এইচ এস সি || জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বহুনির্বাচনি প্রশ্ন (HSC Biology 2nd Paper MCQ)


দ্বিতীয় অধ্যায়: প্রাণীর পরিচিতি


(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :



১। কোন অংশটি ঘাসফড়িংয়ের পৌষ্টিকনালির প্রোক্টোডিয়ামের অন্তর্ভুক্ত? (সকল বোর্ড - ২০১৮)
(ক) ক্রপ
(খ) গলবিল
(গ) গিজার্ড
(ঘ) রেক্টাম
সঠকি উত্তর: (ঘ) রেক্টাম


২। ঘাসফড়িং-এ ল্যাসিনিয়া পাওয়া যায় মুখোপাঙ্গের কোনটিতে? (সকল বোর্ড - ২০১৮)
(ক) ল্যাব্রাম
(খ) ম্যান্ডিবল
(গ) ম্যাক্সিলা
(ঘ) ল্যাবিয়াম
সঠিক উত্তর: (গ) ম্যাক্সিলা


৩। রুইমাছের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? (সকল বোর্ড - ২০১৮)
(ক) অলিন্দ → নিলয় → বাল্বাস অ্যাওর্টা → ফুলকা
(খ) ফুলকা → অলিন্দ → নিলয় → বাল্বাস অ্যাওর্টা
(গ) বাল্বাস অ্যাওর্টা → নিলয় → অলিন্দ → ফুলকা
(ঘ) ফুলকা → অলিন্দ → বাল্বাস অ্যাওর্টা → নিলয়
সঠিক উত্তর: (ক) অলিন্দ → নিলয় → বাল্বাস অ্যাওর্টা → ফুলকা


৪। ঘাসফড়িং-এর রেচন অঙ্গের নাম কী? (আলীম পরীক্ষা ২০১৮)
(ক) নেফ্রিডিয়া
(খ) শিখা কোষ
(গ) মালপিজিয়াম নালিকা
(ঘ) মালপিজিয়ান বডি
সঠিক উত্তর: (গ) মালপিজিয়াম নালিকা


৫। নিচের কোন প্রবাহ চিত্রটি সঠিক? (ঢাকা বোর্ড-২০১৭)
(ক) ট্রাকিয়া → ব্রংকাই → ব্রঙ্কিওল → অ্যালভিওলার নালি → অ্যালভিওলার থলি → অ্যালভিওলাস
(খ) ব্রংকাই → ট্রাকিয়া → ব্রঙ্কিওল → অ্যালভিওলার নালি → অ্যালভিওলার থলি → অ্যালভিওলাস
(গ) ট্রাকিয়া → বঙ্কিওল → ব্রংকাই → অ্যালবিওলার নালি → অ্যালভিওলার থলি → অ্যালবিওলাস
(ঘ) ট্রাকিয়া → অ্যালভিওলার থলি → ব্রংকাই → ব্রঙ্কিওল → অ্যালভিওলার নালি → অ্যালভিওলাস
সঠিক উত্তর: (ক) ট্রাকিয়া→ ব্রংকাই→ব্রঙ্কিওল→অ্যালভিওলার নালি→ অ্যালভিওলার থলি→ অ্যালভিওলাস


৬। ঘাসফড়িং এর সুপারপজিশন দর্শনে কোনটি সঠিক? (বরিশাল বোর্ড-২০১৭)
(ক) সুস্পষ্ট বিম্ব তৈরি হয়
(খ) বস্তুর খণ্ড খণ্ড বিম্ব তৈরি হয়
(গ) আইরিশ আবরণ সংকুচিত থাকে
(ঘ) রেটিনাল আবরণ প্রসারিত থাকে
সঠিক উত্তর: (গ) আইরিশ আবরণ সংকুচিত থাকে


৭। একবার ব্যবহৃত নেমাটোসিস্টের পরিণতি কি হয়? (বরিশাল বোর্ড-২০১৭)
(ক) দেহে পরিপাক হয়
(খ) দেহের বাইরে নিষ্ক্রান্ত হয়
(গ) পুনরায় কর্মক্ষম হয়
(ঘ) অন্যকোষে পরিবর্তিত হয়
সঠিক উত্তর: (ক) দেহে পরিপাক হয়


৮। রুই মাছের দেহের অংকীয়তলে কয়টি ছিদ্র থাকে? (বরিশাল বোর্ড-২০১৭)
(ক) ১
(খ) ২
(গ) ৩
(ঘ) ৪
সঠিক উত্তর: (গ) ৩


৯। ঘাসফড়িং এর জীবনচক্রে নিচের কোন ক্রমটি সঠিক? (চট্টগ্রাম বোর্ড-২০১৭)
(ক) ডিম → লার্ভা → ইমাগো
(খ) ডিম → লার্ভা → পিউপা → ইমাগো
(গ) ডিম → নিম্ফ → ইমাগো
(ঘ) ডিম → লার্ভা → নিম্ফ → ইমাগো
সঠিক উত্তর: (গ) ডিম → নিম্ফ → ইমাগো


১০। নিচের কোনটি রুই মাছকে অক্সিজেন গ্রহণে সাহায্য করে? (চট্টগ্রাম বোর্ড-২০১৭)
(ক) ফুলকা আর্চ
(খ) ফুলকা র‌্যাকার
(গ) ফুলকা আবরণী
(ঘ) ফুলকা ফিলামেন্ট
সঠিক উত্তর: (ঘ) ফুলকা ফিলামেন্ট


১১। নিচের কোন প্রাণীটি অরীয়ভাবে প্রতিসম? (চট্টগ্রাম বোর্ড-২০১৭)
(ক) বিড়াল
(খ) কেঁচো
(গ) শামুক
(ঘ) হাইড্রা
সঠিক উত্তর: (ঘ) হাইড্রা


১২। ঘাস ফড়িং-এর হেপাটিক সিকার সংখ্যা কয়টি? (কুমিল্লা বোর্ড-২০১৭)
(ক) ১২
(খ) ১৩
(গ) ১৪
(ঘ) ১৫
সঠিক উত্তর: (ক) ১২


১৩। কোন প্রাণীতে একচক্রী রক্ত সংবহনতন্ত্র উপস্থিত? (কুমিল্লা বোর্ড-২০১৭)
(ক) Poekilocerus pictus
(খ) Labeo rohita
(গ) Hydra vulgaris
(ঘ) Homo sapiens
সঠিক উত্তর: (খ) Labeo rohita


১৪। নিচের কোনটি Grasshopper এর মস্তকের বহিঃকংকালের অংশ? (দিনাজপুর বোর্ড-২০১৭)
(ক) ফ্লাজেলাম
(খ) পেডিসেল
(গ) স্কেপ
(ঘ) ফ্রন্স
সঠিক উত্তর: (ঘ) ফ্রন্স


১৫। ঘাসফড়িং নিম্ফ থেকে পূর্ণাঙ্গে পরিণত হতে কতবার খোলস ত্যাগ করে? (যশোর বোর্ড-২০১৭)
(ক) এক বার
(খ) তিন বার
(গ) পাঁচ বার
(ঘ) সাত বার
সঠিক উত্তর: (গ) পাঁচ বার


১৬। রুই মাছের কানকুয়ার পিছনের পাখনাকে বলা হয়– (যশোর বোর্ড-২০১৭)
(ক) শ্রোণি পাখনা
(খ) পৃষ্ঠীয় পাখনা
(গ) বক্ষ পাখনা
(ঘ) পায়ু পাখনা
সঠিক উত্তর: (গ) বক্ষ পাখনা


১৭। নিচের কোনটি রুই মাছের রেণু পোনার দৈর্ঘ্য? (যশোর বোর্ড-২০১৭) (ক) ৫.৮ মি. মি.
(খ) ৭.৮ মি. মি.
(গ) ১২.৮ মি. মি.
(ঘ) ২৩.৮ মি. মি.
সঠিক উত্তর: (ক) ৫.৮ মি. মি


১৮। ঘাসফড়িংয়ের দেহ খণ্ডের কাইটিন নির্মিত পুরু ও শক্ত পৃষ্ঠীয় পাতকে বলে– (যশোর বোর্ড-২০১৭)
(ক) প্লুরাইট
(খ) স্ক্লেরাইট
(গ) স্টার্নাইট
(ঘ) টারগাইট
সঠিক উত্তর: (খ) স্ক্লেরাইট


১৯। কোনটি ঘাসফড়িংয়ের স্ত্রী জননতন্ত্রের অংশ? (যশোর বোর্ড-২০১৭)
(ক) ক্ষেপণ নালি
(খ) শুক্রনালি
(গ) শুক্রধানী
(ঘ) শুক্রথলি
সঠিক উত্তর: (গ) শুক্রধানী


২০। নিডোসাইট কোষ কোথায় পাওয়া যায়? (রাজশাহী বোর্ড-২০১৭)
(ক) Hydra
(খ) Taenia
(গ) Copsychus
(ঘ) Panthera
সঠিক উত্তর: (ক) Hydra


২১। রুই মাছে কত ধরনের যুগ্ম পাখনা থাকে? (সিলেট বোর্ড-২০১৭)
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
সঠিক উত্তর: (খ) ৩


২২। ভলভেন্টের বৈশিষ্ট্য কোনটি? (সিলেট বোর্ড-২০১৭)
(ক) কোনো শ্যাফট থাকে না
(খ) বার্ব ও ভার্বিউল উপস্থিত
(গ) সূত্রকে ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটা বিদ্যমান
(ঘ) সূত্রকের অগ্রভাগ বদ্ধ
সঠিক উত্তর: (ঘ) সূত্রকের অগ্রভাগ বদ্ধ


২৩। কোন ধরনের নেমোটোসিস্টের সূত্রক চাবুকের ন্যায় কাঁটাযুক্ত? (ঢাকা বোর্ড-২০১৬)
(ক) পেনিট্র্যান্ট
(খ) ভলভেন্ট
(গ) স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট
(ঘ) স্টেরিওলিন গ্লুটিন্যান্ট
সঠিক উত্তর: (গ) স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট


২৪। রুই মাছে প্রতি পার্শ্বে কতটি ফুলকা আর্চ থাকে? (ঢাকা বোর্ড-২০১৬)
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
সঠিক উত্তর: (গ) ৪


২৫। প্রোক্টোডিয়াম এর অংশ নয় কোনটি? (ঢাকা বোর্ড-২০১৬) (ক) গিজার্ড (খ) ইলিয়াম (গ) কোলন (ঘ) রেকটাম
সঠিক উত্তর: (ক) গিজার্ড


২৬ । রুই মাছের কানকোর ঠিক পিছনে অবস্থিত পাখনা জোড়ার নাম কী? (রাজশাহী বোর্ড-২০১৬) (ক) শ্রোণী পাখনা (খ) পায়ু পাখনা (গ) বক্ষ পাখনা (ঘ) পুচ্ছ পাখনা
সঠিক উত্তর: (গ) বক্ষ পাখনা


২৭ । ঘাসফড়িং এর রক্তসংবহনের সঠিক পথ কোনটি? (রাজশাহী বোর্ড-২০১৬) (ক) মস্তকের সাইনাস → পেরিনিউরাল সাইনাস → পেরিভিসারেল সাইনাস → পেরিকার্ডিয়াল সাইনাস (খ) মস্তকের সাইনাস → পেরিভিসারেল সাইনাস → পেরিকার্ডিয়াল সাইনাস → পেরিনিউরাল সাইনাস (গ) পেরিনিউরাল সাইনাস → মস্তকের সাইনাস → পেরিভিসারেল সাইনাস → পেরিকার্ডিয়াল সাইনাস (ঘ) পেরিভিসারেল সাইনাস → পেরিনিউরাল সাইনাস → পেরিকার্ডিয়াল সাইনাস → মস্তকের সাইনাস
সঠিক উত্তর: (ক) মস্তকের সাইনাস → পেরিনিউরাল সাইনাস → পেরিভিসারেল সাইনাস → পেরিকার্ডিয়াল সাইনাস


২৮ । রুই মাছের হৃৎপিণ্ড হতে ফুলকায় রক্ত সরবরাহ করে- (রাজশাহী বোর্ড-২০১৬) (ক) এফারেন্ট ব্রাংকিয়াল ধমনি (খ) ইফারেন্ট ব্রাংকিয়াল ধমনি (গ) ল্যাটেরাল ধমনি (ঘ) পৃষ্ঠীয় ধমনি
সঠিক উত্তর: (ক) এফারেন্ট ব্রাংকিয়াল ধমনি


২৯। Hydra-য় কিউটিকল সৃষ্টি হয় কোন কোষের নিঃসৃত রসে? (কুমিল্লা বোর্ড-২০১৬) (ক) পেশি আবরণী কোষ (খ) অ্যামিবয়েড কোষ (গ) গ্রন্থি কোষ (ঘ) ইন্টারস্টিশিয়াল কোষ
সঠিক উত্তর: (ক) পেশি আবরণী কোষ


৩০। কোনটি হাইড্রার দেহে দেখা যায়? (দিনাজপুর বোর্ড-২০১৬) (ক) মেসোগ্লিয়া (খ) হিমোসিল (গ) স্ক্লেরাইট (ঘ) মায়োফাইব্রিল
সঠিক উত্তর: (ক) মেসোগ্লিয়া


৩১ । ঘাসফড়িং এর বক্ষ অঞ্চলে কত জোড়া শ্বাসরন্ধ্র থাকে? (দিনাজপুর বোর্ড-২০১৬) (ক) ২ (খ) ৫ (গ) ৮ (ঘ) ১০
সঠিক উত্তর: (ক) ২


৩২। ল্যাসিনিয়া কোন উপাঙ্গের অংশ? (কুমিল্লা বোর্ড-২০১৬) (ক) ম্যান্ডিবল (খ) ল্যাব্রাম (গ) ল্যাবিয়াম (ঘ) ম্যাক্সিলা
সঠিক উত্তর: (ঘ) ম্যাক্সিলা


৩৩। অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে শিশু অবস্থাকে কী বলে? (কুমিল্লা বোর্ড-২০১৬) (ক) লার্ভা (খ) নিম্ফ (গ) ইমোগা (ঘ) পিউপা
সঠিক উত্তর: (খ) নিম্ফ


৩৪। রুই মাছের পুচ্ছ পাখনা কোন ধরনের? (চট্টগ্রাম বোর্ড-২০১৬) (ক) হেমোসার্কাল (খ) হেটারোসার্কাল (গ) ডিফিসার্কাল (ঘ) প্রোটোসার্কাল
সঠিক উত্তর: (ক) হেমোসার্কাল


৩৫। ম্যাক্সিলারী পাল্পের কাজ হলো- (চট্টগ্রাম বোর্ড-২০১৬) (ক) রেচনে সাহায্য করে (খ) খাদ্যের স্বাদ গ্রহণে সাহায্য করে (গ) দর্শনে সাহায্য করে (ঘ) শ্বসনে সাহায্য করে
সঠিক উত্তর: (খ) খাদ্যের স্বাদ গ্রহণে সাহায্য করে


৩৬। কোনটি Hydra-র গ্যাস্ট্রোডার্মিসে থাকে না? (সিলেট বোর্ড-২০১৬) (ক) নিডোসাইট (খ) স্নায়ু কোষ (গ) সংবেদী কোষ (ঘ) গ্রন্থি কোষ
সঠিক উত্তর: (ক) নিডোসাইট


৩৭। কোন বিজ্ঞানী সর্বপ্রথম Hydra-র পুনরুৎপত্তির ক্ষমতার কথা উল্লেখ করেন? (সিলেট বোর্ড-২০১৬) (ক) ল্যামার্ক (খ) হেকেল (গ) ট্রেম্বলে (ঘ) ভাইজম্যান
সঠিক উত্তর: (গ) ট্রেম্বলে


৩৮। কোনটি ঘাসফড়িং এর স্পাইরাকলকে পরিবেষ্টিত করে রাখে? (সিলেট বোর্ড-২০১৬) (ক) টিনিডিয়া (খ) ইন্টিমা (গ) অপারকুলাম (ঘ) পেরিট্রিম
সঠিক উত্তর: (ঘ) পেরিট্রিম


৩৯। রুই মাছের বক্ষ অঞ্চলে কোন ধমনী রক্ত সরবরাহ করে? (সিলেট বোর্ড-২০১৬) (ক) প্যারাইটাল (খ) রেনাল (গ) ইলিয়াক (ঘ) সাবক্ল্যাভিয়ান
সঠিক উত্তর: (ঘ) সাবক্ল্যাভিয়ান


৪০। কোনটি রূপান্তরের সঠিক ধাপ? (সিলেট বোর্ড-২০১৬) (ক) ডিম → পিউপা → লার্ভা → ইমাগো (খ) ডিম → ইমাগো → লার্ভা → পিউপা (গ) ডিম → লার্ভা → পিউপা → ইমাগো (ঘ) ডিম → লার্ভা → ইমাগো → পিউপা
সঠিক উত্তর: (গ) ডিম → লার্ভা → পিউপা → ইমাগো


৪১। ঘাসফড়িং এর উপরে কতটি খণ্ডক রয়েছে? (যশোর বোর্ড-২০১৬) (ক) ১১টি (খ) ১০টি (গ) ৬টি (ঘ) ৩টি
সঠিক উত্তর: (ক) ১১টি


৪২। ভেনাস হার্ট পাওয়া যায়- (যশোর বোর্ড-২০১৬) (ক) ব্যাঙ (খ) মাছ (গ) কুমীর (ঘ) পাখি
সঠিক উত্তর: (খ) মাছ


৪৩। বাংলাদেশের কোন নদীতে রুই মাছের প্রাকৃতিক প্রজনন হয়? (যশোর বোর্ড-২০১৬) (ক) বুড়িগঙ্গা নদী (খ) সুরমা নদী (গ) হালদা নদী (ঘ) যমুনা নদী
সঠিক উত্তর: (গ) হালদা নদী


৪৪। Hydra-র কোন কোষ বুদবুদ তৈরি করে? (যশোর বোর্ড-২০১৬) (ক) ইন্টারস্টিসিয়াল কোষ (খ) এপিডার্মিসের গ্রন্থিকোষ (গ) সংবেদী কোষ (ঘ) এন্ডোডার্মিসের গ্রন্থিকোষ
সঠিক উত্তর: (খ) এপিডার্মিসের গ্রন্থিকোষ


২৩। হাইড্রায় কয়টি কর্ষিকা থাকে?
(ক) ২-৪টি
(খ) ৯-১১টি
(গ) ৫-৮টি
(ঘ) অসংখ্য
সঠিক উত্তর:


২৪। হাইড্রা কোন শ্রেণির অন্তর্গত?
(ক) Insecta
(খ) Hydrozoa
(গ) Anthozoa
(ঘ) Reptilia
সঠিক উত্তর:


২৫। হাইড্রার এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে থাকে-
(ক) মেসোডার্ম
(খ) মেসোগ্লিয়া
(গ) সিলেন্টেরন
(ঘ) এন্ডোডার্ম
সঠিক উত্তর:


২৬। হাইড্রায় কয় ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়?
(ক) ১ ধরনের
(খ) ২ ধরনের
(গ) ৩ ধরনের
(ঘ) ৪ ধরনের
সঠিক উত্তর:


২৭। কোন অঙ্গটি হাইড্রায় পাওয়া যায় না?
(ক) শিখাকোষ
(খ) নেমাটোসিস্ট
(গ) নিডোব্লাস্ট
(ঘ) সিলেন্টেরন
সঠিক উত্তর:


২৮। নিডোব্লাস্টের কাজ নয় কোনটি?
(ক) খাদ্য গ্রহণ
(খ) পরিপাক
(গ) চলন
(ঘ) আত্মরক্ষা
সঠিক উত্তর:


২৯। কোন প্রক্রিয়ায় হাইড্রা দ্রুত চলে?
(ক) লুপিং
(খ) সমারসল্টিং
(গ) সাঁতার
(ঘ) গ্লাইডিং
সঠিক উত্তর:


৩০। হাইড্রা কোন পর্বের প্রাণী?
(ক) Chordata
(খ) Cnidaria
(গ) Arthropoda
(ঘ) Mollusca
সঠিক উত্তর:


৩১। কোন নেমাটোসিস্টে হিপনোটক্সিন থাকে?
(ক) ভলভন্ট
(খ) স্ট্রেপ্টোলিন গ্লুটিন্যান্ট
(গ) পেনিট্রান্ট
(ঘ) স্টেরিওলিন গ্লুটিন্যান্ট
সঠিক উত্তর:



(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন



১। ঘাসফড়িং-এর রক্ত সংবহনতন্ত্র - (সকল বোর্ড - ২০১৮)
i. উন্মুক্ত প্রকৃতির
ii. শ্বাস রঞ্জক যুক্ত
iii. অ্যাওর্টা বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


২। রুই মাছের হৃৎপিণ্ডের অংশগুলো হলো– (কুমিল্লা বোর্ড-২০১৭)
i. সাইনাস ভেনোসাস
ii. কোনাস আর্টারিওসাস
iii. বাল্বাস আর্টারিওসাস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


৩। রুই মাছের রক্ত সংবহনের জন্য নিচের কোনটি প্রযোজ্য? (যশোর বোর্ড-২০১৭)
i. রক্ত প্রবাহ একমুখী
ii. হৃদপিণ্ড হতে CO2 যুক্ত রক্ত ফুলকাতে যায়
iii. শীতল রক্তবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৪। রুই মাছের আঁইশ– (সিলেট বোর্ড-২০১৭)
i. চুন ও কোলাজেন তন্তু নিয়ে গঠিত
ii. এপিডার্মাল স্তর থেকে সৃষ্ট
iii. প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৫। হিপনোটক্সিনে থাকে-
(i) ফেনল
(ii) প্রোটিন
(iii) ফ্যাট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:



(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :




১। উপরের চিত্রের প্রাণীটির খাদ্যাভাস কোন ধরনের? (সকল বোর্ড - ২০১৮)
(ক) তৃণভোজী
(খ) মাংসাশী
(গ) মৃতজীবী
(ঘ) সর্বভুক
সঠিক উত্তর: (খ) মাংসাশী

চিত্রের চিত্রটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও:- (সকল বোর্ড - ২০১৮)


২। চিত্রের অঙ্গটির প্রকোষ্ঠের সংখ্যা কয়টি? (সকল বোর্ড - ২০১৮)
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৭
সঠিক উত্তর: (ক) ২


৩। চিত্রের অঙ্গটির বৈশিষ্ট্য হচ্ছে- (সকল বোর্ড - ২০১৮)
i. বাল্বাস আর্টারিওসাস বিদ্যমান
ii. একক্রীয় সংবহনতন্ত্রের অংশ
iii. অক্সিজেন যুক্ত রক্ত বহন করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii

নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: (আলীম পরীক্ষা ২০১৮)


৪। 'A' চিহ্নিত কোষের ক্ষেত্রে প্রযোজ্য- (আলীম পরীক্ষা ২০১৮)
i. সুস্পষ্ট নিউক্লিয়াস বিদ্যমান
ii. গোল বা ত্রিকোণাকার বিশিষ্ট
iii. অমসৃণ অন্তঃপ্লাজমীয় জালিকাযুক্ত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:(ক) i ও ii


৫। 'B' চিহ্নিত কোষটি নিচের কোন ক্ষেত্রে ভূমিকা রাখে? (আলীম পরীক্ষা ২০১৮)
(ক) খাদ্য গ্রহণ, চলন ও আত্মরক্ষায়
(খ) বিভিন্ন উদ্দীপনা গ্রহণে
(গ) দেহের আবরণী সৃষ্টিতে
(ঘ) পুনরুৎপত্তি ও মুকুল সৃষ্টিতে
সঠিক উত্তর: (গ) দেহের আবরণী সৃষ্টিতে

নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং পরবর্তী ১টি প্রশ্নের উত্তর দাও : (ঢাকা বোর্ড-২০১৭)


৬। উদ্দীপকে উল্লিখিত X চিহ্নিত অংশটির নাম কি? (ঢাকা বোর্ড-২০১৭)
(ক) সাইনাস
(খ) বাল্বাস আর্টারিওসাস
(গ) ডেন্ট্রিকল
(ঘ) অ্যাট্রিয়াম
সঠিক উত্তর: (খ) বাল্বাস আর্টারিওসাস




৭। উদ্দীপকের X চিহ্নিত অংশের নাম– (দিনাজপুর বোর্ড-২০১৭) (ক) সাইনাস ও ভেনোসস (খ) অ্যাট্রিয়াম (গ) ভেন্ট্রিকল (ঘ) বাল্বাস আর্টারিওসাস
সঠিক উত্তর: (ক) সাইনাস ও ভেনোসস

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (চট্টগ্রাম বোর্ড-২০১৭)


৮। চিত্রের অঙ্গটির বৈশিষ্ট্য হলো– (চট্টগ্রাম বোর্ড-২০১৭) i. এটি একচক্রিক ii. এতে কোনাস আর্টারিওসাস আছে iii. অক্সিজেন রিক্ত রক্ত সংবহন করে নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৯। চিত্রের অঙ্গটির প্রকোষ্ঠ সংখ্যা কয়টি? (চট্টগ্রাম বোর্ড-২০১৭) (ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৭টি
সঠিক উত্তর: (ক) ২টি

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (চট্টগ্রাম বোর্ড-২০১৭)


১০। উদ্দীপকের কোষস্তরের কাজ হলো– (চট্টগ্রাম বোর্ড-২০১৭)
i. আঘাত হতে দেহকে রক্ষা করা
ii. দেহের ক্ষতস্থান পূরণ করা
iii. বহিঃকোষীয় পরিপাকে অংশ নেয়া নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) ii ও iii


১১। চিত্রে কোন ধরনের কোষ অনুপস্থিত? (চট্টগ্রাম বোর্ড-২০১৭)
(ক) সংবেদী কোষ (খ) নিডোসাইট (গ) জনন কোষ (ঘ) স্নায়ুকোষ
সঠিক উত্তর: (গ) জনন কোষ


উপরে চিত্রে থেকে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও :

১২। চিত্রে B চিহ্নিত অংশটির নাম কি? (কুমিল্লা বোর্ড-২০১৭) (ক) পেশিসূত্র (খ) ল্যাসো (গ) প্যাঁচানো সূত্রক (ঘ) বার্বিউল
সঠিক উত্তর: (খ) ল্যাসো


১৩। চিত্রে A চিহ্নিত অংশটির বৈশিষ্ট্য হলো– (কুমিল্লা বোর্ড-২০১৭)
i. প্রধান যান্ত্রিক উদ্দীপনা গ্রাহক
ii. ট্রিগারের মত কাজ করে
iii. অপারকুলাম খুলতে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (দিনাজপুর বোর্ড-২০১৭)


১৪। উদ্দীপকের অঙ্গটির নাম কি? (দিনাজপুর বোর্ড-২০১৭)
(ক) Volvent (খ) Stenotile (গ) Streptoline glutinant (ঘ) Stereoline glutinant
সঠিক উত্তর: (খ) Stenotile


১৫। উদ্দীপকের চিত্রটির বৈশিষ্ট্য– (দিনাজপুর বোর্ড-২০১৭)
i. বার্বিউল উপস্থিত
ii. হিপ্নোটক্সিন ক্ষরণ করে
iii. বাট প্রশস্ত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি দেখ এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: (যশোর বোর্ড-২০১৭)


১৬। উদ্দীপকে 'A' চিহ্নিত অংশের নাম হলো– (যশোর বোর্ড-২০১৭)
(ক) সংবেদী কোষ (খ) ফ্লাজেলাযুক্ত পুষ্টি কোষ (গ) ক্ষণপদযুক্ত পুষ্টি কোষ (ঘ) গ্রন্থি কোষ
সঠিক উত্তর: (খ) ফ্লাজেলাযুক্ত পুষ্টি কোষ


১৭। উদ্দীপকে 'A' ও 'B' অংশের কাজ হলো– (যশোর বোর্ড-২০১৭)
i. দেহ সংকোচন-প্রসারণে অংশ নেয়া
ii. খাদ্যকণা গ্রহণ ও পরিপাক করা
iii. শ্বসন ও রেচনে অংশগ্রহণ করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii

নিচের ছবিটি দেখ এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (রাজশাহী বোর্ড-২০১৭)


১৮। উদ্দীপকের 'A' অংশে গ্যাস পাওয়া যায়– (রাজশাহী বোর্ড-২০১৭)
i. অক্সিজেন
ii. নাইট্রোজেন
iii. কার্বন ডাইঅক্সাইড
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


১৯। উদ্দীপকের অঙ্গটি সহায়তা করে– (রাজশাহী বোর্ড-২০১৭)
i. ভাসতে
ii. শব্দ সৃষ্টিতে
iii. শিকার ধরতে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii

উদ্দীপকটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (সিলেট বোর্ড-২০১৭)


২০। উদ্দীপকের 'X' চিহ্নিত অংশের নাম কি? (সিলেট বোর্ড-২০১৭)
(ক) লিগুলি
(খ) মেন্টাম
(গ) সাবমেন্টাম
(ঘ) পাল্পিফার
সঠিক উত্তর: (ক) লিগুলি


২১। উদ্দীপকের 'Y' চিহ্নিত অংশের কাজ কি? (সিলেট বোর্ড-২০১৭)
(ক) অ্যান্টেনা ও পা পরিষ্কার করে
(খ) খাদ্যের সাথে লালা মিশ্রিত করে
(গ) খাদ্যকে চর্বণ করে
(ঘ) খাদ্যের মান যাচাই করে
সঠিক উত্তর: (ঘ) খাদ্যের মান যাচাই করে

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও।


২২। চিত্রের প্রাণীটি কোন শ্রেণির অন্তর্গত?
(ক) Amphibia
(খ) Crustacea
(গ) Insecta
(ঘ) Myriapoda
সঠিক উত্তর:


২৩। চিত্রের প্রাণীটির দেহগহ্বরের নাম কী?
(ক) সিলোম
(খ) সিলেন্টেরন
(গ) সিউডোসিলোম
(ঘ) হিমোসিল
সঠিক উত্তর: