এইচএসসি বহুনির্বাচনি অভীক্ষা

সকল বোর্ড - ২০১৮ (ক সেট)

জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয় কোড: ১৭৯

সময়-২৫ মিনিট

পূর্ণমান: ২৫

[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।


১। নেফ্রিডিয়া পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে?
(ক) Cnidaria
(খ) Platyhelminthes
(গ) Annelida
(ঘ) Mollusca
সঠিক উত্তর: (গ) Annelida


২। Echinodermata পর্বের বৈশিষ্ট্য কোনটি?
(ক) পানি সংবহনতন্ত্র
(খ) পুঞ্জাক্ষি
(গ) শিখাকোষ
(ঘ) রক্ত সংবহনতন্ত্র
সঠিক উত্তর: (ক) পানি সংবহনতন্ত্র



৩। উপরের চিত্রের প্রাণীটির খাদ্যাভাস কোন ধরনের?
(ক) তৃণভোজী (খ) মাংসাশী (গ) মৃতজীবী (ঘ) সর্বভুক
সঠিক উত্তর: (খ) মাংসাশী

চিত্রের চিত্রটি লক্ষ্য কর এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও:-


৪। চিত্রের অঙ্গটির প্রকোষ্ঠের সংখ্যা কয়টি?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৭
সঠিক উত্তর: (ক) ২


৫। চিত্রের অঙ্গটির বৈশিষ্ট্য হচ্ছে-
i. বাল্বাস আর্টারিওসাস বিদ্যমান
ii. একক্রীয় সংবহনতন্ত্রের অংশ
iii. অক্সিজেন যুক্ত রক্ত বহন করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৬। কোন অংশটি ঘাসফড়িংয়ের পৌষ্টিকনালির প্রোক্টো-ডিয়ামের অন্তর্ভুক্ত?
(ক) ক্রপ (খ) গলবিল (গ) গিজার্ড (ঘ) রেক্টাম
সঠকি উত্তর: (ঘ) রেক্টাম


৭। লসিকার কাজ হচ্ছে-
i. লিপিড পরিবহন
ii. দেহের প্রতিরক্ষা
iii. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও :
সালামের বয়স ১৬ বছর। তার দৈহিক ওজন ৫৫ কেজি ও উচ্চতা ১.২৫ মিটার।

৮। সালামের BMI এর মান কত হবে?
(ক) ২৭.৯৮ (খ) ৩২.৯৮ (গ) ৩৫.২০ (ঘ) ৩৭.৯৮
সঠিক উত্তর: (গ) ৩৫.২০


৯। WHO এর মতে সালাম BMI নির্দেশিকার কোন শ্রেণিতে পড়ে?
(ক) অতিরিক্ত ওজন (খ) স্থূলতার ২য় স্তর (গ) স্বাভাবিক ওজন (ঘ) স্থূলতার ৩য় স্তর
সঠিক উত্তর: (খ) স্থূলতার ২য় স্তর


১০। কোন রক্তকণিকা হেপারিন ক্ষরণ করে?
(ক) ইওসিনোফিল (খ) নিউট্রোফিল (গ) বেসোফিল (ঘ) মনোসাইট
সঠিক উত্তর: (গ) বেসোফিল


১১। মানব ভ্রূণে কয় সপ্তাহ বয়স থেকে সারফেকটেন্ট ক্ষরণ শুরু হয়? (ক) ২১ (খ) ২২ (গ) ২৩ (ঘ) ২৪
সঠিক উত্তর: (গ) ২৩



১২। উপরের চিত্রের অঙ্গটির কাজ কী?
(ক) রোগ প্রতিরোধ (খ) গ্যাসীয় পদার্থের বিনিময় (গ) ভারসাম্য রক্ষা (ঘ) হরমোন নিঃসরণ
সঠিক উত্তর: (খ) গ্যাসীয় পদার্থের বিনিময়


নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও :
সেলিনার শরীর পূর্বের চেয়ে ফুলে গেছে। মূত্র নিঃসরণের পরিমাণ মারাত্মকভাবে কমে গেছে।

১৩। উদ্দীপকে উল্লিখিত লক্ষণ ছাড়াও সেলিনার অন্যান্য যে লক্ষণ দেখা যেতে পারে তা হলো-
i. ক্ষুধামন্দা
ii. বমি হওয়া
iii. কোমরে ব্যথা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


