*** করোনা প্রতিরোধে, জরুরি প্রয়োজন ছাড়া আপনারা ঘর থেকে বের হবেন না। *** ঘন ঘন সাবান দিয়ে দুই হাত কমপক্ষে ২০ সেকেন্ড পরিষ্কার করবেন। *** যেখানে সেখানে কফ ও থুতু ফেলবেন না। *** হাত দিয়ে নাক, মুখ ও চোখ স্পর্শ করবেন না। *** হাঁচি বা কাশির সময় টিস্যু অথবা কাপড় দিয়ে বা বাহুর ভাঁজে নাক-মুখ ঢেকে ফেলুন। *** কারো মধ্যে করোনার বিন্দুমাত্র কোন লক্ষণ দেখা দিলে হটলাইনের ১৬২৬৩ বা ৩৩৩ নম্বরে ফোন করে সাহায্য চাইবেন। *** সবাই ভাল থাকুন।


Our Educational Websites:     আলোর পাঠশালা.কম     EducatorBD.com     BiologyLovers.com     Biology-World.com     BiologyLearners.com     BiologyBD.com     GaziSalahuddin.com    


বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন (JSC Science CQ)

পঞ্চম অধ্যায়: সমন্বয় ও নিঃসরণ


(ক) জ্ঞানমূলক প্রশ্ন :


১। হরমোন কী?
২। অক্সিন হরমোনের আবিষ্কারক কে?
৩। কোন কোন হরমোন বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে?
৪। তিনটি বৃদ্ধি সহায়ক হরমোনের নাম লিখ।
৫। কোষদেহ কী কী দ্বারা গঠিত?
৬। মেরুরজ্জু কোথায় সংরক্ষিত থাকে?
৭। স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কী?
৮। আমাদের রেচন অঙ্গসমূহ কী কী?
৯। অক্সিনের প্রধান কাজ কী?
১০। স্নায়ুতন্ত্র কাকে বলে?
১১। স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কী?
১২। নিউরন কী?
১৩। ডেনড্রন কাকে বলে?
১৪। সাইন্যাপস কাকে বলে?
১৫। প্রতিবর্ত ক্রিয়া কি?
১৬। রেচনতন্ত্র কাকে বলে?
১৭। স্নায়ু তাড়না কী?
১৮। কোনটির প্রভাবে চারা গাছ বিকৃত হয়?
১৯। ট্রপিক চলন কাকে বলে?

(খ) অনুধাবনমূলক প্রশ্ন :


১। কীভাবে একটি বাড়ন্ত চারায় প্রচুর ডালপালা সৃষ্টি করা যায়?
২। কৃত্রিম হরমোনের ব্যবহার লেখ।
৩। রক্তের কোন কোষটি জিবাণুর আক্রমণ থেকে রক্ষা করে বুঝিয়ে লেখ।
৪। স্নায়ুতারণা কীভাবে প্রবাহিত হয় ?
৫। জিবেরেলিন কী?-ব্যাখ্যা কর।
৬। আমাদের হাতে পিন ফোটা মাত্র আমরা দ্রুত হাত সরিয়ে নিই কেন?
৭। স্নায়ুকোষের বৈশিষ্ট্য লিখ।
৮। গ্রে মেটার ও হোয়াইট মেটারের মধ্যে ৩টি পার্থক্য লেখ।
৯। ডেনড্রাইটের কাজ লেখ।
১০। অ্যাক্সেনের কাজ উল্লেখ কর।
১১। স্নায়ুতন্ত্রের কাজ উল্লেখ কর।
১২। ট্রপিক চলন বলত কী বুঝায়?
১৩। বৃক্কে প্রধান রেচন অঙ্গ বলা হয় কেন?
১৪। সুষুম্না শীর্ষকে মস্তিস্কের বোঁটা বলা হয় কেন?



(গ) ও (ঘ) প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন :


১। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও: [পাঠ্য পুস্তক]