এইচএসসি জীববিজ্ঞান ব্যবহারিক (দ্বিতীয় পত্র) প্রশ্ন

সময়—১.৩০ ঘন্টা

বিষয় কোড: ১৭৯

পূণমান ২৫

[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূণমান জ্ঞাপক]


১। সরবরাহকৃত প্রাণিটির তন্ত্র/অঙ্গা ব্যবচ্ছেদ করে প্রদর্শন কর এবং চিহ্নিত চিত্র আঁক। ৬+২= ৮
নিচের গ্রুপগুলো থেকে যে কোনো একটি প্রাণীর তন্ত্র/তন্ত্রের অংশ ব্যবচ্ছেদের জন্য পরীক্ষার্থীদের দেয়া হবে। পাশাপাশি অবস্থানকারী পরীক্ষার্থীদের একই পরীক্ষণ দেয়া যাবে না।

ক) ঘাসফড়িং/আরশোলা:
(i) মুখাোপাঙ্গ (স্লাইডে প্রদর্শন করতে হবে)
(ii) পরিপাকতন্ত্র (ট্রেতে প্রদর্শন করতে হবে)
(iii) লালাগ্রন্থি (স্লাইডে প্রদর্শন করতে হবে)

খ) রুই/কাতলা/মৃগেল মাছ:
(i) অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনিতন্ত্র;
(ii) বায়ুথলি;
(iii) ফুলকা (স্লাইডে প্রদর্শন করতে হবে)।

২। সরবরাহকৃত নমুনা ‘ক’ এর শ্রেণিবিন্যাস এবং শনাক্তকারী বৈশিষ্ট্য লিখ।
নমুনা ‘খ’ এবং ‘গ’ এর শনাক্তকরণ ও শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ কর। ৩ x ৩ = ৯


নমুনা ‘ক’:
নিচে উল্লেখিত প্রাণীগুলো থেকে যে কোনো একটি প্রাণী দেয়া হবে। পঞ্জ, জেলীফিস, গোল কৃমি, ঝিনুক, তারামাছ, হাজার, রুইমাছ, কুনোব্যাঙ, টিকটিকি ও দোয়েল।
নম্বর : শ্রেণিবিন্যাস (পর্ব হতে গণ পর্যন্ত)-১
শনাক্তকারী বৈশিষ্ট্য ২

নমুনা ‘খ’:
নিচের যে কোনো একটি স্থায়ী স্লাইড দেয়া হবে। হাইড্রা (পূর্ণ মাউন্ট), স্তন্যপায়ীর পাকস্থলি, ক্ষুদ্রান্ত্র, যকৃত ও অগ্ন্যাশয়-এর কলাস্থানিক স্লাইড, রক্তকণিকা।

নমুনা ‘গ’:
মানুষের যে কোনো একটি অস্থি/অস্থির মডেল দেয়া হবে।

(খ ও গ) শনাক্তকরণ—১ + শনাক্তকারী বৈশিষ্ট্য-২ = ৩

মৌখিক পরীক্ষা-৫

ব্যবহারিক খাতা-৩







উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্র (HSC Biology 2nd Paper Practical)


মানবণ্টন


বিষয়: জীববিজ্ঞান দ্বিতীয় পত্র


মোট নম্বর ১০০
তত্ত্বীয় অংশে ৭৫ নম্বর এবং ব্যবহারিক অংশে ২৫ নম্বর বরাদ্ধ আছে।




ব্যবহারিক অংশ = ২৫ নম্বর



১। ৩টি শনাক্তকরণ: (৩ x ৩) = ৯ নম্বর


৩টি শনাক্তকরণ (প্রাণীর নমুনা ১টি, স্থায়ী স্লাইড ১টি, মানব অস্থি (মডেল) ১টি)

(ক) প্রাণীর নমুনা ১টি= ৩ নম্বর,
(ক) স্থায়ী স্লাইড ১টি= ৩ নম্বর,
(ক) মানব অস্থি (মডেল) ১টি= ৩ নম্বর

শনাক্তকরণ ১ নম্বর; বৈশিষ্ট্য ২ নম্বর। ৩ x ৩ = ৯ নম্বর

২। ১টি পরীক্ষণ (ব্যবচ্ছেদ) = ৮ নম্বর

ব্যবচ্ছেদ ও প্রদর্শন ৬ নম্বর, চিত্র অঙ্কন ২ নম্বর = ৮ নম্বর


৩। মৌখিক অভীক্ষা = ৫ নম্বর


৪। নোট বুক = ৩ নম্বর



[ বি: দ্র: প্রতিটি পরীক্ষণ দৈবচয়নের মাধ্যমে নির্বাচন করতে হবে। ]






তত্ত্বীয় অংশ = ৭৫ নম্বর


তত্ত্বীয় অংশে সৃজনশীল প্রশ্নের জন্য ৫০ নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য ২৫ নম্বর বরাদ্ধ আছে।
৮টি সৃজনশীল প্রশ্ন থাকবে; ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে।

প্রতিটি প্রশ্নের মান ১০ নম্বর। ৫ x ১০ = ৫০ নম্বর

২৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে; সকল প্রশ্নের উত্তর দিতে হবে।
প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। ২৫ x ১ = ২৫ নম্বর