৬। উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি পাওয়া যায়- i. ঘাসফড়িং
ii. আরশোলা
iii. রুই মাছে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) i ও ii
৭। উল্লিখিত অঙ্গ- i. পরিপাকনালিতে উন্মুক্ত
ii. রেচন পদার্থ নিষ্কাশন করে
iii. হিমোসিল হতে বিপাকীয় বর্জ্য সংগ্রহ করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
৮। ভিট্টিয়াস হিউমারের ক্ষেত্রে কোনটি সঠিক? (ক) অক্ষিগোলকের আকৃতি বজায় রাখে
(খ) লেন্স কর্নিয়ার পুষ্টি জোগায়
(গ) আইরিশ ও লেন্সের মধ্যবর্তী গহ্বর
(ঘ) গহ্বরটি পানির মত তরল পূর্ণ
১০। SAN -এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? (ক) এটি বাম অ্যাট্রিয়ামে অবস্থিত
(খ) সৃষ্ট তরঙ্গের গতিপথ SAN → পারকিনজি তন্তু → বান্ডেল অব হিজ
(গ) এটি হৃৎচক্র নিয়ন্ত্রণ করে না
(ঘ) এর কার্যকারিতা কমে গেলে ক্লান্তি ও শ্বাসকষ্ট অনুভব হয়
সঠিক উত্তর: (ঘ) এর কার্যকারিতা কমে গেলে ক্লান্তি ও শ্বাসকষ্ট অনুভব হয়
১১। রুই মাছে প্রতি পার্শ্বে কতটি ফুলকা আর্চ থাকে? (ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
সঠিক উত্তর: (গ) ৪
১২। প্রোক্টোডিয়াম এর অংশ নয় কোনটি? (ক) গিজার্ড (খ) ইলিয়াম
(গ) কোলন (ঘ) রেকটাম
সঠিক উত্তর: (ক) গিজার্ড
১৩। নেফ্রনের নিকটবর্তী প্যাঁচানো নালিতে সংঘটিত হয়- i. ফিলট্রেশন
ii. পুনঃশোষণ
iii. ক্ষরণ
নিচের কোনটি সঠিক?
(ক) ii (খ) iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও :
হরমোনের নাম
উৎস
কাজ
বিটা কোষ
‘X’
আলফা কোষ
ডেল্টা কোষ
পলিপেপটাইড
পাক অন্ত্রীয় ক্ষরণ বৃদ্ধি করে
১৪। উদ্দীপকে উল্লিখিত ছক কোন গ্রন্থিকে নির্দেশ করে? (ক) যকৃৎ (খ) অগ্ন্যাশয়
(গ) লালাগ্রন্থি (ঘ) আন্ত্রিক গ্রন্থি
সঠিক উত্তর: (খ) অগ্ন্যাশয়
১৫। উদ্দীপকে ‘X’ চিহ্নিত যৌগটির কাজ কী? (ক) রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে
(খ) রক্তে শর্করার পরিমাণ হ্রাস করে
(গ) ইনসুলিন ও গ্লুকাগন ক্ষরণে বাধা দেয়
(ঘ) রক্তে pH এর মান নিয়ন্ত্রণ করে
সঠিক উত্তর: (ক) রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে
১৬। প্যাভলভ কোন ধরনের শিখনের পরীক্ষা করেন? (ক) সাপেক্ষণ (খ) অনুকরণ
(গ) পরীক্ষালব্ধ (ঘ) সুপ্ত
সঠিক উত্তর: (ক) সাপেক্ষণ
১৭। ম্যাক্রোফেজের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? (ক) কলায় অবস্থান করে
(খ) পরিণত নিউট্রোফিল
(গ) পুঁজ হিসেবে দেহের বাহিরে নিষ্ক্রান্ত হয়
(ঘ) সাইটোপ্লাজম বর্ণ নিরপেক্ষ দানাযুক্ত
সঠিক উত্তর: (ক) কলায় অবস্থান করে
১৮। সারফেকট্যান্ট- i. তরলের পৃষ্ঠটান কমিয়ে দেয়
ii. জীবাণু ধ্বংস করে
iii. ২৩ সপ্তাহের মানব ভ্রূণে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
(ক) iii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
১৯। নিচের কোনটি সমসংস্থ অঙ্গ নয়? (ক) পাখির ডানা ও পতঙ্গের ডানা
(খ) ঘোড়ার অগ্রপদ ও মানুষের হাত
(গ) পাখির ডানা ও ঘোড়ার অগ্রপদ
(ঘ) মানুষের হাত ও শীলের ফ্লিপার
সঠিক উত্তর: (ক) পাখির ডানা ও পতঙ্গের ডানা
২০। টেন্ডনের ক্ষেত্রে কোনটি সঠিক? (ক) দুটি হাড়কে যুক্ত করে
(খ) পেশিকে অস্থির সাথে যুক্ত করে
(গ) পেশি ও টেন্ডনের প্রকৃতি ভিন্ন
(ঘ) অঙ্গ সঞ্চালনে এর কোনো ভূমিকা নেই
নিচের উদ্দীপকের আলোকে ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও :
৩৩। উদ্দীপকে উল্লিখিত অঙ্গে পাওয়া যায়- i. O2
ii. CO2
iii. N2
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) i ও ii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
৩৪। উল্লিখিত অঙ্গটি- i. উদস্থিতিয় অঙ্গ
ii. শ্বসন অঙ্গ
iii. শব্দ উৎপন্নকারী অঙ্গ
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) i ও ii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩৫ নং প্রশ্নের উত্তর দাও :
৩৫। উদ্দীপকে উল্লিখিত চিহ্নের রোগের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? (ক) নিরাপদ যৌন মিলনের মাধ্যমে ছড়ায়
(খ) মশা-মাছির মাধ্যমে ছড়ায়
(গ) অ্যান্টিজেন-অ্যান্টিবডি ক্রিয়া সংঘটিত হতে বাধা দেয়
(ঘ) রক্তের মাধ্যমে ছড়ায় না
সঠিক উত্তর: (গ ) অ্যান্টিজেন-অ্যান্টিবডি ক্রিয়া সংঘটিত হতে বাধা দেয়
এইচএসসি বহুনির্বাচনি অভীক্ষা
রাজশাহী বোর্ড - ২০১৬
জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয় কোড: ১৭৯
সময়-৩৫ মিনিট
পূর্ণমান: ৩৫
[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]
প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।
১। হাইড্রার গ্রন্থিকোষ পাওয়া যায়- i. বহিঃত্বকে
ii. মেসোগ্লিয়ায়
iii. অন্তঃত্বকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৬ । মালপিজিয়ান বডি কোন অঙ্গে পাওয়া যায়? (ক) বৃক্ক (খ) ফুসফুস (গ) যকৃত (ঘ) অগ্ন্যাশয়
সঠিক উত্তর: (ক) বৃক্ক
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :
জিসান সকালের নাস্তায় মাংস দিয়ে রুটি খেয়েছে।
৭ । উদ্দীপকে উল্লিখিত খাদ্য উপাদান শোষিত হয়- i. পাকস্থলিতে
ii. জেজুনামে
iii. ইলিয়ামে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii
৮ । উদ্দীপকে উল্লিখিত প্রথম ধরনের খাদ্যের পরিপাক প্রক্রিয়া কোনটি?
সঠিক উত্তর: (খ)
৯ । Echinodermata পর্বের বৈশিষ্ট্য কোনটি? (ক) দেহ অপ্রতিসম
(খ) দেহ কিউটিকল দ্বারা আবৃত
(গ) দেহ খোলক দ্বারা আবৃত
(ঘ) বহিঃকংকাল কণ্টকময়
১২ । উদ্দীপকের F2 প্রজন্ম নিয়ে খামার তৈরি করা যাবে- i. লাল গরুর
ii. রোয়ান গরুর
iii. সাদা গরুর
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও : মানবদেহের একজোড়া বিশেষ অঙ্গ রক্ত হতে ইউরিয়া, অতিরিক্ত লবণ ও পানি অপসারণ করে। এটি কয়েক লক্ষ সূক্ষ্ম নালিকা দ্বারা গঠিত।
১৫ । উদ্দীপকের অঙ্গটির কাজে কোন হরমোনের ভূমিকা রয়েছে? (ক) প্যারাথরমোন (খ) অক্সিটোসিন
(গ) অ্যান্টি-ডাই ইউরেটিক হরমোন
(ঘ) লিউটিনাইজিং হরমোন
সঠিক উত্তর: (গ) অ্যান্টি-ডাই ইউরেটিক হরমোন
১৬ । উদ্দীপকে উল্লিখিত সূক্ষ্ম নালিকার কাজ হলো- i. অভিস্রবণ নিয়ন্ত্রণ
ii. অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা
iii. গ্লুকোজ অপসারণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও : সড়ক দুর্ঘটনায় রহিমের পায়ের হাঁটু হতে গোড়ালীর মাঝে দুটি হাড়ের সরুটি ভেঙে গেছে।
২০ । উদ্দীপক অনুসারে রহিমের ভেঙে যাওয়া হাড়টির নাম কী? (ক) ফিবুলা
(খ) টিবিয়া
(গ) টারসাল (ঘ) ফিমার
সঠিক উত্তর: (ক) ফিবুলা
২১ । রহিমের ভেঙে যাওয়া হাড়টির মাতৃকার কোষ- i. কন্ট্রোসাইট
ii. অস্টিওসাইট
iii. অস্টিওব্লাস্ট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও :
জ্বলন্ত কাঠি হাতে লাগলে আমরা হাত সরিয়ে নিই।
২৫ । উদ্দীপকে ঘটনাটি স্নায়ুতন্ত্রের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? (ক) সেরেব্রাম
(খ) সেরেবেলাম
(গ) মেডুলা অবলংগাটা
(ঘ) সুষুম্নাকাণ্ড
সঠিক উত্তর: (ঘ) সুষুম্নাকাণ্ড
২৬ । উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি কোন ধরনের আচরণ? (ক) ট্যাক্সিস (খ) প্রতিবর্তী ক্রিয়া
(গ) সহজাত আচরণ (ঘ) শিখন আচরণ
সঠিক উত্তর: (খ) প্রতিবর্তী ক্রিয়া
২৭ । নিচের কোন পর্বের প্রাণীদের স্যুডোসিলোমেট বলা হয়? (ক) পরিফেরা (খ) নিডারিয়া
(গ) নেমাটোডা (ঘ) মোলাস্কা
নিচের উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও:
৩০ । উদ্দীপকের আলোকে ‘B’ প্রাণীটির আচরণ কোন ধরনের? (ক) ট্যাক্সিস (খ) শিখন
(গ) রিফ্লেক্স (ঘ) সহজাত
সঠিক উত্তর: (ঘ) সহজাত
৩১ । উদ্দীপকের ‘A’ চিহ্নিত অংশের বৈশিষ্ট্য- i. স্ক্লেরোপ্রোটিনে তৈরি
ii. স্টিলের চেয়ে ৫ গুণ শক্ত
iii. স্পিনারেটের মাধ্যমে সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
৩২ । হাইড্রার বহিঃত্বকের গ্রন্থিকোষ সাহায্য করে- i. ভাসতে
ii. খাদ্য গলধঃকরণে
iii. খাদ্য পরিপাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
৩৩ । নিচের কোনটি ডারউইনের তত্ত্ব? (ক) জীবের ওপর পরিবেশের প্রভাব
(খ) জীবন সংগ্রাম
(গ) অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার
(ঘ) অঙ্গের ব্যবহার ও অব্যবহার
[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]
প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।
১। নিচের কোন জিনোটাইপ হতে বেশি ধরনের গ্যামিট সৃষ্টি হবে? (ক) aa Rr (খ) Aa Rr
(গ) Aa RR (ঘ) Aa rr
সঠিক উত্তর: (খ) Aa Rr
২। বাইকাসপিড কপাটিকার অবস্থান কোথায়? (ক) বাম নিলয় ও মহাধমনীর মাঝে
(খ) ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে
(গ) বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে
(ঘ) ডান অলিন্দ ও ঊর্ধ্ব মহাশিরার মাঝে
সঠিক উত্তর: (গ) বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে
৩ । কোন সাইনাসের প্রদাহের কারণে গালে, দাঁতে ও মাথায় ব্যথা হয়? (ক) ফ্রন্টাল (খ) ম্যাক্সিলারি
(গ) এথময়ডাল (ঘ) স্ফেনয়েডাল
৭ । A, B, AB ও O রক্ত গ্রুপধারী সন্তানদের পিতামাতার রক্তের গ্রুপ কোনটি? (ক) AB এবং A (খ) B এবং O
(গ) AB এবং O (ঘ) A এবং O
Note : পিতামাতা AB এবং A হলে সন্তান AB, A, B
পিতামাতা B এবং O হলে সন্তান B, O
পিতামাতা AB এবং O হলে সন্তান A, B
পিতামাতা A এবং O হলে সন্তান A, O
পিতামাতা A এবং B হলে সন্তান A, B, AB, O
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :
রিফাত লক্ষ করল- ব্যায়ামের সময় তার হাতের পেশিগুলো ফুলে উঠে। একদিন এ সময় অসাবধানতাবশত তার হাত মচকে গেল।
৯ । ব্যায়ামের সময় রিফাতের উক্ত অঙ্গের পরিবর্তনের কারণ হলো- i. এরা সংকোচনশীল
ii. এটি বাইসেপ ও ট্রাইসেপ পেশিসমৃদ্ধ
iii. এটি শাখা-প্রশাখাবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
১০ । রিফাতের হাতে সমস্যাটির কারণ কী হতে পারে? (ক) স্নায়ুসমূহের ক্ষতি
(খ) অস্থিসমূহের স্বাভাবিক সজ্জায় ব্যাঘাত
(গ) অস্থিসন্ধির লিগামেন্টে অতিরিক্ত চাপ
(ঘ) লিগামেন্টে আমিষের উপস্থিতির তারতম্য
সঠিক উত্তর: (গ) অস্থিসন্ধির লিগামেন্টে অতিরিক্ত চাপ
১২ । কোনটি প্রথম শ্রেণির লিভারের মত কাজ করে? (ক) কনুই সন্ধির সঞ্চালন
(খ) হাতের আঙ্গুল সঞ্চালন
(গ) পায়ের আঙ্গুল সঞ্চালন
(ঘ) করোটি ও অ্যাটলাস সঞ্চালন
সঠিক উত্তর: (ঘ) করোটি ও অ্যাটলাস সঞ্চালন
১৩ । চোখের বাইরের সাদা, অস্বচ্ছ ও তন্তুময় স্তরটির নাম কী? (ক) কনজাংটিভা (খ) কোরয়েড
(গ) স্ক্লেরা (ঘ) রেটিনা
সঠিক উত্তর: (গ) স্ক্লেরা
১৪ । ভ্রূণ বিকাশের সঠিক স্থান কোনটি? (ক) ডিম্বাশয় (খ) অমরা
(গ) ডিম্বনালি (ঘ) জরায়ু
সঠিক উত্তর: (ঘ) জরায়ু
১৫ । আর্কেন্টেরণ কোথায় দেখা যায়? (ক) ব্লাস্টুলায় (খ) জাইগোটে
(গ) মরুলায় (ঘ) গ্যাস্ট্রুলায়
সঠিক উত্তর: (ঘ) গ্যাস্ট্রুলায়
১৬ । মানবদেহের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? (ক) রক্ত (খ) ত্বক
(গ) শ্লেষ্মা (ঘ) এন্টিবডি
সঠিক উত্তর: (ক) রক্ত
১৭ । হিমোফিলিয়ায় আক্রান্ত মহিলার সম্ভাব্য পিতামাতা কে? (ক) বাহক মা ও হিমোফিলিক বাবা
(খ) সুস্থ মা ও হিমোফিলিক বাবা
(গ) বাহক মা ও সুস্থ বাবা
(ঘ) হিমোফিলিক মা ও সুস্থ বাবা
সঠিক উত্তর: (ক) বাহক মা ও হিমোফিলিক বাবা
১৮ । পৃথিবীর মধ্যাকর্ষণ বলের প্রভাবে যে ট্যাক্সিস ঘটে তা হলো- (ক) রিওট্যাক্সিস (খ) কেমোট্যাক্সিস
(গ) হাইড্রোট্যাক্সিস (ঘ) জিওট্যাক্সিস
সঠিক উত্তর: (ঘ) জিওট্যাক্সিস
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও :
১৯ । উদ্দীপকের A ও B অঙ্গদ্বয় যথাক্রমে- (ক) হৃৎপিণ্ড ও ফুলকা (খ) ফুলকা ও সারাদেহ
(গ) ফুলকা ও হৃৎপিণ্ড (ঘ) হৃৎপিণ্ড ও সারাদেহ
সঠিক উত্তর: (খ) ফুলকা ও সারাদেহ
২০ । উদ্দীপকের ধমনির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? i. এর সাবক্ল্যাভিয়ান শাখা আন্ত্রিক অঙ্গে যায়
ii. এটি ফুলকা হতে CO2 যুক্ত রক্তবহন করে
iii. এর শাখা পার্শ্বীয় ধমনিতে যুক্ত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও :
শিক্ষক বললেন, মানুষের বৃক্কের ওপর অবস্থিত অন্তঃক্ষরা গ্রন্থি ছাড়াও ADH নামক হরমোন বৃক্কের কাজে সহায়তা করে।
২৪ । উদ্দীপকে উল্লিখিত গ্রন্থিটি- i. দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে
ii. ভয়, আনন্দ ও শোক প্রকাশে ভূমিকা রাখে
iii. দেহরসের অভিস্রবণিক ঘনত্ব বজায় রাখে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
২৫ । উদ্দীপকে উল্লিখিত হরমোন- i. গ্লোমেরুলাস ও পুনঃশোষণ করে
ii. দেহরসের আয়তন নিয়ন্ত্রণ করে
iii. লবণের মাত্রা বজায় রাখে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩১ । প্রতিসাম্যতা হলো- (ক) তিনটি ভ্রূণ স্তরবিশিষ্ট দশা
(খ) যে কোনো তলের ভিত্তিতে প্রাণির আঙ্গিক অবস্থান
(গ) একই ধরনের খণ্ডাংশবিশিষ্ট অবস্থা
(ঘ) প্রাণীকে কয়েকটি অঞ্চলে বিভাজনের পদ্ধতি
সঠিক উত্তর: (খ) যে কোনো তলের ভিত্তিতে প্রাণির আঙ্গিক অবস্থান
৩৪ । উদ্দীপকের প্রাণীদ্বয়ের মধ্যে সামঞ্জস্যপূর্ণ কোনটি? (ক) স্বাদ গ্রহণ (খ) সর্বভূক
(গ) ম্যান্ডিবল ও দাঁত (ঘ) চর্বণ কৌশল
সঠিক উত্তর: (গ) ম্যান্ডিবল ও দাঁত
৩৫ । ICZN কোনটির সংক্ষিপ্ত রূপ? (ক) International Commission on Zoological Nomenclature
(খ) International Code of Zoological Nomenclature
(গ) International Code on Zoological Nomenclature
(ঘ) International Commission of Zoological Nomenclature
সঠিক উত্তর: (ক) International Commission on Zoological Nomenclature
এইচএসসি বহুনির্বাচনি অভীক্ষা
কুমিল্লা বোর্ড - ২০১৬
জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয় কোড: ১৭৯
সময়-৩৫ মিনিট
পূর্ণমান: ৩৫
[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]
প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।
১। রাজকীয় জেলি তৈরি করা কোন মৌমাছির কাজ? (ক) রানী (খ) ড্রোন
(গ) কর্মী (ঘ) কর্মী ও ড্রোন উভয়ের
৩। উদ্দীপকের A চিহ্নিত অংশটির নাম কী? (ক) ভেন্ট্রিকল (খ) বাল্বাস আর্টারিওসাস
(গ) অ্যাট্রিয়াম (ঘ) সাইনাস ভেনোসাস
সঠিক উত্তর: (খ) বাল্বাস আর্টারিওসাস
৪। উদ্দীপকের অঙ্গটি- i. চার প্রকোষ্ঠবিশিষ্ট
ii. পেরিকার্ডিয়াল গহ্বরে অবস্থান করে
iii. একমুখী রক্ত প্রবাহবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৯। তার জীবন চর্চায় কি পরিবর্তন করা উচিত? i. নিয়মিত শরীর চর্চা
ii. ভারী খাদ্য গ্রহণ
iii. ঔষধ গ্রহণে সতর্কতা অবলম্বন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii
১০। মানুষে নিষেক সংঘটিত হয় কোন অঙ্গে? (ক) ফেলোপিয়ান নালি (খ) ডিম্বাশয়
(গ) যোনি (ঘ) জরায়ু
সঠিক উত্তর: (ক) ফেলোপিয়ান নালি
১১। যকৃতে গ্লুকোনিওজেনেসিস (Gluconeogenesis) প্রক্রিয়ায় কোন উৎস থেকে গ্লুকোজ সংশ্লেষিত হয়? (ক) অ্যামিনো এসিড ও গ্লিসারল
(খ) গ্লিসারল ও ফ্যাটি এসিড
(গ) ফ্যাটি এসিড ও গ্লাইকোজেন
(ঘ) গ্লাইকোজেন ও অ্যামিনো এসিড
সঠিক উত্তর: (ক) অ্যামিনো এসিড ও গ্লিসারল
১২। বাবু ট্রাফিক সিগনালের বাতির পার্থক্য বুঝতে পারে না। সে কোন ধরনের সমস্যায় ভুগছে? (ক) গ্লুকোমা (খ) বর্ণান্ধতা
(গ) মায়োপিয়া (ঘ) রাতকানা
সঠিক উত্তর: (খ) বর্ণান্ধতা
১৩। ‘রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ’- (Ray finned fishes) নামে পরিচিত কোন শ্রেণি? (ক) Myxini (খ) Chondrichthyes
(গ) Actinopterygii (ঘ) Sarcopterygii
২৪। কোন মেমব্রেন স্কালা ভেস্টিবুলি স্কালা মিডিয়াকে পৃথক করেছে? (ক) রেসনার’স (খ) টিমপেনিক
(গ) লোবিওলার (ঘ) বেসিলার
সঠিক উত্তর: (ক) রেসনার’স
নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও :
কালো (BB)♂ ও সাদা (bb)♀ পালকযুক্ত মোরগ-মুরগীর ক্রস ঘটিয়ে F1 জনুতে আন্দালুসিয়ান ব্লু (Bb) রং এর ছানা পাওয়া যায়।
২৫। উদ্দীপক অনুযায়ী F2 জনুর অনুপাত কি হবে? (ক) ৩ : ১ (খ) ৯ : ৭
(গ) ১ : ২ : ১ (ঘ) ২ : ১
সঠিক উত্তর: (গ) ১ : ২ : ১
২৬। উদ্দীপক অনুযায়ী নিচের কোন সংকরায়নকে টেস্টক্রস বলা হবে? (ক) BB x bb (খ) bb x Bb
(গ) BB x Bb (ঘ) BB x BB
২৯। চিত্রে B চিহ্নিত রক্তনালি- i. CO2 যুক্ত রক্তবহন করে
ii. বাম ভেন্ট্রিকল থেকে উত্থিত
iii. সিস্টেমিক সংবহন তন্ত্রের অংশ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: **
Note : B-পালমোনারি সংবহন তন্ত্রের অংশ, CO2 যুক্ত রক্ত বহন করে। এটি ডান ভেট্রিকল থেকে উত্থিত।
৩৩। হিস্টামিন ক্ষরণকে উদ্দীপ্ত করে কোন অ্যান্টিবডি? (ক) IgG (খ) IgD
(গ) IgA (ঘ) IgE
সঠিক উত্তর: (ঘ) IgE
নিচের উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও :
৩৪। উদ্দীপকের A চিহ্নিত স্থানে বিদ্যমান তরলের নাম কী? (ক) প্লাজমা ফ্লুইড
(খ) পেরিকার্ডিয়াল ফ্লুইড
(গ) সেরিব্রোস্পাইনাল ফ্লুইড
(ঘ) সেরাস ফ্লুইড
সঠিক উত্তর: (ঘ) সেরাস ফ্লুইড
৩৫। উদ্দীপকের B চিহ্নিত অংশ- i. আংটির মতো তরুণাস্থি দ্বারা গঠিত
ii. বায়ুহীন অবস্থায় চুপসে যায় না
iii. সিলিয়াযুক্ত অন্তঃপ্রাচীর বিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
এইচএসসি বহুনির্বাচনি অভীক্ষা
চট্টগ্রাম বোর্ড - ২০১৬
জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয় কোড: ১৭৯
সময়-৩৫ মিনিট
পূর্ণমান: ৩৫
[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]
২। হৃদপিণ্ডের সেমিলুনার কপাটিকাদ্বয়ের অবস্থান- i. পালমোনারী ধমনি ii. পালমোনারী শিরা
iii. অ্যাওর্টা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii
৩। ২৫ বছর বয়স্ক একজন ব্যক্তির হৃদস্পন্দন মিনিটে ৮০ বার হলে তার কার্ডিয়াক চক্রের সময়কাল কত সেকেন্ড? (ক) ০.৮৩ (খ) ০.৮০
(গ) ০.৭৫ (ঘ) ০.৭২
সঠিক উত্তর: (গ) ০.৭৫
৪। বাম ফুসফুসের লোবিওল সংখ্যা কতটি? (ক) ৬ (খ) ৭
(গ) ৮ (ঘ) ৯
৬। উদ্দীপকের 'B' চিহ্নিত অঙ্গে কোন জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম থাকে? i. শর্করা ii. আমিষ
iii. স্নেহ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii
৭। 'A' চিহ্নিত অঙ্গটি নানাবিধ শারীরবৃত্তীয় কাজের জন্য গুরুত্বপূর্ণ, কারণ- i. গ্লাইকোজেন সঞ্চয় করে
ii. তাপ উৎপাদন করে
iii. কোলেস্টেরল উৎপাদন করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
৮। রজঃচক্রের কততম দিনে ওভ্যুলেশন বা ডিম্বপাত ঘটে? (ক) ১২ (খ) ১৪
(গ) ২৮ (ঘ) ০৭
সঠিক উত্তর: (খ) ১৪
৯। পূর্ণবয়স্ক মানুষের সমগ্র রক্তে কত গ্রাম লৌহ থাকে? (ক) ১ (খ) ২
(গ) ৩ (ঘ) ৪
সঠিক উত্তর: (খ) ২
১০। উদ্দীপক অনুসারে কোন ধরনের জিনের ক্রিয়া সংঘটিত হয়েছে? (ক) লিথাল (খ) ইন্টারমিডিয়েট
(গ) পরিপূরক (ঘ) সেমিলিথাল
সঠিক উত্তর: (গ) পরিপূরক
১১। উদ্দীপক অনুসারে F2 জনুতে বেগুনি ও সাদা রঙের বহিঃপ্রকাশের অনুপাত হলো- (ক) ১৩ : ৭ (খ) ৯ : ৭
(গ) ৩ : ১ (ঘ) ২ : ১
সঠিক উত্তর: (খ) ৯ : ৭
১২। চক্ষু পেশিতে গমনকারী করোটিক স্নায়ু হলো- i. অপটিক
ii. অকুলোমোটর
iii. ট্রকলিয়ার
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৪। ম্যাক্সিলারী পাল্পের কাজ হলো- (ক) রেচনে সাহায্য করে
(খ) খাদ্যের স্বাদ গ্রহণে সাহায্য করে
(গ) দর্শনে সাহায্য করে
(ঘ) শ্বসনে সাহায্য করে
সঠিক উত্তর: (খ) খাদ্যের স্বাদ গ্রহণে সাহায্য করে
১৫। রুই মাছের বায়ুথলির কাজ হলো- i. শব্দ উৎপাদন করা
ii. প্রতিধ্বনী সৃষ্টি করা
iii. শ্বসনে সাহায্য করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
১৬। কোনটি অপ্রতিসম প্রাণী? (ক) ইলিশ (খ) তারা মাছ
(গ) হাইড্রা (ঘ) অ্যামিবা
সঠিক উত্তর: (ঘ) অ্যামিবা
১৭। শব্দের প্রতি সাড়াদান কোন ধরনের ট্যাক্সিস? (ক) ফটোট্যাক্সিস (খ) থিগমোট্যাক্সিস
(গ) ফনোট্যাক্সিস (ঘ) রিওট্যাক্সিস
সঠিক উত্তর: (গ) ফনোট্যাক্সিস
১৮। ঐচ্ছিক পেশির ক্ষেত্রে প্রযোজ্য- (ক) মাকু আকৃতির
(খ) নিউক্লিয়াস অসংখ্য
(গ) ইন্টারক্যালেটেড ডিস্ক বিদ্যমান
(ঘ) অনুপ্রস্থ রেখা থাকে না
সঠিক উত্তর: (খ) নিউক্লিয়াস অসংখ্য
১৯। সেক্স-লিংকড ইনহেরিটেন্স এর বৈশিষ্ট্য- (ক) জিনগুলি Y ক্রোমোজোমে থাকে
(খ) জিনগুলি পিতা হতে শুধুমাত্র কন্যাতে যায়
(গ) জিনগুলি পিতা হতে শুধুমাত্র পুত্রে যায়
(ঘ) বৈশিষ্টগুলি মহিলাদের বেশি প্রকাশিত হয়
সঠিক উত্তর: (খ) জিনগুলি পিতা হতে শুধুমাত্র কন্যাতে যায়
নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও :
২০। উদ্দীপকের চলন প্রক্রিয়াটিতে ভূমিকা রাখে- i. পেশি আবরণী কোষ
ii. গ্লুটিন্যান্ট নেমাটোসিস্ট
iii. ক্ষণপদীয় কোষ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
২১। উক্ত চলন প্রক্রিয়ায় প্রাণীটি- i. লম্বা দূরত্ব অতিক্রম করে
ii. দ্রুত গতিতে চলতে পারে
iii. প্রতিবারে দেহের দৈর্ঘ্যরে অর্ধেক দূরত্ব অতিক্রম করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও :
২৬। উদ্দীপক অনুসারে A ধাপে যে সমস্ত পরিবর্তন ঘটে- i. এন্ডোমেট্রিয়াম ৩-৪ মি.মি. পুরু হয়
ii. রক্তনালির দৈর্ঘ্য হ্রাস পায়
iii. গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধি চূড়ান্ত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii
২৭। উদ্দীপক অনুযায়ী সমগ্র প্রক্রিয়ার জন্য দায়ী হরমোন- i. FSH ও LH
ii. ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন
iii. অ্যান্ড্রোজেন ও ইস্ট্রোজেন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
২৮। রেচন প্রক্রিয়ার মাধ্যমে শরীর- i. বর্জ্য পদার্থ নিষ্কাশিত করে
ii. পানির সাম্যতা বজায় রাখে
iii. অসুস্থতা থেকে মুক্তি পায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
২৯। কত সপ্তাহ বয়স হতে মানব ভ্রূণে সারফেকট্যান্ট ক্ষরণ শুরু হয়?
(ক) ২২ (খ) ২৩
(গ) ২৪ (ঘ) ২৫
সঠিক উত্তর: (খ) ২৩
নিচের উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও :
দীনা অসুস্থবোধ করায় চিকিৎসকের শরণাপন্ন হলো। ডাক্তার থার্মোমিটার দিয়ে তার দেহের তাপমাত্রা নির্ণয় করে দেখলেন এটি ১০৩ F ছাড়িয়ে গেছে।
৩০। দীনার মস্তিষ্কের কোন অংশ উদ্দীপ্ত হয়েছে? (ক) থ্যালামাস (খ) হাইপোথ্যালামাস
(গ) সেরেবেলাম
(ঘ) সেরিব্রাল হেমিস্ফেয়ার
সঠিক উত্তর: (খ) হাইপোথ্যালামাস
৩১। দীনার দেহের- i. অতিরিক্ত তাপমাত্রা জীবাণুর বৃদ্ধি রোধ করবে
ii. প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা পরাস্ত হয়েছে
iii. পাইরোজেন ক্ষরণ বৃদ্ধি পেয়েছে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii
৩২। মূত্রের pH =? (ক) ৪.৫ (খ) ৬.৫
(গ) ৭.০ (ঘ) ৮.৫
সঠিক উত্তর: (খ) ৬.৫
৩৩। ভ্রূণীয় মেসোডার্ম উদ্ভূত অঙ্গ হলো- i. দাঁতের এনামেল ii. হৃদপিণ্ড
iii. অস্থি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২। উদ্দীপকের P চিহ্নিত অংশের নাম কী? (ক) কর্পোরা কোয়াড্রিজেমিনা
(খ) কর্পাস ক্যালোসাম
(গ) সেরেব্রাল হেমিস্ফিয়ার
(ঘ) সেরেবেলাম
সঠিক উত্তর: (খ) কর্পাস ক্যালোসাম
৩। উদ্দীপকের Q চিহ্নিত অংশের কাজ হলো- i. শ্বসন
ii. লালাক্ষরণ
iii. হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
৪। রুই মাছের পটকায় বিদ্যমান গ্যাস হলো- i. অক্সিজেন ii. কার্বন ডাইঅক্সাইড
iii. হাইড্রোজেন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
নিচের উদ্দীপকটি থেকে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও :
৫। উদ্দীপকের কোন অংশ হতে পিত্তরস তৈরি হয়? (ক) P (খ) Q
(গ) R (ঘ) S
সঠিক উত্তর: (ক) P
৬। উদ্দীপকের R চিহ্নিত অংশের কোন কোষ থেকে গ্যাস্ট্রিন নিঃসৃত হয়? (ক) আর্জেন্টাফাইন (খ) জাইমোজেন
(গ) এন্টেরোক্রোমাফিন (ঘ) অক্সিনটিক
সঠিক উত্তর: (গ) এন্টেরোক্রোমাফিন
৭। শর্করা জাতীয় খাদ্য শোষণ নিয়ন্ত্রণকারী হরমোন- i. ইনসুলিন
ii. গ্লুকোকর্টিকয়েড
iii. থাইরক্সিন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৯। কোন বিজ্ঞানী সর্বপ্রথম Hydra-র পুনরুৎপত্তির ক্ষমতার কথা উল্লেখ করেন? (ক) ল্যামার্ক (খ) হেকেল
(গ) ট্রেম্বলে (ঘ) ভাইজম্যান
সঠিক উত্তর: (গ) ট্রেম্বলে
১০। সিফিলিস রোগের লক্ষণ হলো- i. ক্ষুদ্র ক্ষুদ্র র্যাশ ii. স্ফীত লসিকা গ্রন্থি
iii. ওজন বেড়ে যাওয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
১১। কোনটি ঘাসফড়িং এর স্পাইরাকলকে পরিবেষ্টিত করে রাখে? (ক) টিনিডিয়া (খ) ইন্টিমা
(গ) অপারকুলাম (ঘ) পেরিট্রিম
সঠিক উত্তর: (ঘ) পেরিট্রিম
১২। রুই মাছের বক্ষ অঞ্চলে কোন ধমনী রক্ত সরবরাহ করে? (ক) প্যারাইটাল (খ) রেনাল
(গ) ইলিয়াক (ঘ) সাবক্ল্যাভিয়ান
সঠিক উত্তর: (ঘ) সাবক্ল্যাভিয়ান
নিচের চিত্রটি থেকে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও:
১৩। উদ্দীপকটি কোন ধরনের তরুণাস্থির? (ক) হায়ালিন (খ) স্থিতিস্থাপক
(গ) শ্বেততন্তুময় (ঘ) ক্যালসিফাইড
১৯। AB রক্তের গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য- i. A ও B উভয় অ্যান্টিজেন আছে
ii. a ও b উভয় অ্যান্টিবডি নেই
iii. সার্বজনীন গ্রহীতা গ্রুপ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও :
রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙ্গর মাছ দেখে আনন্দিত হলো।
২৭। উদ্দীপকে উল্লিখিত প্রাণীর বৈশিষ্ট্য হলো- i. দেহ প্ল্যাকয়েড আঁইশে আবৃত
ii. পুচ্ছ পাখনা হোমোসার্কাল
iii. ৫-৭ জোড়া ফুলকারন্ধ্র
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৯। নিু মহাশিরা ও ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে অবস্থিত কপাটিকার নাম কী? (ক) মাইট্রাল (খ) অ্যাওর্টিক
(গ) ইউস্টেসিয়ান (ঘ) ত্রিপত্র
সঠিক উত্তর: (গ) ইউস্টেসিয়ান
নিচের উদ্দীপক থেকে পড়ে ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও :
পলাশ গ্রীষ্মকালে সারাদিন বিভিন্ন কাজে বাইরে ঘোরাফেরা করল। কিন্তু কোনো পানি পান করল না। সন্ধ্যায় দেখল যে তার গাঢ় হলুদ ও কম প্রস্রাব হলো। এক্ষেত্রে পলাশের মস্তিষ্কের একটি গ্রন্থি নিঃসৃত হরমোন সহায়তা করল।
৩১। উদ্দীপকের হরমোনটির ক্ষেত্রে প্রযোজ্য- i. এটি মস্তিষ্কের হাইপোথ্যালামাস হতে উৎপন্ন হয়
ii. এটি উৎপাদন হ্রাস পেলে ডায়াবেটিস ইনসিপিডাস হয়
iii. এটি রক্ত ও দেহ তরলের সাম্যাবস্থা নিয়ন্ত্রণ করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
৩২। নারীদেহে দুটি X -ক্রোমোসোমের একটি কিংবা সম্পূর্ণ অনুপস্থিত থাকলে কোন রোগ হয়? (ক) অ্যাক্রোমেগালি (খ) টারনার সিনড্রোম
(গ) মিক্সিডিমা (ঘ) প্রাডের উইলি সিনড্রোম
সঠিক উত্তর: (খ) টারনার সিনড্রোম
৩৩। কোন অ্যান্টিবডি গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে মায়ের অর্জিত প্রতিরক্ষাকে ভ্রূণ দেহে বহন করে? (ক) IgA (খ) IgD
(গ) IgG (ঘ) IgM
সঠিক উত্তর: (গ) IgG
৩৪। ম্যাক্রোফেজের বৈশিষ্ট্য- i. এটি অ্যান্টিজেন উপস্থাপক কোষ
ii. এটি ফ্যাগোসাইটোসিস সম্পন্ন করে
iii. এটি সাইটোকাইন নিঃসৃত করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]
প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।
১। ল্যাকটেজ এনজাইম কোন খাদ্য পরিপাকের সাথে জড়িত? (ক) চর্বি (খ) ভিটামিন
(গ) আমিষ (ঘ) শর্করা
সঠিক উত্তর: (ঘ) শর্করা
২। পিতা স্বাভাবিক ও মাতা বর্ণান্ধ হলে, ছেলেগুলো কী হবে? (ক) ২৫% স্বাভাবিক (খ) ২৫% বর্ণান্ধ
(গ) ৫০% বর্ণান্ধ (ঘ) ৫০% স্বাভাবিক
সঠিক উত্তর: ** ১০০% বর্ণান্ধ
Note: পিতা স্বাভাবিক ও মাতা বর্ণান্ধ হলে ছেলেরা ১০০% বর্ণান্ধ এবং মেয়েরা ১০০% স্বাভাবিক বাহক হবে।
৩। গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করে? (ক) ড. এডওয়ার্ড জেনার (খ) লুই পাস্তর
(গ) আলবার্ট ক্যালমিটি (ঘ) ক্যামিলি গুইরিন
সঠিক উত্তর: (ক) ড. এডওয়ার্ড জেনার
৪। ঘাসফড়িং এর উপরে কতটি খণ্ডক রয়েছে? (ক) ১১টি (খ) ১০টি
(গ) ৬টি (ঘ) ৩টি
সঠিক উত্তর: (ক) ১১টি
উপরের চিত্র থেকে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও:
৫। Q চিত্র কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়? (ক) অরীয় (খ) গোলীয়
(গ) অপ্রতিসম (ঘ) দ্বিপার্শ্বীয়
সঠিক উত্তর: (ক) অরীয়
৬। উদ্দীপকের R চিত্রের প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য হলো- i. সন্ধিযুক্ত উপাঙ্গ ii. শিখা কোষ
iii. পুঞ্জাক্ষি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৯। কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক? (ক) পরিফেরা (খ) ইকাইনোডার্মাটা
(গ) অ্যানেলিডা (ঘ) আর্থ্রোপোডা
সঠিক উত্তর: (খ) ইকাইনোডার্মাটা
১০। বাংলাদেশের কোন নদীতে রুই মাছের প্রাকৃতিক প্রজনন হয়? (ক) বুড়িগঙ্গা নদী (খ) সুরমা নদী
(গ) হালদা নদী (ঘ) যমুনা নদী
সঠিক উত্তর: (গ) হালদা নদী
১১। হৃৎপিণ্ডের লাব-ডাব শব্দের কারণ- i. অ্যাট্রিয়ামের সিস্টোল
ii. ভেন্ট্রিকলের সিস্টোল
iii. ভেন্ট্রিকলের ডায়াস্টোল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii
১২। শ্রেণিকরণের যে কোনো ধাপের জনগোষ্ঠীকে বলে- (ক) প্রজাতি (খ) গণ
(গ) ট্যাক্সন (ঘ) পর্ব
সঠিক উত্তর: (গ) ট্যাক্সন
১৩। কোরালস এবং জেলিফিস কোন পর্বের প্রাণী? (ক) নিডারিয়া (খ) ইকাইনোডার্মাটা
(গ) পরিফেরা (ঘ) মলাস্কা
সঠিক উত্তর: (ক) নিডারিয়া
১৪। Hydra-র কোন কোষ বুদবুদ তৈরি করে? (ক) ইন্টারস্টিসিয়াল কোষ
(খ) এপিডার্মিসের গ্রন্থিকোষ
(গ) সংবেদী কোষ
(ঘ) এন্ডোডার্মিসের গ্রন্থিকোষ
সঠিক উত্তর: (খ) এপিডার্মিসের গ্রন্থিকোষ
১৫। অষ্টম করোটিক স্নায়ুর কাজ কি? (ক) স্বাদ (খ) দর্শন
(গ) শ্রবণ (ঘ) ঘ্রাণ
সঠিক উত্তর: (গ) শ্রবণ
নিচের চিত্র (P - S) থেকে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:
১৭। হাইড্রা শিকারকে প্যাঁচিয়ে ধরা এবং অবশ করতে সাহায্য করে- i. P
ii. Q
iii. R
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
১৮। মস্তিষ্কের কোন অংশ শ্বাস-প্রশ্বাস, স্পন্দনহার ইত্যাদি গুরুত্বপূর্ণ স্বয়ংক্রিয় কার্যাদি নিয়ন্ত্রণ করে? (ক) সেরেব্রাম (খ) সেরেবেলাম
(গ) মেডুলা (ঘ) পনস্
কঙ্কালতন্ত্র পড়াতে গিয়ে শিক্ষক বললেন, “উপাঙ্গিক কঙ্কাল দুটি অস্থিচক্র - সম্মুখ বক্ষ অস্থিচক্র ও পশ্চাৎ শ্রেণিচক্র নিয়ে গঠিত। অগ্রপদ ও পশ্চাৎপদ এই অস্থিচক্রের মাধ্যমে অক্ষীয় কঙ্কালের সাথে সংযুক্ত।”
২৩। ম্যাক্রোফেজ ও সহজাত মারণ কোষ মানবদেহের- i. প্রথম প্রতিরক্ষা স্তর
ii. দ্বিতীয় প্রতিরক্ষা স্তর
iii. তৃতীয় প্রতিরক্ষা স্তর
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii
২৪। কোনটি যৌনবাহিত রোগ? i. এইডস
ii. গনোরিয়া
iii. ওটিটিস মিডিয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
২৫। পরিমাণ এবং মৌমাছির পরস্পরের প্রতি সহযোগিতা যে ধরনের আচরণ- i. সহজাত আচরণ
ii. শিখন আচরণ
iii. সামাজিক আচরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii
২৬। AaBb জিনোটাইপধারী জীব থেকে কয় ধরনের গ্যামেট তৈরি হতে পারে? (ক) ১ (খ) ২
(গ) ৩ (ঘ) ৪
সঠিক উত্তর: (ঘ) ৪
২৭। মেন্ডেলের ১ম সূত্রকে কি বলে? (ক) ক্রমোজম তত্ত্ব
(খ) পৃথকীকরণের সূত্র
(গ) পেনজেনেসিস তত্ত্ব
(ঘ) স্বাধীন সঞ্চারণের সূত্র
সঠিক উত্তর: (খ) পৃথকীকরণের সূত্র
২৮। ইউরিয়া তৈরির সাথে সংশ্লিষ্ট চক্র- (ক) নাইট্রোজেন চক্র (খ) অরনিথিন চক্র
(গ) ক্রেবস চক্র (ঘ) সাইট্রিক এসিড চক্র
সঠিক উত্তর: (খ) অরনিথিন চক্র
২৯। ডায়ালাইসিস পদ্ধতি যে অঙ্গের কাজের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়- (ক) হৃৎপিণ্ড (খ) ফুসফুস
(গ) বৃক্ক (ঘ) মস্তিষ্ক
৪ । বাইকাসপিড কপার্টিকার অবস্থান কোথায়? (ক) বাম নিলয় ও মহাধমনির মাঝে
(খ) ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে
(গ) বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে
(ঘ) ডান অলিন্দ ও ঊর্ধ্ব মহাশিরার মাঝে
সঠিক উত্তর: (গ) বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে
৫ । কোন সাইনাসের প্রদাহের কারণে গালে, দাঁতে বা মাথায় ব্যথা হয়? (ক) ফ্রন্টাল (খ) এথময়ডাল
(গ) ম্যাক্সিলারী (ঘ) স্ফেনয়ডাল
৯ । চিত্রে চিহ্নিত অংশগুলোর মধ্যে কোনটি শিকারের দেহে বিদ্ধ হয়? (ক) A (খ) B
(গ) C (ঘ) D
সঠিক উত্তর: (গ) C
১০ । হিমোফিলিয়ায় আক্রান্ত মহিলার সম্ভাব্য পিতামাতা কে? (ক) বাহক মা ও হিমোফিলিক বাবা
(খ) সুস্থ মা ও হিমোফিলিক বাবা
(গ) বাহক মা ও সুস্থ বাবা
(ঘ) হিমোফিলিক মা ও সুস্থ বাবা
সঠিক উত্তর: (ক) বাহক মা ও হিমোফিলিক বাবা
১১ । γ (গামা) ইম্যুনোগ্লোবিউলিন কোনটি? (ক) IgG (খ) IgA
(গ) IgD (ঘ) IgE
সঠিক উত্তর: (ক) IgG
১২ । কোন প্রতিরক্ষা স্তরের মাধ্যমে কলোস্ট্রাম (শালদুধ) মায়ের দেহ হতে শিশুর দেহে প্রবেশ করে? (ক) প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা
(খ) কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা
(গ) প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা
(ঘ) কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা
সঠিক উত্তর: (গ) প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা
১৩ । মৌচাকে মৌমাছির আচরণ কি ধরনের? (ক) সহজাত (খ) সামাজিক
(গ) শিখন (ঘ) প্রতিবর্তী
২০ । উদ্দীপকের চিত্রটির ক্ষেত্রে কোনটি সঠিক? (ক) খাদ্য সাময়িকভাবে জমা রাখে
(খ) খাদ্যকে অম্লীয় ভাবাপন্ন করে
(গ) খাদ্য পরিশোষণে সহায়তা করে
(ঘ) খাদ্যস্থিত ভিটামিন A ও D সঞ্চিত রাখে
২৩ । A, B, AB এবং O রক্ত গ্র“পধারী সন্তানদের পিতামাতার রক্তের গ্রুপ কোনটি? (ক) AB এবং A (খ) B এবং O
(গ) AB এবং O (ঘ) A এবং O
সঠিক উত্তর: (গ) AB এবং O
২৪ । প্রতিসাম্যতা হলো- (ক) তিনটি ভ্রূণস্তরবিশিষ্ট দশা
(খ) যেকোনো তলের ভিত্তিতে প্রাণীর আঙ্গিক অবস্থান
(গ) একই ধরনের খণ্ডাংশবিশিষ্ট অবস্থা
(ঘ) প্রাণীকে কয়েকটি অঞ্চলে বিভাজনের পদ্ধতি
সঠিক উত্তর: (খ) যেকোনো তলের ভিত্তিতে প্রাণীর আঙ্গিক অবস্থান
২৫ । নিচের কোন প্রাণীটি গঠনগতভাবে সরলতম? (ক) Hydra (খ) Taenia
(গ) Pila (ঘ) Spongilla
সঠিক উত্তর: (ঘ) Spongilla
২৬ । ভ্রূণ বিকাশের সঠিক স্থান কোনটি? (ক) ডিম্বাশয় (খ) অমরা
(গ) ডিম্বনালি (ঘ) জরায়ু
নিচের উদ্দীপকটি পড় এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও:
মানবদেহের পানিসাম্যতা একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বজায় থাকে। এ প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট রাসায়নিক পদার্থ মুখ্য ভূমিকা পালন করে।
২৮ । উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি হলো- (ক) বহিঃশ্বসন
(খ) গ্লোমেরুলার ফিলট্রেশন
(গ) অসমোরেগুলেশন (ঘ) সমন্বয় সাধন
সঠিক উত্তর: (গ) অসমোরেগুলেশন
২৯ । উদ্দীপকের মুখ্য ভূমিকা পালনকারী রাসায়নিক পদার্থটির ক্ষেত্রে প্রযোজ্য- i. ADH হরমোন
ii. সংগ্রাহক নালীর ভেদ্যতা কম বেশি করে
iii. থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
৩০ । শ্রেণিবিন্যাসের সবচেয়ে বড় একক কোনটি? (ক) Phylum (খ) Class
(গ) Order (ঘ) Family
নিচের উদ্দীপকটি পড় এবং ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও:
রুমীর হাতের পেশিগুলো ব্যায়ামের সময় ফুলে উঠে। একদিন এ সময় অসাবধানতাবশত তার হাত মচকে গেল।
৩২ । ব্যায়ামের সময় রুমীর উক্ত অঙ্গের পরিবর্তনের কারণ হলো- i. এরা সংকোচনশীল
ii. এটি বাইসেপ ও ট্রাইসেপ পেশিসমৃদ্ধ
iii. এটি শাখা-প্রশাখা বিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
৩৩ । রুমীর হাতের সমস্যাটির কারণ কী হতে পারে? (ক) স্নায়ুসমূহের ক্ষতি
(খ) অস্থিসমূহের স্বাভাবিক সজ্জায় ব্যাঘাত
(গ) অস্থিসন্ধির লিগামেন্টে অতিরিক্ত চাপ
(ঘ) লিগামেন্টে আমিষের উপস্থিতির তারতম্য
সঠিক উত্তর: (গ) অস্থিসন্ধির লিগামেন্টে অতিরিক্ত চাপ
৩৪ । প্রথম শ্রেণির লিভারের মত কাজ করে কোনটি? (ক) কনুই সন্ধির সঞ্চালন
(খ) হাতের আঙ্গুলের সঞ্চালন
(গ) পায়ের আঙ্গুলের সঞ্চালন
(ঘ) করোটি ও অ্যাটলাসের সঞ্চালন
সঠিক উত্তর: (ঘ) করোটি ও অ্যাটলাসের সঞ্চালন
৩৫ । চিত্রে চিহ্নিত ‘A’ অংশটির নাম কী? (ক) প্যারাইটাল পেরিটোনিয়াম
(খ) প্যারেনকাইমা
(গ) ভিসেরাল পেরিটোনিয়াম
(ঘ) হিমোসিল