এইচএসসি বহুনির্বাচনি অভীক্ষা

ঢাকা বোর্ড - ২০১৭

জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয় কোড: ১৭৯

সময়-২৫ মিনিট

পূর্ণমান: ২৫

[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।


১। অরীয় প্রতিসাম্যতার উদাহরণ কোনটি?

(ক) Volvox (খ) Julus (গ) Pila (ঘ) Hydra
সঠিক উত্তর: (ঘ) Hydra


২। মানবদেহে অক্ষীয় কঙ্কালে অস্থির সংখ্যা কতটি?

(ক) ৫০ (খ) ৬০ (গ) ৭০ (ঘ) ৮০
সঠিক উত্তর: (ঘ) ৮০


৩। প্রাণীর সহজাত আচরণ হলো–

i. মাকড়শার জাল তৈরি
ii. টুনটুনি পাখির বাসা নির্মাণ
iii. কুকুরের মুখে লালা
নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৪। জিগ-জ্যাগ নৃত্য প্রদর্শন করে কোন প্রাণী?

(ক) ব্যাঙ (খ) মৌমাছি (গ) স্টিকলব্যাক (ঘ) টুনটুনি
সঠিক উত্তর: (গ) স্টিকলব্যাক


নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও :
জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক মানবজীবনের ধারাবাহিকতা নিয়ে আলোচনায় বললেন, ফিটাস একটি অঙ্গের মাধ্যমে জরায়ুর সাথে যুক্ত থাকে এবং এর মাধ্যমে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে।

৫। গর্ভধারণের কোন মাসে উদ্দীপকের বস্তুটি গঠিত হয়?

(ক) ৪র্থ মাসে (খ) ৫ম মাসে (গ) ৬ষ্ঠ মাসে (ঘ) ৭ম মাসে
সঠিক উত্তর: (ক) ৪র্থ মাসে


৬। উদ্দীপকের অঙ্গটির কাজ–

i. গ্যাসীয় বিনিময়
ii. পরিপাকে সাহায্য করা
iii. হরমোন ক্ষরণ করা
নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


৭। পিত্তরস ক্ষরিত হয় কোনটি থেকে?

(ক) লালাগ্রন্থি (খ) পাকস্থলী (গ) যকৃত (ঘ) অগ্ন্যাশয়
সঠিক উত্তর: (গ) যকৃত


৮। নেফ্রনের ক্ষেত্রে কোনটি সঠিক?

i. ভিসেরাল স্তর পোডোসাইট কোষ দ্বারা গঠিত
ii. প্যারাইটাল স্তর আঁইশাকার এপিথেলিয়াল কোষে গঠিত
iii. পেয়ালার মত প্রসারিত অংশকে বোম্যানস ক্যাপসুল বলে
নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৯। করোনারী ধমনী রক্ত সংবহন করে কোথায়?

(ক) যকৃতে (খ) ফুসফুসে (গ) বৃক্কে (ঘ) হৃৎপিণ্ডে
সঠিক উত্তর: (ঘ) হৃৎপিণ্ডে


১০। মানুষের চোখের অক্ষিগোলকের অংশ–

i. অক্ষিকোটর
ii. লেন্স
iii. প্রকোষ্ঠ
নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


১১। বাম ফুসফুসে কতটি লোবিউল থাকে?

(ক) ২ (খ) ৪ (গ) ৬ (ঘ) ৮
সঠিক উত্তর: (ঘ) ৮


১২। মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি?

(ক) সেরেবেলাম (খ) সেরেব্রাম (গ) থ্যালামাস (ঘ) হাইপোথ্যালামাস
সঠিক উত্তর: (খ) সেরেব্রাম


১৩। পুংজননতন্ত্রের অংশ কোনটি?

(ক) ইপিডিডাইমিস (খ) ফেলোপিয়ান টিউব (গ) ডিম্বাশয় (ঘ) জরায়ু
সঠিক উত্তর: (ক) ইপিডিডাইমিস

নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং ১৪নং প্রশ্নের উত্তর দাও :



১৪। উদ্দীপকে উল্লিখিত X চিহ্নিত অংশটির নাম কি?

(ক) সাইনাস (খ) বাল্বাস আর্টারিওসাস (গ) ডেন্ট্রিকল (ঘ) অ্যাট্রিয়াম
সঠিক উত্তর: (খ) বাল্বাস আর্টারিওসাস


১৫। সর্বপ্রথম গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?

(ক) লুই পাস্তুর (খ) উইলিয়াম বেটসন (গ) এডওয়ার্ড জেনার (ঘ) রবার্ট এডওয়ার্ডস
সঠিক উত্তর: (গ) এডওয়ার্ড জেনার


১৬। কোনটি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমের উদাহরণ?

(ক) অসম্পূর্ণ প্রকটতা (খ) প্রকট এপিস্ট্যাসিস (গ) এপিস্ট্যাসিস (ঘ)পলিজেনিক ইনহেরিট্যান্স
সঠিক উত্তর: (ক) অসম্পূর্ণ প্রকটতা


নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও:

সোহান স্বাভাবিক পুরুষ। সম্প্রতি সে সুমি নামের একজন স্বাভাবিক কিন্তু বর্ণান্ধ বাহক মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।

১৭। উদ্দীপকের আলোকে সুমির জেনোটাইপ কি হবে?
(ক) XcX (খ) XcXc (গ) XY (ঘ) XX
সঠিক উত্তর: (ক) XcX


১৮। তাদের প্রথম বংশধরের ছেলে সন্তানগুলো কি হবে?

i. সকলেই বর্ণান্ধ
ii. ৫০% বর্ণান্ধ
iii.৫০% স্বাভাবিক
নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


১৯। চুনময় তরুণাস্থি পাওয়া যায় কোথায়?

(ক) পিনা (খ) শ্বাসনালি (গ) হিউমেরাস ও ফিমারের মস্তক (ঘ) ইউস্টেশিয়ান নালি
সঠিক উত্তর: (গ) হিউমেরাস ও ফিমারের মস্তক


নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও:



২০। উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি কোন পর্বের?

(ক) Cnidaria (খ) Nematoda (গ) Annelida (ঘ) Platyhelminthes
সঠিক উত্তর: (ঘ) Platyhelminthes


২১। উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি–

i. অ্যাসিলোমেট
ii. রেচন অঙ্গ শিখা কোষ
iii. মুক্তজীবী
নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


২২। নিচের কোন ক্রসটি সঠিক?

(ক) SAN → AVN → পারকিনজি তন্তু → বান্ডল অব হিজ
(খ) SAN → AVN → বান্ডল অব হিজ → পারকিনজি তন্তু
(গ) SAN → বান্ডল অব হিজ → AVN → পারকিনজি তন্তু
(ঘ) SAN → পারকিনজি তন্তু → AVN →বান্ডল অব হিজ
সঠিক উত্তর: (খ) SAN → AVN → বান্ডল অব হিজ → পারকিনজি তন্তু


২৩। নিচের কোন করোটিক স্নায়ু মাথা ও কাধের সঞ্চালনে ভূমিকা পালন করে?
(ক) অকুলোমোটর (খ) ট্রাইজেমিনাল (গ) স্পাইনাল অ্যাক্সেসরি (ঘ) হাইগোগ্লোসাল
সঠিক উত্তর: (গ) স্পাইনাল অ্যাক্সেসরি


২৪। ইউরিয়া প্রধানত তৈরি হয় কোথায়?

(ক) পাকস্থলীতে (খ) যকৃতে (গ) অগ্ন্যাশয়ে (ঘ) ক্ষুদ্রান্ত্রে
সঠিক উত্তর: (খ) যকৃতে


২৫। নিচের কোন প্রবাহ চিত্রটি সঠিক?

(ক) ট্রাকিয়া → ব্রংকাই → ব্রঙ্কিওল → অ্যালভিওলার নালি → অ্যালভিওলার থলি → অ্যালভিওলাস
(খ) ব্রংকাই → ট্রাকিয়া → ব্রঙ্কিওল → অ্যালভিওলার নালি → অ্যালভিওলার থলি → অ্যালভিওলাস
(গ) ট্রাকিয়া → বঙ্কিওল → ব্রংকাই → অ্যালবিওলার নালি → অ্যালভিওলার থলি → অ্যালবিওলাস
(ঘ) ট্রাকিয়া → অ্যালভিওলার থলি → ব্রংকাই → ব্রঙ্কিওল → অ্যালভিওলার নালি → অ্যালভিওলাস
সঠিক উত্তর: (ক) ট্রাকিয়া→ ব্রংকাই→ব্রঙ্কিওল→অ্যালভিওলার নালি→ অ্যালভিওলার থলি→ অ্যালভিওলাস




এইচএসসি বহুনির্বাচনি অভীক্ষা

বরিশাল বোর্ড - ২০১৭ (সেট-ক)

জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয় কোড: ১৭৯

সময়-২৫ মিনিট

পূর্ণমান: ২৫

[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।


১। নিম্নের কোন প্রাণী অ্যাসিলোমেট?
(ক) Ascaris lumbricoides (খ) Taenia solium (গ) Metaphire posthuma (ঘ) Julus terrestris
সঠিক উত্তর: (খ) Taenia solium


২। ডায়াফ্রামের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
(ক) শ্বসনে এর কোনো ভূমিকা নেই (খ) বক্ষ ও উদর গহ্বরকে পৃথক রাখে (গ) ফ্রেনিক ধমনী রক্ত সংগ্রহ করে (ঘ) সকল মেরুদণ্ডী প্রাণীতে পাওয়া যায়
সঠিক উত্তর: (খ) বক্ষ ও উদর গহ্বরকে পৃথক রাখে


৩। Myxini শ্রেণির প্রাণীর ফুলকারন্ধ্রের সংখ্যা কয়টি?
(ক) ১ জোড়া (খ) ৭ জোড়া (গ) ৫-৭ জোড়া (ঘ) ৫-১৫ জোড়া
সঠিক উত্তর: (ঘ) ৫-১৫ জোড়া

নিচের উদ্দীপকটি সাহায্যে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও :


৪। উদ্দীপকে উল্লিখিত x অংশে জমা থাকে-
i. প্রোটিন
ii. গ্লুকোজ
iii. ইউরিক এসিড
নিচের কোনটি সঠিক?
(ক) iii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


৫। উল্লিখিত অঙ্গে ব্যবহৃত হরমোনের উৎস স্থল–
i. পিটুইটারি গ্রন্থি
ii. অ্যাড্রেনাল গ্রন্থি
iii. হৃৎপিণ্ড
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৬। কেঁচোর সবসময় ভিজা মাটির দিকে গমন কোন ধরনের ট্যাক্সিস?
(ক) হাইড্রোট্যাক্সিস (খ) জিওট্যাক্সিস (গ) ফটোট্যাক্সিস (ঘ) থার্মোট্যাক্সিস
সঠিক উত্তর: (ক) হাইড্রোট্যাক্সিস


৭। ল্যামার্কবাদের মূল বিষয়বস্তু কোনটি?
(ক) স্বতঃস্ফূর্তভাবেই জীবদেহে পরিবর্তন সূচিত হয়
(খ) ধারাবাহিকভাবে পরিবর্তনগুলো বংশানুসরণযোগ্য
(গ) অর্জিত সকল বৈশিষ্ট্যই বংশানুসরণযোগ্য
(ঘ) জীবন সংগ্রামে পরাজিত জীব বিলুপ্ত হয়
সঠিক উত্তর: (গ) অর্জিত সকল বৈশিষ্ট্যই বংশানুসরণযোগ্য


৮। অ্যান্টিজেন নয় কোনটি?
(ক) পলিস্যাকারাইড (খ) লিপিড (গ) প্রোটিন (ঘ) লিপোপ্রোটিন
সঠিক উত্তর: (খ) লিপিড


৯। প্রতিবর্ত ক্রিয়া হলো–
i. চোখের উপযোজন
ii. হাইতোলা
iii. লালাক্ষরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটির সাহায্যে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও :
অনেকে ১০-১১ ঘণ্টা ঘুমান। অতিরিক্ত ঘুম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে বিষন্নতা, স্থুলতা ইত্যাদি রোগ হয়।

১০। উদ্দীপকে উল্লেখিত ঘটনা মস্তিষ্কের কোন অংশ নিয়ন্ত্রণ করে?
(ক) সেরেব্রাম (খ) সেরেবেলাম (গ) হাইপোথ্যালামাস (ঘ) থ্যালামাস
সঠিক উত্তর: (গ) হাইপোথ্যালামাস


১১। উল্লিখিত অংশ থেকে নিঃসৃত হরমোন নিয়ন্ত্রণ করে–
i. পিটুইটারি গ্রন্থির ক্ষরণ
ii. অগ্ন্যাশয়ের ∝, ß কোষের ক্ষরণ
iii. গোনাডের ক্ষরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) i ও iii


১২। গলবিলে উন্মুক্ত হয় না কোনটি?
(ক) শ্বাসনালি (খ) অন্ননালি (গ) ইউস্টোশিয়ান নালি (ঘ) উইর্সাং এর নালি
সঠিক উত্তর: (ঘ) উইর্সাং এর নালি


১৩। ঘাসফড়িং এর সুপারপজিশন দর্শনে কোনটি সঠিক?
(ক) সুস্পষ্ট বিম্ব তৈরি হয় (খ) বস্তুর খণ্ড খণ্ড বিম্ব তৈরি হয় (গ) আইরিশ আবরণ সংকুচিত থাকে (ঘ) রেটিনাল আবরণ প্রসারিত থাকে
সঠিক উত্তর: (গ) আইরিশ আবরণ সংকুচিত থাকে


১৪। বুকের ব্যথা-ঘাড়, চোয়াল ও বাম বাহুতে ছড়িয়ে পড়ে কখন?
(ক) নিউমোনিয়া (খ) প্ল্যুরিসি (গ) অ্যানজাইনা (ঘ) পেরিকার্ডাইটিস
সঠিক উত্তর: (গ) অ্যানজাইনা

নিচের উদ্দীপকটির সাহায্যে ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও :


১৫। উদ্দীপকের 'x' চিহ্নিত অংশ থেকে ক্ষরিত হয় না কোনটি?
(ক) পেপসিন (খ) ট্রিপসিন (গ) লাইপেজ (ঘ) অ্যামাইলেজ
সঠিক উত্তর: (ক) পেপসিন


১৬। উদ্দীপকের 'y' চিহ্নিত অংশটি–
i. ইনসুলিন ক্ষরণ করে
ii. গ্লুকাগন ক্ষরণ করে
iii. ইনসুলিন ও গ্লুকাগন ক্ষরণ বন্ধন করে নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


১৭। হৃৎপেশির ক্ষেত্রে কোনটি সঠিক?
(ক) সারকোপ্লাজম স্বল্প পরিমাণ (খ) এতে কোন নিউরন থাকে না (গ) নিউক্লিয়াস অসংখ্য (ঘ) মাকু আকৃতির
সঠিক উত্তর: (ক) সারকোপ্লাজম স্বল্প পরিমাণ


১৮। একবার ব্যবহৃত নেমাটোসিস্টের পরিণতি কি হয়?
(ক) দেহে পরিপাক হয় (খ) দেহের বাইরে নিষ্ক্রান্ত হয় (গ) পুনরায় কর্মক্ষম হয় (ঘ) অন্যকোষে পরিবর্তিত হয়
সঠিক উত্তর: (ক) দেহে পরিপাক হয়


১৯। রুই মাছের দেহের অংকীয়তলে কয়টি ছিদ্র থাকে?
(ক) ১ (খ) ২ (গ) ৩ (ঘ) ৪
সঠিক উত্তর: (গ) ৩

নিচের উদ্দীপকটির সাহায্যে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও : চিত্র

২০। উদ্দীপকে উল্লিখিত মহিলার ক্ষেত্রে কোনটি সঠিক?
(ক) ইরিথ্রোব্লাস্টিক ফিটালিস হবে (খ) রক্তে A অ্যান্টিজেন, b অ্যান্টিবডি বিদ্যমান (গ) রক্তে B অ্যান্টিজেন, a অ্যান্টিবডি বিদ্যমান (ঘ) AB রক্ত গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারবে না
সঠিক উত্তর:


২১। উল্লিখিত দম্পতির সন্তানদের সম্ভাব্য ব্লাডগ্রুপ কি হবে?
(ক) AB – ২৫%, A – ২৫%, B – ২৫%, O–২৫% (খ) AB–৫০%, A–৫০% (গ) AB–৭৫%, A –২৫% (ঘ) AB–৭৫%, B –২৫%
সঠিক উত্তর:


২২। কোন ভ্রূণীয় স্তর হতে Spleen সৃষ্টি হয়?
(ক) এপিমিয়ার (খ) মেসোমিয়ার (গ) হাইপোমিয়ার (ঘ) এক্টোডার্ম
সঠিক উত্তর: (খ) মেসোমিয়ার


২৩। Test tube baby করা হয় কখন?
(ক) ডিম্বাশয় নষ্ট হয়ে গেলে (খ) স্বামীর কার্যকর শুক্রাণু না থাকলে (গ) নারীতে অপরিণত ডিম্বপাত হলে (ঘ) ডিম্বনালি পর্যন্ত শুক্রাণু যেতে অসমর্থ হলে
সঠিক উত্তর:

নিচের উদ্দীপকটির সাহায্যে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :
তাড়াতাড়ি করে খাবার খেতে গেলে আমরা অনেক সময় খাবার বন্ধ করে এক নাগাড়ে কাশতে থাকি।

২৪। উদ্দীপকে উল্লিখিত ঘটনা কোন করোটিক স্নায়ুর উদ্দীপনায় ঘটে?
(ক) viii. ix (খ) ix, x (গ) x, xi (ঘ) xi, xii
সঠিক উত্তর: (খ) ix, x


২৫। উল্লিখিত ঘটনা ঘটে যখন–
i. ট্রাকিয়ায় খাবার ঢুকে যায়
ii. এপিগ্লটিস যথাস্থানে থাকে না
iii. ট্রাকিয়ার মিউকাস পর্দা উদ্দীপিত হয় নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii




এইচএসসি বহুনির্বাচনি অভীক্ষা

চট্টগ্রাম বোর্ড - ২০১৭ (সেট-ঘ)

জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয় কোড: ১৭৯

সময়-২৫ মিনিট

পূর্ণমান: ২৫

[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।


১। সমপ্রকটতার অনুপাত কোনটি?
(ক) ৯:৭ (খ) ২:১ (গ) ১৩:৩ (ঘ) ১:২:১
সঠিক উত্তর: (ঘ) ১:২:১

নিচের উদ্দীপকটি পড় এবং ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও:
দুটি কালো গিনিপিগের মধ্যে ক্রস ঘটানো হলে F1 জনুতে কালো ও সাদা উভয় রং এর অপত্যের জন্ম হলো।

২। এক্ষেত্রে পিতামাতার জিনোটাইপ হবে–
i. BB, Bb
ii. Bb, Bb
iii. Bb, bb
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৩। F1 জনুর অপত্যের সাথে বিশুদ্ধ কালো গিনিপিগের ক্রস ঘটালে সাদা অপত্য সৃষ্টির সম্ভাবনা শতকরা কত ভাগ?
(ক) ০% (খ) ২৫% (গ) ৫০% (ঘ) ৭৫%
সঠিক উত্তর: (ঘ) ৭৫%

নিচের চিত্রটি দেখ এবং ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও :


৪। উদ্দীপকে 'P' চিহ্নিত অংশটির নাম কি?
(ক) ট্রাকিয়া (খ) ব্রঙ্কাস (গ) ব্রঙ্কিওল (ঘ) অ্যালভিওলার নালি
সঠিক উত্তর: (গ) ব্রঙ্কিওল


৫। উদ্দীপকের Q চিহ্নিত অংশে–
i. স্কোয়ামাশ এপিথেলিয়াম থাকে
ii. সারফেকট্যান্ট নিঃসৃত হয়
iii. গ্যাসীয় বিনিময় ঘটে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৬। মূত্রথলি হতে মূত্র পরিবহনের কাজ করে কোনটি?
(ক) ওভিডাক্ট (খ) ইউরেথ্রা (গ) ইউরেটার (ঘ) ভাস ডিফারেন্স
সঠিক উত্তর: (খ) ইউরেথ্রা


৭। প্রতিবর্তী ক্রিয়া–
i. সুষুম্না কাণ্ড নিয়ন্ত্রিত
ii. মস্তিষ্ক নিয়ন্ত্রিত
iii. অনৈচ্ছিক আচরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


৮। Arthropoda পর্বের প্রাণীতে পাওয়া যায় কোনটি?
(ক) প্যারাপোডিয়া (খ) র‌্যাডুলা (গ) হিমোসিল (ঘ) নালিকা পদ
সঠিক উত্তর: (গ) হিমোসিল


৯। থোরাসিক কশেরুকার সংখ্যা কয়টি?
(ক) ৪টি (খ) ৫টি (গ) ৭টি (ঘ) ১২টি
সঠিক উত্তর: (ঘ) ১২টি


১০। নিচের কোন এনজাইম অম্লীয় পরিবেশে অধিক কার্যকরী?
(ক) ট্রিপসিন (খ) ইরেপসিন (গ) পেপসিন (ঘ) কাইমোট্রিপসিন
সঠিক উত্তর: (গ) পেপসিন


১১। জীবাণু ভক্ষণ করে দেহের প্রতিরক্ষায় অংশ নেয় কোনটি?
(ক) নিউট্রোফিল (খ) বেসোফিল (গ) লিম্ফোসাইট (ঘ) লাইসোজোম
সঠিক উত্তর: (ক) নিউট্রোফিল


১২। চিড়িয়াখানায় বাঘের খাঁচার সামনে গিয়ে মিতু ভয় পেল। মিতুর রক্তে কোন হরমোন নিঃসৃত হবে?
(ক) ইনসুলিন (খ) অ্যাডরেনালিন (গ) থাইরক্সিন (ঘ) প্যাস্ট্রিন
সঠিক উত্তর: (খ) অ্যাডরেনালিন


১৩। ঘাসফড়িং এর জীবনচক্রে নিচের কোন ক্রমটি সঠিক?
(ক) ডিম → লার্ভা → ইমাগো
(খ) ডিম → লার্ভা → পিউপা → ইমাগো
(গ) ডিম → নিম্ফ → ইমাগো
(ঘ) ডিম → লার্ভা → নিম্ফ → ইমাগো
সঠিক উত্তর: (গ) ডিম → নিম্ফ → ইমাগো


১৪। গ্লোমেরুলার ফিলট্রেটে কোনটি অনুপস্থিত?
(ক) প্রোটিন (খ) গ্লকোজ (গ) আয়ন (ঘ) ইউরিয়া
সঠিক উত্তর: (খ) গ্লকোজ

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও :


১৫। চিত্রের অঙ্গটির বৈশিষ্ট্য হলো–
i. এটি একচক্রিক
ii. এতে কোনাস আর্টারিওসাস আছে
iii. অক্সিজেন রিক্ত রক্ত সংবহন করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


১৬। চিত্রের অঙ্গটির প্রকোষ্ঠ সংখ্যা কয়টি?
(ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৭টি
সঠিক উত্তর: (ক) ২টি


১৭। নিচের কোনটি রুই মাছকে অক্সিজেন গ্রহণে সাহায্য করে?
(ক) ফুলকা আর্চ (খ) ফুলকা র‌্যাকার (গ) ফুলকা আবরণী (ঘ) ফুলকা ফিলামেন্ট
সঠিক উত্তর: (ঘ) ফুলকা ফিলামেন্ট


১৮। T4 হরমোন কম ক্ষতি হলে, যে সমস্যার সৃষ্টি হয়–
i. গয়টার
ii. ক্রেটিনিজম
iii. থাইরোটক্সিকোসিস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


১৯। রক্তের pH নিয়ন্ত্রণে ভূমিকা রাখে–
i. H2O
ii. H+
iii. HCO3–
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


২০। নিচের কোন প্রাণীটি অরীয়ভাবে প্রতিসম?
(ক) বিড়াল (খ) কেঁচো (গ) শামুক (ঘ) হাইড্রা
সঠিক উত্তর: (ঘ) হাইড্রা


২১। কার্ডিয়াক চক্রের কোন দশার সময়কাল ০.১ সেকেন্ড?
(ক) অলিন্দের সিস্টোল (খ) অলিন্দের ডায়াস্টোল (গ) নিলয়ের সিস্টোল (ঘ) নিলয়ের ডায়াস্টোল
সঠিক উত্তর: (ক) অলিন্দের সিস্টোল


২২। নিচের কোনটি শিখন আচরণ?
(ক) বাবুই পাখির বাসা তৈরি (খ) ময়ূরের নৃত্য পরিবেশন (গ) হাঁসের ছানার মাকে অনুসরণ (ঘ) শীতের পাখির মাইগ্রেশন
সঠিক উত্তর: (গ) হাঁসের ছানার মাকে অনুসরণ


২৩। প্রোটিন পরিপাকে অংশ নেয় কোনটি?
i. পেপসিন
ii. অ্যামাইলেজ
iii. কার্বোক্সি পেপটাইড নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) i ও iii
নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :


২৪। উদ্দীপকের কোষস্তরের কাজ হলো–
i. আঘাত হতে দেহকে রক্ষা করা
ii. দেহের ক্ষতস্থান পূরণ করা
iii. বহিঃকোষীয় পরিপাকে অংশ নেয়া নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) ii ও iii


২৫। চিত্রে কোন ধরনের কোষ অনুপস্থিত?
(ক) সংবেদী কোষ (খ) নিডোসাইট (গ) জনন কোষ (ঘ) স্নায়ুকোষ
সঠিক উত্তর: (গ) জনন কোষ




