এস.এস.সি. বহুনির্বাচনি অভীক্ষা

ঢাকা বোর্ড - ২০২১

জীববিজ্ঞান , বিষয় কোড:

সময়-২৫ মিনিট

পূর্ণমান: ২৫

[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।


১। বাহক বাবা ও বাহক মায়ের সন্তানদের ভিতর থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান জন্মের সম্ভাবনার অনুপাত কত?

(ক) ১ : ২ : ১
(খ) ১ : ১ : ১ : ১
(গ) ১ : ৩
(ঘ) ২ : ১ : ১
সঠিক উত্তর:


২। ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে কী বলে?

(ক) লোকাস
(খ) কায়াজমা
(গ) ক্রসিংওভার
(ঘ) স্পাইক
সঠিক উত্তর:


৩। মেন্ডেলের তত্ত্বের প্রয়োগ রয়েছে কোনটিতে?

(ক) জমির আগাছা নিরসনে
(খ) উন্নত জাতের শস্য উৎপাদনে
(গ) পোকা-মাকড় নিয়ন্ত্রণে
(ঘ) মলিকুলার ফার্মিং-এ
সঠিক উত্তর:


৪। জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার বেশি কারণ—

i. পানিতে CO, এর পরিমাণ 0.3%
ii. সকল অঙ্গ CO, শোষণ করতে পারে।
iii. CO, ও O, এর পরিমাণ সমান
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii |
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও : ৫ বছর পূর্বে সুমির বিয়ে হয়েছে। পুত্র সন্তানের আশায় তাদের এ পর্যন্ত তিন কন্যা সন্তান হয়েছে। এজন্য তার স্বামী ও শ্বাশুড়ি সারাক্ষণ তাকে দোষারোপ করে থাকে।

৫। সুমির সন্তানদের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে। কোনটি সঠিক?

(ক) 22 + XX
(খ) 22 + XY
(গ) 44 + XX
(ঘ) 44 + XY
সঠিক উত্তর:


৬। সুমির পুত্র সন্তান হবে যদি

i. স্বামী থেকে Y বহনকারী শুক্রাণু আসে
ii. স্বামী থেকে X বহনকারী শুক্রাণু আসে
iii. নিষিক্ত জাইগোট XY হয়।
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii |
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:

নিচের চিত্র অনুসারে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :

৭। ‘A’ চিহ্নিত অংশটি কীসে পরিণত হয়?

(ক) শস্যে
(খ) বীজে
(গ) ভ্রূণে
(ঘ) ডিম্বকে
সঠিক উত্তর:


৮। উক্ত চিত্রটির

i. মেরুতে প্রতিপাদ কোষ বিদ্যমান
ii. গর্ভযন্ত্র তিনকোষী
iii. কেন্দ্রস্থলে দ্বিনিষেক ঘটে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:


৯। ADP এর সাথে অজৈব ফসফেট যুক্ত হওয়াকে বলা হয়-

(ক) ফটোলাইসিস
(খ) অক্সিডেটিভ ফসফোরাইলেশন
(গ) ফটোফসফোরাইলেশন
(ঘ) ফার্মেন্টেশন
সঠিক উত্তর:


১০। H2O বিয়োজিত হয়ে উৎপন্ন হয়-

i. e-
ii. H2
iii. O2
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:


১১। পতঙ্গপরাগী ফুল কোনটি?

(ক) ধান।
(খ) কচু
(গ) সরিষা
(ঘ) আখ
সঠিক উত্তর:


১২।

চিত্রটিতে কোন ধরনের পাইরিমিডিন বেস উপস্থিত?
(ক) A ও U
(খ) C ও T
(গ) U ও T
(ঘ) C ও U
সঠিক উত্তর:


১৩। ব্ল্যাকম্যান কত সালে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে দুটি পর্যায়ে ভাগ করেন?

(ক) ১৯০৫
(খ) ১৯১৫
(গ) ১৯২০
(ঘ) ১৯২৫
সঠিক উত্তর:

নিচের চিত্র অনুসারে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও :

১৪। উদ্দীপকে চিত্রটি নির্দেশ করে।

i. এক ধরনের জটিল টিস্যু
ii. জাইলেম টিস্যু
iii. ফ্লোয়েম টিস্যু
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:


১৫। চিত্রের টিস্যুটি উদ্ভিদে কী ভূমিকা পালন করে?

(ক) দৃঢ়তা প্রদান।
(খ) খাদ্য প্রস্তুতকরণ
(গ) ফাইবার উৎপন্ন
(ঘ) সিভপ্লেট গঠনে সহায়তা
সঠিক উত্তর:


১৬। পরাগধানী ও পুংদণ্ডের সংযোগকারী অংশকে কী বলা হয়?

(ক) পোলেন টিউব
(খ) যোজনী
(গ) পরাগরেণু
(ঘ) পরাগথলি
সঠিক উত্তর:


১৭। গর্ভকেশর কোথায় অবস্থান করে?

(ক) পাপড়ির বাইরে
(খ) ফুলের কেন্দ্রে
(গ) বৃতির নিচে
(ঘ) পুংকেশরের পার্শ্বে
সঠিক উত্তর:


১৮। স্ব-পরাগায়নের গুরুত্ব কোনটি?

(ক) বৈচিত্র্যের আবির্ভাব ঘটে
(খ) অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পায়
(গ) বীজের অঙ্কুরোদগমের হার বৃদ্ধি পায়
(ঘ) বীজের চরিত্রগত বিশুদ্ধতা রক্ষা হয়
সঠিক উত্তর:


১৯। মাইটোকন্ড্রিয়ার কাজ কোনটি?

(ক) কোষকে রক্ষা
(খ) শক্তি উৎপাদন
(গ) বংশ বৃদ্ধি
(ঘ) খাদ্য তৈরি
সঠিক উত্তর:


২০। প্লাস্টিডের কোথায় সূর্যালোকে আবদ্ধ হয়?

(ক) গ্রানা
(খ) স্টোমা।
(গ) ম্যাট্রিক্স
(ঘ) ল্যামেলাম
সঠিক উত্তর:


২১। জ্যান্থোফিল থাকলে উদ্ভিদ কী বর্ণ ধারণ করে?

(ক) লাল
(খ) নীল
(গ) হলুদ
(ঘ) কমলা
সঠিক উত্তর:


২২। লাইসোজোমের কাজ কোনটি?

(ক) আমিষ সংশ্লেষণ
(খ) খাদ্য সঞ্চয়
(গ) প্রবাহ পথের নির্দেশনা
(ঘ) জীবাণু ধ্বংস
সঠিক উত্তর:


২৩। প্রোটিন সংশ্লেষী অঙ্গাণুগুলো হলো—

(ক) সেন্ট্রোসোম ও ক্রোমোজোম
(খ) নিউক্লিওলাস ও লাইসোজোম
(গ) রাইবোজোম ও এন্ডোপ্লাজমিক জালিকা
(ঘ) লাইসোজোম ও রাইবেজোম
সঠিক উত্তর:


২৪। প্রতিমোল ATP অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে কত কিলোক্যালরি শক্তি জমা থাকতে পারে?

(ক) 7.1 kCal
(খ) 7.3 kCal
(গ) 7.6 kCal
(ঘ) 7.9 kCal
সঠিক উত্তর:


২৫। কোনটি সালােকসংশ্লেষণ প্রক্রিয়ার বাহ্যিক প্রভাবক?

(ক) অক্সিজেন
(খ) শর্করা
(গ) পটাশিয়াম
(ঘ) এনজাইম
সঠিক উত্তর: