জীববিজ্ঞান মৌখিক পরীক্ষার প্রশ্ন
১। জীববিজ্ঞানের জনক কে?
সঠিক উত্তর: এ্যারিস্টটল
২। জীবের সার্বিক অঙ্গস্থানিক গঠন বর্ণনা করে জীববিজ্ঞানের কোন শাখা?
সঠিক উত্তর: মরফোলজি বা অঙ্গসংস্থান
৩। প্রাগৈতিহাসিক জীবের বিবরণ ও জীবাশ্ম সম্পর্কে আলোচিত হয়?
সঠিক উত্তর: প্যালিওনটলজি বা প্রত্নতত্ত্ববিদ্যায়
৪। জীবের শ্রেণিবিন্যাস ও দ্বি নাম করণের জনক কে ?
সঠিক উত্তর: ক্যারোলাস লিনিয়াস
৫। জীবের শ্রেণিবিন্যাসে কতটি ধাপ রয়েছে?
সঠিক উত্তর: ৭টি
৬। দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি?
সঠিক উত্তর:Copsychus saularis
৭। জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় ?
সঠিক উত্তর: এন্টোমোলজি
৮। নিউক্লিয়াসের সংগঠনের ভিত্তিতে কোষ কত প্রকার ?
সঠিক উত্তর: ২প্রকার । যথা : আদি কোষ , প্রকত কোষ
৯ । কাজের ভিত্তিতে কোষ কত প্রকার ?
সঠিক উত্তর:২প্রকার । দেহ কোষ , জনন কোষ
১০ । কোষের শক্তির উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস হলো
সঠিক উত্তর: মাইটোকণ্ড্রিয়া
১১। প্লাস্টিড কত প্রকার ?
সঠিক উত্তর: = ৩প্রকার । ক্রোমো, ক্লোরো , লিউকো
১২। প্রাণিকোষ বিভাজনে সহায়তা করে কোন কোষীয় অঙ্গানু ?
সঠিক উত্তর:= সেন্ট্রিওল্
১৩। গলজি বস্তু কোথায় পাওয়া যায় ?
= প্রাণি কোষে
১৪ । জীব কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে
= লাইসোজোম
১৫। উদ্ভিদ টিস্যু প্রধানত কত প্রকার ?
= ২প্রকার । ভাজক , স্থায়ী
১৬। স্থায়ী টিস্যু কত প্রকার ?
= ২ প্রকার । সরল , জটিল
১৭। সরল টিস্যু কত প্রকার ?
= ৩প্রকার । প্যারেনকাইমা, কোলেনকাইমা , স্কেরেনকামইমা
১৮ । জটিল টিস্যু কত প্রকার ?
= ২ প্রকার । জাইলেম ও ফ্লোয়েম
১৯ । জাইলেম টিস্যুর কোষ কোন গুলো
= ট্রাকিড , ভেসেল , জাইলেম , প্যারেনকাইমা, জাইলেম ফাইবার ।
২০। প্রাণিটিস্যুর কত প্রকার ?
= ৪ প্রকার । আবরণী, যোজক, পেশি, স্নায়ু টিস্যু ।
২১। আবরণী টিস্যু কত প্রকার ?
= ৩ প্রকার
২২। হৃদপেশি বা কার্ডিয়াক পেশি কেমন?
= এক ধরণের অনৈচ্ছিক পেশি ।
২৩। স্নায়ু টিস্যুর একক কী?
= নিউরণ
২৪। বৃক্কের একক
= নেফ্রণ
২৫। কোষ বিভাজন কত প্রকার ?
= ৩ প্রকার । অ্যামাইটোসিস, মাইটোসিস (দেহ কোষে), মিয়োসিস (জনন কোষো।
২৬। ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল , ঈস্ট প্রভৃতিতে কোন কোষ বিভাজন হয় ?
= অ্যামাইটোসিস
২৭। মাইটোসিস কোষ বিভাজনের ধাপ কয়টি?
= ৫ টি । প্রোফেজ, প্রো-মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ ।
২৮। কোষ বিভাজনের কোন পর্যাযে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে ?