এইচএসসি বহুনির্বাচনি অভীক্ষা

কুমিল্লা বোর্ড - ২০১৭ (সেট-গ)

জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয় কোড: ১৭৯

সময়-২৫ মিনিট

পূর্ণমান: ২৫

[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।


১। কোন রোগে মুখমণ্ডল, মাথা, হাত, পা, বুকের অস্বাভাবিক স্ফীতি ঘটে?
(ক) মারিজ ব্যাধি (খ) টারনার সিনড্রোম (গ) ডাউন সিনড্রোম (ঘ) কার্পাল টানেল সিনড্রোম
সঠিক উত্তর: (ক) মারিজ ব্যাধি


২। পরিস্ফুটনের সময় কোন হরমোন ফিটাসের ফুসফুস গঠনে সাহায্য করে?
(ক) প্যারাথরমোন থাইমোসিন (গ) গ্লুকোকটিকয়েড (ঘ) এড্রেনালিন
সঠিক উত্তর: (গ) গ্লুকোকটিকয়েড


৩। কোনটি দেহে অনুপ্রবেশিত ব্যাকটেরিয়া শনাক্ত করে?
(ক) ইন্টারফেরন (খ) অপসোনিন (গ) কাইনিন (ঘ) প্রোস্টাগ্ল্যান্ডিনস
সঠিক উত্তর: (ক) ইন্টারফেরন


৪। সর্বপ্রথম কোন বিজ্ঞানী মাকড়সার জাল বোনার ধাপ পর্যবেক্ষণ করেন?
(ক) হ্যান্স পিটার্স (খ) লরেঞ্জ (গ) টিনাবারগেন (ঘ) প্যাভলভ
সঠিক উত্তর: (ক) হ্যান্স পিটার্স


৫। রুই মাছের হৃৎপিণ্ডের অংশগুলো হলো–
i. সাইনাস ভেনোসাস
ii. কোনাস আর্টারিওসাস
iii. বাল্বাস আর্টারিওসাস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


৬। যে পর্বের প্রাণীতে রক্ত সংবহরনতন্ত্র ও শ্বসনতন্ত্র অনুপস্থিত তা হলো-
i. Platyhelminthes
ii. Nematoda
iii. Mollusca
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii

নিচের উদ্দীপকটি পড় এবং ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও :
সুজন নিয়মিত ধূমপান করে। কিন্তু কয়েকদিন ধরে সে প্রায়ই অসুস্থ থাকছে। ডাক্তারের নিকট গেলে ডাক্তার তার দেহের বিভিন্ন ধরনের সমস্যার কথা জানালেন। তিনি আরও বললেন দুজন এখনই ধূমপান ত্যাগ না করলে ভবিষ্যতে তাকে মারাত্মক শারীরিক সমস্যার সম্মুখীন হতে হবে।

৭। উদ্দীপকের উপাদানে ফুসফুসে ক্যান্সার সৃষ্টিকারী বিষাক্ত পদার্থ থাকে তা হলো–
i. CO
ii. নিকোটিন
iii. টার
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


৮। উদ্দীপক অনুযায়ী সুজনের যে সসম্যা হতে পারে তা হলো–
i. অ্যালভিওলাই নষ্ট হওয়া
ii. ফুসফুসের অন্তঃপ্রাচীরের সিলিয়া অবশ হওয়া
iii. এক্সরে ফিল্ম সাদাটে হওয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৯। কোন প্রাণীটি দ্বি-অরীয় প্রতিসম?
(ক) Metridium (খ) Cliona (গ) Ceoloplana (ঘ) Aurelia
সঠিক উত্তর: (গ) Ceoloplana


১০। ঘাস ফড়িং-এর হেপাটিক সিকার সংখ্যা কয়টি?
(ক) ১২ (খ) ১৩ (গ) ১৪ (ঘ) ১৫
সঠিক উত্তর: (ক) ১২


নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও :


১১। রক্তের কোন উপাদানের মাত্রাকে উদ্দীপকের অঙ্গের রোগ নির্ণয়ের নির্দেশক হিসেবে গণ্য করা হয়?
(ক) পটাসিয়াম (খ) অ্যামোনিয়াম (গ) ক্রিয়েটিনিন (ঘ) সোডিয়াম
সঠিক উত্তর: (ঘ) সোডিয়াম


১২। উদ্দীপকে উল্লিখিত অঙ্গের তাৎক্ষণিক বিকলের কারণ হলো–
i. নেফ্রাইটিস
ii. ইউরেটার পাথর হওয়া
iii. হার্ট অ্যাটাক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


১৩। রক্তে CO2 এর পরিমাণ বেড়ে গেলে-
i. কেমোরিসেপ্টর উদ্দীপ্ত হয়
ii. প্রশ্বাসের হার কমে যায়
iii. দেহের এনজাইম ও প্রোটিন ধ্বংস হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


১৪। কোন কশেরুকাতে ট্রান্সভার্স ফোরামেন পাওয়া যায় না?
(ক) স্যাক্রাম (খ) ভার্টিব্রা প্রমিন্যান্স (গ) অ্যাটলাস (ঘ) অ্যাক্সিস
সঠিক উত্তর: (ক) স্যাক্রাম


১৫। কোনটি রক্তনালির সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে?
(ক) হেপারিন (খ) হিস্টামিন (গ) থ্রম্বোপ্লাস্টিন (ঘ) সেরাটোনিন
সঠিক উত্তর: (ঘ) সেরাটোনিন


১৬। রাণী মৌমাছির দেহ থেকে কোন হরমোন নিঃসৃত হয়?
(ক) এস্ট্রোজেন (খ) প্রোজেস্টেরন (গ) টেস্টোস্টেরন (ঘ) ফেরোমোন
সঠিক উত্তর: (ঘ) ফেরোমোন


১৭। পুরুষ প্রজননতন্ত্রের অংশগুলো হলো-
i. বার্থোলিন গ্রন্থি
ii. কওপার গ্রন্থি
iii. প্রোস্টেট গ্রন্থি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


১৮। নিচের কোনটি থেকে গ্লুকাগন নিঃসৃত হয়?
(ক) যকৃত (খ) অগ্ন্যাশয় (গ) পাকস্থলি (ঘ) ক্ষুদ্রান্ত্র
সঠিক উত্তর: (খ) অগ্ন্যাশয়


১৯। কোন প্রাণীতে একচক্রী রক্ত সংবহনতন্ত্র উপস্থিত?
(ক) Poekilocerus pictus (খ) Labeo rohita (গ) Hydra vulgaris (ঘ) Homo sapiens
সঠিক উত্তর: (খ) Labeo rohita


২০। অক্সিজেনের ঘনত্বের পার্থক্যের কারণে প্রাণীর সাড়া প্রদানকে কি বলে?
(ক) থিগমোট্যাক্সিস (খ) রিওট্যাক্সিস (গ) টেলেট্যাক্সিস (ঘ) অ্যারোট্যাক্সিস
সঠিক উত্তর: (ঘ) অ্যারোট্যাক্সিস


উপরে চিত্রে থেকে ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও :

২১। চিত্রে B চিহ্নিত অংশটির নাম কি?
(ক) পেশিসূত্র (খ) ল্যাসো (গ) প্যাঁচানো সূত্রক (ঘ) বার্বিউল
সঠিক উত্তর: (খ) ল্যাসো


২২। চিত্রে A চিহ্নিত অংশটির বৈশিষ্ট্য হলো–
i. প্রধান যান্ত্রিক উদ্দীপনা গ্রাহক
ii. ট্রিগারের মত কাজ করে
iii. অপারকুলাম খুলতে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


২৩। ফিমারের মস্তক কোথায় আটকানো থাকে?
(ক) গ্লেনয়েড গহ্বর (খ) অ্যাসিটাবুলাম (গ) অবটুরেটর ফোরামেন (ঘ) ইন্টারকন্ডাইলার নচ
সঠিক উত্তর: (খ) অ্যাসিটাবুলাম


নিচের উদ্দীপকটি পড় এবং ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :
মুন্নী তার বাগানে সাদা ফুল ও লাল ফুল হয় এমন কয়েকটি সন্ধ্যামালতী গাছ লাগালো। সে এই দুই ধরনের ফুলবিশিষ্ট গাছের মধ্যে সংকরায়ন ঘটালো। এবার মুন্নী অবাক হলো যে লাল ও সাদা ফুলের পরিবর্তে সন্ধ্যামালতী গাছে গোলাপী বর্ণের ফুল হলো।

২৪। উদ্দীপকে কোন জিন গোলাপী বর্ণের ফুলের জন্য দায়ী?
(ক) পরিপূরক জিন (খ) ইন্টারমিডিয়েট জিন (গ) হাইপোস্ট্যাটিক জিন (ঘ) পলিজিন
সঠিক উত্তর: (খ) ইন্টারমিডিয়েট জিন


২৫। উদ্দীপক অনুযায়ী ২য় বংশধরের অনুপাত কত হবে?
(ক) ৯ : ৭ (খ) ৩ : ১ (গ) ১ : ২ : ১ (ঘ) ২ : ১
সঠিক উত্তর: (গ) ১ : ২ : ১




এইচএসসি বহুনির্বাচনি অভীক্ষা

দিনাজপুর বোর্ড - ২০১৭ (সেট-খ)

জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয় কোড: ১৭৯

সময়-২৫ মিনিট

পূর্ণমান: ২৫

[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।




নিচের উদ্দীপকের আলোকে ১নং প্রশ্নের উত্তর দাও :


১। উদ্দীপকের X চিহ্নিত অংশের নাম–
(ক) সাইনাস ও ভেনোসস (খ) অ্যাট্রিয়াম (গ) ভেন্ট্রিকল (ঘ) বাল্বাস আর্টারিওসাস

নিচের উদ্দীপকের আলোকে ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও:
সোহেল স্বাভাবিক পুরুষ। সম্প্রতি সে সুমি নামের একজন স্বাভাবিক কিন্তু বর্ণান্ধ বাহক মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
সঠিক উত্তর: (ক) সাইনাস ও ভেনোসস


২। উদ্দীপকের আলোকে সুমির জেনোটাইপ হবে–
(ক) XcX (খ) XcXc (গ) XY (ঘ) XX
সঠিক উত্তর: (ক) XcX


৩। তাদের ১ম বংশধরের ছেলে-সন্তানগুলো কি হবে?
i. সকলেই বর্ণান্ধ
ii. ৫০% বর্ণান্ধ
iii. ৫০% স্বাভাবিক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


৪। মানবদেহে ডান ফুসফুসে কয়টি লোবিউল থাকে?
(ক) ১০ (খ) ৮ (গ) ৬ (ঘ) ৪
সঠিক উত্তর: (ক) ১০


৫। নিচের কোনটি মেন্ডেলের ২য় সূত্রের ব্যতিক্রমের উদাহরণ?
(ক) অসম্পূর্ণ প্রকটতা (খ) সমপ্রকটতা (গ) এপিস্ট্যাসিস (ঘ) লিথাল জিন
সঠিক উত্তর: (গ) এপিস্ট্যাসিস


৬। মানুষের উপাঙ্গীয় কংকালে অস্থির সংখ্যা কতটি?
(ক) ১২৪ (খ) ১২৫ (গ) ১২৬ (ঘ) ১২৭
সঠিক উত্তর: (গ) ১২৬


৭। নিচের কোন প্রবাহ চিত্রটি সঠিক?
(ক) ট্রাকিয়া → ব্রংকাই → ব্রঙ্কিওল → অ্যালভিওলার নালী → অ্যালভিওলার থলি → অ্যালভিওলাই
(খ) ব্রংকাই → ট্রাকিয়া → ব্রঙ্কিওল → অ্যালভিওলার নালী → অ্যালভিওলার থলি → অ্যালভিওলাই
(গ) ট্রাকিয়া → বঙ্কিওল → ব্রংকাই → অ্যালভিওলার নালী → অ্যালভিওলার থালি → অ্যালবিওলাই
(ঘ) ট্রাকিয়া → অ্যালভিওলার থলি → ব্রংকাই → ব্রঙ্কিওল → অ্যালভিওলার নালী → অ্যালভিওলাই
সঠিক উত্তর: (ক) ট্রাকিয়া → ব্রংকাই → ব্রঙ্কিওল → অ্যালভিওলার নালী → অ্যালভিওলার থলি → অ্যালভিওলাই


৮। শ্রবণ ও ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে কোন স্নায়ু?
(ক) অপটিক (খ) অকুলোমোটর (গ) অডিটরি (ঘ) ভ্যাগাস
সঠিক উত্তর: (গ) অডিটরি

নিচের উদ্দীপকটি পড় এবং ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও :
জীববিজ্ঞানের ক্লাসে শিক্ষক মানবজীবনের ধারাবাহিকতা বিষয়ে আলোচনায় বললেন ফিটাস একটি অঙ্গের মাধ্যমে জরায়ুর সাথে যুক্ত থাকে।

৯। গর্ভধারণের কোন মাসে উদ্দীপকের বস্তুটি গঠিত হয়?
(ক) ৪র্থ (খ) ৫ম (গ) ৬ষ্ঠ (ঘ) ৭ম
সঠিক উত্তর: (ক) ৪র্থ


১০। উদ্দীপকের অঙ্গটির কাজ–
i. গ্যাসীয় বিনিময়
ii. পরিপাকে সাহায্য করা
iii. হরমোন ক্ষরণ করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


১১। মানবদেহে প্রতিরক্ষা ব্যবস্থার স্তর কয়টি?
(ক) ৩ (খ) ৪ (গ) ৫ (ঘ) ৬
সঠিক উত্তর: (ক) ৩


১২। অপ্রতিসাম্যতার উদাহরণ কোনটি?
(ক) Volvox (খ) Pila (গ) Hydra (ঘ) Julus
সঠিক উত্তর: (খ) Pila


১৩। টায়ালিন নিঃসৃত হয় কোনটি থেকে?
(ক) পাকস্থলী (খ) লালাগ্রন্থি (গ) যকৃত (ঘ) অগ্ন্যাশয়
সঠিক উত্তর: (খ) লালাগ্রন্থি


১৪। প্রাণীর সহজাত আচরণ কোনটি?
i. মাকড়সার জাল তৈরি
ii. টুনটুনি পাখির বাসা নির্মাণ
iii. কুকুরের মুখে লালক্ষরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii

নিচের উদ্দীপকের আলোকে ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও :


১৫। উদ্দীপকের অঙ্গটির নাম কি?
(ক) Volvent (খ) Stenotile (গ) Streptoline glutinant (ঘ) Stereoline glutinant
সঠিক উত্তর: (খ) Stenotile


১৬। উদ্দীপকের চিত্রটির বৈশিষ্ট্য–
i. বার্বিউল উপস্থিত
ii. হিপ্নোটক্সিন ক্ষরণ করে
iii. বাট প্রশস্ত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


১৭। গ্লোমেরুলারস ফিলট্রেটের অধিকাশ পুনঃশোষিত হয় কোন অংশে?
(ক) নিকটবর্তী প্যাঁচানো নালিকা (খ) হেনলির লুপ (গ) দূরবর্তী প্যাঁচানো নালিকা (ঘ) সংগ্রাহক নালিকা
সঠিক উত্তর: (ক) নিকটবর্তী প্যাঁচানো নালিকা


১৮। নিচের কোনটি Grasshopper এর মস্তকের বহিঃকংকালের অংশ?
(ক) ফ্লাজেলাম (খ) পেডিসেল (গ) স্কেপ (ঘ) ফ্রন্স
সঠিক উত্তর: (ঘ) ফ্রন্স


১৯। করোনারি ধমনী রক্ত সংবহন করে কোনটিতে?
(ক) ফুসফুস (খ) যকৃত (গ) বৃক্ক (ঘ) হৃৎপিণ্ড
সঠিক উত্তর: (ঘ) হৃৎপিণ্ড


২০। দীর্ঘ যষ্টির মত দেখতে নিচের কোনটি?
(ক) টিবিয়া (খ) ফিবুলা (গ) ফিমার (ঘ) হিউমেরাস
সঠিক উত্তর: (গ) ফিমার


২১। মানুষের মধ্যে কর্ণের অংশ–
i. টিমপেনিক পর্দা
ii. ইউস্টেশিয়ান নালি
iii. কর্ণাস্থি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও ii
সঠিক উত্তর: (গ) ii ও iii


২২। নিচের কোনটি ক্রমটি সঠিক?
(ক) পালমোনারি শিরা → বাম ভেন্ট্রিকুল → বাম অ্যাটারিয়াম → অ্যাওর্টা
(খ) পালমোনারি শিরা → বাম অ্যাটরিয়াম → বাম ভেন্ট্রিকুল → অ্যাওর্টা
(গ) পালমোনারি শিরা → অ্যাওর্টা → বাম অ্যাটরিয়াম → বাম ভেন্ট্রিকুল
(ঘ) বাম ভেন্ট্রিকুল → বাম অ্যাটরিয়াম → অ্যাওর্টা → পালমোনারি শিরা
সঠিক উত্তর: (খ) পালমোনারি শিরা → বাম অ্যাটরিয়াম → বাম ভেন্ট্রিকুল → অ্যাওর্টা


২৩। মস্তিষ্কের অভ্যন্তরে প্রকোষ্ঠের সংখ্যা–
(ক) ৩ (খ) ৪ (গ) ৫ (ঘ) ৬
সঠিক উত্তর: (খ) ৪


২৪। বৃক্কের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
i. অবতল অংশের ভাঁজকে হাইলাস বলে
ii. সমগ্র অংশটি ক্যাপসুল দ্বারা বেষ্টিত
iii. বাম বৃক্ক ডান বৃক্কের চেয়ে কিছুটা উপরে অবস্থান করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


২৫। জিগ-জ্যাগ নৃত্য প্রদর্শন করে কোন প্রাণী?
(ক) টুনটুনি (খ) মৌমাছি (গ) ব্যাঙ (ঘ) স্টিকেলব্যাক
সঠিক উত্তর: (ঘ) স্টিকেলব্যাক




এইচএসসি বহুনির্বাচনি অভীক্ষা

যশোর বোর্ড - ২০১৭ (সেট-ঘ)

জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয় কোড: ১৭৯

সময়-২৫ মিনিট

পূর্ণমান: ২৫

[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।


১। ঘাসফড়িং নিম্ফ থেকে পূর্ণাঙ্গে পরিণত হতে কতবার খোলস ত্যাগ করে?
(ক) এক বার (খ) তিন বার (গ) পাঁচ বার (ঘ) সাত বার
সঠিক উত্তর: (গ) পাঁচ বার


২। রুই মাছের কানকুয়ার পিছনের পাখনাকে বলা হয়–
(ক) শ্রোণি পাখনা (খ) পৃষ্ঠীয় পাখনা (গ) বক্ষ পাখনা (ঘ) পায়ু পাখনা
সঠিক উত্তর: (গ) বক্ষ পাখনা


৩। রুই মাছের রক্ত সংবহনের জন্য নিচের কোনটি প্রযোজ্য?
i. রক্ত প্রবাহ একমুখী
ii. হৃদপিণ্ড হতে CO2 যুক্ত রক্ত ফুলকাতে যায়
iii. শীতল রক্তবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৪। নিচের কোনটি রুই মাছের রেণু পোনার দৈর্ঘ্য?
(ক) ৫.৮ মি. মি. (খ) ৭.৮ মি. মি. (গ) ১২.৮ মি. মি. (ঘ) ২৩.৮ মি. মি.
সঠিক উত্তর: (ক) ৫.৮ মি. মি


৫। কোনটি আমিষ পরিপাককারী এনজাইম?
(ক) টায়ালিন (খ) অ্যামাইলেজ (গ) ট্রিপসিন (ঘ) মল্টেজ
সঠিক উত্তর: (গ) ট্রিপসিন


৬। স্বাভাবিক অবস্থায় রক্তনালীতে রক্ত জমাট বাঁধে না। কারণ হলো–
i. রক্ত প্রচণ্ড গতিতে অবিরাম প্রবহমান থাকে
ii. রক্তে হেপারিন নামক উপাদান থাকে
iii. রক্তনালির ভিতরের প্রাচীর অমসৃণ থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৭। কোন করটিকা স্নায়ু জিহ্বার সঞ্চালন ঘটায়?
(ক) অ্যাবডুসেন্স (খ) ফ্যাসিয়াল (গ) ভেগাস (ঘ) হাইপোগ্লোসাল
সঠিক উত্তর: (ঘ) হাইপোগ্লোসাল


৮। উপযোজনের সময় চোখের মধ্যে ঘটে–
i. পিউপিলের হ্রাস ও বৃদ্ধি
ii. সিলিয়ারি পেশির সংকোচন ও প্রসারণ
iii. লেন্সের আকারের পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


৯। কোন রোগের কারণে মানুষের শ্বেত কণিকার ম্যাক্রোফেজ ও T4 লিম্ফোসাইট ধ্বংস হয়?
(ক) এইডস (খ) গনোরিয়া (গ) সিফিলিস (ঘ) ট্রাইসোমি
সঠিক উত্তর: (ক) এইডস

নিচের উদ্দীপকটি পড় এবং ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও :
আধুনিকা বীণা প্রথম থেকেই তার সন্তানকে বিভিন্ন কৃত্রিম বেবি ফুড খাওয়াতে থাকেন। কিছুদিন পর থেকে তার সন্তানই প্রায়ই বিভিন্ন অসুখে ভুগতে থাকে।

১০। বীণার সন্তানের প্রায়ই অসুস্থ হওয়ার কারণ–
(ক) মাতার অসচেতনতা (খ) বেবি ফুড (গ) দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কম (ঘ) খাদ্যের প্রতি অনীহা
সঠিক উত্তর: (গ) দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কম


১১। বীণা তার সন্তানকে মাতৃদুগ্ধের পরিবর্তে কৃত্রিম বেবিফুড দেন কারণ–
i. মাতৃদুগ্ধ পান করানো বেশ কষ্টসাধ্য
ii. বাচ্চার দৈহিক বিকাশের উপযুক্ত খাদ্য ভেবে
iii. আধুনিকা থেকে সৃষ্ট অহমিকা রোধের কারণে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


১২। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস এর ফিনোটাইপিক অনুপাত হলো–
(ক) ৯:৭ (খ) ১৩:৩ (গ) ৯:৩:৩:১ (ঘ) ১:২:১
সঠিক উত্তর: (ক) ৯:৭


১৩। অপত্য লালন কোন ধরনের আচরণ?
(ক) সহজাত (খ) সামাজিক (গ) প্রতিবর্তী (ঘ) শিখন
সঠিক উত্তর: (ক) সহজাত


১৪। ফুসফুসের সর্বমোট ধারণ ক্ষমতাকে বলে–
(ক) ভাইটাল ক্যাপাসিটি (খ) টাইডাল বায়ু (গ) টাইডাল ভলিউম (ঘ) রেসিডিউয়াল ভলিউম
সঠিক উত্তর: (ক) ভাইটাল ক্যাপাসিটি

নিচের উদ্দীপকটি পড় এবং ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও :
ট্রাই-কাসপিড ও বাই-কাসপিড কপাটিকা বন্ধের কারণে নিলয় থেকে রক্ত যথাক্রমে পালমোনারি ও সিস্টেমিক মহাধমনীতে যায়।

১৫। উদ্দীপকে উল্লিখিত ঘটনাটির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
(ক) অলিন্দের ডায়াস্টোল (খ) অলিন্দের সিস্টোল (গ) নিলয়ের সিস্টোল (ঘ) নিলয়ের ডায়াস্টোল
সঠিক উত্তর: (গ) নিলয়ের সিস্টোল


১৬। উদ্দীপকে উল্লিখিত কপাটিকা দুটি বন্ধ থাকে যে ধাপে–
i. অলিন্দের সিস্টোল
ii. অলিন্দের ডায়াস্টোল
iii. নিলয়ের সিস্টোল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


১৭। অ্যালভিওলাস–
i. ফুসফুসের গঠন ও কার্যের একক
ii. প্রাচীরে কোলাজেন তন্তু থাকে
iii. জীবাণু ধ্বংস করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


১৮। বৃক্কের কাজ হলো-
i. নাইট্রোজেনঘটিত বর্জ্য অপসারণ
ii. দেহের পানি সাম্যতা রক্ষা
iii. রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


১৯। শ্বাসনালি ও নাকে কোন ধরনের তরুণাস্থি থাকে?
(ক) হায়ালিন (খ) পীত তন্তুময় (গ) শ্বেত তন্তুময় (ঘ) চুনময়
সঠিক উত্তর: (ক) হায়ালিন


২০। কলা সংগঠন মাত্রার পর্ব হলো–
(ক) Porifera (খ) Cnidaria (গ) Nematoda (ঘ) Chordata
সঠিক উত্তর: (খ) Chordata


২১। Aves-এর বৈশিষ্ট্য হলো–
i. উষ্ণ রক্তবিশিষ্ট
ii. দেহ লোমে আবৃত
iii. অস্থি বায়ুপূর্ণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii

নিচের উদ্দীপকটি দেখ এবং ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও:


২২। উদ্দীপকে 'A' চিহ্নিত অংশের নাম হলো–
(ক) সংবেদী কোষ (খ) ফ্লাজেলাযুক্ত পুষ্টি কোষ (গ) ক্ষণপদযুক্ত পুষ্টি কোষ (ঘ) গ্রন্থি কোষ
সঠিক উত্তর: (খ) ফ্লাজেলাযুক্ত পুষ্টি কোষ


২৩। উদ্দীপকে 'A' ও 'B' অংশের কাজ হলো–
i. দেহ সংকোচন-প্রসারণে অংশ নেয়া
ii. খাদ্যকণা গ্রহণ ও পরিপাক করা
iii. শ্বসন ও রেচনে অংশগ্রহণ করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


২৪। ঘাসফড়িংয়ের দেহ খণ্ডের কাইটিন নির্মিত পুরু ও শক্ত পৃষ্ঠীয় পাতকে বলে–
(ক) প্লুরাইট (খ) স্ক্লেরাইট (গ) স্টার্নাইট (ঘ) টারগাইট
সঠিক উত্তর: (খ) স্ক্লেরাইট


২৫। কোনটি ঘাসফড়িংয়ের স্ত্রী জননতন্ত্রের অংশ?
(ক) ক্ষেপণ নালি (খ) শুক্রনালি (গ) শুক্রধানী (ঘ) শুক্রথলি
সঠিক উত্তর: (গ) শুক্রধানী




এইচএসসি বহুনির্বাচনি অভীক্ষা

রাজশাহী বোর্ড - ২০১৭ (সেট-ক)

জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয় কোড: ১৭৯

সময়-২৫ মিনিট

পূর্ণমান: ২৫

[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।


১। নিডোসাইট কোষ কোথায় পাওয়া যায়?
(ক) Hydra (খ) Taenia (গ) Copsychus (ঘ) Panthera
সঠিক উত্তর: (ক) Hydra


২। সমুদ্র তারা এর প্রতিসাম্যতা কোন ধরনের?
(ক) দ্বিপার্শ্বীয় (খ) গোলীয় (গ) পঞ্চ-অরীয় (ঘ) দ্বি-অরীয়
সঠিক উত্তর: (গ) পঞ্চ-অরীয়

নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও:
শ্রেণিকক্ষে তানিয়া দু'টি প্রাণী নিয়ে পড়াশুনা করছে। যাদের অন্তঃকঙ্কাল অস্থি-নির্মিত এবং এদের পাখনা রশ্মি বিদ্যমান। সে আরো জানলো উক্ত প্রাণীর ন্যায় সকল প্রাণীরই নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম আছে।

৩। উদ্দীপক অনুসারে প্রাণীর বিশেষ নামের প্রবর্তক কে?
(ক) অগাস্ট হেকেল (খ) ক্যারোলাস লিনিয়াস (গ) জোহান মেন্ডেল (ঘ) ক্যাকব ক্লেইন
সঠিক উত্তর: (খ) ক্যারোলাস লিনিয়াস


৪। উদ্দীপকের প্রাণীটি হলো–
i. Scoliodon laticaudus
ii. Tinualosa ilisha
iii. Labeo rohita
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


৫। মানুষের করোটির অস্থির সংখ্যা কতটি?
(ক) ২৯ (খ) ৩০ (গ) ৩১ (ঘ) ৩৩
সঠিক উত্তর: (ক) ২৯


৬। হৃৎপেশির বৈশিষ্ট্য–
i. এটি সরেখ এবং অনৈচ্ছিক প্রকৃতির
ii. এটি মসৃণ এবং অনৈচ্ছিক প্রকৃতির
iii. এতে ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও:
প্রাণিবিজ্ঞান ক্লাসে মানবদেহের একটি অঙ্গের গঠন বর্ণনা করতে গিয়ে শিক্ষক বলেন, এটি আকারে অনেকটা সিম বীজের মতো এবং এটি লালচে খয়েরী রঙের।

৭। উদ্দীপকে বর্ণিত অঙ্গটি হলো-
(ক) যকৃত (খ) পাকস্থলী (গ) অগ্ন্যাশয় (ঘ) বৃক্ক
সঠিক উত্তর: (ঘ) বৃক্ক


৮। উদ্দীপকে বর্ণিত অঙ্গটির অন্তঃগঠনে পাওয়া যায়–
i. অ্যালভিওলাস
ii. রেনাল পিরামিড
iii. পেলভিস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


৯। লিপিড + E → ফ্যাটি এসিড + গ্লিসারল।
এখানে ‘E’ কোন এনজাইমকে নির্দেশ করে?

(ক) পেপসিন (খ) রেনিন (গ) অ্যামাইলেজ (ঘ) লাইপেজ
সঠিক উত্তর: (ঘ) লাইপেজ


১০। ক্ষুদ্রান্ত্রের অংশ নয় কোনটি?
(ক) ফান্ডাস (খ) ডিওডেনাম (গ) জেজুনাম (ঘ) ইলিয়াম
সঠিক উত্তর: (ক) ফান্ডাস

নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও :
বর্ণার বয়স ৫ বছর। তার কান ব্যথা ও কানে পুঁজ জমেছে। ডাক্তারের শরণাপন্ন হলে তিনি বললেন, “এটি অণুজীবঘটিত রোগ তবে সংক্রামক নয়।”

১১। বর্ণার রোগটির নাম কি?
(ক) সাইনুসাইটিস (খ) ওটিটিস মিডিয়া (গ) হার্ট অ্যাটাক (ঘ) থ্যালাসেমিয়া
সঠিক উত্তর: (খ) ওটিটিস মিডিয়া


১২। বর্ণার রোগটি প্রতিরোধে কি ব্যবস্থা নেয়া যেতে পারে?
i. ভ্যাসকিন নেয়া
ii. বায়ু দূষণ থেকে দূরে থাকা
iii. অ্যান্টিবায়োটিক ব্যবহার করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


১৩। ইনস্যুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
(ক) অগ্ন্যাশয় (খ) যকৃত (গ) প্লীহা (ঘ) পাকস্থলী
সঠিক উত্তর: (ক) অগ্ন্যাশয়


১৪। যৌনবাহিত রোগ–
i. সিফিলিস
ii. গনোরিয়া
iii. এইডস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii

নিচের ছবিটি দেখ এবং ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও :


১৫। উদ্দীপকের 'A' অংশে গ্যাস পাওয়া যায়–
i. অক্সিজেন
ii. নাইট্রোজেন
iii. কার্বন ডাইঅক্সাইড
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


১৬। উদ্দীপকের অঙ্গটি সহায়তা করে–
i. ভাসতে
ii. শব্দ সৃষ্টিতে
iii. শিকার ধরতে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


১৭। মানুষের লাল সবুজ বর্ণান্ধতার জিন হলো–
(ক) লিথাল (খ) এপিস্টাটিক (গ) সেক্সলিংকড (ঘ) সহ-প্রকট
সঠিক উত্তর: (গ) সেক্সলিংকড


১৮। পিটুইটারি গ্রন্থি নিয়ন্ত্রণ করে–
i. সকল গ্রন্থির কর্মকাণ্ড
ii. শর্করা জাতীয় খাদ্যের বিপাক
iii. সোমাটোট্রফিক হরমোন নিঃসরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


১৯। অ্যালভিওলাস কোথায় পাওয়া যায়?
(ক) হৃদপিণ্ড (খ) ফুসফুস (গ) পাকস্থলী (ঘ) বৃক্ক
সঠিক উত্তর: (খ) ফুসফুস


২০। হায়ালাইন তরুণাস্থি কোনটি?
(ক) কর্ণছত্র (খ) আলজিহ্বা (গ) শ্বাসনালি (ঘ) ফিমারের মস্তক
সঠিক উত্তর: (গ) শ্বাসনালি


২১। মানুষের প্রথম প্রতিরক্ষা স্তর–
i. দেহত্বক
ii. পাকস্থলী এসিড
iii. নিউট্রোফিল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii

নিচের উদ্দীপকটি পড় এবং ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও :
আন্বেষা দাদা বাড়ি বেড়াতে গিয়ে সে তার দাদুর ঘরে চড়ুই পাখিদের বাসা বাঁধতে দেখল। একই সময় সে লক্ষ্য করল-মা মুরগির পিছু পিছু ছানাগুলা উঠানে ঘুরে বেড়াচ্ছে।

২২। উদ্দীপকে উল্লিখিত প্রথম ঘটনাটির প্রকৃতি হলো–
i. জিন নিয়ন্ত্রিত ও বংশগত
ii. বংশ পরম্পরায় একইভাবে আত্মপ্রকাশ
iii. শিক্ষালব্ধ জ্ঞান দ্বারা পরিচালিত নয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


২৩। উদ্দীপকের দ্বিতীয় ঘটনাটি প্রথম ঘটনাটির অনুরূপ নয় কারণ এটি–
i. এক প্রকার শিক্ষালব্ধ আচরণ
ii. তরুণ বয়সের বর্ধনশীল পর্যায়ে বেশি সংঘটিত হয়
iii.প্রতিটি প্রজাতির জন্য সুনির্দিষ্ট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


২৪। স্বাদ গ্রহণের সাথে সম্পর্কিত স্নায়ু কোনটি?
(ক) ফেসিয়াল (খ) ট্রকলিয়ার (গ) অলফ্যাক্টরি (ঘ) অপটিক
সঠিক উত্তর: (ক) ফেসিয়াল


২৫। প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবর্তক কে?
(ক) জাঁ ব্যাপটিস্ট ল্যামার্ক (খ) চার্লস রবার্ট ডারউইন (গ) নিকোলাস টিনবার্জেন (ঘ) আইভান প্যাভলভ
সঠিক উত্তর: (খ) চার্লস রবার্ট ডারউইন




এইচএসসি বহুনির্বাচনি অভীক্ষা

সিলেট বোর্ড - ২০১৭ (সেট-ঘ)

জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয় কোড: ১৭৯

সময়-২৫ মিনিট

পূর্ণমান: ২৫

[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।


১। কোনটি মানব চোখের প্রতিসরণ মাধ্যম নয়?
(ক) কর্নিয়া (খ) পিউপিল (গ) অ্যাকুয়াস হিউমার (ঘ) ভিট্রিয়াস হিউমার
সঠিক উত্তর: (খ) পিউপিল

উদ্দীপকটি লক্ষ্য কর এবং ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও :


২। উদ্দীপকের 'X' চিহ্নিত অংশের নাম কি?
(ক) লিগুলি (খ) মেন্টাম (গ) সাবমেন্টাম (ঘ) পাল্পিফার
সঠিক উত্তর: (ক) লিগুলি


৩। উদ্দীপকের 'Y' চিহ্নিত অংশের কাজ কি?
(ক) অ্যান্টেনা ও পা পরিষ্কার করে (খ) খাদ্যের সাথে লালা মিশ্রিত করে (গ) খাদ্যকে চর্বণ করে (ঘ) খাদ্যের মান যাচাই করে
সঠিক উত্তর: (ঘ) খাদ্যের মান যাচাই করে


৪। রুই মাছের আঁইশ–
i. চুন ও কোলাজেন তন্তু নিয়ে গঠিত
ii. এপিডার্মাল স্তর থেকে সৃষ্ট
iii. প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৫। অ্যালার্জির সাথে জড়িত কোন অ্যান্টিবডি?
(ক) IgA (খ) IgD (গ) IgE (ঘ) IgM
সঠিক উত্তর: (গ) IgE


৬। থাইরক্সিনে কোন উপাদান বিদ্যমান?
(ক) আয়রন (খ) পটাসিয়াম (গ) ক্যালসিয়াম (ঘ) আয়োডিন
সঠিক উত্তর: (ঘ) আয়োডিন


৭। কোন প্রাণীর জীবনচক্রে ফুলকা শ্বসন বিদ্যমান?
(ক) ব্যাঙ (খ) সাপ (গ) কচ্ছপ (ঘ) ডলফিন
সঠিক উত্তর: (ক) ব্যাঙ

নিচের উদ্দীপকটির সাহায্যে ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও:


৮। উদ্দীপকের Y এবং Z শোষিত হয় কোথায়?
(ক) কলারসে (খ) রক্তরসে (গ) লসিকায় (ঘ) সিরামে
সঠিক উত্তর: (গ) লসিকায়


৯। 'X' খাবার অতিরিক্ত গ্রহণ করলেও হৃৎযন্ত্রে কোন রোগের সম্ভাবনা থাকে না?
(ক) অ্যানজাইনা (খ) স্ট্রোক (গ) হার্ট এ্যাটাক (ঘ) হার্ট ফেইলিউর
সঠিক উত্তর: (খ) স্ট্রোক


১০। বাবা ও মা উভয়ের রক্তগ্রুপ AB হলে সন্তানের রক্তগ্রুপ AB হওয়ার সম্ভাবনা কতটুকু?
(ক) ২৫% (খ) ৫০% (গ) ৭৫% (ঘ) ১০০%
সঠিক উত্তর: (খ) ৫০%


১১। ঐচ্ছিক পেশিতন্তুর আবরণীকে কি বলে?
(ক) প্লাজমালেমা (খ) মায়োসিন (গ) সারকোলেমা (ঘ) মায়োফাইব্রিল
সঠিক উত্তর: (গ) সারকোলেমা


১২। ডাক্তার কখন ওপেন হার্ট সার্জারি করেন?
i. করোনারি বাইপাসে
ii. পেসমেকার স্থাপনে
iii. হৃদপিণ্ডের কপাটিকা প্রতিস্থাপনে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


১৩। ভলভেন্টের বৈশিষ্ট্য কোনটি?
(ক) কোনো শ্যাফট থাকে না (খ) বার্ব ও ভার্বিউল উপস্থিত (গ) সূত্রকে ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটা বিদ্যমান (ঘ) সূত্রকের অগ্রভাগ বদ্ধ
সঠিক উত্তর: (ঘ) সূত্রকের অগ্রভাগ বদ্ধ

নিচের উদ্দীপকটি দেখে ১৪নং প্রশ্নের উত্তর দাও : 2NH3 + CO2 → CO(NH2)2 + H2O

১৪। উদ্দীপকে উল্লিখিত বিক্রিয়া কোথায় ঘটে?
(ক) অরনিথিন চক্রে (খ) ডি-অ্যামিনেশন প্রক্রিযায় (গ) ক্রেবস চক্রে (ঘ) গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায়
সঠিক উত্তর: (ক) অরনিথিন চক্রে


১৫। জরায়ু প্রাচীরের অংশ–
i. এন্ডোমেট্রিয়াম
ii. মায়োমেট্রিয়াম
iii. পেরিমেট্রিয়াম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


১৬। স্ক্লেরা–
i. চক্ষুপেশির সাথে যুক্ত
ii. রক্তজালক সমৃদ্ধ
iii. রংয়ের প্রতি সংবেদনশীল
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i


১৭। বর্ষাকালে কার্পমাছ হালদা নদীতে ডিম ছাড়ে - এটা কোন ধরনের ট্যাক্সিস?
(ক) কেমোট্যাক্সিস (খ) হাইড্রোট্যাক্সিস (গ) রিওট্যাক্সিস (ঘ) ফনোট্যাক্সিস
সঠিক উত্তর: (গ) রিওট্যাক্সিস


১৮। হিমোস্ট্রাটিক প্লাগ গঠন করে কোনটি?
(ক) এরিথ্রোসাইট (খ) লিম্ফোসাইট (গ) মনোসাইট (ঘ) থ্রম্বোসাইট
সঠিক উত্তর: (ঘ) থ্রম্বোসাইট


১৯। সেরাস ফ্লুইড কোন অঙ্গকে রক্ষা করে?
(ক) হৃদপিণ্ড (খ) ফুসফুস (গ) মস্তিষ্ক (ঘ) অস্থিসন্ধি
সঠিক উত্তর: (খ) ফুসফুস


২০। রুই মাছে কত ধরনের যুগ্ম পাখনা থাকে?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
সঠিক উত্তর: (খ) ৩


২১। নিচের কোনটি মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তরের সার্থে সম্পর্কিত?
(ক) প্রদাহ (খ) ইন্টারফেরন (গ) জ্বর (ঘ) রক্ততঞ্চন
সঠিক উত্তর: (ঘ) রক্ততঞ্চন


২২। নিলা বর্ণান্ধ (XcXc) তার বাবা ও মায়ের জেনোটাইপ কি হবে?
(ক) XY এবং XcX (খ) XY এবং XcXc (গ) XcY এবং XcXc (ঘ) XcY এবং XX
সঠিক উত্তর: (গ) XcY এবং XcXc

উদ্দীপকটি লক্ষ্য কর এবং ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও :


২৩। উদ্দীপকের 'X' চিহ্নিত অংশ কোন ধরনের তরুণাস্থি দ্বারা গঠিত?
(ক) হায়ালিন (খ) পীত তন্তুময় (গ) শ্বেত তন্তুময় (ঘ) ক্যালসিফাইড
সঠিক উত্তর: (খ) পীত তন্তুময়


২৪। 'Y' চিহ্নিত নালির জন্য কোনটি সঠিক?
i. মধ্যবর্ণ বায়ুপূর্ণ করে
ii. কর্ণপটহের উভয় পাশে বায়ুচাপ সমান রাখে
iii. পেরিলিম্ফ থেকে আগত শব্দ তরঙ্গ প্রশমিত করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


২৫। মানুষের এক হাতে ফ্যালাঞ্জেসের সংখ্যা কয়টি?
(ক) ১০ (খ) ১৩ (গ) ১৪ (ঘ) ১৫
সঠিক উত্তর: (গ) ১৪