উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্র সৃজনশীল প্রশ্ন (HSC Biology 2nd Paper CQ)


প্রথম অধ্যায়: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস


(ক) জ্ঞানমূলক প্রশ্ন :


১। শ্রেণিবিন্যাস কাকে বলে ?
২। ট্যাক্সন কি?
৩। প্রতিসাম্যতা কি?
৪। কর্ডাটা কি?
৫। প্রাণীবৈচিত্র্য কাকে বলে?
৬। জীববৈচিত্র্য কি?
৭। জার্মস্তর/ভ্রূণস্তর কাকে বলে?
৮। নটোকর্ড কি?
৯। ভার্টিব্রাটা কি?
১০। প্রজাতি কাকে বলে?
১১। ডিপ্লোব্লাস্ট বা দ্বিভ্রূণস্তরী প্রাণী,
১২। ডাইফিসার্কাল কি?
১৩। খণ্ডকায়ন বা মেটামেরিজম,
১৪। অস্টিয়া কি?
১৫। ট্যাগমাটাইজেশন কাকে বলে?
১৬। প্যারাপোডিয়া কি?
১৭। পলিপ কাকে বলে?
১৮। মায়োটোম কাকে বলে?
১৯। শিখাকোষ কাকে বলে?
২০। সিটি কি?
২১। সিস্টেম্যাটিক্স কাকে বলে?
২২। ন্যাথোস্টোমাটা কাকে বলে?
২৩। সরীসৃপ কাকে বলে?
২৪। শ্রেণিবিন্যাসবিদ্যা কাকে বলে?
২৫। নেফ্রিডিয়া কি?
২৬। ত্রিপদ নামকরণ কাকে বলে?
২৭। ত্রিস্তরী প্রাণী কী?
২৮। পুঞ্জাক্ষি কী?
২৯। অ্যাম্ফি অক্সাস এর বৈজ্ঞানিক নাম কী?
৩০। সিলোম কী?
৩১। লাং ফিশের বৈজ্ঞানিক নাম কী?
৩২। ICZN কী?
৩৩। Hydra vulgaris এ কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়?
৩৪। মালপিজিয়ান নালিকা দেখা যায় কোন পর্বের প্রাণিতে?
৩৫। পরজীবী কাকে বলে?
৩৬। জীবের প্রজাতিগত বৈচিত্র্য বলতে কী বুঝায় ?
৩৭। হটস্পট কী ?

(খ) অনুধাবনমূলক প্রশ্ন :


১। নটোকর্ড বলতে কী বোঝ লিখ।
২। শ্রেণিবিন্যাসের ২টি নীতি লিখ।
৩। Chordata পর্বের ২টি বৈশিষ্ট্য লিখ।
৪। শ্রেণিবিন্যাসের ভিত্তিগুলো কী কী?
৫। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায় এমন একটি পর্বের ৩টি বৈশিষ্ট্য লিখ।

(গ) ও (ঘ) প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন :


১। নিচের ছকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

গ। A এর বিষয়টি দেখা যায় এমন একটি পর্বের ৩টি করে বৈশিষ্ট্যসহ উদাহরণ বল ।
ঘ। প্রাণী শ্রেণীবিন্যাসকরণে A, B, C গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে – উক্তিটি মূল্যায়ন কর ।