৭। ব্যবহারিক
৭.১ যকৃৎ, অগ্নাশয়, পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্রের অনুচ্ছেদ (Section) এর স্থায়ী স্লাইড পর্যবেক্ষণ ও সনাক্তকরণ
৮। স্থুলতা
৮.১ ধারণা
৮.২ কারণ
৮.৩ প্রতিরোধ
শিখনফল
১। মুখগহ্বরে খাদ্য পরিপাকের যান্ত্রিক ও রাসায়নিক প্রক্রিয়া বর্ণনা করতে পারবে।
২। পাকস্থলীর বিভিন্ন অংশে সংঘটিত যান্ত্রিক এবং রাসায়নিক পরিপাকের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবে।
৩। যকৃতের গ্রন্থি হিসেবে অগ্নাশয়ের কার্যক্রম ব্যাখ্যা করতে পারবে।
৪। বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে অগ্নাশয়ের কার্যক্রম ব্যাখ্যা করতে পারবে।
৫। গ্যাসট্রিক জুস নিঃসরণে স্নায়ুতন্ত্র এবং গ্যাসট্রিক হরমোনের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে।
৬। খাদ্যদ্রব্য পরিপাকে ক্ষুদ্রান্ত্রের বিভিন্ন অংশের মুখ্য ক্রিয়াসমূহ বিশ্লেষণ করতে পারবে।
৭। ক্ষুদ্রান্ত্রের লুমেন হতে রক্তজালিকা এবং ভিলাই পর্যন্ত পরিপাককৃত দ্রব্যের শোষণ ব্যাখ্যা করতে পারবে।
৮। বৃহদান্ত্রের কাজ ব্যাখ্যা করতে পারবে।
৯। ব্যবহারিক : পরিপাক সংশ্লিষ্ট অঙ্গের কোষসমূহ সনাক্ত ও চিত্র অংকন করতে পারবে।
১০। স্থুলতার ধারণা, কারণ ও প্রতিরোধ ব্যাখ্যা করতে পারবে।
English version
Chapter 3.Human physiology Digestion and Absorption
3.1 Digestion of food in bucccal-cavity: Mechanical and chemical digestion.
3.2 Digestion of food in different parts of stomach: Mechanical and chemical digestion.
3.3 Functions of digestive glands, Liver and pancrease.
3.4 Practical: observation and identification of permanent slide of T.S of liver, pancrease, stomach and small intestine.
3.5 Role of nervous system and hormone in digestion.
3.6 Digestion and absorption of food in small intestine.
3.7 Functions of large intestine
3.8 Obesity: Concept, causes, prevention.