মেডিকেল (এম.বি.বি.এস) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২-২০২৩
বায়োলজি-৩০
মেডিকেল কলেজ
ভর্তি পরীক্ষা: ২০২২-২৩: সেট: ১৪৪২০৮১৭০৮
10. কোন ছত্রাক খাদ্য হিসাবে ব্যবহার হয়? (A) Mucor pusillus
(B) Aspergillus flavus
(C) Agaricus campestris
(D) Saccharomyces
সঠিক উত্তর: (C) Agaricus campestris
12. কোন হেপাটাইটিস ভাইরাস দুষিত পানি ও খাদ্যের মাধ্যমে সংক্রমণ ঘটায়? (A) Hepatitis D Virus
(B) Hepatitis A Virus
(C) Hepatitis C Virus
(D) Hepatitis B Virus
সঠিক উত্তর: (B) Hepatitis A Virus
16. কোনটি জীবগোষ্ঠীর ঘনত্ব নির্ণায়ক বৈশিষ্ট্য নয়? (A) অভিপ্রয়াণ
(B) অভিবাসন
(C) জন্মহার ও মৃত্যুহার
(D) প্রজাতি বৈচিত্র্য
সঠিক উত্তর: (D) প্রজাতি বৈচিত্র্য
23. কোনটি নিউক্লিয়াসের জন্য সঠিক? (A) কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে
(B) ক্ষুদ্রাকৃতির নিউক্লিওলি
(C) কোন ঝিল্লি দ্বারা আবদ্ধ থাকে না
(D) নিউক্লিওপ্লাজমে অবস্থান করে
সঠিক উত্তর: (A) কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে
26. ব্যাকটেরিয়া সম্পর্কে কোনটি সঠিক? (A) এনজাইম সমৃদ্ধ
(B) প্রতিলিপির মাধ্যমে বংশবৃদ্ধি করে
(C) অকোষী
(D) জীবন্ত আশ্রয় আবশ্যক
30. নিচের কোনটি ম্যাক্রোফেজের কাজ নয়? (A) বিভিন্ন ধরনের কোষবিষ তৈরী করা
(B) বিভিন্ন ধরনের এন্টিবডি তৈরী করা
(C) জীর্ণ কোষকে অপসারন করা
(D) রিঅ্যাকটিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট তৈরী করা
সঠিক উত্তর: (B) বিভিন্ন ধরনের এন্টিবডি তৈরী করা
32. কোনটি প্লাজমিডের বৈশিষ্ট্য? (A) এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়ায় স্থানান্তরে সক্ষম
(B) অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে কোন ভূমিকা নাই
(C) 100µm পর্যন্ত লম্বা হতে পারে
(D) কোষের ক্রোমোসোমের মত
সঠিক উত্তর: (A) এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়ায় স্থানান্তরে সক্ষম
37. সোমাটিক এমব্রায়োজেনেসিস পদ্ধতিতে সর্বপ্রথম কোন উদ্ভিদ উৎপাদন করা হয়? (A) গাজর
(B) পেঁপে
(C) বেল
(D) বেগুন
সঠিক উত্তর: (D) বেগুন
38. অন্তঃশ্বসন- (A) কোষ ও রক্তে সংঘটিত হয়
(B) নির্দ্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন করে।
(C) এনজাইম দ্বারা প্রভাবিত হয় না..
(D) একটি ভৌত রাসায়নিক প্রক্রিয়া
সঠিক উত্তর: (A) কোষ ও রক্তে সংঘটিত হয়
39. Mollusca এর ক্ষেত্রে কোনটি সঠিক (A) নরম কিউটিকুলার এপিডারমিস দ্বারা আবৃত
(B) নরম ও অখণ্ডায়িত
(C) প্রতি খন্ডে নেফ্রিডিয়া বিদ্যামান থাকে
(D) দেহাভ্যন্তরে কেন্দ্রীয় গহ্বর বিদ্যমান।
সঠিক উত্তর: (B) নরম ও অখণ্ডায়িত
43. চক্রিয় ফটোফসফরাইলেশনে- (A) পানির প্রয়োজন হয়
(B) ফটোসিস্টেম I এবং II অংশগ্রহন করে
(A) ইলেকট্রন প্রবাহ একমুখী
(D) অক্সিজেন উৎপন্ন হয় না
সঠিক উত্তর: (D) অক্সিজেন উৎপন্ন হয় না
45. গ্লুকাগন- (A) রক্তে সুগার কমায়
(B) অ্যাশয়ের ডেলটা কোষ থেকে নিঃসৃত হয়
(C) একটি পলিপেপটাইড এনজাইম
(D) ইনসুলিনের সাথে বিপরীতভাবে সম্পর্কিত
সঠিক উত্তর: (D) ইনসুলিনের সাথে বিপরীতভাবে সম্পর্কিত
63. নিচের কোনটি রক্তে বেড়ে গেলে atherosclerosis হতে পারে? (A) LDL
(B) VDL
(C) HDL
(D) IDL
সঠিক উত্তর: (A) LDL
65. 'পিরানহা' কোন প্রাণীভৌগোলিক অঞ্চলের প্রাণি? (A) ওরিয়েন্টাল
(B) ইথিওপিয়ান
(C) নিওট্রপিক্যাল
(D) নিঅ্যাকটিক
সঠিক উত্তর: (C) নিওট্রপিক্যাল
66. দেহকোষের ক্ষেত্রে কোনটি সঠিক? (A) মিওসিস পদ্ধতিতে কোষ বৃদ্ধি করে
(B) মিউটেশনের মাধ্যমে সন্ধানে সঞ্চারিত হয়
(C) হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোসোম থাকে
(D) দেহের বিভিন্ন কোষে বিভেদিত হতে পারে
সঠিক উত্তর: (D) দেহের বিভিন্ন কোষে বিভেদিত হতে পারে
67. সেলুলোজ সম্পর্কে কোনটি সঠিক? (A) সহজে হজম হয়
(B) শাখান্বিত পলিমার
(C) মলের বেশীরভাগ
(D) খাদ্যের প্রধান উপাদান
সঠিক উত্তর: (C) মলের বেশীরভাগ
73. এনজাইমের বিষয়ে কোনটি সঠিক? (A) রসায়নিক বিক্রিয়ার ফলে পরিবর্তন হয়
(B) আমিষ দিয়ে গঠিত
(C) ভিটামিন থেকে পাওয়া যায়
(D) আণবিক ওজন 500 Daltons এর কম
সঠিক উত্তর: (B) আমিষ দিয়ে গঠিত
75. অ্যাথলেটস ফুট (Athlete's foot) এর কারন কি? (A) ছত্রাক ও ভাইরাসের সংক্রমণ
(B) ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ
(C) আঘাতজনিত ক্ষত
(D) ছত্রাক ও ব্যাকটেরিয়ার সংক্রমন
সঠিক উত্তর: (D) ছত্রাক ও ব্যাকটেরিয়ার সংক্রমন
77. মাইটোটিক মেটাফেজে কোনটি সঠিক নয়? (A) ক্রোমোসোম সেন্ট্রোমিয়ারে বিভক্ত হয়
(B) ক্রোমোসোমে লুপ সৃষ্টি হয়
(C) ক্রোমোসোমগুলো এককভাবে থাকে
(D) ক্রোমোসোম অপরিবর্তিত থাকে
সঠিক উত্তর: (B) ক্রোমোসোমে লুপ সৃষ্টি হয়
79. মাইওফিরিলে কি ধরনের আমিষ থাকে? (A) অ্যাকটিন এবং মাইওসিন
(B) অ্যাকটিন এবং জিলাটিন
(C) মাইওসিন এবং ইলাস্টিন
(D) কোলাজেন এবং মাইওসিন