১। নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা হয় ?
(ক) টাইফয়েড (খ) নিউমোনিয়া (গ) ইনফ্লুয়েঞ্জা (ঘ) হুপিংকাশি
সঠিক উত্তর: (গ)
(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন
১। ডেঙ্গু জ্বরের লক্ষণ হলো-
(i) উচ্চজ্বর, র্যাশ, পেশি ও হাড় ব্যথা এবং চোখে রক্ত জমাট বাধা
(ii) কাঁপুনিসহ জ্বর আসা
(iii) কখনো রক্তক্ষরণসহ জ্বর হওয়া।
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) I ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।
দুধ থেকে মাখন, দই, পনির প্রভৃতি তৈরিতে আদিকোষী অণুজীবের ভূমিকা রয়েছে। এদের মধ্যে কিছু অণুজীবের বৃত্তাকার উঘঅ থাকে।
১। এসব অণুজীব আরো অবদান রাখে-
(i) কৃষিক্ষেত্রে (ii) চিকিৎসা ক্ষেত্রে (iii) জিন প্রকৌশলে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২। অনুচ্ছেদের অণুজীব নিচের কোন প্রকৃতকোষী অণুজীবের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ?
(ক) Saccharomyces (খ) Penicillium (গ) Azotobacter (ঘ) Clostridium