[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। ১৯৬৩ সালে যৌথভাবে তিনজন বিজ্ঞানী জীবকোষের অতিসূক্ষ্ম মলিকুলার অঙ্গাণুর ভৌত মডেল উপস্থাপনের জন্য নোবেল পুরস্কার পান। যা জীবনের যাবতীয় বৈশিষ্ট্য প্রকাশের মৌলিক একক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপর একটি সূক্ষ্ম অঙ্গাণু যা প্রোটিন সংশ্লেষণে এবং বিশেষ ক্ষেত্রে জেনেটিক বস্তু হিসেবে ব্যবহৃত হয়।
(ক) ট্রান্সক্রিপশন কী? ১
(খ) প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন? ২
(গ) উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় সূক্ষ্ম মলিকুলার অঙ্গাণুটির শ্রেণিবিন্যাস বর্ণনা কর। ৩
(ঘ) চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত ১ম মলিকুলার অঙ্গাণুটির ভূমিকা বিশ্লেষণ কর। ৪
২। উন্নত শ্রেণির জীবদেহে দুই ধরনের বিভাজন দেখা যায়। যেমন মানুষের সমগ্র দেহে এক ধরনের বিভাজন দেখা যায়। অপর বিভাজন শুধু নির্দিষ্ট অঙ্গে ঘটে যার দ্বারা পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে পরিলক্ষিত হয়।
(ক) প্লাজমামেমব্রেন কী? ১
(খ) প্রোটোপ্লাজমের চলন বলতে কী বুঝ? ২
(গ) উদ্দীপকে উল্লিখিত বিভাজনদ্বয়ের বৈশিষ্ট্য উল্লেখপূর্বক পার্থক্য ব্যাখ্যা কর। ৩
(ঘ) উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় বিভাজন দ্বারা পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে স্থানান্তর ঘটে— বিশ্লেষণ কর। ৪
৩। নিচের চিত্রের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও-
(ক) লাইটিক ফায কী? ১
(খ) প্লাজমোডিয়ামের জীবনচক্রকে জনুক্রম বলা হয় কেন? ২
(গ) ‘B’ এর দেহে ‘A’ এর সংখ্যাবৃদ্ধি কীভাবে ঘটে? বর্ণনা কর। ৩
(ঘ) প্রাণীটির কিছু প্রজাতি নিয়ন্ত্রণ করলে ডেঙ্গু ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ হবে— উক্তিটি বিশ্লেষণ কর। ৪
৪। “নতুন ধানে হবে নবান্ন, ঢেঁড়স উদ্ভিদ ভেষজগুণ সম্পন্ন”
(ক) অমরা কাকে বলে? ১
(খ) পুষ্পসংকেত কেন ব্যবহার করা হয়? ২
(গ) উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় উদ্ভিদটি যে গোত্রভুক্ত তার শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ কর। ৩
(ঘ) উদ্দীপকে উল্লিখিত উৎসব পালনের ক্ষেত্রে ব্যবহৃত উদ্ভিদটি যে গোত্রের তার তাৎপর্য বিশ্লেষণ কর। ৪
৫। নিচের চিত্রের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও-
(ক) অ্যারেনকাইমা কী? ১
(খ) ড্রাসিনার পরিবহণ কলাগুচ্ছকে লেপ্টোসেন্ট্রিক বলার কারণ কী? ২
(গ) যুক্তির মাধ্যমে প্রমাণ কর যে, উদ্দীপকের চিত্রটি একটি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন। ৩
(ঘ) উদ্দীপকের চিত্রটির জাইলেম এবং ফ্লোয়েম এর অবস্থানের ভিন্নতার কারণে বিভিন্ন ধরনের পরিবহন কলাগুচ্ছের উদ্ভব হয়। বিশ্লেষণ কর। ৪
৬।
(ক) RQ কী? ১
(খ) অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন বলতে কী বুঝ? ২
(গ) উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় পর্যায়ে তৈরি উৎপাদক থেকে কীভাবে অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয়? ব্যাখ্যা কর। ৩
(ঘ) উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি জীবকুলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণবিশ্লেষণ কর। ৪
৭। নিচের চিত্রের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও-
(ক) ফার্মেন্টেশন কী? ১
(খ) C উদ্ভিদকে উন্নত মনে করা হয় কেন? ২
(গ) উদ্দীপকের চিত্রটির ব্যাখ্যা দাও। ৩
(ঘ) উদ্দীপকের প্রক্রিয়াটি উদ্ভিদের তিনটি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে বিশ্লেষণ কর। ৪
৮। নিচের চিত্রের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও-
(ক) ইন ভিট্রো কালচার কী? ১
(খ) কীভাবে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন করা সম্ভব? ২
(গ) ‘ক’ চিত্রের প্রযুক্তিটি বহুসংখ্যক চারা উৎপাদন, সোমাক্লোনাল ভিন্নতা এবং মেরিস্টেম কালচার এর জন্য অবশ্য প্রয়োজন— ব্যাখ্যা কর। ৩
(ঘ) বর্তমান বিশ্বে অপরাধী শনাক্তকরণে ‘খ’ প্রযুক্তিটি ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে বিশ্লেষণ কর। ৪