অষ্টম শ্রেণির বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন (JSC Science CQ)
দ্বাদশ অধ্যায় : মহাকাশ ও উপগ্রহ
(ক) জ্ঞানমূলক প্রশ্ন :
১। মহাশূন্য কাকে বলে?
২। বিগব্যাঙ তত্ত্ব কী?
৩। সৌর জগতে গ্রহ সংখ্যা কয়টি?
৪। পৃথিবী ও সূর্যের মধ্যকার দূরত্ব কত?
৫। স্পুটনিক শব্দের অর্থ কী?
৬। প্রথম মার্কিন কৃত্রিম উপগ্রহের নাম কী?
৭। গ্রহ কী?
৮। উপগ্রহ কী?
৯। কৃত্রিম উপগ্রহ কী?
১০। কৃত্রিম উপগ্রহ কাকে বলে?
১১। পৃথিবী যে গ্যালাক্সিতে অবস্থিত তার নাম কী?
১২। মহাবিশ্ব কী নিয়ে গঠিত?
১৩। পৃথিবী পৃষ্ঠের সুস্পষ্ট চিত্রদানকারী উপগ্রহের নাম কী?
১৪। ভেলেনটিনা তেরেসকোভা কত সালে মহাকাশ পরিভ্রমণ করেন?
১৫। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
(খ) অনুধাবনমূলক প্রশ্ন :
১। চাঁদকে আলোকিত দেখা যায় কেন?
২। প্রাকৃতিক ও কৃত্রিম উপগ্রহের উদাহরণ দাও।
৩। টেলিফোনে কথা বলায় কৃত্রিম উপগ্রহ কীভাবে সাহায্য করে?
৪। চাঁদকে পৃথিবীর উপগ্রহ বলা হয় কেন?
৫। সংবাদ আদান-প্রদানের জন্য কৃত্রিম উপগ্রহ গুরুত্বপূর্ণ কেন?
৬। মহাকাশের কোন শেষ নেই- ব্যাখ্যা কর।
৭। ব্যবহার অনুসারে পাঁচটি কৃত্রিম উপগ্রহের নাম লিখ।
৮। চাঁদ ও সূর্য সমান দেখায় কেন?
৯। সূর্য নক্ষত্রের বৈশিষ্ট্য লেখ।
১০। বিভিন্ন দেশে অনুষ্ঠিত বিশ্ব কাপ আমরা টেলিভিশনে সরাসরি দেখতে পাই কেন?
১১। সৌরজগতে ৮টি গ্রহ আছে কিন্তু শুধু পৃথিবীতে জীবন আছে কেন?
১২। চাঁদের নিজস্ব আলো না থাকলেও তা উজ্জ্বল দেখায় কেন?