মাধ্যমিক জীববিজ্ঞান সিলেবাস (SSC Biology Syllabus)


চতুর্থ অধ্যায় : জীবনীশক্তি (১৫ পিরিয়ড)


বিষয়বস্তু
১। জীবনীশক্তি (Bioenergetics) ও এটিপির ভূমিকা
২। সালোকসংশ্লেষণ ২.১ প্রক্রিয়া ২.২ ক্লোরোফিল এবং আলোর ভূমিকা ২.৩ অন্যান্য প্রভাবকের ভূমিকা ২.৪ গুরুত্ব
৩। শ্বসন ৩.১ সবাত ও অবাত শ্বসন ৩.২ গুরুত্ব

শিখনফল
বুদ্ধিবৃত্তীয়:
১। কোষে প্রধান শক্তির উৎস হিসেবে এটিপির ভূমিকা ব্যাখ্যা করতে পারবে ।
২। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা প্রস্তুতি ব্যাখ্যা করতে পারবে ।
৩। সালোকসংশ্লেষণে ক্লোরোফিল এবং আলোর ভূমিকা ব্যাখ্যা করতে পারবে ।
৪। সালোকসংশ্লেষণে প্রভাবকের ভূমিকা বর্ণনা করতে পারবে ।
৫। সালোকসংশ্লেষণের উপর জীবের নির্ভরশীলতার কারণ মূল্যায়ন করতে পারবে ।
৬। শ্বসন ব্যাখ্যা করতে পারবে ।
৭। সবাত ও অবাত শ্বসনের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে ।
৮। সালোকসংশ্লেষণ ও শ্বসনের মধ্যে তুলনা করতে পারবে ।
পরীক্ষণ:
৯। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোফিল ও আলোর অপরিহার্যতার পরীক্ষাটি করতে পারবে ।
১০। শ্বসন প্রক্রিয়ায় তাপ নির্গমণের পরীক্ষাটি করতে পারবে ।
আবেগীয়:
১১। জীবের খাদ্য প্রস্তুতে উদ্ভিদের অবদান উপলব্ধি করবে এবং উদ্ভিদের প্রতি সংবেদনশীল আচরণ করবে ।