৩২। আগুনে কারো হাত পড়লে সংগে সংগে সে তার হাত সরিয়ে নিবে। এটা কোন ধরনের আচরণ? (রাজশাহী বোর্ড-২০১৫) (ক) স্বভাবজাত (খ) প্রতিবর্ত ক্রিয়া (গ) শিখন (ঘ) ট্যাক্সিস
সঠিক উত্তর: (খ) প্রতিবর্ত ক্রিয়া
৩৩। “অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার” মতবাদটি প্রবর্তন করেন কোন বিজ্ঞানী? (রাজশাহী বোর্ড-২০১৫) (ক) হুগো দ্য ভ্রিস (খ) চার্লস ডারউইন
(গ) ল্যামার্ক (ঘ) আর্নস্ট হেকেল
সঠিক উত্তর: (গ) ল্যামার্ক
৩৪। শব্দ উৎসের প্রেক্ষিতে সম্পন্ন ওরিয়েন্টেশনকে কি বলা হয়? (দিনাজপুর বোর্ড-২০১৫) (ক) কেমোট্যাক্সিস (খ) ফটোট্যাক্সিস
(গ) ফোনোট্যাক্সিস (ঘ) জিওট্যাক্সিস
৩৬। প্রবাহমান পানি দ্বারা প্রভাবিত হয়ে সচল প্রাণীতে যে ট্যাক্সিস ঘটে, তার নাম কী? (কুমিল্লা বোর্ড-২০১৫) (ক) জিওট্যাক্সিস (খ) থিগমোট্যাক্সিস
(গ) অ্যারোট্যাক্সিস (ঘ) রিওট্যাক্সিস
৪৫। শ্রমবিভাজনের ভিত্তিতে একটি মৌচাকের মৌমাছিদেরকে কয় ভাগে ভাগ করা হয়? (ক) ২ ভাগে (খ) ৩ ভাগে (গ) ৪ ভাগে (ঘ) ৫ ভাগে
সঠিক উত্তর:
(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন
১। প্রাণীদের ক্ষেত্রে অ্যালট্রুইজম হলো- [য. বো. ১৯] i. পরার্থপরতা ii. অর্জিত গুণ iii. সামাজিক বন্ধন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) i ও iii
২। প্রাণীর সহজাত আচরণ হলো– (ঢাকা বোর্ড-২০১৭) i. মাকড়শার জাল তৈরি ii. টুনটুনি পাখির বাসা নির্মাণ
iii. কুকুরের মুখে লালা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
৩। প্রাণীর সহজাত আচরণ কোনটি? (দিনাজপুর বোর্ড-২০১৭) i. মাকড়সার জাল তৈরি ii. টুনটুনি পাখির বাসা নির্মাণ
iii. কুকুরের মুখে লালক্ষরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
৪। পরিমাণ এবং মৌমাছির পরস্পরের প্রতি সহযোগিতা যে ধরনের আচরণ- (যশোর বোর্ড-২০১৬) i. সহজাত আচরণ ii. শিখন আচরণ iii. সামাজিক আচরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii
৫। সহজাত আচরণের বৈশিষ্ট্য হলো- (রাজশাহী বোর্ড-২০১৫) i. বংশগত ও জীন দ্বারা নিয়ন্ত্রিত ii. পর্যায়ক্রমে আত্মপ্রকাশ করে iii. শিক্ষা দ্বারা অর্জিত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
৬। প্রাণীর সহজাত আচরণ হলো- (সিলেট বোর্ড-২০১৫) i. মাকড়শার জাল তৈরি ii. মৌমাছির মৌচাক তৈরি
iii. কুকুরের মুখে লালা ক্ষরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
৭। ট্যাক্সেসের বৈশিষ্ট্য হল- (যশোর বোর্ড-২০১৫) i. জীব অপরিবর্তনীয় সাড়া দান করে
ii. স্থানিক দিকমুখিতা প্রদর্শন করে
iii. দিকমুখিতায় সম্পূর্ণ দেহ জড়িত থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
৮। সহজাত আচরণ হলো- i. মৌমাছির মৌচাক তৈরি করা
ii. পিনের খোচা লাগলে হাত সরিয়ে ফেলা
iii. মাকড়শার জাল বোনা
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :
উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: [ঢা. বো. ১৯] সাবিহা পুকুর পাড়ে বসে রুই মাছের পোনার সাঁতারকাটা দেখছিল। হঠাৎ লক্ষ্য করল একটি শোল মাছ একঝাক পোনা নিয়ে পানিতে সাঁতার কাটছে।
১। সাবিহার দেখা ২য় মাছটিতে কোন ধরনের আচরণ প্রকাশ পায়- [ঢা. বো. ১৯] (ক) সহজাত (খ) টার্মিনেটিং
(গ) শিখন (ঘ) অনুকরণ
সঠিক উত্তর: (ক) সহজাত
২। উদ্দীপকের ১ম মাছের আইশের বৃদ্ধি বেশি হয়- [ঢা. বো. ১৯] i. বর্ষাকালে
ii. গ্রীষ্মকালে
iii. বসন্তকালে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii
নিচের চিত্রের আলোকে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (আলীম পরীক্ষা ২০১৮)
৩। চিত্রের 'B' অংশটি- (আলীম পরীক্ষা ২০১৮) i. রেশটি সুতা দিয়ে তৈরি
ii. ফাঁদ হিসেবে কাজ করে
iii. অনিয়ত গঠনের হয়ে থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
৪। চিত্রের প্রাণীর আচরণের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? (আলীম পরীক্ষা ২০১৮) (ক) পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয়
(খ) অনুশীলন করতে হয়
(গ) শিক্ষালব্ধ জ্ঞান দ্বারা পরিচালিত
(ঘ) বংশগত ও জীন নিয়ন্ত্রিত
সঠিক উত্তর: (ঘ) বংশগত ও জীন নিয়ন্ত্রিত
নিচের উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (রাজশাহী বোর্ড-২০১৭) আন্বেষা দাদা বাড়ি বেড়াতে গিয়ে সে তার দাদুর ঘরে চড়ুই পাখিদের বাসা বাঁধতে দেখল। একই সময় সে লক্ষ্য করল-মা মুরগির পিছু পিছু ছানাগুলা উঠানে ঘুরে বেড়াচ্ছে।
৫। উদ্দীপকে উল্লিখিত প্রথম ঘটনাটির প্রকৃতি হলো– (রাজশাহী বোর্ড-২০১৭)
i. জিন নিয়ন্ত্রিত ও বংশগত ii. বংশ পরম্পরায় একইভাবে আত্মপ্রকাশ iii. শিক্ষালব্ধ জ্ঞান দ্বারা পরিচালিত নয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
৬। উদ্দীপকের দ্বিতীয় ঘটনাটি প্রথম ঘটনাটির অনুরূপ নয় কারণ এটি– (রাজশাহী বোর্ড-২০১৭) i. এক প্রকার শিক্ষালব্ধ আচরণ ii. তরুণ বয়সের বর্ধনশীল পর্যায়ে বেশি সংঘটিত হয় iii.প্রতিটি প্রজাতির জন্য সুনির্দিষ্ট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: (রাজশাহী বোর্ড-২০১৬)
৭ । উদ্দীপকের আলোকে ‘B’ প্রাণীটির আচরণ কোন ধরনের? (রাজশাহী বোর্ড-২০১৬) (ক) ট্যাক্সিস (খ) শিখন (গ) রিফ্লেক্স (ঘ) সহজাত
সঠিক উত্তর: (ঘ) সহজাত
৮ । উদ্দীপকের ‘A’ চিহ্নিত অংশের বৈশিষ্ট্য- (রাজশাহী বোর্ড-২০১৬) i. স্ক্লেরোপ্রোটিনে তৈরি ii. স্টিলের চেয়ে ৫ গুণ শক্ত
iii. স্পিনারেটের মাধ্যমে সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: (কুমিল্লা বোর্ড-২০১৫) শীতকালে সাইবেরিয়া থেকে অনেক পাখি অভিপ্রায়ন ঘটিয়ে আমাদের দেশের বিভিন্ন জলাভূমিতে আসে। আবার মাকড়সাও নির্দিষ্ট রীতিতে সুন্দর করে জাল বুনে।
১০। উদ্দীপকের ২য় প্রাণীর ক্ষেত্রে-(কুমিল্লা বোর্ড-২০১৫) i. স্কে¬রোপ্রোটিন দ্বারা জালের সুতা গঠিত
ii. একই ব্যাসের ইস্পাতের সুতার চেয়েও শক্ত
iii. ছেঁড়ার আগে দৈর্ঘ্যরে ১৫ অংশ পর্যন্ত প্রসারিত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (বরিশাল বোর্ড-২০১৫)
১১। উদ্দীপকটি কোন ট্যাক্সিস নির্দেশ করে? (বরিশাল বোর্ড-২০১৫) (ক) রিওট্যাক্সিস (খ) ট্রপোট্যাক্সিস
(গ) মেনোট্যাক্সিস (ঘ) ক্রিনোট্যাক্সিস