উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্র সিলেবাস (HSC Biology 2nd Paper Syllabus)


প্রথম অধ্যায়: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস



বিষয়বস্তু



১। প্রাণিজগতের
১.১ ভিন্নতা
১.২ শ্রেণিকরণের ভিত্তি ও নীতি

২। নন-কর্ডাটা (প্রধান পর্ব পর্যন্ত শ্রেণিবিন্যাস)

৩। কর্ডাটা (শ্রেণি পর্যন্ত বিন্যাস)

৪। ব্যবহারিক: নন-কর্ডাটার বিভিন্ন পর্বের (যেকোনো পাঁচটি) ও ভার্টিব্রাটার বিভিন্ন শ্রেণির (যেকোনো পাঁচটি) নমুনা প্রাণী পর্যবেক্ষণ

শিখনফল


১। প্রাণিজগতের ভিন্নতা ব্যাখ্যা করতে পারবে।
২। প্রাণীকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করার ভিত্তি ও নীতি ব্যাখ্যা করতে পারবে।
৩। বিভিন্ন ধরনের প্রাণীকে শ্রেণিতে বিন্যস্ত করার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে পারবে।
৪। নন-কর্ডাটা প্রাণীকে প্রধান পর্ব পর্যন্ত বিন্যস্ত করতে পারবে।
৫। কর্ডাটা প্রাণীকে শ্রেণি পর্যন্ত বিন্যস্ত করতে পারবে।
৬। ব্যবহারিক: বিভিন্ন প্রাণী শনাক্ত ও চিত্র অংকন করতে পারবে।



English version


Chapter 1. Animal diversity and Classification


1. Diversity of animal kingdom, Basis and principles of classification.
1.2 Non Chordates (Classification up to major phyla)
1.3 Practical : Observation of type specimen of different phyla of non-chordate (any five) and of different classes of Vertebrate (any five)