৩৯। কোন কোষটি মানুষের দেহে রোগ প্রতিরোধ করে? (ক) লোহিত রক্ত কণিকা (খ) অণুচক্রিকা (গ) কোনোটিই নয় (ঘ) শ্বেত রক্তকণিকা
সঠিক উত্তর:
(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন
১। মানুষের প্রথম প্রতিরক্ষা স্তর– (রাজশাহী বোর্ড-২০১৭) i. দেহত্বক ii. পাকস্থলী এসিড iii. নিউট্রোফিল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
২। ম্যাক্রোফেজ ও সহজাত মারণ কোষ মানবদেহের- (যশোর বোর্ড-২০১৬) i. প্রথম প্রতিরক্ষা স্তর
ii. দ্বিতীয় প্রতিরক্ষা স্তর
iii. তৃতীয় প্রতিরক্ষা স্তর
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii
৩। দেহের প্রথম প্রতিরক্ষা স্তর হলো i. অশ্রুগ্রন্থি
ii. ত্বক
iii. ফ্যাগোসাইটিক শ্বেতকণিকা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
৪। দেহের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হলো- i. ইউসিনোফিল
ii. ত্বক
iii. নিউট্রোফিল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :
উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: [ব. বো. ১৯] টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশুদের পোলিও, ডিপথেরিয়া ও কলেরাসহ বেশ কিছু রোগের জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়। এই টিকার মাধ্যমে শিশুর দেহ বিশেষ একটি প্রতিরক্ষা স্তরকে সক্রিয় করার মাধ্যমে নির্দিষ্ট রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।
১। উদ্দীপকে বিশেষ স্তরটিতে কার্যকরী ভূমিকা রাখে কোনটি? [ব. বো. ১৯] (ক) ম্যাক্রোফেজ (খ) NK Cell
(গ) লাইসোজাইম (ঘ) B -লিম্ফোসাইট
সঠিক উত্তর: (ঘ) B -লিম্ফোসাইট
২। উদ্দীপকে উল্লিখিত কর্মসূচির উদ্দেশ্য হলো- [ব. বো. ১৯] i. সুপ্ত অনাক্রম্যতাকে উদ্বুদ্ধ করা
ii. সুস্থ ও সবল বংশধর গঠনে সহায়তা করা
iii. শিশু মৃত্যু হার কমানো
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (সকল বোর্ড - ২০১৮) মানবদেহের গ্রন্থিসমূহ সনালী, অনালী কিংবা মিশ্র প্রকৃতির হতে পারে। এসব গ্রন্থি থেকে নিঃসৃত রস দেহের বিভিন্ন জৈব রাসায়নিক কাজে সহায়তা করে থাকে।
৪। উদ্দীপকের দ্বিতীয় প্রকার গ্রন্থি থেকে নিংসৃত উপাদানের ক্ষেত্রে যা প্রযোজ্য (সকল বোর্ড - ২০১৮) i. রক্তে প্রবাহিত হয়
ii. ভবিষ্যতের জন্য জমা থাকে না
iii. স্বল্প ঘনত্বে কার্যকর নয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
নিচের উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (যশোর বোর্ড-২০১৭) আধুনিকা বীণা প্রথম থেকেই তার সন্তানকে বিভিন্ন কৃত্রিম বেবি ফুড খাওয়াতে থাকেন। কিছুদিন পর থেকে তার সন্তানই প্রায়ই বিভিন্ন অসুখে ভুগতে থাকে।
৫। বীণার সন্তানের প্রায়ই অসুস্থ হওয়ার কারণ– (যশোর বোর্ড-২০১৭) (ক) মাতার অসচেতনতা (খ) বেবি ফুড (গ) দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কম (ঘ) খাদ্যের প্রতি অনীহা
সঠিক উত্তর: (গ) দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কম
৬। বীণা তার সন্তানকে মাতৃদুগ্ধের পরিবর্তে কৃত্রিম বেবিফুড দেন কারণ– (যশোর বোর্ড-২০১৭) i. মাতৃদুগ্ধ পান করানো বেশ কষ্টসাধ্য
ii. বাচ্চার দৈহিক বিকাশের উপযুক্ত খাদ্য ভেবে
iii. আধুনিকা থেকে সৃষ্ট অহমিকা রোধের কারণে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (রাজশাহী বোর্ড-২০১৭) বর্ণার বয়স ৫ বছর। তার কান ব্যথা ও কানে পুঁজ জমেছে। ডাক্তারের শরণাপন্ন হলে তিনি বললেন, “এটি অণুজীবঘটিত রোগ তবে সংক্রামক নয়।”
৮। বর্ণার রোগটি প্রতিরোধে কি ব্যবস্থা নেয়া যেতে পারে? (রাজশাহী বোর্ড-২০১৭) i. ভ্যাসকিন নেয়া ii. বায়ু দূষণ থেকে দূরে থাকা iii. অ্যান্টিবায়োটিক ব্যবহার করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (চট্টগ্রাম বোর্ড-২০১৬) দীনা অসুস্থবোধ করায় চিকিৎসকের শরণাপন্ন হলো। ডাক্তার থার্মোমিটার দিয়ে তার দেহের তাপমাত্রা নির্ণয় করে দেখলেন এটি ১০৩ F ছাড়িয়ে গেছে।
৯। দীনার মস্তিষ্কের কোন অংশ উদ্দীপ্ত হয়েছে? (চট্টগ্রাম বোর্ড-২০১৬) (ক) থ্যালামাস (খ) হাইপোথ্যালামাস
(গ) সেরেবেলাম (ঘ) সেরিব্রাল হেমিস্ফেয়ার
সঠিক উত্তর: (খ) হাইপোথ্যালামাস
১০। দীনার দেহের- (চট্টগ্রাম বোর্ড-২০১৬) i. অতিরিক্ত তাপমাত্রা জীবাণুর বৃদ্ধি রোধ করবে
ii. প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা পরাস্ত হয়েছে
iii. পাইরোজেন ক্ষরণ বৃদ্ধি পেয়েছে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii
নিচের চিত্রটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও।
১১। কোনটি সিফিলিস রোগের জন্য দায়ী জীবাণু? (ক) A (খ) B (গ) C (ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
১২। কোনটি গনোরিয়া রোগের জন্য দায়ী জীবাণু? (ক) A (খ) B (গ) C (ঘ) কোনোটিই নয়