জবা ১৩৯ ৩০৫/২০১৮
ক সেট
এসএসসি জীববিজ্ঞান (ব্যবহারিক) প্রশ্ন
সময় ২ ঘন্টা
বিষয় কোড: ১৩৮
পূণমান ২৫
[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূণমান জ্ঞাপক]
১। যে কোন একটি পরীক্ষণ সম্পন্ন কর:- ১৫
(ক) অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ (পেঁয়াজ কোষ) পর্যবেক্ষণ।
(খ) অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রাণিকোষ (অ্যামিবা) পর্যবেক্ষণ।
(গ) ফুলের গর্ভাশয়ের প্রস্থচ্ছেদ পর্যবেক্ষণ।
(ঘ) নিঃশ্বাসে নির্গত গ্যাসের প্রকৃতি নির্ণয়।
(ঙ) উদ্ভিদের রস উত্তোলন পরীক্ষা।
(চ) বিশ্রাম এবং শরীরচর্চার পর রক্তচাপ ও পালসরেটের তুলনা (৩ জন ব্যক্তির)।
(ছ) শ্বসন প্রক্রিয়ায় তাপ নির্গমন পরীক্ষা।
(জ) উদ্ভিদের অভিস্রবণ পরীক্ষা।
(ঝ) উদ্ভিদের প্রস্বেদন পরীক্ষা।
(ঞ) অঙ্কুরিত ছোলা বীজের সাহয্যে মূলের ভূ-অভিমুখী চলন পরীক্ষা।
২। উপস্থাপনকৃত পরীক্ষণটির ফলাফল ব্যাখ্যা কর। ৪
৩। মৌখিক অভীক্ষা। ৪
৪। ব্যবহারিক খাতা। ২