এইচএসসি জীববিজ্ঞান (বহুনির্বাচনি অভীক্ষা)

ঢাকা বোর্ড -২০২৩

সময়: ২৫ মিনিট

প্রথম পত্র (উদ্ভিদবিজ্ঞান) বিষয় কোড : ১৭৮

পূর্ণমান: ২৫

[দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক উত্তরের বৃত্তটি (⚫) বল পয়েন্ট কলম দ্বারা ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।]



উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও ।


১। চিত্র- ‘A’ ও ‘B’ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য-
(ক) প্যাচানো, কুণ্ডলিত ও বিপরীতমুখী
(খ) প্রধানত সাইটোপ্লাজমে অবস্থান করে
(গ) অসংখ্য নিউক্লিওটাইডযুক্ত
(ঘ) প্রতিলিপনের মাধ্যমে সৃষ্টি হয়
সঠিক উত্তর: (গ)


২। উদ্দীপকে সংঘটিত প্রক্রিয়া ‘X’ ও ‘Y” এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
(ক) উভয় প্রক্রিয়া রাইবোজোমে সংঘটিত হয়
(খ) প্রক্রিয়া ‘Y’ এর সিথে tRNA এর সাথে সংশ্লিষ্ট
(গ) উভয় প্রক্রিয়ায় পলিমারেজ এনজাইম প্রয়োজন
(ঘ) প্রক্রিয়া ‘X' এর প্রাইমার তৈরি হয়
সঠিক উত্তর: (খ)


৩। নিচের কোনটি ম্যালেরিয়া পরজীবীর ইরাইথ্রোসাইটিক সাইজোগনি সংশ্লিষ্ট?
(ক) স্পোরোজয়েট
(খ) ক্রিপ্টোমেরোজয়েট
(গ) ক্রিপ্টোজয়েট
(ঘ) ট্রফোজয়েট
সঠিক উত্তর: (ঘ)


৪। Cycas উদ্ভিদের স্ত্রী জননাঙ্গ কী নামে পরিচিত?
(ক) মাইক্রোস্পোরোফিল
(খ) মেগাস্পোরোফিল
(গ) স্ট্রোবিলাস
(ঘ) সোরাস
সঠিক উত্তর: (খ)


উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও :


৫। উদ্দীপকের প্রক্রিয়াটি নিচের কোথায় সংঘটিত হয়?
(ক) দেহকোষে
(খ) জননকোষে
(গ) হ্যাপ্লয়েড জীবের জাইগোটে
(ঘ) ডিপ্লয়েড জীবের জাইগোটে
সঠিক উত্তর: (গ)


৬। উদ্দীপকের প্রক্রিয়াটির ফলে জীবে কী ধরনের পরিবর্তন সাধিত হয়?
i. নতুন বৈশিষ্ট্যসম্পন্ন প্রকরণ সৃষ্টি হয়
ii. জিনের নতুন বিন্যাস হয়
iii. অপত্য কোষে ক্রোমোসোম সংখ্যা সমান হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)


৭। নিচের কোন প্রযুক্তি প্রয়োগ করে জীবের জিনোটাইপের পরিবর্তন ঘটানো যায়?
(ক) টিস্যু কালচার
(খ) জিনোম সিকোয়েন্সিং
(গ) জিন ক্লোনিং
(ঘ) রিকম্বিনেন্ট DNA
সঠিক উত্তর: (ঘ)


৮। নিচের কোনটির মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা যায়?
(ক) মেরিস্টেম কালচার
(খ) ক্যালাস কালচার
(গ) পরাগধানী কালচার
(ঘ) কক্ষ মুকুল কালচার
সঠিক উত্তর: (গ)


৯। নিচের কোন টিস্যুর কোষগুলো আকারে ছোটো এবং দৈর্ঘ্য ১ ও প্রস্থে প্রায় সমান?
(ক) ভাজক টিস্যু
(খ) সরল টিস্যু
(গ) জটিল টিস্যু
(ঘ) ক্ষরণকারী টিস্যু
সঠিক উত্তর: (ক)


উদ্দীপকটি লক্ষ্য করো এবং পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও :


১০। উদ্দীপকের ‘P' ধাপের ক্ষেত্রে প্রযোজ্য
i. গুকোজের আংশিক জারণ ঘটে
ii. কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়
iii. ২টি ATP এবং ২টি NADH+H+ উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii (গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)


১১। উদ্দীপকের ‘P” এবং ‘R’ উভয় ধাপের ক্ষেত্রে সাদৃশ্য কোনটি?
(ক) মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়
(খ) সমপরিমাণ শক্তি উৎপন্ন করে
(গ) O2 এর উপস্থিতিতে সংঘটিত হয়
(ঘ) সবাত শ্বসনের পর্যায়
সঠিক উত্তর: (ঘ)


১২। টিস্যু কালচার প্রযুক্তির উদ্ভাবক কে?
(ক) G. Habarlandt
(খ) T. Morgan
(গ) J. Williamson
(ঘ) F. Sanger
সঠিক উত্তর: (ক)


১৩। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরিতে ব্যবহৃত এনজাইমটি হচ্ছে—
(ক) প্রাইমেজ
(খ) হেলিকেজ
(গ) রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ
(ঘ) পলিমারেজ
সঠিক উত্তর: (গ)


১৪। হোমোলোগাস ক্রোমোসোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে কী বলে?
(ক) বাইভ্যালেন্ট
(খ) সিন্যাপসিস
(গ) টেট্রাড
(ঘ) কায়াজমা
সঠিক উত্তর: (খ)


১৫। কোষঝিল্লিরি ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
(ক) ভেদ্য
(খ) ত্রিস্তরী
(গ) প্লাজমোডেসমাযুক্ত
(ঘ) স্থিতিস্থাপক
সঠিক উত্তর: (ঘ)


১৬। গ্লাইকোলাইসিসের বিক্রিয়াসমূহ কোথায় সংঘটিত হয়?
(ক) সাইটোপ্লাজমে
(খ) মাইটোকন্ড্রিয়ায়
(গ) নিউক্লিওপ্লাজমে
(ঘ) ক্লোরোপ্লাস্টে
সঠিক উত্তর: (ক)


১৭। মাইটোসিসের কোন পর্যায়ে স্পিন্ডল ফাইবার অদৃশ্য হয়?
(ক) প্রো-মেটাফেজ
(খ) মেটাফেজ
(গ) অ্যানাফেজ
(ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ঘ)


১৮। নিম্নের কোন অঙ্গাণুটি অটোলাইসিস ঘটায়?
(ক) লাইসোসোম
(খ) সেন্ট্রিওল
(গ) গলজিবডি
(ঘ) রাইবোজোম
সঠিক উত্তর: (ক)


১৯। মূলের পরিবহণ কলাগুচ্ছ কী প্রকৃতির?
(ক) সমপার্শ্বীয়
(খ) কেন্দ্রিক
(গ) সমদ্বিপার্শ্বীয়
(ঘ) অরীয়
সঠিক উত্তর: (ঘ)


২০। নিচের কোন উদ্ভিদে ক্র্যাঞ্জ অ্যানাটমি দেখা যায়?
(ক) ধান
(খ) ভুট্টা
(গ) গম
(খ) বার্লি
সঠিক উত্তর: (খ)


উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও :


২১। উদ্দীপক ‘B’ এর D এর ক্ষেত্রে প্রযোজ্য-
(ক) অধিক সংখ্যক জিন ধারণ করে
(খ) অনুলিপনে অক্ষম
(গ) নিউক্লিয়াসে অবস্থান করে
(ঘ) ভেক্টর হিসেবে ব্যবহৃত হয়
সঠিক উত্তর: (ঘ)


২২। ‘A’, ‘B' এর কোষে প্রবেশ করলে–
i. ‘B’ কোষের এনজাইম 'A' এর DNA কে বিনষ্ট করবে
ii. ‘A’ এর গঠন ‘B' এর অভ্যন্তরে সম্পন্ন হবে
iii. শেষ পর্যায়ে ‘B’ কোষটি বিদীর্ণ হবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)


২৩। রক্ষীকোষের উপস্থিতি নিচের কোথায় লক্ষ্য করা যায়?
(ক) পানি পত্ররন্ধ্রে
(খ) কাণ্ডরোমে
(গ) গ্রন্থিরোমে
(ঘ) মূলরোমে
সঠিক উত্তর: (ক)


উদ্দীপকটি লক্ষ্য করো এবং পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও :


২৪। উদ্দীপকের ‘N' গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য-
i. পুংকেশরীয় নালিকা বিদ্যমান
ii. দলমণ্ডলের বিন্যাস ভালভেট
iii. বৃক্কাকার পরাগধানী উপস্থিত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)


২৫। উদ্দীপকের M গ্রুপের উদ্ভিদের মূলের অন্তর্গঠনের ক্ষেত্রে কোনটি সঠিক?
(ক) জাইলেম এন্ডার্ক
(খ) অধঃত্বক বিদ্যমান
(গ) মজ্জা বৃহৎ ও সুস্পষ্ট
(ঘ) পেরিসাইকেল কয়েক স্তরবিশিষ্ট
সঠিক উত্তর: (গ)