১৪। সেলিনার অবস্থা নিরাময়ের জন্য করণীয় পন্থাগুলো হচ্ছে-
i. চিকিৎসকের পরামর্শ নেওয়া
ii. নিয়ন্ত্রিত আহার
iii. ডায়ালাইসিস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


১৫। এক্সিস কোন অঞ্চলের কশেরুকা?
(ক) উদর দেশীয় (খ) গ্রীবাদেশীয় (গ) বক্ষদেশীয় (ঘ) শ্রোণিদেশীয়
সঠিক উত্তর: (খ) গ্রীবাদেশীয়


১৬। কোনটি এক্টোডার্ম থেকে উদ্ভূত?
(ক) চোখের লেন্স (খ) গলবিল (গ) ট্রাকিয়া (ঘ) ল্যারিংস
সঠিক উত্তর: (ক) চোখের লেন্স


১৭। মিশ্র করোটিক স্নায়ু হচ্ছে-
i. অপটিক
ii. ফেসিয়াল
iii. ভেগাস
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :
মানবদেহের গ্রন্থিসমূহ সনালী, অনালী কিংবা মিশ্র প্রকৃতির হতে পারে। এসব গ্রন্থি থেকে নিঃসৃত রস দেহের বিভিন্ন জৈব রাসায়নিক কাজে সহায়তা করে থাকে।

১৮। নিচের কোনটি প্রথমোক্ত ধরনের গ্রন্থি থেকে নিঃসৃত হয়?
(ক) অক্সিটোসিন (খ) রেনিন (গ) মেলাটোনিন (ঘ) অ্যাডরেনালিন
সঠিক উত্তর: (খ) রেনিন


১৯। উদ্দীপকের দ্বিতীয় প্রকার গ্রন্থি থেকে নিংসৃত উপাদানের ক্ষেত্রে যা প্রযোজ্য
i. রক্তে প্রবাহিত হয়
ii. ভবিষ্যতের জন্য জমা থাকে না
iii. স্বল্প ঘনত্বে কার্যকর নয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


২০। একটি প্রাইমারি উওসাইট থেকে কয়টি পোলার বডি সৃষ্টি হয়?
(ক) ১ (খ) ২ (গ) ৩ (ঘ) ৪
সঠিক উত্তর: (ক) ১


২১। গুটি বসন্তের ভ্যাক্সিন কে আবিষ্কার করেন?
(ক) এডওয়ার্ড জেনার (খ) আলেকজান্ডার ফ্লেমিং (গ) লুই পাস্তুর (ঘ) রবার্ট হুক
সঠিক উত্তর: (ক) এডওয়ার্ড জেনার


২২। অমরার কাজ হচ্ছে-
i. ভ্রূণের বর্জ্যপদার্থ অপসারণ
ii. হরমোন ক্ষরণ
iii. অ্যান্টিজেন প্রতিহত করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও :
বিশুদ্ধ লাল ফুল ♂ X বিশুদ্ধ সাদা ফুল ♀ ( কোন বৈশিষ্ট্যের জীনই একে অন্যের উপর প্রকট নয়)

২৩। F2 জনুর ফুলের ফিনোটাইপিক অনুপাত কী হবে?
(ক) লাল (খ) গোলাপী (গ) সাদা (ঘ) হলুদ
সঠিক উত্তর: (খ) গোলাপী


২৪। F2 জনুর ফুলের ফিনোটাইপিক অনুপাত কী হবে?
(ক) ৩ : ১ (খ) ১: ১ (গ) ১ : ২ : ১ (ঘ) ২ : ১
সঠিক উত্তর: (গ) ১ : ২ : ১


২৫। ফোনোট্যাক্সিসের সঙ্গে নিম্নের কোনটি জড়িত?
(ক) আলো (খ) শব্দ (গ) স্রোত (ঘ) অভিকর্ষ
সঠিক উত্তর: (খ) শব্দ




এইচএসসি বহুনির্বাচনি অভীক্ষা

সকল বোর্ড - ২০১৮ (ঘ সেট)

জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয় কোড: ১৭৯

সময়-২৫ মিনিট

পূর্ণমান: ২৫

[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।


১। Archaeopteryx কে কোন কোন শ্রেণির সংযোগকারী যোগসূত্র বলা হয়?
(ক) উভচর ও পাখি (খ) উভচর ও সরীসৃপ (গ) সরীসৃপ ও পাখি (ঘ) পাখি ও স্তন্যপায়ী
সঠিক উত্তর: (গ) সরীসৃপ ও পাখি


২। শ্বসনতন্ত্রের কোন অংশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বিনিময় হয়?
(ক) ট্রাকিওল (খ) ট্রাকিয়া (গ) ব্রঙ্কাস (ঘ) অ্যালভিওলাস
সঠিক উত্তর: (ঘ) অ্যালভিওলাস


৩। ইথোলজির জনক কে?
(ক) কোনর‌্যাড লরেঞ্জ (খ) নিকো টিনবার্জেন (গ) আই. পি. প্যাভলভ (ঘ) কার্ল ফন ফ্রিস
সঠিক উত্তর: (ক) কোনর‌্যাড লরেঞ্জ


৪। কোনটি করোটিকার জোড় অস্থি?
(ক) স্ফেনয়েড (খ) অক্সিপিটাল (গ) ফ্রন্টাল (ঘ) প্যারাইটাল
সঠিক উত্তর: (ঘ) প্যারাইটাল


৫। শ্রেণিচক্রের অংশ-
i. Ileum
ii. Pubis
iii. Ischium
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও :

ব্যক্তির নাম রক্তের গ্রুপ
V B+
W O+
X AB+
Y A+
Z B-

৬। উদ্দীপকের ব্যক্তি ' V' জরুরি প্রয়োজনে কার নিকট থেকে রক্ত নিতে পারবে?
(ক) W (খ) X (গ) Y (ঘ) Z
সঠিক উত্তর: (ক) W, (ঘ) Z


৭। X (♂) এবং V (♀) এর মধ্যে বিয়ে হলে তাদের সন্তানদের সম্ভাব্য রক্তগ্রুপ হবে-
i. A+
ii. B+
iii. AB+
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii(খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৮। বাম নিলয় → মহাধমনী → অঙ্গতন্ত্র → মহাশিরা → ডান অলিন্দ।
নিচের কোনটি উল্লিখিত গতিপথ অনুসরণ করে?
(ক) পালমোনোরী (খ) পোর্টাল (গ) সিস্টেমিক (ঘ) করোনারি
সঠিক উত্তর: (গ) সিস্টেমিক


নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :

৯। চিত্রের 'A' অংশটির নাম কি?
(ক) নিউক্লিয়াস (খ) অ্যাক্রোজোম (গ) ক্রোমোজোম (ঘ) ফ্লাজেলাম
সঠিক উত্তর: (খ) অ্যাক্রোজোম


১০। চিত্রে প্রদর্শিত 'A' অংশটির ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?
(ক) মাইটোকন্ড্রিয়া ধারণ করে
(খ) শুক্রাণুকে গতিশীল করে
(গ) এ ডিম্বাণুর পর্দা বিগলনে সক্ষম
(ঘ) এটি n সংখ্যক ক্রোমোজোম থাকে
সঠিক উত্তর: (গ) এ ডিম্বাণুর পর্দা বিগলনে সক্ষম


১১। হিমোফিলিক পুরুষ ও স্বাভাবিক মহিলার প্রজননে সন্তান হবে-
i. হিমোফিলিক বাহক কন্যা
ii. স্বাভাবিক পুত্র
iii. হিমোফিলিক পুত্র
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


১২। মানুষের মুখমণ্ডলীয় অস্থি সংখ্যা কয়টি?
(ক) ০৮ (খ) ১২ (গ) ১৪ (ঘ) ৩৩
সঠিক উত্তর: (গ) ১৪


১৩। নিচের কোন রোগের কারণে হাই স্কুলের একজন ছাত্র চলৎশক্তিহীন হয়ে যেতে পারে?
(ক) এক্টোডার্মাল ডিসপ্লেসিয়া (খ) মাসকুলার ডিসট্রফি (গ) মায়োপিয়া (ঘ) হিমোফিলিয়া
সঠিক উত্তর: (খ) মাসকুলার ডিসট্রফি


১৪। সমপ্রকটতার ক্রিযায় F2 জনুর ফিনোটাইপিক অনুপাত কত?
(ক) ১: ২ : ১ (খ) ২ : ১ (গ) ১ : ১ (ঘ) ৩ : ১
সঠিক উত্তর: (ক) ১ : ২ : ১


১৫। কোনটি পুরুষের জন্ম নিরোধ পদ্ধতি?
(ক) ডায়াফ্রাম (খ) ইমপ্লান্ট (গ) টিউবেকটমি (ঘ) ভ্যাসেকটমি
সঠিক উত্তর: (ঘ) ভ্যাসেকটমি

নিচের উদ্দীপকটি পড় এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও :
অমিত সমুদ্রসৈকত থেকে স্টারফিস ও একটি হাঙ্গর সংগ্রহ করল। রনি তাকে বলল-তার সংগৃহীত শেষোক্ত প্রাণীটি মাছ হলেও প্রথমটি কিন্তু মাছ নয়।

১৬। উদ্দীপকে উল্লিখিত প্রথম প্রাণীটি কোন পর্বভুক্ত?
(ক) Cnidaria (খ) Arthropoda (গ) Echinodermata (ঘ) Chordata
সঠিক উত্তর: (গ) Echinodermata


১৭। উদ্দীপকের প্রথম প্রাণীটি শেষোক্ত প্রাণী থেকে পৃথক করার ভিত্তি হলো-
i. শ্বসন কৌশল
ii. অন্তঃকঙ্কাল
iii. আবাসস্থল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


১৮। মানুষের অক্ষিগোলকের স্তর কয়টি?
(ক) ১ (খ) ২ (গ) ৩ (ঘ) ৪
সঠিক উত্তর: (গ) ৩


১৯। ঘাসফড়িং-এর রক্ত সংবহনতন্ত্র -
i. উন্মুক্ত প্রকৃতির
ii. শ্বাস রঞ্জক যুক্ত
iii. অ্যাওর্টা বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii

নিচের চিত্রটি লক্ষ্য করে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও :

২০। 'A' এর আয়নিক সমতা রক্ষার্থে প্লাজমা থেকে লোহিত রক্তকণিকায় প্রবেশ করে কোনটি?
(ক) Cl– (খ) H+ (গ) Na+ (ঘ) K+
সঠিক উত্তর: (ক) Cl–


২১। 'B' চিহ্নিত যৌগটি প্রাণিকোষে কোথায় উৎপন্ন হয়?
(ক) গলজি বস্তু (খ) মাইটোকন্ড্রিয়া (গ) রাইবোজোম (ঘ) লাইগোজোম
সঠকি উত্তর: (খ) মাইটোকন্ড্রিয়া


২২। মানুষের মূত্র তৈরির ধাপগুলো হচ্ছে-
i. অতিপরিস্রাবণ
ii. পুনঃশোষণ
iii. টিউব্যুলার ক্ষরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


২৩। ঘাসফড়িং-এ ল্যাসিনিয়া পাওয়া যায় মুখোপাঙ্গের কোনটিতে?
(ক) ল্যাব্রাম (খ) ম্যান্ডিবল (গ) ম্যাক্সিলা (ঘ) ল্যাবিয়াম
সঠিক উত্তর: (গ) ম্যাক্সিলা


২৪। কোন পদার্থের কারণে মূত্রের রং খড়ের মত হয়?
(ক) ইউরিয়া (খ) ক্রিয়োটনিন (গ) অ্যামোনিয়া (ঘ) ইউরোক্রাম
সঠিক উত্তর: (ঘ) ইউরোক্রাম


২৫। রুইমাছের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?


(ক) অলিন্দ → নিলয় → বাল্বাস অ্যাওর্টা → ফুলকা
(খ) ফুলকা → অলিন্দ → নিলয় → বাল্বাস অ্যাওর্টা
(গ) বাল্বাস অ্যাওর্টা → নিলয় → অলিন্দ → ফুলকা
(ঘ) ফুলকা → অলিন্দ → বাল্বাস অ্যাওর্টা → নিলয়
সঠিক উত্তর: (ক) অলিন্দ → নিলয় → বাল্বাস অ্যাওর্টা → ফুলকা







২০১৮ সালের আলীম পরীক্ষার প্রশ্ন

জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয় কোড: ১৭৯

বহুনির্বাচনি অভীক্ষা (গ সেট)

সময়-২৫ মিনিট

পূর্ণমান: ২৫

[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।


১। মাববদেহের কোন অস্থিতে “ডেল্টায়েজ রিজ” বিদ্যমান?
(ক) হিউমেরাস (খ) ফিমার (গ) স্টার্নাম (ঘ) রেডিয়াস
সঠিক উত্তর: (ক) হিউমেরাস


২। টিমপেনিক পর্দার কাজ কোনটি?
(ক) শ্রবণ অনুভূমি সৃষ্টি করা (খ) দেহের ভারসাম্য রক্ষা করা (গ) শব্দ তরঙ্গকে মধ্যকর্ণে নেওয়া (ঘ) বায়ুর চাপ সমান রাখা
সঠিক উত্তর: (গ) শব্দ তরঙ্গকে মধ্যকর্ণে নেওয়া


৩। কোন এন্টিবডি অমরার মাধ্যমে ভ্রুণের দেহে প্রবেশ করে?
(ক) 1gM (খ) 1gG (গ) 1gA (ঘ) 1gE
সঠিক উত্তর: 1gG


৪। প্রভুগ্রন্থি কোনটি?
(ক) থাইরয়েড (খ) প্যারাথাইরয়েড (গ) পিটুইটারি (ঘ) অ্যাড্রেনাল
সঠিক উত্তর: (গ) পিটুইটারি


৫। খাদ্য গলাধঃকরণের সময় কোনটি স্বরযন্ত্রের মুখ বন্ধ করে দেয়?
(ক) নাসা গলবিল (খ) এপিগ্লটিস (গ) শ্বাসনালি (ঘ) ব্রঙ্কাস
সঠিক উত্তর: (খ) এপিগ্লটিস

নিচের উদ্দীপকের আলোকে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও:


৬। 'A' চিহ্নিত গ্রন্থি থেকে নিঃসৃত রস ব্যবহৃত হয়-
i. খাদ্যকে নরম করতে
ii. শর্করাকে গ্লুকোজে পরিণত করতে
iii. স্নেহ জাতীয় খাদ্য বিপাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৭। ' B' গ্রন্থিটির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
(ক) গ্রন্থিটি সেরাস ও মিউকাস কোষ সমৃদ্ধ
(খ) এর কোষগুলি চাকার স্পোকের মতো
(গ) গ্রন্থিটিতে আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস আছে
(ঘ) এতে সাইনুসয়েড নামক ফাঁকা গহ্বর বিদ্যমান
সঠিক উত্তর: (গ) গ্রন্থিটিতে আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস আছে


৮। অ্যান্টিবডি ক্ষরণ করে নিচের কোনটি?
(ক) 'B' কোষ (খ) মাস্ট কোষ
(গ) হেলপার কোষ (ঘ) প্লাজমা কোষ
সঠিক উত্তর: (ঘ) প্লাজমা কোষ


৯। Adam's Apple কোথায় থাকে?
(ক) ডেস্টিবিউলে (খ) স্বরযন্ত্রে (গ) ট্রাকিয়ায় (ঘ) ব্রঙ্কাসে
সঠিক উত্তর: (গ) ট্রাকিয়ায়


১০। “ছিদ্রাল প্রাণী” বলে পরিচিত কোন পর্বের প্রাণীরা?
(ক) Porifera (খ) Cnidaria
(গ) Mollusca (ঘ) Annelida
সঠিক উত্তর: (ক) Porifera


১১। ঘাসফড়িং-এর রেচন অঙ্গের নাম কী?
(ক) নেফ্রিডিয়া (খ) শিখা কোষ
(গ) মালপিজিয়াম নালিকা (ঘ) মালপিজিয়ান বডি
সঠিক উত্তর: (গ) মালপিজিয়াম নালিকা


১২। মানবদেহের বিলিরুবিন উৎপন্নকারী কণিকার গঠন-
i. নিউক্লিয়াস বিহীন
ii. নমনীয় ও স্থিতিস্থাপক
iii. দ্বি অবতল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii

নিচের উদ্দীপকের আলোকে ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও:


১৩। 'A' চিহ্নিত কোষের ক্ষেত্রে প্রযোজ্য-
i. সুস্পষ্ট নিউক্লিয়াস বিদ্যমান
ii. গোল বা ত্রিকোণাকার বিশিষ্ট
iii. অমসৃণ অন্তঃপ্লাজমীয় জালিকাযুক্ত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:(ক) i ও ii


১৪। 'B' চিহ্নিত কোষটি নিচের কোন ক্ষেত্রে ভূমিকা রাখে?
(ক) খাদ্য গ্রহণ, চলন ও আত্মরক্ষায়
(খ) বিভিন্ন উদ্দীপনা গ্রহণে
(গ) দেহের আবরণী সৃষ্টিতে
(ঘ) পুনরুৎপত্তি ও মুকুল সৃষ্টিতে
সঠিক উত্তর: (গ) দেহের আবরণী সৃষ্টিতে


১৫। থিগমোট্যাক্সিস কিসের প্রতি প্রক্রিয়া প্রদর্শন করে?
(ক) স্পর্শের (খ) স্রোতের (গ) বায়ুপ্রবাহের (ঘ) শকের
সঠিক উত্তর: (ক) স্পর্শের


১৬। কার্ডিয়াক চক্রের কোন দশায় প্রথম হৃদ শব্দ সৃষ্টি হয়?
(ক) অ্যাট্রিয়ামের ডায়াস্টোল
(খ) ভেন্ট্রিকলের সিস্টোল
(গ) অ্যাট্রিয়ামের সিস্টোল
(ঘ) ভেন্ট্রিকলের ডায়াস্টোল
সঠিক উত্তর: (খ) ভেন্ট্রিকলের সিস্টোল

নিচের উদ্দীপকের আলোকে ১৭ নং প্রশ্নের উত্তর দাও:

♀ সাদা ফুল X সাদা ফুল ♂



F1- বেগুনী ফুল



F2-বেগুনী ও সাদা ফুল

১৭। উদ্দীপকের প্রবাহ চিত্রে কোন ধরনের জিনের বিক্রিয়া সংঘটিত হয়?
(ক) লিথাল (খ) এপিস্ট্যাটিক
(গ) পরিপূরক (ঘ) হাইপোস্ট্যাটিক
সঠিক উত্তর: (গ) পরিপূরক


১৮। দর্শন অনুভূতির সাথে সম্পর্কিত স্নায়ু কোনটি?
(ক) অপটিক (খ) অকুলোমোটর
(গ) অলফ্যাক্টরি (ঘ) অডিটরি
সঠিক উত্তর: (ক) অপটিক


১৯। যৌনবাহিত রোগ হচ্ছে-
i. হিমোফিলিয়া
ii. সিফিলিস
iii. গনোরিয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


২০। যকৃতের কোন খ-টি সবচেয়ে বড়?
(ক) ডান (খ) বাম
(গ) কোয়াড্রেট (ঘ) কডেট
সঠিক উত্তর: (ক) ডান


২১। মস্তিস্কের কোন অংশ ব্যক্তিত্ব ও সামাজিক আচরণের প্রকাশ ঘটায়?
(ক) সেরেব্রাম (খ) সেরেবেলাম
(গ) থ্যালামাস (ঘ) হাইপোথ্যালামাস
সঠিক উত্তর: (গ) থ্যালামাস


২২। কোন জিনের কারণে ১৩ : ৩ অনুপাত হয়?
(ক) পরিপূরক (খ) এপিস্ট্যাসিস
(গ) লিথাল (ঘ) সেক্স-লিঙ্কড
সঠিক উত্তর: (খ) এপিস্ট্যাসিস

নিচের চিত্রের আলোকে ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও :


২৩। চিত্রের 'B' অংশটি-
i. রেশটি সুতা দিয়ে তৈরি
ii. ফাঁদ হিসেবে কাজ করে
iii. অনিয়ত গঠনের হয়ে থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


২৪। চিত্রের প্রাণীর আচরণের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
(ক) পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয়
(খ) অনুশীলন করতে হয়
(গ) শিক্ষালব্ধ জ্ঞান দ্বারা পরিচালিত
(ঘ) বংশগত ও জীন নিয়ন্ত্রিত
সঠিক উত্তর: (ঘ) বংশগত ও জীন নিয়ন্ত্রিত


২৫। বৃক্কের কর্টেক্স অবস্থানকারী নেফ্রনের অংশ হলো-
i. গ্লোমেরুলাস
ii. হেনলির লুপ
iii. ডিস্টাল প্যাঁচানো নালিকা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii