[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। নিচের চিত্র দুটি লক্ষ্য কর এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
(ক) স্ক্লেরাইড কী? ১
(খ) প্লীহার সঞ্চালনে অংশগ্রহণকারী পেশীর গঠন ব্যাখ্যা করো। ২
(গ) চিত্র C এর গঠন ব্যাখ্যা করো। ৩
(ঘ) চিত্র A এবং B এর কাজের ক্ষেত্রে মিল থাকলেও গঠনগত দিক থেকে মিল ও অমিল রয়েছে বিশ্লেষণ করো।৪
২। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
(ক) আত্তীকরণ শক্তি কী? ১
(খ) চারা থেকে উদ্ভিদ ফুল ফোটানো পর্যন্ত শ্বসনের ভূমিকা ব্যাখ্যা করো। | ২
(গ) উদ্দীপকের প্রবাহচিত্রটির X এবং Y ধাপ দুটি ব্যাখ্যা করো। ৩
(ঘ) চিত্র M প্রক্রিয়ায় উৎপন্ন গ্যাসীয় পদার্থ পরিবহনে চিত্র N এর ভূমিকা কী? বিশ্লেষণ করো।৪
৩। রাশেদ সাহেব একজন দক্ষ ও অত্যন্ত পরিশ্রমী ফুটবল খেলোয়াড়। তার বয়স ২৫ বছর, উচ্চতা ১.৭ মিটার এবং ওজন ৬৮ কেজি। তিনি রুটি, আলু, বাদাম এবং ডিমের কুসুম খেতে পছন্দ করলেও ফলমূল কম পছন্দ করেন। |
(ক) ডাইব্যাক কী? ১
(খ) মানবদেহের অন্তঃঅঙ্গসমূহের ক্রিয়াকলাপ সম্পাদনে পানির ভূমিকা কী?ব্যাখ্যা করো। | ২
(গ) রাশেদ সাহেবের দৈনিক ক্যালরির চাহিদা নির্ণয় করো। ৩
(ঘ) উদ্দীপকে রাশেদ সাহেবের পছন্দ ও অপছন্দনীয় খাবারগুলো তার | শারীরিক দক্ষতা অটুট রাখতে কি ভূমিকা রাখবে বিশ্লেষণ করো। ৪
৪। সাদ আব্দুল্লাহ প্রতিদিনি সকালের নাস্তায় পনির, দুধ খেয়ে থাকে। তার ভাই আলী আব্দুল্লাহ ডিম ও মাংস খেতে পছন্দ করে। তাদের বোন আয়েশা ভাইদের কোন খাবারই পছন্দ করে না। সে পছন্দ করে ফলমূল। |
(ক) মৌল বিপাক শক্তি কী? ১
(খ) প্রতিদিনি খাদ্য তালিকায় লৌহ সমৃদ্ধ খাদ্য রাখার প্রয়োজন কেন? ২
(গ) সাদ আব্দুল্লাহ এবং তার ভাইয়ের খাবারগুলোর পরিপাক প্রক্রিয়া ব্যাখ্যা করো। ৩ |
(ঘ) বিভিন্ন রোগ প্রতিরোধে তিন জনের পছন্দের খাবারগুলোর মধ্যে কোনগুলো
বেশি কার্যকরী হবে বিশ্লেষণ করো।৪
৫। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
(ক) ভিন্নতা কী? ১
(খ) প্রাণীরা আত্মরক্ষায় অনুকৃতির আশ্রয় নেয় কেন? ব্যাখ্যা করো। ২
(গ) বংশগতির তথ্য স্থানান্তরে উদ্দীপকের X অংশের ভূমিকা ব্যাখ্যা করো। ৩
(ঘ) ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা নিরসনে Y পদ্ধতির ব্যবহার অনস্বীকার্য মতামত দাও। ৪
৬। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
(ক) ফটোফসফোরাইলেশন কী? ১
(খ) দুপুরের পর সালোকসংশ্লেষণের গতি কমে যাওয়ার কারণ কী? ব্যাখ্যা করো। ২
(গ) উদ্দীপকের বিক্রিয়াটিতে রাতের বেলায় কীভাবে 'A' উৎপন্ন হয় তা ব্যাখ্যা করো।৩
(ঘ) জীবজগতের ক্ষেত্রে উদ্দীপকের বিপাকীয় প্রক্রিয়াটি 'Q' এর উপর
নির্ভরশীল— যুক্তিসহ তোমার মতামত বিশ্লেষণ করো।৪
৭। এক দম্পতির ঘরে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্মগ্রহণ করে। শিশুটি দেখতে তার মায়ের মতই সুন্দরী। কিছুদিন পর দেখা গেল মেয়েটির চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এছাড়াও তার চোখের কর্ণিয়া ঘোলাটে হয়ে যাচ্ছে, সব কিছু ঝাপসা দেখছে।
(ক) জৈব বিবর্তন কী? ১
(খ) পৃথিবী থেকে ডায়নোসর লােপ পেয়েছে কিন্তু তেলাপোকা টিকে আছে কীভাবে? ২
(গ) শিশুটি তার মায়ের মত হওয়ার ক্ষেত্রে যে উপাদানটি কাজ করেছে তার গঠন ব্যাখ্যা করো।৩
(ঘ) শিশুটির অবস্থা এমন হওয়ার কারণ কী হতে পারে? মতামত দাও। ৪
৮। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
(ক) অটোজোম কী? ১
(খ) বর্ণান্ধতা মহিলাদের চেয়ে পুরুষের ক্ষেত্রে বেশী দেখা যায় কেন? ২
(গ) চিত্র B এর পদ্ধতিটি ব্যাখ্যা করো। ৩
(ঘ) ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা নিরসনে চিত্র A এর ভূমিকা বিশ্লেষণ করো। ৪
[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। একটি কোষীয় অঙ্গাণু উদ্ভিদে শর্করা তৈরি করে। এই উৎপাদিত বস্তু একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ভেঙ্গে শক্তি নির্গত করে।
(ক) মধ্যচ্ছদা কী? ১
(খ) লিঙ্গ নির্ধারণে ক্রোমোসোম কীভাবে ভূমিকা রাখে? ২
(গ) উদ্দীপকে উল্লিখিত অঙ্গাণুটির গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ৩
(ঘ) পরিবেশীয় ভারসাম্য রক্ষায় উদ্দীপকের প্রক্রিয়া দুটি কীভাবে সম্পর্কিত? বিশ্লেষণ করো। ৪
২। বিশ্বে প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় মাছ এর পূর্ণাঙ্গ জীবন রহস্য উম্মোচন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
(ক) বায়োইনফরমেটিক্স কাকে বলে? ১
(খ) জীবপ্রযুক্তিতে প্লাজমিড গুরুত্বপূর্ণ কেন? ২
(গ) উদ্দীপকে নমুনা জীবের নামকরণ পদ্ধতি ব্যাখ্যা করো। ৩
(ঘ) উদ্দীপকের জীবটির কোষের সাথে “আদি কোষের বিভিন্ন বৈশিষ্ট্যের ভিন্নতা রয়েছে বিশ্লেষণ করো।৪
৩।
P
ক্রোমোসোাম সংখ্যা সমান থাকে।
Q
ক্রোমোসোাম সংখ্যা অর্ধেক হয়।
(ক) নিউক্লিওটাইড কাকে বলে? ১
(খ) প্রোটিন তৈরির কারখানা বলা হয় কোন অঙ্গাণুকে? ব্যাখ্যা করো।২
(গ) P বিভাজনে ক্যারিওকাইনেসিস ধাপের চিহ্নিত চিত্র আঁক। ৩
(ঘ) P ও Q বিভাজন দুটি জীবের জন্য অপরিহার্য-মূল্যায়ন করো।৪
৪।
(ক) লাইকেন কাকে বলে? ১
(খ) মানুষে বর্ণান্ধতা দেখা যায় কেন? ২
(গ) উদ্দীপকে N প্রক্রিয়ার ধাপসমূহের চিহ্নিত চিত্র অঙ্কন করো। ৩
(ঘ) কৃষি ক্ষেত্রে M ও N প্রক্রিয়ার সফলতা বিশ্লেষণ করো।৪
৫।
(ক) অমরা কাকে বলে? ১
(খ) পাতাশেওলায় পরাগায়ন হয় কীভাবে? ২
(গ) উদ্দীপকে উল্লিখিত চিত্র-X ও C এর বিকাশ ব্যাখ্যা করো। ৩
(ঘ) ভূণ ও শস্য সৃষ্টিতে X ও Y এর গুরুত্ব বিশ্লেষণ করো। ৪
৬।
(ক) ব্যাপন কী? ১
(খ) AIDS কে ঘাতক ব্যাধি বলা হয় কেন? ২
(গ) উদ্দীপকে উল্লিখিত 'P' অংশটির অস্বাভাবিকতার ফলে সৃষ্ট রোগের লক্ষণগুলো ব্যাখ্যা করো।৩
(ঘ) চিত্র-X ও চিত্র Y এর সমন্বিত কার্যক্রম মানবদেহে কী ধরনের ভূমিকা রাখে তা বিশ্লেষণ করো।৪
৭। একটি বার্ষিক বনভোজনে ছাত্র-ছাত্রীপ্রতি খাদ্য তালিকা নিম্নরূপ-
খাদ্য
ভাত ও রুটি
মাংস ও ডাল
তৈল ও মাখন
পরিমাণ
২৫০ গ্রাম
১৫০ গ্রাম
১০০ গ্রাম
(ক) আদর্শ রক্তচাপ কী? ১
(খ) রক্ত সালনে কপাটিকার ভূমিকা কী? ২
(গ) উদ্দীপকে প্রদত্ত খাদ্য থেকে প্রাপ্ত মোট শক্তি কিলোজুলে নির্ণয় করো। ৩
(ঘ) উদ্দীপকের খাদ্যগুলোর কীভাবে পরিপাক ঘটে তা বিশ্লেষণ করো। ৪
৮। তপন হঠাৎ করে ডায়রিয়ায় আক্রান্ত হয়। এরপর ওর মূত্র ত্যাগে সমস্যা দেখা দেয়। রক্ত পরীক্ষার পর তার রক্তের একটি রেচন বর্জ্য অধিক পরিমাণে। পাওয়া যায়। কারণ ওর একটি বিশেষ অঙ্গ অকেজো হয়েছে।
(ক) পূর্ণ সচল অস্থিসন্ধি কাকে বলে? ১
(খ) অস্থি সঞ্চালনে সাইনোভিয়াল রস কী ভূমিকা রাখে? ব্যাখ্যা করো। ২
(গ) তপনের বিশেষ অঙ্গের চিহ্নিত চিত্র অঙ্কন করো। ৩
(ঘ) তপনের রক্ত হতে বর্জ্য পদার্থটি দুত অপসারণ করতে কোন পদ্ধতিটি যথাযথ? মূল্যায়ন করো।৪
[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১।
(ক) ইন্টারফেজ কী? ১
(খ) নীলাভ সবুজ শৈবালের কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন? ২
(গ) Q চিহ্নিত অংশের কোষ বিভাজনের শেষ ধাপটি বর্ণনা করো। ৩
(ঘ) উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়া দুটি সঠিকভাবে না ঘটলে জীবদেহে কী কী ধরনের সমস্যা হতে পারে? বিশ্লেষণ করো।৪
২।
(ক) জৈব মুদ্রা কী? ১
(খ) অবাত শ্বসন অপেক্ষা সবাত শ্বসনে বেশি শক্তি তৈরি হয় কেন? ২
(গ) চিত্র X এ সংঘটিত প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। ৩
(ঘ) জীবজগতে উক্ত প্রক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করো। ৪
৩। রাকিব এর উচ্চতা ১৬৬ সে.মি. এবং ওজন ৮০ কেজি। সে প্রতিদিন ৩০ গ্রাম চিড়া খায়। চিড়ায় ৭.৮% প্রোটিন, ৮১% শর্করা এবং ১.৮ স্নেহ বিদ্যমান।
(ক) মাইক্রো উপাদান কী? ১
(খ) চালকে রান্না করে খেতে হয় কেন? ২
(গ) রাকিব এর খাদ্যের ক্যালরি নির্ণয় করো। ৩
(ঘ) রাকিব এর BMI এর সাপেক্ষে করণীয় বিষয়গুলো যুক্তিসহ বিশ্লেষণ করো।৪
৪।
(ক) ব্যাপন কাকে বলে? ১
(খ) আদর্শ রক্তচাপ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। ২
(গ) উল্লিখিত চিত্রটির গঠন বর্ণনা করো। ৩
(ঘ) উল্লিখিত অঙ্গটি সুস্থ রাখতে করণীয় বিষয় আলোচনা করো। ৪
৫।
(ক) ব্রংকিওল কী? ১
(খ) মানবদেহে বায়ু কিভাবে বিশুদ্ধ হবে? ব্যাখ্যা করো। ২
(গ) মানবদেহে A উপাদান শোষণ প্রক্রিয়া বর্ণনা করো।৩
(ঘ) উল্লিখিত A ও B উপাদানগুলো পরিবহনকারী অঙ্গের সুস্থতায় কি করণীয়? বিশ্লেষণ করো।৪
৬।
(ক) জীববৈচিত্র্য কাকে বলে? ১
(খ) উৎপাদককে কেন শক্তি পিরামিডের ভূমিতে রাখা হয়? ব্যাখ্যা করো। ২
(গ) 'S' এর শক্তি কীভাবে B-তে পৌছায় ব্যাখ্যা করো। ৩
(ঘ) উদ্দীপকের উপাদানগুলোর হ্রাস-বৃদ্ধি পরিবেশের জন্য হুমকিস্বরূপ মূল্যায়ন করো। ৪
৭।
A→ টিস্যু কালচার
B→ জেনেটিক ইঞ্জিনিয়ারিং