= মেটাফেজ
২৯ । কোন কোষ বিভাজনের কারণে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে ?
= মাইটোসিসে ।
৩০ । জৈব মুদ্রা বা জৈব শক্তি নামে পরিচিত
৩১। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ATP – কত কিলোক্যালরি শক্তি আবদ্ধ হয় ?
= ৭৩০০
৩২। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার পর্যায় কতটি ?
= ২টি ।
৩৩. C4 – উদ্ভিদ কারা ?
= ভুট্টা, আখ, মুথা ঘাস ।
৩৪ । কোন আলোতে সালেকসংশ্লেষণ হয় না ?
= সবুজ ও হলুদ ( লাল আলোতে বেশি)
৩৫। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার অপটিমাম তাপমাত্রা
= ২২-৩৫ ডিগ্রি সেলসিয়াস
৩৬। ক্লোরোফিলের প্রধান উপাদান
= নাইট্রোজেন ও ম্যাগনেসিয়াম
৩৭। শ্বসনের অপটিমাম তাপমাত্রা
= ২০-৪৫ ডিগ্রি সেলসিয়াস
৩৮।সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে নির্গত হয় কোনটি ?
= অক্সিজেন ।
৩৯। উদ্ভিদের মুখ্য পুষ্টি কয়টি ?
= ৯টি । Mg, K, Na, C, H , O, P, S
৪০। উদ্ভিদের গৌণ পুষ্টি কয়টি ?
= ৭টি ।
৪১। কিসের অভাবে পাতা হলুদ হয়ে যায় ?
= নাইট্রোজেন
৪২। কিসের অভাবে পাতা, ফুল, ফল ঝরে যায় ও উদ্ভিদ খর্বাকার হয় ?
= ফসফরাসের
৪৩। কিসের অভাবে পাতার শীর্ষ ও কিনারা হলুদ ও মৃত অঞ্চল সৃষ্টি হয় ?
= পটাসিয়াম
৪৪। কিসের অভাবে উদ্ভিদের ফুলের কুড়ি জন্ম ব্যাহত হয় ?
= বোরন
৪৫। খাদ্যপ্রাণ বলা হয় কাকে ?
= ভিটামিনকে
৪৬। সুষম খাদ্যে আমিষ: চর্বি : শর্করা
= ৪: ১:১
৪৭। দৈনিক কত গ্লাস পানি পান করা উচিত ?
= ৭-৮ গ্লাস
৪৮। কোন খাবারে সবচেয়ে বেশি আমিষ আছে ?
= মুরগির মাংস ( ২৫.৯/ ১০০ গ্রাম ) মসুর ২৫.১ গ্রাম ।
৪৯। একজন পূর্ণ বয়স্ক মানুষের দৈহিক ওজনের কত % পানি ?
= ৪৫-৬০ % ( অন্য জায়গা দেওয়া আছে > ৬০-৭৫%)
৫০। রক্তে হিমোগ্লোবিনের অভাব হলে কোন রোগ হ য় ?
= রক্তশূন্যতা বা এ্যানিমিয়া
৫১। মুখগহ্বরে খাদ্যকে পিচ্ছিল করে কে ?
= লালা গ্রন্থি থেকে নিঃসৃত মিউসিন
৫২। লালা গ্রন্থি থেকে নিঃসৃত এনজাইমের নাম ?
= টায়ালিন ও মলটেজ।
৫৩। মানুষদের স্থায়ী দাঁত কত প্রকার ?
= ৪ প্রকার ।
৫৪। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি ?
= যকৃত । একে জীবনের রসায়ন গবেষণাগার বলা হয় ।
৫৫। কোন এনজাইম আমিষকে এ্যামাইনো এসিড এসিডে পরিণত করে ?
= পেপসিন ও ট্রিপসিন
৫৬। কোন এসিড পাকস্থলীতে খাদ্য পরিপাকে সহায়তা করে ?
= হাইড্রোক্লোরিক এসিড
৫৭। ডায়ারিয়া হয় কিসের কারণে?
= রোটা ভাইরাসের
৫৮। সুগন্ধ ও দুর্গন্ধ কোন প্রক্রিয়া বাতাসে ছড়ায় ?
= ব্যাপন
৫৯। প্রোটোপ্লাজমের কত % পানি ?
= ৯০ %
৬০ । শুকনা কিসমিস ফুলে ওঠে কোন প্রক্রিয়া ?
= অভিস্রবণ
৬১ । গাছের পাতা শুকিয়ে যায় না কেন ?
= প্রস্বেদনের কারণে
ভর্তি পরীক্ষার প্রশ্ন (Admission Test)
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তর
(২০১৭-২০১৮)
১। নিচের কোনটি সেক্সলিঙ্কড ডিসঅর্ডার নয়?
(ক) লাল সবুজ বর্ণান্ধতা
(খ) থ্যালাসেমিয়া
(গ) হিমোফিলিয়া
(ঘ) ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি
সঠিক উত্তর:(খ) থ্যালাসেমিয়া
২। নিচের কোনটি মানুষের প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থা নয়?
(ক) লোম
(খ) লালা
(গ) ইন্টারফেরন
(ঘ) সিরুমেন
সঠিক উত্তর: (গ) ইন্টারফেরন
৩। প্রথম টেস্টটিউব বেবির নাম কী?
(ক) লুইস ব্রাউন
(খ) প্যাট্রিক স্ট্রেপটো
(গ) রবার্ট এডয়ার্ড
(ঘ) হেনরি ওয়াটসন
সঠিক উত্তর: (ক) লুইস ব্রাউন
৪। মানবদেহের করোটিকাতে কতগুলো অস্থি আছে?
(ক) ১২টি
(খ) ১৭টি
(গ) ৮টি
(ঘ) ১০টি
সঠিক উত্তর: (গ) ৮টি
৫। হেনলির লুপের অবস্থান বৃক্কের কোথায়?
(ক) বৃক্কীয় নালিকায়
(খ) রেনাল করপাসলে
(গ) এফারেন্ট ধমনীকাতে
(ঘ) ইফারেন্ট ধমনীকাতে
সঠিক উত্তর: (ক) বৃক্কীয় নালিকায়
৬। মারসুপিয়ান স্তন্যপায়ী প্রাণী কোন মহাদেশে পাওয়া যায়?
(ক) এশিয়া
(খ) ইউরোপ
(গ) অস্ট্রেলিয়া
(ঘ) আফ্রিকা
সঠিক উত্তর: (গ) অস্ট্রেলিয়া
৭। চোখের স্ক্লেরার রং কী?
(ক) কালো
(খ) সাদা
(গ) হালকা হলুদ
(ঘ) লাল
সঠিক উত্তর: (খ) সাদা
৮। হৃদ-ফুসফুস যন্ত্র কোন কাজে ব্যবহৃত হয়?
(ক) অ্র্যানজিওপ্লাস্টি
(খ) হৃদপিণ্ডের বাইপাস সার্জারিতে
(গ) রক্তচাপ নিয়ন্ত্রণ করতে
(ঘ) পেসমেকার বসাতে
সঠিক উত্তর: (গ) রক্তচাপ নিয়ন্ত্রণ করতে
৯। সারফেকট্যান্ট কোথায় পাওয়া যায়?
(ক) স্বরযন্ত্রে
(খ) শ্বাসনালিতে
(গ) অ্যালভিওলাসে
(ঘ) ব্রঙ্কাসে
সঠিক উত্তর: (গ) অ্যালভিওলাসে
১০। নিচের কোনটি দ্বিঅরীয় প্রতিসাম্য প্রাণীর উদাহরণ?
(ক) হাইড্রা
(খ) জেলি ফিস
(গ) টিনোফোরা
(ঘ) সী অ্যানিমন
সঠিক উত্তর: (গ) টিনোফোরা
১১। ঘাসফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্রের অংশ নয় কোনটি?
(ক) হিমোসিল
(খ) সম্মুখ বাহিকা
(গ) পৃষ্ঠীয় বাহিকা
(ঘ) হিমোলিম্ফ
সঠিক উত্তর: (ক) হিমোসিল
১২। মানবদেহে ক্যালসিয়াম ও ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি?
(ক) থাইমাস
(খ) থাইরয়েড
(গ) প্যারাথাইরয়েড
(ঘ) এড্রিনাল
সঠিক উত্তর: (গ) প্যারাথাইরয়েড
১৩। পূর্ণ সংবেদী স্নায়ু নয় কোনটি?
(ক) অলফেক্টরি
(খ) ফেসিয়াল
(গ) অডিটরি স্নায়ু
(ঘ) অপটিক স্নায়ু
সঠিক উত্তর: (খ) ফেসিয়াল
১৪। মানবদেহের ভারসাম্য নিচের কোনটি নিয়ন্ত্রণ করে?
(ক) বহি:কর্ণ
(খ) অন্ত:কর্ণ
(গ) মধ্যকর্ণ
(ঘ) নাসাগলবিল
সঠিক উত্তর: (খ) অন্ত:কর্ণ
১৫। সাধারণ হাড় ভাঙ্গার অপর নাম কী?
(ক) যৌগিক হাড়ভাঙ্গা
(খ) উন্মুক্ত হাড়ভাঙ্গা
(গ) জটিল হাড়ভাঙ্গা
(ঘ) বদ্ধ হাড়ভাঙ্গা
সঠিক উত্তর: (ঘ) বদ্ধ হাড়ভাঙ্গা
১৬। হাইড্রার খাদ্য নয় কোনটি?
(ক) সাইক্লপস
(খ) ড্যাফনিয়া
(গ) খণ্ডকায়িত প্রাণী
(ঘ) ছোট ঘাস
সঠিক উত্তর: (ঘ) ছোট ঘাস
১৭। স্ত্রী রুই মাছ ডিম পাড়ে কখন?
(ক) জানুয়ারি-মার্চ মাস
(খ) ফেব্রুয়ারি-মে মাস
(গ) জুন-আগস্ট মাস
(ঘ) সেপ্টেম্বর-জানুয়ারি মাস
সঠিক উত্তর: (গ) জুন-আগস্ট মাস
১৮। নিচের কোন হরমোনটি পাকস্থলীর হাইড্রোক্লোরিক এসিড নি:সরণ নিয়ন্ত্রণ করে?
(ক) এন্টেরোকাইনিন
(খ) সিক্রেটিন
(গ) সোমাটোস্টটিন
(ঘ) গ্যাস্ট্রিন
সঠিক উত্তর: (ঘ) গ্যাস্ট্রিন
১৯। নিচের কোনটির তৈরির প্রক্রিয়াকে এরিথ্রোপোয়েসিস বলে?
(ক) লোহিত রক্তকণিকা
(খ) অণুচক্রিকা
(গ) প্লাজমা
(ঘ) শ্বেত রক্তকণিকা
সঠিক উত্তর: (ক) লোহিত রক্তকণিকা
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০১৭-২০১৮ (জীববিজ্ঞান)
১। নিচের কোনটি অ-প্রোটিনীয় অ্যামিনো এসিড?
(A) লিউসিন
(B) লাইসিন
(C) অরনিথিন
(D) ভ্যালিন
২। কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল কে প্রস্তাব করেন?
(A) ড্যানিয়েলি এবং ডেভসন
(B) লিনার্ড এবং সিঙ্গার
(C) সিঙ্গার এবং নিকলসন
(D) বেনসন
৩। নিচের কোনটি RNA ভাইরাস?
(A) TMV
(B) T2 virus
(C) Vaccinia
(D) HIV
৪। কোন উদ্ভিদের শুক্রাণু সর্ববৃহৎ?
(A) Gnetum
(B) Ginkgo
(C) Pinus
(D) Cycas
৫। DNA ডবল হেলিক্স –এর দুটি স্ট্রান্ড –এর মধ্যবর্তী দূরত্ব-
(A) 3.4 nm
(B) 2 nm
(C) 0.34 nm
(D) 34 nm