২১। রুই মাছে কত ধরনের যুগ্ম পাখনা থাকে? (সিলেট বোর্ড-২০১৭) (ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
সঠিক উত্তর: (খ) ৩
২২। ভলভেন্টের বৈশিষ্ট্য কোনটি? (সিলেট বোর্ড-২০১৭) (ক) কোনো শ্যাফট থাকে না (খ) বার্ব ও ভার্বিউল উপস্থিত (গ) সূত্রকে ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটা বিদ্যমান (ঘ) সূত্রকের অগ্রভাগ বদ্ধ
সঠিক উত্তর: (ঘ) সূত্রকের অগ্রভাগ বদ্ধ
২৩। কোন ধরনের নেমোটোসিস্টের সূত্রক চাবুকের ন্যায় কাঁটাযুক্ত? (ঢাকা বোর্ড-২০১৬) (ক) পেনিট্র্যান্ট (খ) ভলভেন্ট
(গ) স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট
(ঘ) স্টেরিওলিন গ্লুটিন্যান্ট
সঠিক উত্তর: (গ) স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট
২৪। রুই মাছে প্রতি পার্শ্বে কতটি ফুলকা আর্চ থাকে? (ঢাকা বোর্ড-২০১৬) (ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
সঠিক উত্তর: (গ) ৪
২৫। প্রোক্টোডিয়াম এর অংশ নয় কোনটি? (ঢাকা বোর্ড-২০১৬)
(ক) গিজার্ড (খ) ইলিয়াম
(গ) কোলন (ঘ) রেকটাম
সঠিক উত্তর: (ক) গিজার্ড
২৬ । রুই মাছের কানকোর ঠিক পিছনে অবস্থিত পাখনা জোড়ার নাম কী? (রাজশাহী বোর্ড-২০১৬)
(ক) শ্রোণী পাখনা (খ) পায়ু পাখনা
(গ) বক্ষ পাখনা (ঘ) পুচ্ছ পাখনা
৩৫। ম্যাক্সিলারী পাল্পের কাজ হলো- (চট্টগ্রাম বোর্ড-২০১৬)
(ক) রেচনে সাহায্য করে
(খ) খাদ্যের স্বাদ গ্রহণে সাহায্য করে
(গ) দর্শনে সাহায্য করে
(ঘ) শ্বসনে সাহায্য করে
১। ঘাসফড়িং-এর রক্ত সংবহনতন্ত্র - (সকল বোর্ড - ২০১৮) i. উন্মুক্ত প্রকৃতির
ii. শ্বাস রঞ্জক যুক্ত
iii. অ্যাওর্টা বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii
২। রুই মাছের হৃৎপিণ্ডের অংশগুলো হলো– (কুমিল্লা বোর্ড-২০১৭) i. সাইনাস ভেনোসাস
ii. কোনাস আর্টারিওসাস
iii. বাল্বাস আর্টারিওসাস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii
৩। রুই মাছের রক্ত সংবহনের জন্য নিচের কোনটি প্রযোজ্য? (যশোর বোর্ড-২০১৭) i. রক্ত প্রবাহ একমুখী
ii. হৃদপিণ্ড হতে CO2 যুক্ত রক্ত ফুলকাতে যায়
iii. শীতল রক্তবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
৪। রুই মাছের আঁইশ– (সিলেট বোর্ড-২০১৭) i. চুন ও কোলাজেন তন্তু নিয়ে গঠিত
ii. এপিডার্মাল স্তর থেকে সৃষ্ট
iii. প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
৫। হিপনোটক্সিনে থাকে- (i) ফেনল (ii) প্রোটিন (iii) ফ্যাট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
চিত্রের চিত্রটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও:- (সকল বোর্ড - ২০১৮)
২। চিত্রের অঙ্গটির প্রকোষ্ঠের সংখ্যা কয়টি? (সকল বোর্ড - ২০১৮) (ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৭
সঠিক উত্তর: (ক) ২
৩। চিত্রের অঙ্গটির বৈশিষ্ট্য হচ্ছে- (সকল বোর্ড - ২০১৮) i. বাল্বাস আর্টারিওসাস বিদ্যমান
ii. একক্রীয় সংবহনতন্ত্রের অংশ
iii. অক্সিজেন যুক্ত রক্ত বহন করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: (আলীম পরীক্ষা ২০১৮)
৪। 'A' চিহ্নিত কোষের ক্ষেত্রে প্রযোজ্য- (আলীম পরীক্ষা ২০১৮) i. সুস্পষ্ট নিউক্লিয়াস বিদ্যমান
ii. গোল বা ত্রিকোণাকার বিশিষ্ট
iii. অমসৃণ অন্তঃপ্লাজমীয় জালিকাযুক্ত
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:(ক) i ও ii
৫। 'B' চিহ্নিত কোষটি নিচের কোন ক্ষেত্রে ভূমিকা রাখে? (আলীম পরীক্ষা ২০১৮) (ক) খাদ্য গ্রহণ, চলন ও আত্মরক্ষায়
(খ) বিভিন্ন উদ্দীপনা গ্রহণে
(গ) দেহের আবরণী সৃষ্টিতে
(ঘ) পুনরুৎপত্তি ও মুকুল সৃষ্টিতে
সঠিক উত্তর: (গ) দেহের আবরণী সৃষ্টিতে
নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং পরবর্তী ১টি প্রশ্নের উত্তর দাও : (ঢাকা বোর্ড-২০১৭)
৬। উদ্দীপকে উল্লিখিত X চিহ্নিত অংশটির নাম কি? (ঢাকা বোর্ড-২০১৭) (ক) সাইনাস (খ) বাল্বাস আর্টারিওসাস (গ) ডেন্ট্রিকল (ঘ) অ্যাট্রিয়াম
সঠিক উত্তর: (খ) বাল্বাস আর্টারিওসাস
৭। উদ্দীপকের X চিহ্নিত অংশের নাম– (দিনাজপুর বোর্ড-২০১৭)
(ক) সাইনাস ও ভেনোসস (খ) অ্যাট্রিয়াম (গ) ভেন্ট্রিকল (ঘ) বাল্বাস আর্টারিওসাস
সঠিক উত্তর: (ক) সাইনাস ও ভেনোসস
নিচের চিত্রটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (চট্টগ্রাম বোর্ড-২০১৭)
৮। চিত্রের অঙ্গটির বৈশিষ্ট্য হলো– (চট্টগ্রাম বোর্ড-২০১৭)
i. এটি একচক্রিক
ii. এতে কোনাস আর্টারিওসাস আছে
iii. অক্সিজেন রিক্ত রক্ত সংবহন করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
নিচের চিত্রটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (চট্টগ্রাম বোর্ড-২০১৭)
১০। উদ্দীপকের কোষস্তরের কাজ হলো– (চট্টগ্রাম বোর্ড-২০১৭) i. আঘাত হতে দেহকে রক্ষা করা
ii. দেহের ক্ষতস্থান পূরণ করা
iii. বহিঃকোষীয় পরিপাকে অংশ নেয়া নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) ii ও iii
১১। চিত্রে কোন ধরনের কোষ অনুপস্থিত? (চট্টগ্রাম বোর্ড-২০১৭) (ক) সংবেদী কোষ (খ) নিডোসাইট (গ) জনন কোষ (ঘ) স্নায়ুকোষ
সঠিক উত্তর: (গ) জনন কোষ
উপরে চিত্রে থেকে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও :
১২। চিত্রে B চিহ্নিত অংশটির নাম কি? (কুমিল্লা বোর্ড-২০১৭)
(ক) পেশিসূত্র (খ) ল্যাসো (গ) প্যাঁচানো সূত্রক (ঘ) বার্বিউল
সঠিক উত্তর: (খ) ল্যাসো
১৩। চিত্রে A চিহ্নিত অংশটির বৈশিষ্ট্য হলো– (কুমিল্লা বোর্ড-২০১৭) i. প্রধান যান্ত্রিক উদ্দীপনা গ্রাহক
ii. ট্রিগারের মত কাজ করে
iii. অপারকুলাম খুলতে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (দিনাজপুর বোর্ড-২০১৭)
১৫। উদ্দীপকের চিত্রটির বৈশিষ্ট্য– (দিনাজপুর বোর্ড-২০১৭) i. বার্বিউল উপস্থিত
ii. হিপ্নোটক্সিন ক্ষরণ করে
iii. বাট প্রশস্ত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি দেখ এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: (যশোর বোর্ড-২০১৭)
১৬। উদ্দীপকে 'A' চিহ্নিত অংশের নাম হলো– (যশোর বোর্ড-২০১৭) (ক) সংবেদী কোষ (খ) ফ্লাজেলাযুক্ত পুষ্টি কোষ (গ) ক্ষণপদযুক্ত পুষ্টি কোষ (ঘ) গ্রন্থি কোষ
সঠিক উত্তর: (খ) ফ্লাজেলাযুক্ত পুষ্টি কোষ
১৭। উদ্দীপকে 'A' ও 'B' অংশের কাজ হলো– (যশোর বোর্ড-২০১৭) i. দেহ সংকোচন-প্রসারণে অংশ নেয়া
ii. খাদ্যকণা গ্রহণ ও পরিপাক করা
iii. শ্বসন ও রেচনে অংশগ্রহণ করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii
নিচের ছবিটি দেখ এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (রাজশাহী বোর্ড-২০১৭)
১৮। উদ্দীপকের 'A' অংশে গ্যাস পাওয়া যায়– (রাজশাহী বোর্ড-২০১৭) i. অক্সিজেন
ii. নাইট্রোজেন
iii. কার্বন ডাইঅক্সাইড
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
১৯। উদ্দীপকের অঙ্গটি সহায়তা করে– (রাজশাহী বোর্ড-২০১৭) i. ভাসতে
ii. শব্দ সৃষ্টিতে
iii. শিকার ধরতে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
উদ্দীপকটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (সিলেট বোর্ড-২০১৭)
২০। উদ্দীপকের 'X' চিহ্নিত অংশের নাম কি? (সিলেট বোর্ড-২০১৭) (ক) লিগুলি (খ) মেন্টাম (গ) সাবমেন্টাম (ঘ) পাল্পিফার
সঠিক উত্তর: (ক) লিগুলি
২১। উদ্দীপকের 'Y' চিহ্নিত অংশের কাজ কি? (সিলেট বোর্ড-২০১৭) (ক) অ্যান্টেনা ও পা পরিষ্কার করে (খ) খাদ্যের সাথে লালা মিশ্রিত করে (গ) খাদ্যকে চর্বণ করে (ঘ) খাদ্যের মান যাচাই করে
সঠিক উত্তর: (ঘ) খাদ্যের মান যাচাই করে
নিচের চিত্রটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও।