অষ্টম শ্রেণির বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন (JSC Science CQ)
দশম অধ্যায়: অম্ল, ক্ষারক, ও লবণ
(ক) জ্ঞানমূলক প্রশ্ন :
১। লবণ কী?
২। ক্ষার কী?
৩। এসিড কাকে বলে?
৪। ক্ষারক কী?
৫। চায়ে কোন এসিড থাকে?
৬। খাবার সোডার রাসায়নিক সংকেত লিখ?
৭। Mg (OH)2 এর সাসপেনশনকে কী বলা হয়?
৮। নির্দেশকের মূল বৈশিষ্ট্য লেখ।
৯। আমলকী টক লাগে কেন?
১০। জৈব এসিড কাকে বলে?
১১। খনিজ এসিড কী?
১২। দস্তা ও হাইড্রোক্লোরিক এসিডের বিক্রিয়ায় উৎপন্ন বুদবুদ কী?
১৩। লবণ কোন ধরণের পদার্থ?
১৪। ফেনোফথ্যালিন কী?
(খ) অনুধাবনমূলক প্রশ্ন :
১। মিল্ক অফ লাইম বলতে কী বুঝ?
২। চুনের পানি ঘোলা হওয়ার কারণ কী?
৩। ক্ষার ও ক্ষারকের প্রধান দুটি পার্থক্য লেখ।
৪। এসিড নীল লিটমাসকে লাল করে কেন?
৫। Na2SO4 একটি লবণ-ব্যাখ্যা কর।
৬। চুনাপাথরে পাতলা HCl যোগ করলে বুদবুদ তৈরি হয় কেন?
৭। সোডিয়াম হাইড্রোক্সাইডকে ক্ষার বলা হয় কেন?
৮। লেবুর রসে লাল লিটমাসের বর্ণ অপরিবর্তিত থাকে কেন?
৯। অগ্নি নির্বাপণ যন্ত্রে CO2 ব্যবহার করা হয় কেন?
১০। এসিডিটির ঔষধ এন্টাসিড মূলত কী?
১১। পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে Na,K,ও Ca ধাতু ব্যবহার করা হয় কেন?
(গ) ও (ঘ) প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন :
১। নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও: