উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্র সিলেবাস (HSC Biology 2nd Paper Syllabus)


অষ্টম অধ্যায় : মানব শারীরতত্ত্ব : সমন্বয় ও নিয়ন্ত্রণ (১২ পিরিয়ড)


বিষয়বস্তু
১। স্নায়ুবিক সমন্বয়
১.১ ধারণা
১.২ মস্তিষ্ক (গঠন, অংশ, কাজ)

২। মানব সংবেদী অঙ্গ
২.১ চোখ (গঠন ও কাজ)
২.২ কান (গঠন ও কাজ)

৩। রাসায়নিক সমন্বয়

৪। অন্তঃক্ষরা গ্রন্থির অবস্থান, নিঃসরণ ও ক্রিয়া
৪.১ পিটুইটারি,
৪.২ থাইরয়েড
৪.৩ প্যারাথাইরয়েড
৪.৪ এড্রেনাল
৪.৫ গোনাড
৪.৬ অগ্নাাশয় (আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্স)

৫। হরমোনের প্রভাব ও অনিয়ন্ত্রিত হরমোন ব্যবহারের ফলাফল

শিখনফল
১। স্নায়ুবিক সমন্বয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে।
২। মস্তিষ্কের প্রধান অংশের কাজ ব্যাখ্যা করতে পারবে।
৩। মানুষের বিভিন্ন ক্সজবিক কার্যক্রমে করোটিক স্নায়ুর ভূমিকা বিশ্লেষণ করতে পারবে।
৪। মানব সংবেদী অঙ্গসমূহের গঠনের সাথে কাজের সম্পর্ক তুলনা করতে পারবে।
৫। রাসায়নিক সমন্বয় ব্যাখ্যা করতে পারবে।
৬। মানব দেহের বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থিসমূহের অবস্থান, নিঃসরণ ও ক্রিয়া ব্যাখ্যা করতে পারবে।
৭। দেহের বৃদ্ধি ও আচরণ পরিবর্তন হরমোনের প্রভাব ও এর অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলাফল বিশ্লেষণ করতে পারবে।



English version
Chapter 8. Human Physiology- Co-ordination and Control
8.1 Neural coordination: Concept, Brain (structure, division, functions), Cranial nerves (origin, nature and functions).
8.2 Human sensory organs: Eye (structure and functions), Ear (structure and functions).
8.3 Chemical co-ordination:
8.4 Location, Secretion and action of endocrine glands: Pituitary, Thyroid, parathyroid, Adrenal, Gonads, Pancrease (Islets of Langarhans).
8.5 Effect of hormone and Impact of uncontrol use of hormones