[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। নিচের চিত্রগুলো লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
(ক) প্রতিসাম্যতা কী? ১
(খ) ত্রিপদ নামকরণ বলতে বুঝ? ২
(গ) উদ্দীপকের ‘A’ চিত্রে উল্লিখিত প্রাণীর দর্শন এককের সচিত্র গঠন বর্ণনা কর । ৩
(ঘ) উদ্দীপকের B ও C চিত্রে প্রাণী দুটি একই উপপর্বভুক্ত হলেও একই শ্রেণিভুক্ত নয়—বিশ্লেষণ কর। ৪
২। হানিফ স্যার জীববিজ্ঞান গবেষণাগারে সংরক্ষিত কতগুলি প্রাণী যথা—ফিতাকৃমি, গোলকৃমি, চিংড়ি ও ইলিশ মাছ ছাত্রদের দেখিয়ে এগুলির শ্রেণিবিন্যাস ব্যাখ্যা করলেন।
(ক) শ্রেণিবিন্যাস কী? ১
(খ) প্রজাতি বৈচিত্র্য বলতে কী বুঝ? ২
(গ) উদ্দীপকে উল্লিখিত তৃতীয় প্রাণীটির পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখ। ৩
(ঘ) উদ্দীপকের শেষোক্ত প্রাণীটি অন্যান্য প্রাণী অপেক্ষা উন্নত—ব্যাখ্যা কর । 8
৩। শিক্ষক রুই মাছ সম্পর্কে পাঠদানকালে বললেন, এদের দেহের অভ্যন্তরে বায়ুপূর্ণ এমন একটি বিশেষ অঙ্গ আছে যা পানিতে প্রাণীটির ভারসাম্য রক্ষা ও শ্বসনে ভূমিকা রাখে। এছাড়াও প্রাণীটির রক্তসংবহন পদ্ধতি তোমাদের রক্তসংবহন পদ্ধতি অপেক্ষা ভিন্নতর ৷
(ক) ফুলকা রেকার কী? ১
(খ) ভেনাস হার্ট বলতে কী বুঝ? ২
(গ) উদ্দীপকে উল্লিখিত বিশেষ অঙ্গটির গঠন বর্ণনা কর । ৩
(ঘ) উদ্দীপকের শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ কর । ৪
৪। শিক্ষক মানুষের রক্তসংবহন তন্ত্র সম্পর্কে পাঠদানকালে বললেন, তিন ধরনের কোষীয় উপাদান পৃথক পৃথক কাজ সম্পাদন করে থাকে। প্রথমটি শ্বসন গ্যাস বিনিময়, দ্বিতীয়টি প্রতিরক্ষা ও তৃতীয়টি রক্ত তঞ্চনে সহায়তা করে ।
(ক) অ্যানজাইনা কী? ১
(খ) পেরিস্টালসিস বলতে কী বুঝ? ২
(গ) উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় কোষীয় উপাদানটির ভূমিকা লিখ । ৩
(ঘ) উদ্দীপকের প্রথম ও তৃতীয় কোষীয় উপাদানের তুলনা কর। ৪
৫। উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নেগুলোর উত্তর দাও :
(ক) স্থূলতা কী? ১
(খ) অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন? ২
(গ) উদ্দীপকে উল্লিখিত ‘B’ চিহ্নিত অংশে আমিষজাতীয় খাদ্য পরিপাক বর্ণনা কর । ৩
(ঘ) উদ্দীপকে 'A' চিহ্নিত অঙ্গটি বিপাকীয় কাজের পাশাপাশি সঞ্চয়ী কাজেও ভূমিকা রাখে—বিশ্লেষণ কর। ৪
৬। রহিম স্বাভাবিক বাক্ শ্রবণক্ষম হলেও তার বাবা-মা উভয়ই মূক-বধির। জিনতাত্ত্বিক বিশ্লেষণে দেখা গেছে তার বাবা-মায়ের জিনোটাইপ যথাক্রমে AAbb ও aaBB.
(ক) জিনোটাইপ কী? ১
(খ) টেস্ট-ক্রস বলতে কী বুঝ? ২
(গ) উদ্দীপকে উল্লিখিত ঘটনাটির জিনতাত্ত্বিক ব্যাখ্যা কর । ৩
(ঘ) উদ্দীপকে উল্লিখিত রহিমের সাথে অনুরূপ জিনোটাইপধারী কন্যার বিবাহ পরবর্তী বংশধরের মধ্যে বৈশিষ্ট্যগুলি কী হারে প্রকাশ পাবে? চেকার বোর্ডের মাধ্যমে দেখাও । ৪
৭।
(ক) ক্লাসিক হিমোফিলিয়া কী? ১
(খ) মহিলাদের তুলনায় পুরুষরা বর্ণান্ধ বেশি হয় কেন? ২
(গ) উদ্দীপকের ঘটনাবলি চেকার বোর্ডের মাধ্যমে উপস্থাপন কর। ৩
(ঘ) উদ্দীপকের ঘটনাটি মেণ্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম – বিশ্লেষণ কর। ৪
৮। লিমা চিড়িয়াখানার মূল ফটকে জিরাফ ও ডাইনোসর-এর ছবি দেখে ভিতরে প্রবেশ করল। সে চিড়িয়াখানায় লম্বা গলাবিশিষ্ট জীবন্ত জিরাফ দেখলেও ডাইনোসর দেখতে পেল না।
(ক) আর্কিওপটেরিক্স কী? ১
(খ) মানুষের উপপল্লবকে নিষ্ক্রিয় অঙ্গ বলা হয় কেন? ২
(গ) উদ্দীপকে লিমার দেখা জীবন্ত প্রাণীটির বিশেষ দৈহিক গঠন বিবর্তনিক আলোকে ব্যাখ্যা কর। ৩
(ঘ) উদ্দীপকে লিমার দেখা না প্রাণীটির অস্থিত্ব প্রমাণে জৈব অভিব্যক্তির কোন প্রমাণটি যুক্তিযুক্ত? বিশ্লেষণ কর। ৪