোকর্ড
সঠিক উত্তর: (খ) ভ্রূণস্তর


৩৭। টেস্টোস্টেরন হরমোনের কাজ হলো- (সিলেট বোর্ড-২০১৫)
(ক) ডিম্বাণু সৃষ্টি
(খ) এন্টিবডি সৃষ্টি
(গ) শুক্রাণু সৃষ্টি
(ঘ) অমরা সৃষ্টি
সঠিক উত্তর: (গ) শুক্রাণু সৃষ্টি


৩৮। কোনটি পুংজননতন্ত্রের অংশ? (সিলেট বোর্ড-২০১৫)
(ক) ফেলোপিয়ান নালি
(খ) ইনফান্ডিবুলাম
(গ) সারভিক্স
(ঘ) স্ক্রোটাম
সঠিক উত্তর: (ঘ) স্ক্রোটাম


৩৯। ভ্রূণের পরিস্ফুটনের জন্য কোনটি সঠিক পর্যায়ক্রম? (যশোর বোর্ড-২০১৫)
(ক) ক্লিভেজ→ গ্যাস্ট্রুলেশন → ব্লাস্টুলেশন
(খ) গ্যাস্ট্রুলেশন → ব্লাস্টুলেশন→ক্লিভেজ
(গ) ক্লিভেজ → ব্লাস্টুলেশন → গ্যাস্ট্রুলেশন
(ঘ) ব্লাস্ট্রুলেশন→ ক্লিভেজ→ গ্যাস্টুলেশন
সঠিক উত্তর: (গ) ক্লিভেজ → ব্লাস্টুলেশন → গ্যাস্ট্রুলেশন


৪০। ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে উৎপন্ন হয় কোন হরমোন? (যশোর বোর্ড-২০১৫)
(ক) প্রোজেস্টেরন
(খ) এস্ট্রোজেন
(গ) টেস্টোস্টেরন
(ঘ) লুটিনাইজিং
সঠিক উত্তর: (ক) প্রোজেস্টেরন


৪১। ভ্রূণীয় মেসোডার্ম থেকে সৃষ্টি হয় মানুষের কোন অঙ্গ? (বরিশাল বোর্ড-২০১৫)
(ক) স্নায়ুতন্ত্র
(খ) হৃৎপিণ্ড
(গ) ফুসফুস
(ঘ) চুল
সঠিক উত্তর: (খ) হৃৎপিণ্ড


২১। সাধারণত কত দিন পরপর স্ত্রীলোকের রজঃচক্র সংঘটিত হয়?
(ক) ২৮ দিন
(খ) ৫০দিন
(গ) ৬০ দিন
(ঘ) ১৫ দিন
সঠিক উত্তর:


২২। পুরুষের প্রধান জননাক্সগ কোনটি?
(ক) ইউরেথ্রা
(খ) শিশ্ন
(গ) শুক্রাশয়
(ঘ) সেমিনাল ভেসিকল
সঠিক উত্তর:


২৩। জরায়ুর কাজ নয় কোনটি?
(ক) ভ্রূণকে বহন করা
(খ) ডিম্বাণু তৈরি করা
(গ) অমরা তৈরি করা
(ঘ) ভ্রূণের সংরক্ষণ করা
সঠিক উত্তর:


২৪। কোনটি পুংজননতন্ত্রের অংশ?
(ক) ভালভা
(খ) ক্লাইটোরিস
(গ) জরায়ু
(ঘ) শুক্রাশয়
সঠিক উত্তর:


২৫। কোনটি স্ত্রীজননতন্ত্রের অংশ?
(ক) ডিম্বাশয়
(খ) শুক্রাশয়
(গ) প্রস্টেট গ্লান্ড
(ঘ) শিশ্ন
সঠিক উত্তর:



(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন



১। পুংজনন তন্ত্রের সাথে সম্পর্কিত গ্রন্থি হলো- [ঢা. বো. ১৯]
i. প্রোস্টেট
ii. বার্থোলিন
iii. কাওপার
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


২। অমরার কাজ হচ্ছে- (সকল বোর্ড - ২০১৮)
i. ভ্রূণের বর্জ্যপদার্থ অপসারণ
ii. হরমোন ক্ষরণ
iii. অ্যান্টিজেন প্রতিহত করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৩। যৌনবাহিত রোগ হচ্ছে- (আলীম পরীক্ষা ২০১৮)
i. হিমোফিলিয়া
ii. সিফিলিস
iii. গনোরিয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


৪। পুরুষ প্রজননতন্ত্রের অংশগুলো হলো- (কুমিল্লা বোর্ড-২০১৭)
i. বার্থোলিন গ্রন্থি
ii. কওপার গ্রন্থি
iii. প্রোস্টেট গ্রন্থি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


৫। যৌনবাহিত রোগ– (রাজশাহী বোর্ড-২০১৭)
i. সিফিলিস
ii. গনোরিয়া
iii. এইডস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৬। জরায়ু প্রাচীরের অংশ– (সিলেট বোর্ড-২০১৭)
i. এন্ডোমেট্রিয়াম
ii. মায়োমেট্রিয়াম
iii. পেরিমেট্রিয়াম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৭। ভ্রূণীয় মেসোডার্ম উদ্ভূত অঙ্গ হলো- (চট্টগ্রাম বোর্ড-২০১৬)
i. দাঁতের এনামেল
ii. হৃদপিণ্ড
iii. অস্থি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


৮। সিফিলিস রোগের লক্ষণ হলো- (সিলেট বোর্ড-২০১৬)
i. ক্ষুদ্র ক্ষুদ্র র‌্যাশ
ii. স্ফীত লসিকা গ্রন্থি
iii. ওজন বেড়ে যাওয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৯। কোনটি যৌনবাহিত রোগ? (যশোর বোর্ড-২০১৬)
i. এইডস
ii. গনোরিয়া
iii. ওটিটিস মিডিয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


১০। কোনটি ভ্যাক্সিন প্রয়োগে প্রতিরোধ করা যায়? (রাজশাহী বোর্ড-২০১৫)
i. এইডস
ii. সিফিলিস
iii. গনোরিয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


১১। ব্যাকটেরিয়াজনিত যৌনবাহিত রোগ হলো- (কুমিল্লা বোর্ড-২০১৫)
i. এইডস
ii. সিফিলিস
iii. গনোরিয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


১২। মহিলাদের অস্থায়ী দীর্ঘমেয়াদি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিসমূহ- (কুমিল্লা বোর্ড-২০১৫)
i. IUD
ii. ডায়াফ্রাম
iii. ইমপ্লান্ট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


১৩। AIDS রোগের লক্ষণসমূহ হলো- (সিলেট বোর্ড-২০১৫)
i. দ্রুত ওজন কমে যাওয়া
ii. দীর্ঘমেয়াদি জ্বর হওয়া
iii. প্রস্রাবে জ্বালা করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


১৪। AIDS আক্রান্ত ব্যক্তি থেকে সুস্থ মানুষে HIV সংক্রামিত হতে পারে- (বরিশাল বোর্ড-২০১৫)
i. সংক্রমিত ব্যক্তির ত্বকীয় সংস্পর্শে
ii. সংক্রমিত ব্যক্তির রক্ত গ্রহণ করলে
iii. সংক্রমিত মায়ের গর্ভে শিশু জন্মগ্রহণ করলে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


১৫। অমরার কাজ হলো-
(i) ভ্রূণের পুষ্টি সরবরাহ করা
(ii) খাদ্য তৈরি করা
(iii) ভ্রূণের অক্সিজেন সরবরাহ করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii
(গ) i, ii ও iii
(ঘ) i ও iii
সঠিক উত্তর:


৫। উওজেনেসিসের ক্ষেত্রে-
(i) একটি প্রাথমিক উসাইট থেকে ৪টি ডিম্বাণু সৃষ্টি হয়
(ii) একটি প্রাথমিক উসাইট থেকে ১টি ডিম্বাণু সৃষ্টি হয়
(iii) একটি প্রাথমিক উসাইট থেকে ৩টি পোলারবডি তৈরি হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:



(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :



উদ্দীপকটি পড় এবং পরবর্তী প্রশ্নের উত্তর দাও: [কু. বো. ১৯] নিঃসন্তান দম্পতি মি. রহমান সন্তান লাভের জন্য IVE এর সফলতার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন।

১। ডাক্তার সাহেবের এরূপ সন্দেহের সম্ভাব্য কারণ কী হতে পারে? [কু. বো. ১৯] (ক) ডিম্বানালির সমস্যা (খ) জরায়ুতে ক্ষত বিদ্যমান (গ) ডিম্বাণু সঠিকভাবে পরিপক্ব হয় না (ঘ) বীর্যে শুক্রাণুর সংখ্যা কম সঠিক উত্তর: (খ) জরায়ুতে ক্ষত বিদ্যমান

উদ্দীপকটি লক্ষ্য কর এবং পরবর্তী প্রশ্নের উত্তর দাও: [ব. বো. ১৯]

২। ‘A’ চিহ্নিত স্তর হতে সৃষ্ট অঙ্গ হলো- [ব. বো. ১৯] (ক) অন্তঃকর্ণ (খ) দাঁতের ডেন্টিন (গ) শ্বসন তন্ত্র (ঘ) মেদ কলা সঠিক উত্তর: (ক) অন্তঃকর্ণ
নিচের চিত্রটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (সকল বোর্ড - ২০১৮)


১। চিত্রের 'A' অংশটির নাম কি?
(ক) নিউক্লিয়াস
(খ) অ্যাক্রোজোম
(গ) ক্রোমোজোম
(ঘ) ফ্লাজেলাম
সঠিক উত্তর: (খ) অ্যাক্রোজোম


২। চিত্রে প্রদর্শিত 'A' অংশটির ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? (সকল বোর্ড - ২০১৮)
(ক) মাইটোকন্ড্রিয়া ধারণ করে
(খ) শুক্রাণুকে গতিশীল করে
(গ) এ ডিম্বাণুর পর্দা বিগলনে সক্ষম
(ঘ) এটি n সংখ্যক ক্রোমোজোম থাকে
সঠিক উত্তর: (গ) এ ডিম্বাণুর পর্দা বিগলনে সক্ষম

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও।


৩। উপরের চিত্রটি কিসের?
(ক) ভ্রূণীয় আবরণী
(খ) শুক্রাশয়
(গ) ডিম্বাশয়
(ঘ) ফেলোপিয়ান নালি
সঠিক উত্তর:


৪। উপরের অঙ্গটি কী উৎপন্ন করে?
(ক) শুক্রাণু
(খ) ডিম্বাণু
(গ) জাইগোট
(ঘ) ভ্রূণ
সঠিক উত্তর: