১। জিন বলতে কী বুঝায়?
২। মাইটোসিস কোষ বিভাজনকে সমিকরণিক বিভাজন বলা হয় কেন?
৩। মিয়োসিস কোষ বিভাজন কোথায় ঘটে?
৪। ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিসের প্রধান দুটি পার্থক্য লেখ।
৫। জাইগোটকে প্রাণীর সূচনালগ্ন বলা হয় কেন?
৬। মাইটোসিসকে বর্ধনশীল অঞ্চলের বিভাজন বলা হয় কেন?
৭। কোষ বিভাজনের প্রয়োজনীয়তা লেখ।
৮। মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?
৯। প্রোফেজ ও টেলোফেজ দশার দুটি পার্থক্য লেখ।
১০। ডিএনএকে জিন নামে অভিহিত করা হয় কেন?
১১। হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড বলতে কি বুঝ?
১২। প্রবাহ চিত্রের সাহায্যে মিয়োসিস বিভাজন দেখাও।
১৩। অ্যামাইটোসিস বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
১৪। আ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন?
১৫। ইন্টারফেজ বলতে কী বোঝায়?
১৬। সাইটোকাইনেসিস প্রক্রিয়ার বর্ণনা দাও।
১৭। নিম্ন শ্রেণির জীবের কোন কোষ বিভাজন ঘটে ব্যাখ্যা করো।
(গ) প্রয়োগ ও (ঘ) উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন :
১। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [পাঠ্য পুস্তক]
ফারাবী স্যার বিজ্ঞান ক্লাসে কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করছিলেন। তিনি বললেন, কোষ বিভাজনের একটি বিশেষ ধাপে নিউক্লিয়াসে অবস্থিত সুতার মতো অংশের সেন্ট্রোমিয়ার দুইভাগে ভাগ হয়ে যায়। ফলে বিভাজিত কোষে এর সংখ্যা অপরিবর্তিত থাকে।
(গ) ফারাবী স্যারের বর্ণিত বিশেষ ধাপটির সচিত্র বর্ণনা দাও। ৩
(ঘ) ফারাবী স্যারের বর্ণিত সুতার মতো অংশটির ভূমিকা বিশ্লেষণ কর। ৪
২। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [পাঠ্য পুস্তক]
(গ) P কোষ বিভাজনটি ব্যাখ্যা কর। ৩
(ঘ) উন্নত প্রাণীতে P ও Q কোষ বিভাজন দুইটির তুলনামূলক আলোচনা কর। ৪
৩। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
মিরাজের মুখের গঠন তার মায়ের মতো হলেও চুলের প্রকৃতি, চোখের রঙ, গায়ের গঠন একবারে তার পিতার মতো । পিতা-মাতা ফর্সা হলেও তার গায়ের রং দাদীর মতো শ্যামলা।
(গ) মিরাজের পিতা-মাতার বৈশিষ্ট্যগুলো কীরূপে তার দেহে সঞ্চারিত হলো? ব্যাখ্যা করো।
(ঘ) উদ্দীপকের বংশগতটির ধারাটি যে কোষ বিভাজনের ফলে ঘটে থাকে তার বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করো ।
৪। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
মিলিদের বাড়ির ছাদে টবের ছোট্ট পেয়ারা গাছটি ছয় মাসে অনেক লম্বা হয়েছে। সে মায়ের কাছে জানল কোষ বিভাজনের কারণে এমন হয়েছে। মা শেষে বলেন, “বংশগতি নির্ধারণে ক্রোমোজোম, DNA এবং RNA এ ভূমিকা রয়েছে।
(গ) উদ্দীপকের বিভাজন প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী ধাপটি ব্যাখ্যা করো।
(ঘ) মায়ের বলা শেষ উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।
৫। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
সুমনের সংগৃহীত কোষ বিভাজনের একটি ধাপের মডেল চিত্র, যার প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত।
(গ) উদ্দীপকে উল্লিখিত ধাপটির চিত্রসহ ব্যাখ্যা দাও।
(ঘ) উদ্দীপকের কোষবিভাজন পদ্ধতিটি সমীকরণিক বিভাজন কিনা? যুক্তিসহকারে মতামত দাও।
৬। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
সোমাদের ক্লাসে বিজ্ঞান স্যার কোষ বিভাজন নিয়ে আলোচনা করতে গিয়ে বললেন, আমাদের দেহকোষে একধরনের বিভাজন হয় যার একটি ধাপে ক্রোমোজোম সর্বাধিক খাটো ও মোটা হয়। তিনি আরো বলেন, প্রাণীর জনন মাতৃকোষেও একধরণের বিভাজন হয়।
(গ) দেহকোষে সংঘটিত বিভাজনের যে ধাপটির কথা বলা হয়েছে তার চিত্র সহ বর্ণনা দাও।
(ঘ) উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় কোষ বিভাজনের মাধ্যমে বংশগতির ধারাবাহিকতা অব্যাহত থাকে – উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো ।
৭। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
মীনা মা বাবার একমাত্র সন্তান। মীনার মুখের গঠন তার মায়ের মতো হলেও চুলের প্রকৃতি, চোখের রং, গায়ের গঠন একেবারে তার পিতার মতো । পিতা মাতা ফর্সা হলেও তার গায়ের রং দাদীর মতো
শ্যামলা।
(গ) উদ্দীপকের মীনার পিতামাতার বৈশিষ্ট্যগুলো কিভাবে তার দেহে সঞ্চারিত হলো? বর্ণনা করো।
(ঘ) উদ্দীপকের বংশ ধারাটি যে বিভাজনের মাধ্যমে ঘটে তার বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করো।