এইচ এস সি || জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বহুনির্বাচনি প্রশ্ন (HSC Biology 2nd Paper MCQ)


তৃতীয় অধ্যায়: মানব শারীরতত্ত্ব: পরিপাক ও শোষণ


(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :



১। খাদ্য গলাধঃকরণের সময় কোনটি স্বরযন্ত্রের মুখ বন্ধ করে দেয়? (আলীম পরীক্ষা ২০১৮)
(ক) নাসা গলবিল
(খ) এপিগ্লটিস
(গ) শ্বাসনালি
(ঘ) ব্রঙ্কাস
সঠিক উত্তর: (খ) এপিগ্লটিস


২। যকৃতের কোন খণ্ডটি সবচেয়ে বড়? (আলীম পরীক্ষা ২০১৮)
(ক) ডান
(খ) বাম
(গ) কোয়াড্রেট
(ঘ) কডেট
সঠিক উত্তর: (ক) ডান


৩। পিত্তরস ক্ষরিত হয় কোনটি থেকে? (ঢাকা বোর্ড-২০১৭)
(ক) লালাগ্রন্থি
(খ) পাকস্থলী
(গ) যকৃত
(ঘ) অগ্ন্যাশয়
সঠিক উত্তর: (গ) যকৃত


৪। গলবিলে উন্মুক্ত হয় না কোনটি? (বরিশাল বোর্ড-২০১৭)
(ক) শ্বাসনালি
(খ) অন্ননালি
(গ) ইউস্টোশিয়ান নালি
(ঘ) উইর্সাং এর নালি
সঠিক উত্তর: (ঘ) উইর্সাং এর নালি


৫। নিচের কোন এনজাইম অম্লীয় পরিবেশে অধিক কার্যকরী? (চট্টগ্রাম বোর্ড-২০১৭)
(ক) ট্রিপসিন
(খ) ইরেপসিন
(গ) পেপসিন
(ঘ) কাইমোট্রিপসিন
সঠিক উত্তর: (গ) পেপসিন


৬। টায়ালিন নিঃসৃত হয় কোনটি থেকে? (দিনাজপুর বোর্ড-২০১৭)
(ক) পাকস্থলী
(খ) লালাগ্রন্থি
(গ) যকৃত
(ঘ) অগ্ন্যাশয়
সঠিক উত্তর: (খ) লালাগ্রন্থি


৭। কোনটি আমিষ পরিপাককারী এনজাইম? (যশোর বোর্ড-২০১৭)
(ক) টায়ালিন
(খ) অ্যামাইলেজ
(গ) ট্রিপসিন
(ঘ) মল্টেজ
সঠিক উত্তর: (গ) ট্রিপসিন


৮। ক্ষুদ্রান্ত্রের অংশ নয় কোনটি? (রাজশাহী বোর্ড-২০১৭)
(ক) ফান্ডাস
(খ) ডিওডেনাম
(গ) জেজুনাম
(ঘ) ইলিয়াম
সঠিক উত্তর: (ক) ফান্ডাস


৯। কোন এনজাইম দুগ্ধ প্রোটিন পরিপাকে সহায়তা করে?
(ক) অ্যামাইলেজ
(খ) পেপসিন
(গ) ট্রিপসিন
(ঘ) রেনিন
সঠিক উত্তর:


১০। গ্যাস্ট্রিক রস কিসের প্রভাবে নিঃসৃত হয়?
(ক) এনজাইম
(খ) HCl
(গ) গ্যাস্ট্রিক হরমোন
(ঘ) কাইম
সঠিক উত্তর:


১১। আমিষ জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে-
(ক) লালা
(খ) পেপসিন
(গ) লাইপেজ
(ঘ) অ্যামাইলেজ
সঠিক উত্তর:


১২। প্রাপ্তবয়¯ক মানুষের মুখ গহ্বরে মোট কয়টি দাঁত থাকে?
(ক) ১৬
(খ) ৩২
(গ) ২৮
(ঘ) ৩০
সঠিক উত্তর:


১৩। কোনটি গ্যাস্ট্রিক রসের কাজ নয়?
(ক) জীবাণু ধ্বংস করা
(খ) শর্করা পরিপাক করা
(গ) খাদ্যকে অম্লীয় করা
(ঘ) খাদ্যের মধ্যে জীবিত কোষ মেরে ফেলা
সঠিক উত্তর:


১৪। কোনটি পিত্তরসের উপাদান নয়?
(ক) পানি
(খ) পিত্তলবণ
(গ) গ্লুকোজ
(ঘ) কোলেস্টেরল
সঠিক উত্তর:


১৫। পেপসিনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়?
(ক) পাকস্থলী থেকে নিঃসৃত হয়
(খ) অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয়
(গ) অম্লীয় পরিবেশ সৃষ্টি করে
(ঘ) আমিষ পরিপাক শুরু করে
সঠিক উত্তর:



(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন



১। প্রোটিন পরিপাকে অংশ নেয় কোনটি? (চট্টগ্রাম বোর্ড-২০১৭)
i. পেপসিন
ii. অ্যামাইলেজ
iii. কার্বোক্সি পেপটাইড
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) i ও iii


২। নিচের কোনটি থেকে পরিপাকের জন্য এনজাইম নিঃসৃত হয় ?
i. যকৃত
ii. লালগ্রন্থি
iii. অগ্ন্যাশয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:



(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :


নিচের উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (সকল বোর্ড - ২০১৮)
সালামের বয়স ১৬ বছর। তার দৈহিক ওজন ৫৫ কেজি ও উচ্চতা ১.২৫ মিটার।

১। সালামের BMI এর মান কত হবে? (সকল বোর্ড - ২০১৮)
(ক) ২৭.৯৮
(খ) ৩২.৯৮
(গ) ৩৫.২০
(ঘ) ৩৭.৯৮
সঠিক উত্তর: (গ) ৩৫.২০


২। WHO এর মতে সালাম BMI নির্দেশিকার কোন শ্রেণিতে পড়ে? (সকল বোর্ড - ২০১৮)
(ক) অতিরিক্ত ওজন
(খ) স্থূলতার ২য় স্তর
(গ) স্বাভাবিক ওজন
(ঘ) স্থূলতার ৩য় স্তর
সঠিক উত্তর: (খ) স্থূলতার ২য় স্তর

নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: (আলীম পরীক্ষা ২০১৮)


৩। 'A' চিহ্নিত গ্রন্থি থেকে নিঃসৃত রস ব্যবহৃত হয়- (আলীম পরীক্ষা ২০১৮)
i. খাদ্যকে নরম করতে
ii. শর্করাকে গ্লুকোজে পরিণত করতে
iii. স্নেহ জাতীয় খাদ্য বিপাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৪। ' B' গ্রন্থিটির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? (আলীম পরীক্ষা ২০১৮)
(ক) গ্রন্থিটি সেরাস ও মিউকাস কোষ সমৃদ্ধ
(খ) এর কোষগুলি চাকার স্পোকের মতো
(গ) গ্রন্থিটিতে আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস আছে
(ঘ) এতে সাইনুসয়েড নামক ফাঁকা গহ্বর বিদ্যমান
সঠিক উত্তর: (গ) গ্রন্থিটিতে আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস আছে

নিচের উদ্দীপকটির সাহায্যে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (বরিশাল বোর্ড-২০১৭)


৫। উদ্দীপকের 'x' চিহ্নিত অংশ থেকে ক্ষরিত হয় না কোনটি? (বরিশাল বোর্ড-২০১৭)
(ক) পেপসিন
(খ) ট্রিপসিন
(গ) লাইপেজ
(ঘ) অ্যামাইলেজ
সঠিক উত্তর: (ক) পেপসিন


৬। উদ্দীপকের 'y' চিহ্নিত অংশটি– (বরিশাল বোর্ড-২০১৭)
i. ইনসুলিন ক্ষরণ করে
ii. গ্লুকাগন ক্ষরণ করে
iii. ইনসুলিন ও গ্লুকাগন ক্ষরণ বন্ধন করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৭। লিপিড + E → ফ্যাটি এসিড + গ্লিসারল। (রাজশাহী বোর্ড-২০১৭)
এখানে ‘E’ কোন এনজাইমকে নির্দেশ করে?
(ক) পেপসিন
(খ) রেনিন
(গ) অ্যামাইলেজ
(ঘ) লাইপেজ
সঠিক উত্তর: (ঘ) লাইপেজ


নিচের চিত্রটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও।


৮। উপরের চিত্রের প্রক্রিয়াটির নাম কী?
(ক) পেরিস্টালসিস (খ) সংবহন (গ) ব্যাপন (ঘ) অভিস্রবণ
সঠিক উত্তর:


৯। উপরের প্রক্রিয়াটি কোথায় ঘটে?
(ক) কানে (খ) পরিপাক নালিতে (গ) ফুসফুসে (ঘ) হৃৎপিণ্ডে
সঠিক উত্তর: