ভর্তি পরীক্ষার প্রশ্ন (Admission Test)


মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তর (২০১৭-২০১৮)



১। নিচের কোনটি সেক্সলিঙ্কড ডিসঅর্ডার নয়?
(ক) লাল সবুজ বর্ণান্ধতা
(খ) থ্যালাসেমিয়া
(গ) হিমোফিলিয়া
(ঘ) ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি
সঠিক উত্তর:(খ) থ্যালাসেমিয়া


২। নিচের কোনটি মানুষের প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থা নয়?
(ক) লোম
(খ) লালা
(গ) ইন্টারফেরন
(ঘ) সিরুমেন
সঠিক উত্তর: (গ) ইন্টারফেরন


৩। প্রথম টেস্টটিউব বেবির নাম কী?
(ক) লুইস ব্রাউন
(খ) প্যাট্রিক স্ট্রেপটো
(গ) রবার্ট এডয়ার্ড
(ঘ) হেনরি ওয়াটসন
সঠিক উত্তর: (ক) লুইস ব্রাউন


৪। মানবদেহের করোটিকাতে কতগুলো অস্থি আছে?
(ক) ১২টি
(খ) ১৭টি
(গ) ৮টি
(ঘ) ১০টি
সঠিক উত্তর: (গ) ৮টি


৫। হেনলির লুপের অবস্থান বৃক্কের কোথায়?
(ক) বৃক্কীয় নালিকায়
(খ) রেনাল করপাসলে
(গ) এফারেন্ট ধমনীকাতে
(ঘ) ইফারেন্ট ধমনীকাতে
সঠিক উত্তর: (ক) বৃক্কীয় নালিকায়


৬। মারসুপিয়ান স্তন্যপায়ী প্রাণী কোন মহাদেশে পাওয়া যায়?
(ক) এশিয়া
(খ) ইউরোপ
(গ) অস্ট্রেলিয়া
(ঘ) আফ্রিকা
সঠিক উত্তর: (গ) অস্ট্রেলিয়া


৭। চোখের স্ক্লেরার রং কী?
(ক) কালো
(খ) সাদা
(গ) হালকা হলুদ
(ঘ) লাল
সঠিক উত্তর: (খ) সাদা


৮। হৃদ-ফুসফুস যন্ত্র কোন কাজে ব্যবহৃত হয়?
(ক) অ্র্যানজিওপ্লাস্টি
(খ) হৃদপিণ্ডের বাইপাস সার্জারিতে
(গ) রক্তচাপ নিয়ন্ত্রণ করতে
(ঘ) পেসমেকার বসাতে
সঠিক উত্তর: (গ) রক্তচাপ নিয়ন্ত্রণ করতে


৯। সারফেকট্যান্ট কোথায় পাওয়া যায়?
(ক) স্বরযন্ত্রে
(খ) শ্বাসনালিতে
(গ) অ্যালভিওলাসে
(ঘ) ব্রঙ্কাসে
সঠিক উত্তর: (গ) অ্যালভিওলাসে


১০। নিচের কোনটি দ্বিঅরীয় প্রতিসাম্য প্রাণীর উদাহরণ?
(ক) হাইড্রা
(খ) জেলি ফিস
(গ) টিনোফোরা
(ঘ) সী অ্যানিমন
সঠিক উত্তর: (গ) টিনোফোরা


১১। ঘাসফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্রের অংশ নয় কোনটি?
(ক) হিমোসিল
(খ) সম্মুখ বাহিকা
(গ) পৃষ্ঠীয় বাহিকা
(ঘ) হিমোলিম্ফ
সঠিক উত্তর: (ক) হিমোসিল


১২। মানবদেহে ক্যালসিয়াম ও ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি?
(ক) থাইমাস
(খ) থাইরয়েড
(গ) প্যারাথাইরয়েড
(ঘ) এড্রিনাল
সঠিক উত্তর: (গ) প্যারাথাইরয়েড


১৩। পূর্ণ সংবেদী স্নায়ু নয় কোনটি?
(ক) অলফেক্টরি
(খ) ফেসিয়াল
(গ) অডিটরি স্নায়ু
(ঘ) অপটিক স্নায়ু
সঠিক উত্তর: (খ) ফেসিয়াল


১৪। মানবদেহের ভারসাম্য নিচের কোনটি নিয়ন্ত্রণ করে?
(ক) বহি:কর্ণ
(খ) অন্ত:কর্ণ
(গ) মধ্যকর্ণ
(ঘ) নাসাগলবিল
সঠিক উত্তর: (খ) অন্ত:কর্ণ


১৫। সাধারণ হাড় ভাঙ্গার অপর নাম কী?
(ক) যৌগিক হাড়ভাঙ্গা
(খ) উন্মুক্ত হাড়ভাঙ্গা
(গ) জটিল হাড়ভাঙ্গা
(ঘ) বদ্ধ হাড়ভাঙ্গা
সঠিক উত্তর: (ঘ) বদ্ধ হাড়ভাঙ্গা


১৬। হাইড্রার খাদ্য নয় কোনটি?
(ক) সাইক্লপস
(খ) ড্যাফনিয়া
(গ) খণ্ডকায়িত প্রাণী
(ঘ) ছোট ঘাস
সঠিক উত্তর: (ঘ) ছোট ঘাস


১৭। স্ত্রী রুই মাছ ডিম পাড়ে কখন?
(ক) জানুয়ারি-মার্চ মাস
(খ) ফেব্রুয়ারি-মে মাস
(গ) জুন-আগস্ট মাস
(ঘ) সেপ্টেম্বর-জানুয়ারি মাস
সঠিক উত্তর: (গ) জুন-আগস্ট মাস


১৮। নিচের কোন হরমোনটি পাকস্থলীর হাইড্রোক্লোরিক এসিড নি:সরণ নিয়ন্ত্রণ করে?
(ক) এন্টেরোকাইনিন
(খ) সিক্রেটিন
(গ) সোমাটোস্টটিন
(ঘ) গ্যাস্ট্রিন
সঠিক উত্তর: (ঘ) গ্যাস্ট্রিন


১৯। নিচের কোনটির তৈরির প্রক্রিয়াকে এরিথ্রোপোয়েসিস বলে?
(ক) লোহিত রক্তকণিকা
(খ) অণুচক্রিকা
(গ) প্লাজমা
(ঘ) শ্বেত রক্তকণিকা
সঠিক উত্তর: (ক) লোহিত রক্তকণিকা




ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০১৭-২০১৮ (জীববিজ্ঞান)


১। নিচের কোনটি অ-প্রোটিনীয় অ্যামিনো এসিড?
(A) লিউসিন
(B) লাইসিন
(C) অরনিথিন
(D) ভ্যালিন

২। কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল কে প্রস্তাব করেন?
(A) ড্যানিয়েলি এবং ডেভসন
(B) লিনার্ড এবং সিঙ্গার
(C) সিঙ্গার এবং নিকলসন
(D) বেনসন

৩। নিচের কোনটি RNA ভাইরাস?
(A) TMV
(B) T2 virus
(C) Vaccinia
(D) HIV

৪। কোন উদ্ভিদের শুক্রাণু সর্ববৃহৎ?
(A) Gnetum
(B) Ginkgo
(C) Pinus
(D) Cycas

৫। DNA ডবল হেলিক্স –এর দুটি স্ট্রান্ড –এর মধ্যবর্তী দূরত্ব-
(A) 3.4 nm
(B) 2 nm
(C) 0.34 nm
(D) 34 nm