উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্র (HSC Biology 2nd Paper Practical)
মানবণ্টন
বিষয়: জীববিজ্ঞান দ্বিতীয় পত্র
মোট নম্বর ১০০
তত্ত্বীয় অংশে ৭৫ নম্বর এবং ব্যবহারিক অংশে ২৫ নম্বর বরাদ্ধ আছে।
তত্ত্বীয় অংশ = ৭৫ নম্বর
তত্ত্বীয় অংশে সৃজনশীল প্রশ্নের জন্য ৫০ নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য ২৫ নম্বর বরাদ্ধ আছে।
৮টি সৃজনশীল প্রশ্ন থাকবে; ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে।
প্রতিটি প্রশ্নের মান ১০ নম্বর। ৫ x ১০ = ৫০ নম্বর
২৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে; সকল প্রশ্নের উত্তর দিতে হবে।
প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। ২৫ x ১ = ২৫ নম্বর
ব্যবহারিক অংশ = ২৫ নম্বর
১। ৩টি শনাক্তকরণ: (৩ x ৩) = ৯ নম্বর
৩টি শনাক্তকরণ (প্রাণীর নমুনা ১টি, স্থায়ী স্লাইড ১টি, মানব অস্থি (মডেল) ১টি)
শনাক্তকরণ ১ নম্বর; বৈশিষ্ট্য ২ নম্বর। ৩ x ৩ = ৯ নম্বর
২। ১টি পরীক্ষণ (ব্যবচ্ছেদ) = ৮ নম্বর
ব্যবচ্ছেদ ও প্রদর্শন ৬ নম্বর, চিত্র অঙ্কন ২ নম্বর = ৮ নম্বর
৩। মৌখিক অভীক্ষা = ৫ নম্বর
৪। নোট বুক = ৩ নম্বর
[ বি: দ্র: প্রতিটি পরীক্ষণ দৈবচয়নের মাধ্যমে নির্বাচন করতে হবে। ]