[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। একই প্রশ্নের বিভিন্ন অংশের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও। প্রয়োজনে চিত্র দিতে হবে।]
১। প্রাণিজগতে তিনটি পর্বে রেচন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট বৈশিষ্ট্য হলো শিখাকোষ, নেফ্রিডিয়া এবং কক্সাল গ্রন্থি।
(ক) সিলোম কী? ১
(খ) ভ্রূণস্তর বলতে কী বোঝ? ২
(গ) উদ্দীপকে উল্লিখিত প্রথম ধরনের কোষের বিশিষ্ট পর্বের উদাহরণসহ বৈশিষ্ট্য উল্লেখ করো।৩
(ঘ) উদ্দীপকে উল্লিখিত শেষ দু'টি অঙ্গ বহনকারী পর্বসমূহের তুলনামূলক বিশ্লেষণ করো। 8
২। দ্বিস্তরী প্রাণীর পর্বভুক্ত এবং পুনরুৎপত্তি ক্ষমতাসম্পন্ন একটি প্রাণী উদ্ভিদের ন্যায় দেহকাণ্ড হতে অযৌন উপায়ে নতুন প্রজন্ম সৃষ্টি করে। এদের চলনেও ব্যাপক বৈচিত্র্য দেখা যায়।
(ক) হাইপোস্টোম কী? ১
(খ) সিলোম ও সিলেন্টেরনের মধ্যে পার্থক্য লেখো । ২
(গ) উদ্দীপকে উল্লিখিত প্রজন্ম সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা করো ।৩
(ঘ) উদ্দীপকে উল্লিখিত প্রাণীটির চলনের বৈচিত্র্য ব্যাখ্যা করো। 8
৩। ঘাসফড়িংয়ে প্রাণিজগতের অনন্য প্রকৃতির শ্বসন প্রক্রিয়া দেখা যায়। রুই মাছের ক্ষেত্রে প্রক্রিয়াটি ভিন্ন উপায়ে সম্পন্ন
হয়।
(ক) টিমপেনাম কী? ১
(খ) সম্পূর্ণ রূপান্তর বলতে কী বোঝ? ২
(গ) উদ্দীপকের প্রথম প্রাণীতে উল্লিখিত প্রক্রিয়াটি যে তন্ত্রের মাধ্যমে সংগঠিত হয় তার গঠন বর্ণনা করো । ৩
(ঘ) উদ্দীপকে দু'টি প্রাণীতে উল্লিখিত প্রক্রিয়াটির তুলনামূলক বিশ্লেষণ করো। 8
8।
(ক) টায়ালিন কী? ১
(খ) মানুষের দন্ত সংকেত লেখো। ২
(গ) শর্করা বিপাকে উদ্দীপকের 'A' অংশের ভূমিকা বর্ণনা করো । ৩
(ঘ) শর্করা ও আমিষ জাতীয় খাদ্যের চূড়ান্ত পরিপাকে উদ্দীপকের 'B' অংশের ভূমিকাই মুখ্য— বিশ্লেষণ করো। ৪
৫। মানুষের বক্ষগহ্বরে অবস্থিত পেরিকার্ডিয়াম দ্বারা আবৃত অঙ্গটি নির্দিষ্ট সময় পরপর স্বয়ংক্রিয়ভাবে স্পন্দন সৃষ্টি করে।
(ক) এরিথমিয়া কী? ১
(খ) হূৎপিণ্ডের কপাটিকাগুলোর নাম লেখো । ২
(গ) উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি বর্ণনা করো । ৩
(ঘ) উদ্দীপকের প্রক্রিয়াটি ব্যাহত হলে কৃত্রিম যন্ত্রের মাধ্যমে অঙ্গটি স্বাভাবিক রাখা যায়— বিশ্লেষণ করো। 8
৬।
(ক) শ্বসন বৃক্ষ কী? ১
(খ) সাইনুসাইটিসের লক্ষণসমূহ লেখো । ২
(গ) উদ্দীপকে 'P' এর গঠন বর্ণনা করো । ৩
(ঘ) উদ্দীপকে 'Q' অংশের মধ্য দিয়ে গ্যাস বিনিময় প্রক্রিয়ার বিশ্লেষণ করো । 8
৭। পশ্চাৎপদের দু'টি অস্থির সন্ধিস্থলে প্যাটেলা নামক
অস্থি রয়েছে। এসকল অস্থির সাথে সংযুক্ত পেশি সন্ধি বরাবর পা সঞ্চালনে ভূমিকা রাখে ।
(ক) প্রকৃত পর্শকা কী? ১
(খ) ফ্লেক্সর ও এক্সটেনসর পেশি বলতে কী বোঝ? ২
(গ) উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির পেশির গঠন বর্ণনা করো। ৩
(ঘ) উল্লিখিত সন্ধিকে কেন্দ্র করে দু'টি অস্থি সঞ্চালনে সংশ্লিষ্ট সাজানো পেশির ভূমিকা ব্যাখ্যা করো । ৪
৮।
(ক) অ্যালিল কী? ১
(খ) টেস্ট ক্রস বলতে কী বোঝ? ২
(গ) উদ্দীপকে মেন্ডেলিজমের যে সূত্রটি অনুসরণ করে তা ব্যাখ্যা করো। ৩
(ঘ) উদ্দীপকের আলোকে F2 জনুর ফলাফল চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করো। 8