এইচ এস সি || জীববিজ্ঞান প্রথম পত্র বহুনির্বাচনি প্রশ্ন (HSC Biology 1st Paper MCQ)
দ্বিতীয় অধ্যায় : কোষ বিভাজন
(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :
১। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোসোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে ? (ক) প্রোফেজ, (খ) মেটাফেজ, (গ) টেলোফেজ, (ঘ) অ্যানাফেজ
সঠিক উত্তর: (খ) মেটাফেজ
২ । কোন ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়? (ক) প্রোফেজ
(খ) মেটাফেজ
(গ) এনাফেজ
(ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ক)
৩ । দুইটি ননসিস্টার ক্রোমাটিডের ক্রস (x) আকৃতির জোড়াস্থলকে কী বলে? (ক) বাইভ্যালেন্ট
(খ) ক্রসিংওভার
(গ) কায়াজমা
(ঘ) সিন্যাপস
সঠিক উত্তর: (গ)
৪ । হামোলোগাস ক্রোমোসোমগুলো বাইভ্যালেন্টের মাঝে কত ডিগ্রি করে থাকে? (ক) ৩০
(খ) ৫০
(গ) ৭০
(ঘ) ৯০
সঠিক উত্তর: (ঘ)
৫ । মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমে জলযোজন ঘটে? (ক)প্রোফেজ
(খ) প্রো-মেটাফেজ
(গ) এনাফেজ
(ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ঘ)
৬ । ক্রোমোজোমের জোড়া সৃষ্টি হয় কোন পর্যায়ে? (ক) লেপ্টোটিন
(খ) জাইগোটিন
(গ) প্যাকাইটিন
(ঘ) ডায়াকাইনেসিস
সঠিক উত্তর: (খ)
৭ । মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো কোষের বিষুবতলে অবস্থান করে? (ক) প্রোফেজ
(খ) প্রো-মেটাফেজ
(গ) মেটাফেজ
(ঘ) অ্যানাফেজ
সঠিক উত্তর: (গ)
৮। একই বাহুর দুটি ক্রোমাটিড সমান্তরালে অবস্থান করে কোন ধাপে? (ক) প্রোফেজ
(খ) প্রো-মেটাফেজ
(গ) মেটাফেজ
(ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ক)
৯ । উদ্ভিদ ও প্রাণীর দৈহিক গঠন ও বৃদ্ধির মূল কারণ - (ক) মাইটোসিস
(খ) মায়োসিস
(গ) অ্যামাইটোসিস
(ঘ) ডায়াকাইনোসিস
সঠিক উত্তর: (ক)
১০। নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটে কোন উপপর্যায়ে? (ক) লেপ্টোটিন
(খ) জাইগোটিন
(গ) ডিপ্লোটিন
(ঘ) ডায়াকাইনেসিস
সঠিক উত্তর: (ঘ)
১১। মিয়োসিস কোষ বিভাজনে DNA এর প্রতিরূপ সৃষ্টি হয় কোন ধাপে? (ক) ইন্টারকাইনেসিসে
(খ) প্রোফেজ - ১ এ
(গ) প্রোফেজ - ২ এ
(ঘ) মেটাফেজ - ১ এ
সঠিক উত্তর: (খ)
১২। যৌন জননশীল জীবের ভিন্ন গ্যামিটদ্বয় মিলিত হয়ে কী ধরনের জাইগোট গঠন করে? (ক) হ্যাপ্লয়েড
(খ) ডিপ্লয়েড
(গ) ট্রিপ্লয়েড
(ঘ) টেট্রাপ্লয়েড
সঠিক উত্তর: (খ)
১৩ । কোষ বিভাজনের ইন্টারফেজ দশায় কি ঘটে? (ক) মাকুযন্ত্র তৈরি হয়
(খ) সাইটোকাইনেসিস ঘটে
(গ) সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়
(ঘ) প্রোটিন ও DNA-র সংশ্লেষ ঘটে
সঠিক উত্তর: (ঘ)
১৪। মিয়োসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়? (ক) প্রোফেজ – ১
(খ) মেটাফেজ - ১
(গ) অ্যানাফেজ – ১
(ঘ) টেলোফেজ - ১
সঠিক উত্তর: (গ)
১৫ । কোষ চক্রের কত ভাগ মাইটোসিস ব্যয় হয়? (ক) ৯-১২ ভাগ
(খ) ১৬-২০ ভাগ
(গ) ৫-১০ ভাগ
(ঘ) ১৫-২০ ভাগ
সঠিক উত্তর: (গ)
১৬। কোন জীবের জাইগোটে ক্রোমোসম সংখ্যা দ্বিগুণ হয়? (ক) ফার্ন
(খ) শৈবাল
(গ) জিম্লোস্পার্ম
(ঘ) অ্যানজিওস্পার্ম
সঠিক উত্তর: (খ)
১৭। ইন্টারফেজের কোন দশায় কোষ প্রচুর ATP ও প্রোটিন অণুতে পূর্ণ থাকে? (ক) G1 দশা
(খ) G2 দশা
(গ) S দশা
(ঘ) সবগুলো
সঠিক উত্তর: (গ)
১৮ । উপরোক্ত চিত্রটি কোন ধরনের কোষ বিভাজনের? (ক) সমীকরণিক
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) অ্যামাইটোসিস
৬৬। এনাফেজ দশায় 'V' আকৃতির ক্রোমোজোমকে কি বলা হয়? (ক) মেটাসেন্ট্রিক
(খ) সাবমেটাসেন্ট্রিক
(গ) অ্যাক্রোসেন্ট্রিক
(ঘ) টেলোসেন্ট্রিক
সঠিক উত্তর: (ক)
৬৭। সাইটোকাইনেসিস শুরু হয় কোন ধাপে? (ক) প্রোফেজ-২
(খ) মেটাফেজ-২
(গ) টেলোফেজ-২
(ঘ) অ্যানাফেজ-২
সঠিক উত্তর: (গ)
৬৮। যেসব উদ্ভিদ কোষে একাধিক নিউক্লিয়াস উৎপন্ন হয় তাদের কোষকে কি বলে? (ক) পিনোসাইটিক
(খ) সিনোসাইটিক
(গ) ইনোসাইটিক
(ঘ) ডাইনিউক্লিক
সঠিক উত্তর: (খ)
৬৯। একটি পূর্ণাঙ্গ ক্রোমোজোমে সাধারণত কতটি ক্রোমাটিড থাকে? (ক) ১টি
(খ) ২টি
(গ) ৩টি
(ঘ) ৪টি
সঠিক উত্তর: (খ)
(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন
১। মাইটোসিস অ্যানাফেজ-এর বৈশিষ্ট্য হলো- (i) অপত্য ক্রোমোসোম সৃষ্টি।
(ii) অপত্য ক্রোমোসোমগুলো মেরুমুখী চলতে শুরু করা।
(iii) নিউক্লিয়োলাস ও নিউক্লিয়ার এনভেলপ উপস্থিত।
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২ । অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল হলো- i. টিউমার
ii. যক্ষ্মা
iii. ক্যান্সার
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩ । সমীকরণিক বিভাজন ঘটে- i. ব্যাকটেরিয়ায়
ii. ঈস্টে
iii. আদিকোষী জীবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ)ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪ । প্রো-মেটাফেজ স্পিন্ডল তন্তু দেখা যায় - i. মাকুতন্তু
ii. স্পিন্ডলতন্তু
iii. ক্রোমোজোমাল তন্তু
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫ । কোষ প্রস্তুতির বিরাম-১ উপপর্যায়ে- i. বিভিন্ন প্রোটিন ও RNA সংশোষিত হয়
ii. DNA অনুলিপন হয়
iii. ৩০-৪০% সময় ব্যয় হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৬ । প্রোফেজ - ১ এর প্যাকাইটিন উপদশায় সৃষ্ট ঘটনা - i. কায়জমা সৃষ্টি হয়
ii. ক্রসিংওভার ঘটে
iii. নিউক্লিয়াস বিলুপ্ত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭ । নিরক্ষীয় অঞ্চলমুখী ক্রোমোসোমের বিচলন ঘটে- i. মাইটোসিস বিভাজনের শেষ ধাপে
ii. মাইটোসিস বিভাজনের দ্বিতীয় ধাপে
iii. মাইটোসিস বিভাজনের প্রো-মেটাফেজ ধাপে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৮ । মাইটোসিসের ধাপ - i. প্রোফেজ
ii. প্রো-মেটাফেজ
iii. মেটাফেজ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯ । ইন্টারকাইনেসিসের সময় সংশ্লেষিত হয় - i. RNA
ii. DNA
iii. প্রোটিন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১০ । অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে- i. ঈস্ট জাতীয় ছত্রাকে
ii. মাছের দেহকোষে
iii. মেরুদন্ডী প্রাণীর ভ্রূণপর্দায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১১ । ক্রসিংওভারের ফলে - i. ক্রোমোজোমের জিনসমূহের মূল বিন্যাস পরিবর্তন ঘটে
ii. লিঙ্কড জিনসমূহের মধ্যে রিকম্বিনেশন ঘটে
iii. নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
(ক)i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২ । কোষ চক্রে পর্যায়গুলো হলো - i. ইন্টারফেজ
ii. সাইটোকাইনেসিস
iii. বিভাজন পর্যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৩ । বাইভ্যালেন্ট সৃষ্টি হয় - i. হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে
ii. জোড়ায় জোড়ায় মিলিত হয়ে
iii. নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৪। মিয়োসিস কোষ বিভাজন ঘটে থাকে- i. হ্যাপ্লয়েড উদ্ভিদের জাইগোটে
ii. ডিপ্লয়েড উদ্ভিদের দৈহিক কোষে
iii. ডিপ্লয়েড উদ্ভিদের জননকোষে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৫। অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজনে- i. নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়
ii. কোষের মধ্যভাগে চক্রাকার গর্ত হয়ে দুটি অপত্যকোষের সৃষ্টি হয়
iii. সৃষ্ট অপত্য কোষে দুটি মাতৃকোষের অনুরূপ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬। মিয়োসিস বিভাজনের বৈশিষ্ট্য - i. বাইভ্যালেন্ট সৃষ্টি হয়
ii. জীবের অভিব্যক্তি ঘটে
iii. হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭। মিয়োসিস কোষ বিভাজনের বেলায় ঘটে - i. অপত্য কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়
ii. বিভাজন শেষে চারটি অপত্য কোষের সৃষ্টি হয়
iii. অপত্য কোষের গুণাগুণ মাতৃকোষের অনুরূপ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮। প্রো-মেটাফেজ স্পিন্ডল যন্ত্রে তন্তু দেখা যায় - i. মাকুতন্তু
ii. স্পিন্ডলতন্তু
iii. ক্রোমোজোমাল তন্তু
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯। মিয়োসিসের প্রোফেজ-১ ধাপের লেপ্টোটিন উপদশায়- i. নিউক্লিয়াসে জলযোজন ঘটে
ii. কোমোসোমগুলো রং ধারণ ক্ষমতা হারায়
iii. DNA প্রতিরূপ সৃষ্টি করে দ্বিগুণ হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২০। ক্রসিংওভার ঘটে - i. সিস্টার ক্রোমাটিডের মধ্যে
ii. নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে
iii. হোমোলোগাস ক্রোমোজোমের ক্রোমাটিডের মধ্যে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২১। ক্রসিংওভারের ফলে- i. ক্রোমোসোমের বিনিময় ঘটে
ii. ক্রোমোটিডের বিনিময় ঘটে
iii. জিনের বিনিময় ঘটে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২। ক্রসিং ওভারের বৈশিষ্ট্য হচ্ছে- i. সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়
ii. নন-সিস্টার কোমটিডের মধ্যে অংশের বিনিময়
iii. হোমালোগাস ক্রোমাজোমের ক্রোমটিডের মধ্যে অংশের বিনিময়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৩। মানুষের বংশবৃদ্ধিতে অত্যাবশ্যকীয় ধাপ হলো- i. ইন্টারফেজ
ii. প্রোফেজ-১
iii. টেলোফেজ-১
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :
নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও।
উন্নতজাতের ফসলি উদ্ভিদ ‘ইরি’ উৎপাদনে কোষ বিভাজনের ভূমিকা রয়েছে।
১। উদ্দীপকের উদ্ভিদটি উৎপাদনে কোষ বিভাজনের কোন পর্যায়ের ভূমিকা রয়েছে ?
(ক) লেপ্টোটিন (খ) জাইগোটিন (গ) ডিপ্লোটিন (ঘ) প্যাকাইটিন
উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট হতে ২ বিঘা জমিতে উন্নত জাতের গম চাষ করা হলো। সঠিক তত্ত্বাবধানের ফলে তা থেকে প্রচুর গম পাওয়া গেল।
৪। অনুচ্ছেদটিতে বর্ণিত স্বাস্থ্যবান গাছের প্রাপ্তিতে ভূমিকা রেখেছে-
i. মাইটোসিস প্রক্রিয়া
ii. সুস্পষ্ট জনুক্রম
iii. অ্যামাইটোসিস প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii