অষ্টম শ্রেণির বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন (JSC Science CQ)
চতুর্দশ অধ্যায় : পরিবেশ ও বাস্তুতন্ত্র
(ক) জ্ঞানমূলক প্রশ্ন :
১। জৈব উপাদান কী?
২। জলজ বাস্তুসংস্থান কাকে বলে?
৩। বিয়োজক কী? উৎপাদক কী?
৪। প্রাকৃতিক ভারসাম্য কী?
৫। ম্যানগ্রোভ বন কী?
৬। বাস্তুতন্ত্রের প্রধান উপাদান কয়টি?
৭। বাস্তুতন্ত্র কাকে বলে?
৮। সূর্যরশ্মির শতকরা কত ভাগ কাজে লাগিয়ে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে?
৯। খাদ্যজাল কাকে বলে?
১০। উৎপাদক ও খাদকের মৃতদেহ হতে পুষ্টি গ্রহন করে কে?
১১। প্রাকৃতিক পরিবেশে কয় ধরনের বাস্তুতন্ত্র দেখা যায়?
১২। প্ল্যাঙ্কটন কী?
(খ) অনুধাবনমূলক প্রশ্ন :
১। খাদ্যজাল কীভাবে সৃষ্টি হয়? উৎপাদকের ২টি বৈশিষ্ট্য লেখ।
২। খাদ্যশৃংখল ও খাদ্যজালের মধ্যে পার্থক্য লেখ।
৩। সুন্দরী উদ্ভিদের শ্বাসমূল থাকে কেন?
৪। খাদক ও বিয়োজকের মধ্যে ২টি পার্থক্য লেখ।
৫। শক্তিপ্রবাহ বলতে কী বুঝ?
৬। উৎপাদকেরা স্বভোজী কেন ব্যাখ্যা কর।
৭। খাদ্যজাল বড় হলেও খাদ্যশৃংখলগুলো খুব বড় হতে পারেনা কেন?
৮। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় উদ্ভিদের ভূমিকা মুখ্য কেন?