(ক) জীব প্রযুক্তি কী? ১
(খ) টিস্যু কালচারের গুরুত্ব ব্যাখ্যা করো।২
(গ) উদ্দীপকে 'A' প্রযুক্তির পদ্ধতি ব্যাখ্যা করো। ২
(ঘ) চিকিৎসা ক্ষেত্রে ও পরিবেশ রক্ষায় B প্রযুক্তিটি আশীর্বাদস্বরূপ— মূল্যায়ন করো।৪
৮।
(ক) অবৃন্তক ফুল কী? ১
(খ) ধুতুরা ফুলে কী ধরনের পরাগায়ন হয়? ব্যাখ্যা করো। ২
(গ) উদ্দীপকের C অঙ্গাণুটির উৎপত্তি কৌশল বর্ণনা করো।৩
(ঘ) উদ্দীপকের A, B ও C এর পারস্পরিক কার্যকারিতায় কিভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়? বিশ্লেষণ করো।৪
[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১।
(ক) অন্তঃক্ষরা গ্রন্থি কী? ১
(খ) কোন টিস্যুকে পরিবহন টিস বলা হয়? কারণসহ ব্যাখ্যা করো। ২
(গ) জীবদেহে চিত্র 'Z এর ভূমিকা ব্যাখ্যা করো। ৩
(ঘ) জীবদেহকে সচল রাখতে চিত্র 'X' ও চিত্র 'Y' এর মধ্যে কোনটি অধিক কার্যকর বিশ্লেষণ করো। ৪
২। রফিকদের স্কুলের মাঠে রক্তদান কর্মসূচি চলছে। রফিকের ইচ্ছা সে রক্তদান করবে ও তার রক্তের গ্রুপ পরীক্ষা করবে। সে তার বন্ধু সফিককে বলল চল দুজন মিলে ঐ কর্মসূচিতে অংশগ্রহণ করি। রফিক রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করে জানতে পারল তার রক্তের কোনো এন্টিবডি নেই। রফিক রক্তদান করলেও সফিক অংশগ্রহণ করে নাই। সে তার রক্তের গ্রুপও জানে না।
(ক) টিউনিকা মিডিয়া কী? ১
(খ) দেহে রক্ত চলাচল কমে গেলে কী সমস্যা হতে পারে? ব্যাখ্যা করো। ২
(গ) রফিকের রক্তের গ্রুপ উল্লেখপূর্বক তাদের খেলার মাঠের কর্মসূচির কারণ ব্যাখ্যা করো। ৩
(ঘ) উদ্দীপকের আলোকে রফিক ও সফিকের সামাজিক দায়বদ্ধতা বিশ্লেষণ। করো। ৪
৩। নিচের চিত্রগুলো লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
(ক) ইন্টারফেজ কী? ১
(খ) কোন প্রকার কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলে? ব্যাখ্যা করো। ২
(গ) চিত্র R এর বিভাজনের ফলে কী সমস্যার সৃষ্টি হয় মতামত দাও। ৩
(ঘ) জীবের গুণগত স্থিতিশীলতা রক্ষায় চিত্র 'P' ও চিত্র Q এর মধ্যে কোনটি অধিক ভূমিকা রাখে- বিশ্লেষণ করো।৪
৪। মিলন ও মিজান দুই ভাই। মিলনের উচ্চতা ১৭০ সে.মি. এবং ওজন ৬৪ কেজি। সে অলস জীবন-যাপন করে। মিজান অত্যন্ত পরিশ্রমী, সে প্রচুর দৌড়ঝাপ ও খেলাধুলা করে। তার ওজন ৬০ কেজি, বয়স ১৫ বছর।
(ক) পরিপাক কী? ১
(খ) সকালবেলা সালোকসংশ্লেষণ বেশি হয় কেন? ২
(গ) যদি মিজানের উচ্চতা ৫ ফুট ৭ ইঞি হয়, তার দৈনিক ক্যালরি চাহিদা নিরূপণ করো। ৩
(ঘ) BMI মানদণ্ডে মিজান ও মিলনের জীবন-যাপনে কী ধরনের প্রভাব পড়তে পারে বলে তুমি মনে করো? মতামত দাও। ৪
৫। নিচের চিত্রগুলো লক্ষ করো ও প্রশ্নগুলোর উত্তর দাও:
(ক) পর-পরাগায়ন কাকে বলে? ১
(খ) অমরা কীভাবে মানবদেহের রেচন অঙ্গের মতো কাজ করে ব্যাখ্যা করো। ২
(গ) চিত্র P এর প্রধান উপাদানের গঠন ব্যাখ্যা করো। ৩
(ঘ) পুত্র সন্তান জন্মদানের ক্ষেত্রে 'Q' ও 'R' এর মধ্যে কোনটি ভূমিকা মুখ্য?
বিশ্লেষণ করো। ৪
৬। আরেফিন স্ট্যাপলার দিয়ে খাতা সেলাই করার সময় হাতের আঙ্গুলে পিন ফুটলে সে তাৎক্ষণিক হাতটিকে সরিয়ে ফেলল। অন্যদিকে তার পঞ্চাশোর্ধ বয়সী বাবার হাত ও পায়ের কাপুনি হওয়ার কারণে ঠিকমত হাঁটাহাটি করতে সমস্যা হয় এবং ঠিকমত লেখালেখি করতে পারে না।
(ক) ফাইটোহরমোন কী? ১
(খ) দিনের বেলায় উদ্ভিদ কাণ্ড সূর্যালোকের দিকে বেঁকে যায় কেন? ২
(গ) আরেফিনের হাতের আঙ্গুলে সংঘটিত কার্যটি কীভাবে সম্পন্ন হয়? ব্যাখ্যা করো।৩
(ঘ) আরেফিনের বাবার রোগটি তাঁর ভবিষ্যত জীবনে কী ধরনের প্রভাব ফেলতে পারে? বিশ্লেষণ করো। ৪
৭। জামাল ঢাকা শহরে একটি যাত্রীবাহী বাসের হেলপার। ইদানিং সে শ্বাস নেওয়ার সময় দম বন্ধ হয়ে যাবার মত অবস্থা সৃষ্টি হয়েছে। তার ঠোট নীল হয়ে যায়, শ্বাস নেওয়ার সময় তার বুকের ভিতর সাঁই সাঁই আওয়াজ হয় । অন্যদিকে কামাল একটি রাসায়নিক শিল্প কারখানায় চাকুরী করে। সে রাফেজ জাতীয় খাবার কম খায়। দীর্ঘদিন ধরে তার খুসখুসে কাশি ও বুকে ব্যথা। তার ঘন ঘন জ্বর হচ্ছে ও ওজন হ্রাস পাচ্ছে।
(ক) শ্বসন কী? ১
(খ) “দিবা দৈর্ঘ্যের হ্রাস-বৃদ্ধি উদ্ভিদের ফুল-ফল ধারণকে প্রভাবিত করে” ব্যাখ্যা করো। ২
(গ) জামাল কোন রোগে আক্রান্ত হয়েছে? রোগটির কারণ ও প্রতিকারের উপায়সমূহ বর্ণনা করো।৩
(ঘ) উদ্দীপকে উল্লিখিত ঘটনার আলোকে জামাল ও কামালের মধ্যে কে বেশি | স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে? মতামত দাও। ৪
৮। সফিক সাহেব কিছুদিন যাবৎ কোমরে ব্যথা অনুভব করছেন। ইদানিং তার মূত্রত্যাগের সময় সমস্যা হচ্ছে এবং তার প্রস্রাবের সাথে রক্ত যাওয়ায় তিনি ডাক্তারের শরণাপন্ন হলেন। ডাক্তার তার রক্ত ও প্রস্রাব পরীক্ষা করতে বললেন। পরীক্ষায় দেখা যায় তার রক্তে ক্রিয়েটিনিন ও প্রস্রাবে প্রোটিনের পরিমাণ বেশি। রিপোর্ট দেখে ডাক্তার তাকে দুটি চিকিৎসা পদ্ধতির কথা বললেন ও যে কোনো একটি পদ্ধতি গ্রহণের পরামর্শ দিলেন।
(ক) মেডুলা কী? ১
(খ) তোমার দেহে বৃক্ক কীভাবে কাজ করে? ব্যাখ্যা করো। ২
(গ) সফিক সাহেবের আক্রান্ত অঙ্গের কার্যকরী এককের চিহ্নিত চিত্র আঁক। ৩
(ঘ) সফিক সাহেবের সুস্থ জীবন-যাপনে ডাক্তারের পরামর্শ মোতাবেক কোন পদ্ধতিটি অধিক কার্যকরী? মতামত দাও।৪
[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। উচ্চ শ্রেণির জীবের দৈহিক বৃদ্ধি ও পরিবর্ধনের জন্য এক ধরনের কোষ বিভাজন ঘটে। উক্ত কোষ বিভাজনের একটি ধাপে সেট্রোমিয়ার দুটি খণ্ডে বিভক্ত হয়। ফলশ্রুতিতে একটি ক্রোমোসোম থেকে দুটি অপত্য ক্রোমোসোম সৃষ্টি হয়।
(ক) সাইটোকাইনেসিস কী? ১
(খ) ক্রোমোসোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন? ২
(গ) উদ্দীপকে উল্লিখিত ধাপটি সচিত্র ব্যাখ্যা করো। ৩
(ঘ) উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে জীবদেহে কী ধরনের সমস্যা হতে পারে? বিশ্লেষণ করো। ৪
২।
(ক) বায়োইনফরমেটিক্স কী? ১
(খ) এইডসকে একটি মারাত্মক ঘাতক ব্যাধি বলা হয় কেন? ২
(গ) উদ্দীপকের Q এর গঠন ব্যাখ্যা করো। ৩
(ঘ) উদ্দীপকের চিত্র R দেখতে P এর মতো হলেও কাজ করে Q এর মতো
বিশ্লেষণ করো।৪
৩।
(ক) শ্বসন কাকে বলে? ১
(খ) কোষের কোন অঙ্গাণুটিকে শক্তিঘর বলা হয় এবং কেন? ২
(গ) উদ্দীপকের প্রক্রিয়াটির আলোকপর্যায় ব্যাখ্যা করো। ৩
(ঘ) উদ্দীপকের A এর উপরই প্রাণিকুল টিকে আছে— বিশ্লেষণ করো।৪
৪।
(ক) হিমোগ্লোবিন কী? ১
(খ) রক্তশূন্যতা কেন হয়? ২
(গ) উদ্দীপকের A অংশের কার্যকারিতা ব্যাখ্যা করো। ৩
(ঘ) B ও C মানবদেহে বিপাকীয় কাজে ভূমিকা রাখে— বিশ্লেষণ করো।৪
৫।
(ক) পাইরিমিডিন কী? ১
(খ) রক্তের লোহিত রক্তকণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগ কোনটি? ২
ব্যাখ্যা করো।
(গ) চিত্র-R তে উল্লেখিত P চিত্রের অংশটির গঠন ব্যাখ্যা করো। ৩
(ঘ) চিত্র-১ নির্ধারণে Q চিহ্নিত অংশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে— বিশ্লেষণ করো।৪
৬।
রোগের নাম
লক্ষণ
M
ডোপামিন তৈরির কোষগুলো ধীরে ধীরে ধ্বংসপ্রাপ্ত হয়।
N
অধিক পিপাসা লাগা, দুর্বলতা বোধ করা, ক্ষতস্থান সহজে না শুকানো।
(ক) সিন্যাপস কী? ১
(খ) কোনটি মানবদেহের প্রধান হরমোন উৎপাদনকারী গ্রন্থি? ব্যাখ্যা করো। ২
(গ) উদ্দীপকে বর্ণিত M রোগটি ব্যাখ্যা করো। ৩
(ঘ) উদ্দীপকের উল্লিখিত N রোগটি সাধারণত বংশগত কারণে হয়ে থাকে— যুক্তিসহকারে বিশ্লেষণ করো।৪
৭।
(ক) বৃতি কী? ১
(খ) উদ্ভিদের জন্য ফুল প্রয়ােজন কেন? ২
(গ) উদ্দীপকে উল্লিখিত চিত্রের D চিহ্নিত অংশটি যে স্তবকে অবস্থিত তার ব্যাখ্যা করো। ৩
(ঘ) উদ্ভিদের বংশ বিস্তারে A, B ও C এর গুরুত্ব বিশ্লেষণ করে।। ৪
৮। (i) ফাইটোপ্লাংকটন → জুয়োপ্লাংকটন → ছোট মাছ → বড় মাছ
(ii) মৃত মাছ → বিয়োজক → কেঁচো
(ক) অ্যান্টিবায়োসিস কী? ১
(খ) স্বর্ণলতাকে কেন ঋণাত্মক আন্তঃক্রিয়া বলা হয়? ২
(গ) উদ্দীপকের (ii) নং শিকলটি একটি অসম্পূর্ণ খাদ্য শিকল- ব্যাখ্যা করো। ৩
(ঘ) (i) নং খাদ্য শিকলটিকে শক্তি প্রবাহের পিরামিড হিসাবে বিশ্লেষণ করো। ৪
[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১।
(ক) ICZN-এর পূর্ণরূপ লেখো। ১
(খ) কোষের কোন অঙ্গাণুটিকে শক্তিঘর বলা হয় এবং কেন? ২
(গ) উদ্দীপকের P চিত্রের আলোকে X Y এর গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো ।৩
(ঘ) ক্রোমোসোমের দৈর্ঘ্য বৃদ্ধিতে চিত্র-Q এর ভূমিকা বিশ্লেষণ করো। ৪
২। নন্তুর বয়স ১৫ বছর, উচ্চতা ১১৬ সে.মি. ও ওজন ৫০ কেজি। নন্তুর ২ বৎসরের ছোট বোন সন্তুর উচ্চতা ১০২ সে.মি. এবং ওজন ৪৫ কেজি।
(ক) ক্লোরোসিস কী? ১
(খ) কোষ্ঠকাঠিন্য হয় কেন? ব্যাখ্যা করো।২
(গ) ন্যুর BMR নির্ণয় করো। ৩
(ঘ) নন্তু ও সন্তুর BMI যুক্তিসহকারে বিশ্লেষণ করো।৪
৩।
(ক) সর্বজনীন রক্তদাতা কাকে বলে? ১
(খ) সেলুলোজকে পানি-প্রিয় পদার্থ বলা হয় কেন? ২
(গ) উদ্দীপকের A চিত্রের প্রক্রিয়াটি উদ্ভিদের একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল ব্যাখ্যা করো। ৩
(ঘ) মানব জীবনে B ও C এর ভিন্নতা যুক্তিসহকারে বিশ্লেষণ করো।৪
৪। জনির আম্মুর বয়স ৫৫ বছর। তার মেনোপস হওয়ার পর তিনি একটি বিশেষ রোগে আক্রান্ত হয়েছেন। পূর্বে তিনি দীর্ঘদিন আথ্রাইটিস রোগে আক্রান্ত ছিলেন।
(ক) সাইনোভিয়াল অস্থিসন্ধি কী? ১
(খ) হাতের কনুইকে দরজার কার সাথে তুলনা করা হয়েছে কেন? ব্যাখ্যা করো। ২
(গ) জনির আম্মুর আক্রান্ত ১ম রোগের ব্যাখ্যা দাও। ৩
(ঘ) জনির আম্মুর আক্রান্ত ২য় রোগের প্রতিকার ও প্রতিরোধ ব্যবস্থা বিশ্লেষণ করো।৪
৫|
(ক) জীবনীশক্তি কী? ১
(খ) আখকে C, উদ্ভিদ বলা হয় কেন? ২
(গ) x-এর অনুপস্থিতিতে প্রক্রিয়াটি কীভাবে ঘটে? ব্যাখ্যা করো। ৩
(ঘ) উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো। ৪
৬।
(ক) বয়ঃসন্ধিকাল কী? ১
(খ) জরায়ুর কোন অঙ্গ বৃক্কের মত কাজ করে? ব্যাখ্যা করো।২
(গ) "B" সৃষ্টিকারী কোষ বিভাজনের গুরুত্ব ব্যাখ্যা করো।৩
(ঘ) মানবশিশু সৃষ্টিতে উদ্দীপকের প্রবাহ চিত্রটি বিশ্লেষণ করো।৪
৭।
(ক) এক্সপ্লান্ট কী? ১
(খ) কোন জীবগুলোকে GMO বলা হয়? ব্যাখ্যা করো। ২
(গ) চিত্র-P এর প্রক্রিয়ার ধাপসমূহের ব্যাখ্যা দাও। ৩
(ঘ) শস্য উন্নয়নে Q-এর গুরুত্ব বিশ্লেষণ করো।৪
৮।
(ক) মিথস্ক্রিয়া কী? ১
(খ) অণুজীবগুলোকে বিয়োজক বলা হয় কেন? ২
(গ) উদ্দীপকের আলোকে একটি জলজ বাস্তুতন্ত্রের চিহ্নিত চিত্র অংকন করো। ৩
(ঘ) 'N'-এর সংখ্যা কমে গেলে বাস্তুতন্ত্রের উপর কী প্রভাব পড়বে? বিশ্লেষণ করো।৪
[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। মাইনুল সাহেব একজন হালকা পরিশ্রমী মানুষ। তিনি সপ্তাহে ২-৩ দিন খেলাধুলা করেন। তার বয়স ৪৬ বছর। উচ্চতা ১৭০ সে.মি. এবং ওজন ৬০ কেজি।
(ক) রাফেজ কী? ১
(খ) সালোক সংশ্লেষণকে কেন জারণ-বিজারণ প্রক্রিয়া বলা হয়? ব্যাখ্যা করো। ২
(গ) মাইনুল সাহেবের BMI নির্ণয় করো। ৩
(ঘ) প্রতিদিন কি পরিমাণ ক্যালরি গ্রহণে মাইনুল সাহেব তার ওজন একই
রাখতে পারবেন তা বিশ্লেষণ করো।৪
২।
(ক) পেরিস্টালসিস কী? ১
(খ) চাল আমরা রান্না করে খাই কেন? ব্যাখ্যা করো। ২
(গ) চিত্র-M এর P চিহ্নিত অঙ্গটি কী ধরনের পেশি নিয়ে গঠিত? ব্যাখ্যা করো। ৩
(ঘ) মানবদেহের জন্য চিত্র-N উপাদান অত্যন্ত প্রয়োজন- বিশ্লেষণ করো। ৪
৩।
(ক) ট্রান্সজেনিক কী? ১
(খ) হঠাৎ ঠাণ্ডা বাতাস ফুসফুসে প্রবেশ করলে ক্ষতি করতে পারে না কেন? ব্যাখ্যা করো। ২
(গ) 'z' ঘটিত রোগটি সম্পর্কে ব্যাখ্যা করো।
(ঘ) X ও Y এর মধ্যে কোন রোগটি মানবদেহের জন্য অধিকতর মারাত্মক? বিশ্লেষণ করো।৪
৪।
(ক) AMP এর পূর্ণরূপ কী? ১
(খ) মুথা ঘাসকে C, উদ্ভিদ বলা হয় কেন? ২
(গ) উদ্দীপকে A এর তারতম্য কীভাবে বিক্রিয়াকে প্রভাবিত করে? ব্যাখ্যা
(ঘ) উদ্দীপকের “বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের উপরই প্রাণিকুল টিকে আছে” উক্তিটি বিশ্লেষণ করো।৪
৫।
(ক) হিস্টোলজি কাকে বলে? ১
(খ) কোষের কোন অগাণুটি স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে অবদান রাখে? ব্যাখ্যা করো। ২
(গ) চিত্র-B এর কোষ বিভাজন পদ্ধতি ব্যাখ্যা করো। ৩
(ঘ) চিত্র-A এবং চিত্র-C এর মধ্যে কোনটি উন্নতর? বিশ্লেষণ করো। ৪
৬।
(ক) ফাইটোহরমােন কী? ১
(খ) জরায়ুর কোন অঙ্গটি বৃক্কের মতো কাজ করে? ব্যাখ্যা করো।২
(গ) উদ্দীপকের A ও C চিহ্নিত স্থান থেকে নিঃসৃত পদার্থের ব্যাখ্যা দাও। ৩ |
(ঘ) চিত্র-B এর নিঃসৃত হরমোন এর অভাবে কী সমস্যা সৃষ্টি হতে পারে? বিশ্লেষণ করো। ৪
৭। উচ্চ শ্রেণির জীবের দেহকোষে এক ধরনের কোষ বিভাজন হয়। উক্ত কোষ বিভাজন প্রক্রিয়ার একটি ধাপে সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়।
(ক) অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে? ১
(খ) কোষের কোন অঙ্গাণুটি রঙিন রং সৃষ্ট করে? ব্যাখ্যা করো। ২
(গ) উদ্দীপকে উল্লিখিত ধাপটির সচিত্র ব্যাখ্যা করো। ৩
(ঘ) উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে জীবদেহে কি ধরনের সমস্যা হতে পারে? বিশ্লেষণ করো। ৪
৮।
(ক) পিউরিন কী? ১
(খ) রক্তের লোহিত রক্ত কণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগ কোনটি? ব্যাখ্যা করো। ২
(গ) চিত্র-R এ উল্লিখিত Q চিহ্নিত অংশটির গঠন ব্যাখ্যা করো। ৩
(ঘ) চিত্র-s নির্ধারণে 'P' চিহ্নিত অংশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্লেষণ করো।৪
[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১।
(ক) অ্যামাইটোসিস কী? ১
(খ) সমীকরণিক কোষ বিভাজন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। ২
(গ) উদ্দীপকের 'X' চিত্রে সংঘটিত প্রক্রিয়াটির ৩য় ধাপ বর্ণনা করো। ৩
(ঘ) 'X' এবং 'Y' এ সংঘটিত প্রক্রিয়া দুটি তুলনামূলক আলোচনা করো।৪
২।
(ক) শ্রেণিবিন্যাস কাকে বলে? ১
(খ) ব্যাকটেরিয়াকে আদিকোষী জীব বলা হয় কেন? ২
(গ) উদ্দীপকে 'D' অন্তর্ভুক্ত জীবের বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি বর্ণনা করো। ৩
(ঘ) উদ্দীপকের 'B' অন্তর্ভুক্ত জীব অপেক্ষা 'C' অন্তর্ভুক্ত জীব অধিক উন্নত কেন? বিশ্লেষণ করো।৪
৩।
(ক) লিউকেমিয়া কী? ১
(খ) কিউটিকুলার প্রস্বেদন বলতে কী বোঝায়? ২
(গ) উল্লিখিত চিত্র: x উপাদানগুলির গুরুত্ব উল্লেখ করো। ৩
(ঘ) মানবদেহে চিত্র: Y এর ভূমিকা বিশ্লেষণ করো।৪
৪।
(ক) অস্থিসন্ধি কী? ১
(খ) মানবদেহে পেশির কাজ ব্যাখ্যা করো। ২
(গ) উদ্দীপকে উল্লিখিত 'X' অংশের গঠন বর্ণনা করো। ৩
(ঘ) উদ্দীপকে উল্লিখিত 'X' অংশে সংঘটিত রোগের প্রতিকারের উপায় বিশ্লেষণ করো।৪
৫।
(ক) জৈব মুদ্রা কী? ১
(খ) অবাত শ্বসন অপেক্ষা সবাত শ্বসনে বেশি শক্তি তৈরি হয় কেন? ২
(গ) চিত্র: X এ সংঘটিত প্রক্রিয়া ব্যাখ্যা করো। ৩
(ঘ) জীবজগতে উক্ত প্রক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করো। ৪
৬। রাকিব এর উচ্চতা ১৬৬ সে.মি. এবং ওজন ৮০ কেজি। সে প্রতিদিন ৩০ গ্রাম চিড়া খায়। চিড়ায় ৭.৮% প্রোটিন, ৮১% শর্করা এবং ১.৮% স্নেহ বিদ্যমান।
(ক) মাইক্রো উপাদান কী? ১
(খ) চালকে রান্না করে খেতে হয় কেন? ২
(গ) রাকিব এর খাদ্যের ক্যালরি নির্ণয় করো।৩
(ঘ) রাকিব এর BMI এর সাপেক্ষে করণীয় বিষয়গুলো যুক্তিসহ বিশ্লেষণ করো। ৪
৭।
A→ টিস্যু কালচার
B→ জেনেটিক ইঞ্জিনিয়ারিং
(ক) জীব প্রযুক্তি কী? ১
(খ) প্রচলিত প্রজনন ও জিন প্রজননের মধ্যে বৈসাদৃশ্য উল্লেখ করো। ২
(গ) উদ্দীপকে A প্রযুক্তির পদ্ধতি ব্যাখ্যা করো। ৩
(ঘ) চিকিৎসাক্ষেত্রে ও পরিবেশ রক্ষায় B প্রযুক্তিটি আশীর্বাদস্বরূপ— মূল্যায়ন করো।৪
৮।
(ক) অবৃন্তক ফুল কী? ১
(খ) ধুতরা ফুলে কী ধরনের পরাগায়ন হয়? ব্যাখ্যা করো। ২
(গ) উদ্দীপকের C অঙ্গটির উৎপত্তি কৌশল বর্ণনা করো। ৩
(ঘ) উদ্দীপকের A, B ও C এর পারস্পরিক কার্যকারিতায় কীভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়? বিশ্লেষণ করো।৪